Md. Maruf Hasan - মিজান

Md. Maruf Hasan - মিজান ❤️আসসালামু আলাইকুম নতুনদের সাথেই আছি❤️❤
(6)

৪৯ তম সাবজেক্টিভ বাংলা চোখ বুলিয়ে রাখুন ☺️
27/09/2025

৪৯ তম সাবজেক্টিভ বাংলা চোখ বুলিয়ে রাখুন ☺️

26/09/2025

আশেপাশে থাকলেও আর আগের মতো ভাল লাগে না আপনারে,তা কি বুঝেন? 🫤🤣🤣🤣

26/09/2025

ভাই সব কিছু একটা কবার চাং শুনলে কং🤣😁

26/09/2025
25/09/2025

🔥 আজকের দিনের সেরা তথ্য (২৫ সেপ্টেম্বর ২০২৫)
✍️ আসন্ন সকল চাকরি পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ!

১.২০২৭ সালে নারী ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে - ব্রাজিল।
২.চীনের নতুন ভিসানীতি 'কে- ভিসা প্রোগ্রাম' চালু হবে - ১ অক্টোবর ২০২৫।
৩.'লিটল রেড বুক' বইটির রচয়িতা - মাও সে তুং।
৪.প্রথম বাংলাদেশি কোম্পানি হিসেবে বিদেশে ওষুধ রফতানি করে যে প্রতিষ্ঠান - স্কয়ার (১৯৮৭ সালেa

25/09/2025

ভয়াবহ অবস্থা
আগামীকাল পরীক্ষা আজ ঢাকায় ডেকে ১০/১২ লাখ টাকায় রুমে আটকে রেখে পরীক্ষার প্রশ্ন সলভ করানো হচ্ছে।

ATN নিউজ

24/09/2025

চাকরির_পরীক্ষায় আসতে পারে এমন ১০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর দেওয়া হলো :

✅ ১. খাদ্য অধিদপ্তর কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৪৩ সালে।

✅ ২. খাদ্য অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনস্থ?
উত্তর: খাদ্য মন্ত্রণালয়।

✅ আলী ইমাম মজুমদার (মাননীয় উপদেষ্টা)
খাদ্য মন্ত্রণালয় ।

✅ ৩. খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক (DG) কে?
উত্তর : মোঃ আবুল হাছানাত হুমায়ুন কবীর
(মহাপরিচালক) এবং মো: মাসুদুল হাসান (সচিব)

✅ ৪. খাদ্য অধিদপ্তরের প্রধান কাজ কী?
উত্তর: খাদ্যশস্য সংগ্রহ, সংরক্ষণ, পরিবহন ও বিতরণ এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।

✅ ৫. খাদ্য অধিদপ্তরের প্রধান কার্যালয় কোথায়?
উত্তর: খাদ্য ভবন, ১৬, আব্দুল গণি রোড, ঢাকা।

✅ ৬. ওএমএস (OMS) কী?
উত্তর: Open Market Sale – এটি খাদ্য অধিদপ্তরের একটি কর্মসূচি যার মাধ্যমে স্বল্প দামে চাল/আটা সাধারণ মানুষের মাঝে বিক্রি করা হয়।

✅ ৭. খাদ্য অধিদপ্তরের গুদাম ব্যবস্থাপনার নাম কী?
উত্তর: Central Storage Depot (CSD) এবং Local Storage Depot (LSD)।

✅ ৮. খাদ্য অধিদপ্তরের কোন আইন অনুযায়ী পরিচালিত হয়?
উত্তর: খাদ্য আইন ১৯৫৬ ও সংশ্লিষ্ট অন্যান্য বিধিমালা অনুযায়ী।

✅ ৯. খাদ্য অধিদপ্তর কত ধরনের খাদ্যশস্য সংগ্রহ করে?
উত্তর: মূলত চাল, গম এবং মাঝে মাঝে ভুট্টা বা ডাল জাতীয় খাদ্যশস্য।

✅ ১০. খাদ্য অধিদপ্তরের অধীনে খাদ্য পরিদর্শকের কাজ কী?
উত্তর: গুদামে খাদ্যশস্যের গুণগত মান রক্ষা, রক্ষণাবেক্ষণ, ওজনে গরমিল দেখার কাজসহ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।

🔅 ৪৭তম বিসিএসের চন্দ্রমল্লিকা সেটের (বাংলা অনুবাদ) সম্পূর্ণ প্রশ্ন।প্রশ্নগুলো বিশ্লেষণ করুন, আগামী বিসিএস এ কাজে লাগবে।প...
24/09/2025

🔅 ৪৭তম বিসিএসের চন্দ্রমল্লিকা সেটের (বাংলা অনুবাদ) সম্পূর্ণ প্রশ্ন।

প্রশ্নগুলো বিশ্লেষণ করুন, আগামী বিসিএস এ কাজে লাগবে।

পিএসসি সহজ প্রশ্ন করলে, এমন প্যাটার্ন হতে পারে।

কেউ এখানকার আছেন নাকি চলেন চায়ের আড্ডা দেই💔
24/09/2025

কেউ এখানকার আছেন নাকি চলেন চায়ের আড্ডা দেই💔

24/09/2025

🔥 প্রাইমারি প্রধান শিক্ষক পদে আবেদন শুরু আজ ২৪/০৯/২৫ থেকে, চলবে ২০/১০/২৫ পর্যন্ত।
👉 যোগ্যতা: ডিগ্রী,অনার্স বা ফাযিল পাস,বয়স-সর্বোচ্চ৩২।

❗পরীক্ষা পদ্ধতি: প্রিলি-৯০, ভাইভা-১০ নম্বর।

পরীক্ষা সম্ভাব্য -ডিসেম্বর ২৫(শুধু বিভাগীয় শহরে)

ইবনে সিনায় নতুন নিয়োগ। নতুন নতুন  আপডেট পেতে পেজটিতে ফলো দিন
24/09/2025

ইবনে সিনায় নতুন নিয়োগ। নতুন নতুন আপডেট পেতে পেজটিতে ফলো দিন

24/09/2025

🔥 আজকের দিনের সেরা তথ্য (২১ সেপ্টেম্বর ২০২৫)
✍️ আসন্ন সকল চাকরি পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ!

১.সম্প্রতি ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে - যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া (২১ সেপ্টেম্বর, ২০২৫)।
২.বৈশ্বিক উদ্ভাবন সূচক ২০২৫-এ বাংলাদেশের অবস্থান - ১০৬তম (১ম-সুইজারল্যান্ড)।
৩.আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মতো নারী আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশি- সাথিরা জাকির জেসি।
৪.ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের যে অধিবেশনে অংশগ্রহণ করবে - ৮০তম অধিবেশন (২৬ সেপ্টেম্বর ২০২৫)।
৫.২২ সেপ্টেম্বর, ২০২৫ জাতিসংঘে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজককারী দেশ - ফ্রান্স ও সৌদি আরব

Address

Kurigram
Lalmonirhat

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md. Maruf Hasan - মিজান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share