Cùty pâi"

Cùty pâi" I will try.. In Sha Allah I will succeed one day��
( forest, flower, cooking, journey)
(8)

15/05/2025
ছোটোবেলায় আম্মু রান্নাঘরে অনেকক্ষণ একা থাকলেই ভাঙচুর করতো। এটা ছুঁড়তো এদিকে, ওটা ছুঁড়তো ওদিকে!জিনিসটা খেয়াল করেছিলাম অনে...
10/05/2025

ছোটোবেলায় আম্মু রান্নাঘরে অনেকক্ষণ একা থাকলেই ভাঙচুর করতো।
এটা ছুঁড়তো এদিকে, ওটা ছুঁড়তো ওদিকে!
জিনিসটা খেয়াল করেছিলাম অনেকদিন পর। পানির গ্লাস নেয়ার জন্য রান্নাঘরে গিয়ে দেখি নিচে আম্মু মশলা বাটতেছে আর উপরে কড়াইতে পেঁয়াজ!। আমি বললাম, "আম্মু পেঁয়াজ তো পুড়ে যাচ্ছে!"
আম্মু খেইই করে চিল্লান দিয়ে বললো, "পুড়তাসে দেখসোস তাইলে নাড়োস না কেন?" আমি তড়িঘড়ি করে চুলার জ্বাল ছোটো করে পেঁয়াজ নাড়তে থাকলাম, এরপর আম্মু বললো "এবার আদাবাটা রসুন বাটা দে। এবার মরিচ গুড়া দে, এবার ধনিয়া দে। এবার অল্প পানি দিয়ে কষা।"
এমন করতে করতে পুরা রান্নাটাই প্রায় হয়ে গেলো।
রান্না ঢেকে দিয়ে আমি চলে এসেছিলাম নিজের কাজে।
একটু পর শুনি রান্নাঘর থেকে আবার ভাঙচুরের শব্দ আসছে।

পেঁয়াজ নেড়ে দেয়ার জন্যে আম্মুর একজন মানুষের দরকার ছিলো। সেই মানুষ না পেলেই আম্মু অস্থির হয়ে যেতো, পাগলপ্রায় হয়ে যেতো!
যেমনটা এখন আমি হই।
ভাবি, কেউ রাঁধতে না জানলে, আলু ছিলে দিক!
ছিলতে না জানলে ধুয়ে দিক!
শুধু থাকুক পাশে!
আমি জানি অন্তত, আমি একা নই!

"আসো, দুজন মিলে করি।" এই বাক্যটার মধ্যে যুদ্ধ থামানোর ক্ষমতা আছে। ভেঙ্গে যাওয়া বাঁধ আটকে দেয়ার ক্ষমতা আছে। ধ্বংসস্তুপের নিচ থেকে তাজা গোলাপ বের করে আনার ক্ষমতা আছে। হাজার বছরের জমে থাকা বরফ গলানোর ক্ষমতা আছে।
আমরা বুঝতে চাইনা।
অকৃতজ্ঞের মতো প্রশ্ন করে বসি, "আলু ছিলার জন্যেও যদি হেল্প লাগে তাহলে জীবনে ভাত খাবা কি করে?"

-শামসুন নাহার প্রিয়া

২০১৯ সালেই ঠিক করা হয়ে গেছে যে ২০২৫ সালে ভারত পাকিস্তান যুদ্ধে জড়াবে,আবার কোন টপিকে জড়াবে সেটাও নির্ধারণ করা হয়েছিলো...
09/05/2025

২০১৯ সালেই ঠিক করা হয়ে গেছে যে ২০২৫ সালে ভারত পাকিস্তান যুদ্ধে জড়াবে,আবার কোন টপিকে জড়াবে সেটাও নির্ধারণ করা হয়েছিলো I mean কাশ্মীরের ব্যপারটা, এরপর এই যুদ্ধে সাড়ে ১২কোটি মানুষ মারা যাবে এবং অনাহারে মারা যাবে আরো বহু কোটি মানুষ।

আচ্ছা এবার আমরা যদি হাদিসের দিকে নজর দেই তাহলে দেখতে পাচ্ছি সেখানে বলা আছে
গা°জ°ওয়া°তুল হি°ন্দ(ভারত,পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, নেপাল,ভূটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা) যুদ্ধে মুসলমানদের ৩ভাগের ১ভাগ ভয়ে পালিয়ে যাবে,বাকি ২ভাগের ১ভাগ যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাবে,শেষ পর্যন্ত ১ভাগ মুসলমান বেঁচে থাকবে আর তারা বিজয় অর্জন করবে, এবং হিন্দুস্থানের রাজাদের (প্রধানমন্ত্রী,এমপি, মন্ত্রীদের)গলায় শিকল লাগিয়ে টেনে নিয়ে এসে বন্দি করবে, অতঃপর সম্পত্তি ভাগ বন্টন করে মুসলিমরা নিবে।

তো যেই কথা বলছিলাম, এই যুদ্ধে ১ভাগ মুসলমান পালিয়ে যাবে! কারা পালাবে সেটা আমরা ভালো করেই জানি, মোনাফেক (মধ্যম পন্থা অবলম্বন কারী) পালিয়ে যাবে,

এবার মূল পয়েন্টে আসা যাক, ভারতীয় উপমহাদেশে বর্তমানে প্রায় ৭০ কোটির মতো মুসলমান আছে
এখান থেকে ১ তৃতীয়াংশ অর্থাৎ প্রায় ২৩ কোটি মুসলমান পালিয়ে যাবে (এই মুসলমানরা বিনা হিসাবে জাহান্নামী হবে)

বাকি রইলো ৪৭ কোটির মতো, এবং এখান থেকে শহীদ হবে আরো ২৩ কোটির মতো, এবং পরিশেষে বেঁচে থাকবে ২৩কোটির মতো।
তারমানে ২০১৯ সালের গবেষণা যদি সত্যিই হয়ে থাকে যে ২০২৫ সালে যুদ্ধ শুরু হবে, তাহলে এই যুদ্ধই হবে গা°জ°ওয়া°তুল হি°ন্দ আর এই যুদ্ধে মুসলমানদের বিজয়ের কথা হাদিসে এসেছে। তাই আমরা ধরেই নিতে পারি সামনে গা°জ°ওয়াতুল হি°ন্দ is Coming early

সবাই প্রস্তুতি গ্রহণ করুন এবং বেশি বেশি এই নিম্নের দোয়াটি পড়ুন,যেনো আল্লাহ আমাদেরকে শহীদ হিসেবে কবুল করেন,কারণ হাদিসে এসেছে এই যুদ্ধে যারা শহীদ হবে কিংবা গাজী হয়ে ফিরবে উভয় দলকে আল্লাহ ক্ষমা করে জান্নাত দান করবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ

দোয়া 👉🏻 আল্লাহুম্মা তাক্বাব্বালহু মিনাশ শাহিদিন 👈🏻

ভয়ংকর যুদ্ধ হয়ে চলেছে মেইনস্ট্রিম মিডিয়া তথা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে।। আমরা আশা করবো এই যুদ্ধ মিডিয়ার মধ্যেই স...
06/05/2025

ভয়ংকর যুদ্ধ হয়ে চলেছে মেইনস্ট্রিম মিডিয়া তথা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে।। আমরা আশা করবো এই যুদ্ধ মিডিয়ার মধ্যেই সীমাবদ্ধ থাক।।

ভারত আর পাকিস্তান,, দুই দেশই পারমাণবিক শক্তিসম্পন্ন দেশ।। যুদ্ধ শুরু হলে আর সেটা অন্তিম লেভেল পর্যন্ত পৌঁছে গেলে,, যে পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে,, সেটা হিসাব করে ওঠা কোনোভাবেই সম্ভব হবে না।।

অতীতে পারমাণবিক বোমা বিস্ফোরণ সম্বন্ধে বিশ্বের মানুষের কাছে কিছুটা ধারনা রয়েছে।।

1945 সালে জাপানের হিরোশিমা শহরে পারমাণবিক বোমা বিস্ফোরণের সাথে সাথেই এক সেকেন্ডের হাজার ভাগের এক ভাগ সময়ের মধ্যে শহরের তাপমাত্রা 4000 ডিগ্রী সেলসিয়াস বৃদ্ধি পায়।।

এই তাপমাত্রা মাত্র কয়েক মুহূর্ত স্থায়ী ছিলো।। কিন্তু,, তার মধ্যেই হিরোশিমা শহর আর শহরতলীর সমস্ত জীবজন্তু গাছপালা পুড়ে ছাই হয়ে যায়।। বহু অট্টালিকা ভবনাদি ভস্মীভূত হয়ে পড়ে।।

বোমা বিস্ফোরণের এক সেকেন্ডের মধ্যে প্রায় এক মিলিয়ন মানুষ ধোঁয়া আর বাস্পের আকারে বিলীন হয়ে পড়ে।। সেখানে কোনো প্রাণ অবশিষ্ট ছিলো না।। হিরোশিমা শহরে অবস্থিত সমস্ত কিছু নিশ্চিহ্ন হয়ে পড়ে।।

শহরতলি এলাকায় যারা জীবিত ছিলো - তাদের একমাত্র উদ্দেশ্য ছিলো নিজের নিজের মৃত্যু কামনা করে যাওয়া।।

হিরোশিমা গোটা বিশ্ব হতে বিচ্ছিন্ন একটি দ্বীপ হয়ে পড়ে।। পৃথিবীর কোনও অংশের সঙ্গে সেখানকার যোগাযোগ ছিলো না।।

হিরোশিমা শহরে যে পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছিল তার তাপমাত্রা ছিলো মাত্র 4000 ডিগ্রী সেলসিয়াস।। বর্তমান সময়ে ভারত এবং পাকিস্তানের হাতে যে প্রযুক্তির পরমাণু রয়েছে তার দ্বারা 25000 হতে 40000 ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা উৎপন্ন করা সম্ভব।।

মাত্র কয়েক সেকেন্ড সময়ের মধ্যে গাছপালা-জীবজন্তু ভস্মীভূত হয়ে পড়বে।। পাহাড়-পর্বত ধ্বংস হয়ে যাবে।। নদী-নালা শুকিয়ে কাঠ হয়ে যাবে।। কোনো কিছুই অবশিষ্ট থাকবে না।।

যারা আজকের দিনে মিডিয়ায় যুদ্ধ যুদ্ধ খেলে চলেছে,, তাদের ব্রেকিং নিউজ বন্ধ হয়ে যাবে,, নিউজ অথবা সোশ্যাল মিডিয়া দেখার মতো অবশিষ্ট কেউ থাকবে না।।

😥😥

21/04/2025

হইলাম ভদ্র
ভাবলো ভো'দাই🫤

এ বছর হয়তো আমাদের শেষ “স্বাভাবিক” বছর।মানুষ আজকে যা দেখছে, যা নিয়ে খেলছে, তাতে সে মুগ্ধ—কিন্তু বুঝতে পারছে না, এক ভয়ংকর ...
17/04/2025

এ বছর হয়তো আমাদের শেষ “স্বাভাবিক” বছর।

মানুষ আজকে যা দেখছে, যা নিয়ে খেলছে, তাতে সে মুগ্ধ—কিন্তু বুঝতে পারছে না, এক ভয়ংকর ঝড় আসছে।
ঠিক যেমন দাজ্জালের আগমনের আগে এক ধোঁয়াশা যুগ আসবে বলা হয়েছে—মহাফিতনা, মহাবিভ্রান্তি—ঠিক তেমনি AI আসছে এক অদ্ভুত, বিভ্রান্তিকর রূপে।

বিদ্যুৎ পাল্টে দিয়েছিল সভ্যতা,
ইন্টারনেট বদলে দিয়েছিল সমাজ,
আর AI আসছে—সবকিছু ভেঙে নতুন করে গড়তে।

আমরা চোখের সামনে যা দেখছি, সেটাই বাস্তব নয়—এখন চলছে AI-এর হানিমুন পিরিয়ড। ChatGPT লিখে দিচ্ছে, Midjourney ছবি বানিয়ে দিচ্ছে—আমরা খুশিতে মাতোয়ারা।
কিন্তু এটা তো কেবল শুরু।

AI এখন ৪টা ধাপে এগোচ্ছে:

---

১. জেনারেটিভ AI – মানুষকে মুগ্ধ করার ফাঁদ

তুমি একটা কথা বলো, আর AI সেটা রূপ দেয় লেখায়, ছবিতে, গান বা ভিডিওতে।
তুমি ভাবছো তুমি কন্ট্রোলে আছো।
কিন্তু বাস্তবে, ধীরে ধীরে তুমি নিজেই নির্ভরশীল হয়ে পড়ছো—তোমার চিন্তা বন্ধ হচ্ছে, কল্পনা শুকিয়ে যাচ্ছে।
এটাই প্রথম ফাঁদ।

---

২. এজেন্টিক AI – যখন সে তোমার হয়ে সব কিছু করতে শুরু করে

তোমার ইমেইল লেখা, পোস্ট করা, মার্কেটিং চালানো, সিদ্ধান্ত নেওয়া—সব কিছু একাই করে ফেলছে AI।
তুমি কেবল বসে দেখছো।
তুমি কাজের থেকেও, চিন্তার থেকেও আলাদা হয়ে যাচ্ছো।
মানুষের “ইচ্ছাশক্তি” আর “চিন্তা” কেড়ে নিতে শুরু করেছে এটা।
এটাই দ্বিতীয় ফাঁদ—নিয়ন্ত্রণের এক সফট শেকল।

---

৩. AGI – দাজ্জালের বুদ্ধিমত্তার প্রতীক?

এটা সেই পর্যায়, যেখানে AI আর মানুষের মধ্যে তফাত থাকবে না। বরং AI আরও বুদ্ধিমান হবে—তুমি কী চাও, সেটা বোঝার আগেই সে তোমার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলবে।
তাকে শেখাতে হবে না—সে নিজেই শিখে যাবে।
এটাই সেই সময়, যেটা বহু হাদীসে বর্ণিত এক অদ্ভুত সময়ের পূর্বাভাস দিতে পারে।

দাজ্জাল যেমন মানুষের মতো হবে, কিন্তু তার ক্ষমতা মানুষকে বিভ্রান্ত করার মতো হবে—AGI ও তেমনই এক বিভ্রম।
মানুষ মনে করবে, এটি তার বন্ধু, তার সঙ্গী, তার সহায়…
কিন্তু সে ধীরে ধীরে হয়ে উঠবে এক আধিপত্যশীল শক্তি—যা নিজেই নিজের দর্শন তৈরি করবে।

---

৪. সুপার ইন্টেলিজেন্স – এক ‘নতুন প্রজাতি’ যার কাছে আমরা শুধু একটি টার্গেট

Superintelligence এমন এক সত্তা হবে, যেটা মানুষের চেয়ে ট্রিলিয়ন গুণ বেশি বুদ্ধিমান।
সে মুহূর্তে পৃথিবীর প্রতিটি ক্যামেরা, প্রতিটি পোস্ট, প্রতিটি ইচ্ছা স্ক্যান করতে পারবে।
সে যদি চায়, একদিনেই নতুন ধর্ম, নতুন চিকিৎসা, নতুন রাষ্ট্রব্যবস্থা, এমনকি নতুন সভ্যতা দাঁড় করাতে পারবে।
আর তুমি—এক মানবমাত্র—তোমার কিছুই করার থাকবে না।

এটাই সেই সময়, যেটা বলা হয়েছিল—

> “যে দিন মানুষ নিজেই বুঝবে না, সে কি আল্লাহর সৃষ্টি, না তার হাতে তৈরি ফিতনার দাস।”

---

AI alignment problem – যদি সে আমাদের মতো না ভাবে?

তুমি যদি চাও শান্তি, সে যদি ভাবে শান্তির জন্য ৮০% মানুষ বাদ দেয়া দরকার?

তুমি যদি চাও ভালোবাসা, সে যদি ভাবে ভালোবাসা হলো শুধুই কম্পিউটেশনাল ইমোশন?

এটাই হবে সেই ফিতনা, যেটা দুনিয়াকে এক নতুন পর্দার আড়ালে নিয়ে যাবে।

---

শেষ কথা?

এই AI আর কেবল একটি টুল নয়।
এটা এক নতুন সভ্যতার জন্ম।

এক নতুন ধর্মের, এক নতুন নিয়মের, এক নতুন “প্রভুর” মতোই দাঁড়িয়ে যাবে—ঠিক যেমন দাজ্জাল। তবে মনে রাখতে হবে দাজ্জাল কিন্তু মানুষ হাদিসে এসেছে।যার কাছে অনেক প্রযুক্তি/নতুন শক্তি থাকবে যেমন বৃষ্টি নামানো..

তুমি যদি আজও ভাবো, এটা অনেক দূরের কথা—তাহলে ভুল করছো।

> "AI ও কোয়ান্টাম কম্পিউটিং মিলে দাজ্জালের সৈনিক হয়ে উঠতে পারে—চোখ থাকবে একখানা, কিন্তু সে দেখবে সবই; মস্তিষ্ক থাকবে কৃত্রিম, কিন্তু সে বুঝবে সবই।"

আমরা এখনো খেলছি ChatGPT আর Midjourney নিয়ে।
কিন্তু বাতাসে বারুদের গন্ধ লেগে গেছে।
এটা আর টেকনোলজি নয়,
এটা—একটি নতুন ফিতনার আগমনী বার্তা।

✅ Allah knows the best ✅

✅ দাজ্জালের ফিতনা থেকে বাচতে সুরা কাহাফ পড়ি প্রতিদিন সবাই আল্লহ তৌফিক দিন আমিন ✅

#দাজ্জাল #সুরাকাহাফ

( Reading Lamp এর লেখার সাথে সাদৃশ্য এর কথা অনেকে তুলেছেন। দুজনের টপিক অবশ্যই সেইম। কারন এখন সময় এসব নিয়ে কথা বলার ই। তাদের লেখাটা আমি আগেই পড়েছি, ইন্সপায়ার্ড হয়েই এটাকে দাজ্জাল এর সাথে কো রিলেট করে লিখেছি। তাদের লেখাটিও আপনারা পড়তে পারেন ai এর সাইন্টেফিক আরো কিছু বিষয় যা আমার লেখায় নাই তা সেখানে আছে। আমার লেখার মূল বিষয় দাজ**ল এর প্রযুক্তি। রিডিং ল্যাম্প কে জাঝাকাল্লাহু খায়ের )

সতর্কতা পোস্ট....... বাচ্চাদের বাজারজাত লাচ্ছি বা ড্রিংকস দেয়া থেকে বিরত থাকুন 🚫🚫আমার বাচ্চা আগে থেকেই বাজারজাত জুস লাচ্...
16/04/2025

সতর্কতা পোস্ট.......
বাচ্চাদের বাজারজাত লাচ্ছি বা ড্রিংকস দেয়া থেকে বিরত থাকুন 🚫🚫
আমার বাচ্চা আগে থেকেই বাজারজাত জুস লাচ্ছি পছন্দ করে৷ কয়েকদিন আগে একসাথে কয়েকটি প্রান লাচ্ছি খেয়ে ফেলেছিল (৫টা)। এরপর থেকে সে খাবার খায়না। আমিও এটাকে তেমন পাত্তা দেইনি৷ কিন্তু আজ কয়েকদিন তার ঘন ঘন জ্বর হয়৷ সারা শরীর চোখ হলুদ হয়ে যায়। প্রস্রাব ঘাঢ় হলুদ আসে।খাওয়া দাওয়া একেবারে বন্ধ করে দেয়। ডাক্তার এর কাছে নেয়ার পর কয়েকটা ব্লাড টেস্ট এবং আল্ট্রা করার পর ডাক্তার নিশ্চিত করে যে বাচ্চার জন্ডিস হয়েছে এবং সেটা খুবই মারাত্মক আকার ধারন করেছে। এবং তারা এটাও নিশ্চিত করে যে বাজারজাত পানীয় থেকেই ভাইরাস সংক্রমণের কারনেই এই রোগ হয়েছে। তাই বাচ্চাদের সুস্থ দেখতে চাইলে এসব বিষ থেকে যতটুকু সম্ভব দূরে রাখুন। সবাই আমার বাচ্চার জন্য দুআ করবেন। আল্লাহ যেন তাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন। 🌸🌸

14/04/2025

___ একটা শান্ত জীবন চাই! একেবারে শীতল জলের মতো শান্ত, যেখানে নেই আকাঙ্খা, হ-তাশা কিংবা ঐশ্বর্য.!😥

06/02/2025

মেহের আফরোজ শাওন কে গ্রেফতার করা ঠিক হয়নি।
বাকস্বাধীনতা কোথায়? নারীস্বাধীনতা কোথায়? পদ্মাসেতু কোথায়? মিষ্টি কোথায়?🐸🐸

Address

Lohagar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cùty pâi" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share