বড় বাড়ী আলেমা বালিকা হাফিজিয়া মাদরাসার পেইজ।

  • Home
  • Bangladesh
  • Lalmonirhat
  • বড় বাড়ী আলেমা বালিকা হাফিজিয়া মাদরাসার পেইজ।

বড় বাড়ী আলেমা বালিকা হাফিজিয়া মাদরাসার পেইজ। আস্সালামু আলাইকুম।
যারা মাদ্রাসার সহযোগিতা করতে চান,
01723190123 বিকাশ ও নগদ। বড়বাড়ী আলেমা বালিকা হাফিজিয়া মাদরাসা সদর লালমনিরহাট

07/03/2025

আল্লাহ তায়ালার ভরসা

07/03/2025

আস্সালামু আলাইকুম
কেমন আছেন।

উওম সাদাকা
07/03/2025

উওম সাদাকা

22/02/2025

#নবীজী নিজেও তিলাওয়াত করতেন এবং সাহাবীদের থেকেও তিলাওয়াত শুনতেন

নবীজী অত্যন্ত গুরুত্বের সাথে কুরআন মাজীদ তিলাওয়াত করতেন। হাদীস ও সীরাতের কিতাবে এর বিশদ বিবরণ পাওয়া যায়। নামাযে, নামাযের বাইরে, রাতের আঁধারে, দিনের আলোতে সর্বাবস্থায় তিনি তিলাওয়াত করতেন। উম্মুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দীকা রা. বলেন, নামাযে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজী এত দীর্ঘ সময় তিলাওয়াত করতেন যে, তাঁর পা মুবারক ফুলে যেত। (দ্রষ্টব্য : সহীহ মুসলিম, হাদীস ২৮১৯, ২৮২০)

রমযান মাসে হযরত জিবরীল আ.-কে নবীজী পূর্ণ কুরআন শোনাতেন এবং জিবরীল আ. থেকেও পূর্ণ কুরআন শুনতেন। (দ্রষ্টব্য : সহীহ বুখারী, হাদীস ৬)

রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নিজে তিলাওয়াত করতেন তেমনি সাহাবীদের থেকেও তিলাওয়াত শুনতেন। একবার নবীজী আবদুল্লাহ ইবনে মাসউদ রা.-কে বললেন, তুমি আমাকে একটু তিলাওয়াত করে শোনাও তো। আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমি আপনাকে তিলাওয়াত শোনাব, আপনার উপরই তো কুরআন নাযিল হয়েছে! নবীজী বললেন, আমার মনে চাচ্ছে, কারো থেকে একটু তিলাওয়াত শুনি! এ শুনে আবদুল্লাহ ইবনে মাসউদ রা. সূরা নিসা তিলাওয়াত করতে শুরু করলেন। পড়তে পড়তে যখন এ আয়াত পর্যন্ত আসলেন-

فَكَیْفَ اِذَا جِئْنَا مِنْ كُلِّ اُمَّةٍۭ بِشَهِیْدٍ وَّ جِئْنَا بِكَ عَلٰی هٰۤؤُلَآءِ شَهِیْدًا.

[সুতরাং (তারা ভেবে দেখুক) সেই দিন (তাদের অবস্থা) কেমন হবে, যখন আমি প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী উপস্থিত করব এবং (হে নবী), আমি তোমাকে ওইসব লোকের বিরুদ্ধে সাক্ষীরূপে উপস্থিত করব? -সূরা নিসা (০৪) : ৪১]

এতটুকু তিলাওয়াত করার পর নবীজী বললেন, ঠিক আছে। আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, নবীজী থামতে বলার পর আমি তাঁর দিকে তাকিয়ে দেখি, তাঁর দুচোখ বেয়ে অশ্রু ঝরছে। (দ্রষ্টব্য : সহীহ বুখারী, হাদীস ৫০৫৫, ৪৫৮২, ৫০৪৯)

31/01/2025
আলহামদুলিল্লাহ
16/01/2025

আলহামদুলিল্লাহ

ভর্তি চলছে
15/12/2024

ভর্তি চলছে

06/12/2024

মাদ্রাসার কাজ শেষের দিকে
আলহামদুলিল্লাহ্।
তবে রান্না ঘরের জন্য আসবাব লাগতেছে।

আলহামদুলিল্লাহ্
05/12/2024

আলহামদুলিল্লাহ্

দোয়া চাই আল্লাহ্ কবুল করেন।
11/11/2024

দোয়া চাই আল্লাহ্ কবুল করেন।

23/10/2024

বিশেষ আবেদনঃ-
লালমনিরহাট জেলার প্রাণ কেন্দ্রে
একটি আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ---
"জামিয়া আরাবিয়া আলেমা বালিকা মাদ্রাসা"।
উক্ত মাদরাসার ভবন নির্মাণ কাজে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি।
প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সুবিধার্থে আপনাদের সহযোগিতায় নিজস্ব জমি ক্রয় করা হয়েছে আলহামদুলিল্লাহ। এখন উক্ত জমিতে ভবন নির্মাণের উদ্যোগ হাতে নেয়া হয়েছে। পাশাপাশি মাদ্রাসার আবাসিক ঘরের কাজ শুরু করা হয়েছে। অতএব দ্বীন দরদি ও দানশীল ভাই/বোনদেরকে এই পবিত্র প্রকল্প বাস্তবায়নে উদার হস্তে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানাচ্ছি।

আপনারা শরিক হতে পারেন
১ একবস্তা সিমেন্ট দিয়ে।
২ এক হাজার ইট দিয়ে।
৩ এক ট্রাক কাজের বালু দিয়ে।
৪ একটি জানালা দিয়ে।
৫ একটি দরজা দিয়ে।
৬ একটি রুমের সমমান দিয়ে।
৭ অর্থ দিয়ে।
৮ একজন লেবার দিয়ে।

আহ্বানে :
মুফতি আল আমিন
প্রতিষ্ঠাতা পরিচালক,
"জামিয়া আরাবিয়া আলেমা বালিকা মাদ্রাসা" বড়বাড়ী সদর, লালমনিরহাট।
যোগাযোগ 01723-190123

অনুদান প্রেনণের হিসাব নাম্বার
IBBL বড়বাড়ী এজেন্ট শাখা
Acc: 20507770202743382
বড়বাড়ী এশিয়া ব্যাংক এজেন্ট শাখা 1083452008497
বিকাশ-01723-190123

Address

Lalmonirhat

Telephone

+8801723190123

Alerts

Be the first to know and let us send you an email when বড় বাড়ী আলেমা বালিকা হাফিজিয়া মাদরাসার পেইজ। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বড় বাড়ী আলেমা বালিকা হাফিজিয়া মাদরাসার পেইজ।:

Share