MAM's World

MAM's World I Love ALLAH and HIS Prophet MUHAMMAD Sallallahu Alaihi Wa Sallam

23/06/2025

চলুন গ্রামবাংলার শান্তিপূর্ণ একটি সকালে একটু ঘুরে আসি।
গাছগাছালিতে ঘেরা পথ ধরে ছুটে চলেছে ৮-১০ বছরের শিশুরা—কেউ দৌড়াচ্ছে, কেউ সাইকেল চালাচ্ছে আনন্দে।
মাঠে কৃষকেরা ব্যস্ত ফসলের কাজে আর রাস্তা দিয়ে ধীর পায়ে হেঁটে যাচ্ছে সাদা পোশাক পরা মাদরাসার ছাত্ররা, হাতে বই।

এই দৃশ্য যেন হৃদয় ছুঁয়ে যায়—নির্মল প্রকৃতি, মাটির গন্ধ আর গ্রামীণ জীবনের সাদামাটা সৌন্দর্য।

🎥 ভিডিওটি 4K কোয়ালিটিতে ধারণ করা, যেন আপনি প্রকৃতির প্রতিটি স্পর্শ অনুভব করতে পারেন।

একটু সময় দিন—শান্ত হয়ে উপভোগ করুন গ্রাম বাংলার এই মন ছোঁয়া মুহূর্তগুলো।


#গ্রামবাংলা #শান্তপ্রকৃতি #মাদরাসারছাত্র #কৃষক #গ্রামীণজীবন #সিনেম্যাটিক #৪কে #শিশুদেরখেলাধুলা #প্রাকৃতিকদৃশ্য #বাংলারগ্রাম

23/06/2025

This stunning 4K shot captures the beauty of a train winding its way through majestic mountains as the sun dips below the horizon.

20/06/2025

পোলাপাইন🤣🤣

09/06/2025

মায়ের দোয়া পার্টি অফিসের নেতা যখন জেলে বন্ধি 😂🤣

10/05/2025

আলহামদুলিল্লাহ! আওয়ামিলীগকে চিরদিনের জন্য কবরস্থানে শুইয়ে দেওয়া হলো

07/04/2025

🕊️ In solidarity with G and R !

In response to the global strike called by the oppressed people of G and R , the Aditmari Branch of Lalmonirhat District Ulama Council organized a powerful protest rally and demonstration, denouncing the brutal genocide of innocent Palestinian Muslims by the occupying Israeli regime.

✊ We stand with the oppressed.
🕋 We stand for justice.
🕯️ May Allah protect G .

জোসনা রাইতে দিঘীর জ্বলে নাইমা আসে চাঁদচান্দের আলোয় তোমার হাসি ভাঙ্গে রূপের বাঁধঝিরি ঝিরি বাতাসে ছিটাই জংলা ফুলের ঘ্রাণসা...
19/02/2025

জোসনা রাইতে দিঘীর জ্বলে নাইমা আসে চাঁদ
চান্দের আলোয় তোমার হাসি ভাঙ্গে রূপের বাঁধ
ঝিরি ঝিরি বাতাসে ছিটাই জংলা ফুলের ঘ্রাণ
সামলাইতে পারি না আমার আমি ধুকপুক করে পরাণ

05/02/2025

ধানমন্ডি-৩২ এর বর্তমান পরিস্থিতি

জীবনে প্রথমবার এমন এক অভিজ্ঞতার সম্মুখীন হলাম, ঢাকা থেকে পাবনার ঈশ্বরদীতে মামার বাড়ি যাব। ট্রেনে উঠেই জানলার ধারে গুছিয়ে...
29/01/2025

জীবনে প্রথমবার এমন এক অভিজ্ঞতার সম্মুখীন হলাম, ঢাকা থেকে পাবনার ঈশ্বরদীতে মামার বাড়ি যাব। ট্রেনে উঠেই জানলার ধারে গুছিয়ে বসেছি। কিছুক্ষণ বাদে বাদে ট্রেনের হকারদের কাছ থেকে এটা ওটা কিনে খাচ্ছি।

যমুনা সেতু পার হবার পর পাশের সহযাত্রী কে জিজ্ঞাসা করলাম ভাই ঈশ্বরদী বাইপাস আর কতক্ষন লাগবে?
উনি বললেন, এটা তো পঞ্চগড় এক্সপ্রেস, ঈশ্বরদী বাইপাস স্টেশনে থামবে না। একদম সোজা নাটোর স্টেশনে গিয়ে দাঁড়াবে। বেশ ভ্যাবাচ্যাকা খেলাম দেখে পাশের সহযাত্রীরা বললো চিন্তার কিছু নেই, ঈশ্বরদী বাইপাসে ট্রেন খুবই স্লো হয়ে যায়, তুমি রানিং এ নেমে যেও। তবে নেমেই দাঁড়াবে না, একটু দৌঁড়বে। তাহলে হুমড়ি খেয়ে পড়ে যাবে না।

তারপর ঈশ্বরদী বাইপাস আসতেই অনিচ্ছা সত্বেও কিছুলোক ঠেলে ঠুলে দরজায় দাঁড় করিয়ে দিল। ঈশ্বরদী বাইপাসে ট্রেন স্লো হতেই ছোট্ট লাফ দিয়ে প্লাটফর্মে নেমেই চো চো করে দৌঁড় দিলাম।
এত জোর দৌঁড়েছি যে সামনের বগি পর্যন্ত পৌঁছে গেছি। সামনের বগির গেটের কাছে পৌঁছাতেই কিছু লোক আমার হাত ধরে, কেউ জামা ধরে, কেউ চুলের মুঠি ধরে বগিতে আবার টেনে তুলল। ততক্ষনে ট্রেন আবার স্পীড নিয়ে নিয়েছে। সবাই বলছে তোর ভাগ্যটা খুব ভালো রে ভাই। এখানে তো ট্রেন থামে না, তবু তুই কপালজোরে ট্রেন টা পেয়ে গেলি 🙂

17/01/2025
অনেক পরিশ্রমী হতে হবে।পরিশ্রম কখনো কারো সাথে বিশ্বাসঘাতকতা করে না।দোয়া চাই সবার কাছে🤲
24/12/2024

অনেক পরিশ্রমী হতে হবে।
পরিশ্রম কখনো কারো সাথে বিশ্বাসঘাতকতা করে না।
দোয়া চাই সবার কাছে🤲

Address

King Charitabari, Kumrirhat, Aditmari
Lalmonirhat
5510

Alerts

Be the first to know and let us send you an email when MAM's World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MAM's World:

Share