Madaripur News24

Madaripur News24 Don't betray with anyone. Talk for common people and work for common people.Make your life beautiful.

মাদারীপুরে কবর থেকে উঠানো হলো ঠিকাদারের লা শ।হ ত্যা মামলা হওয়ার পর আদালতের নির্দেশে দেড়মাস পর মাদারীপুর পৌর কবরস্থান থেক...
19/09/2025

মাদারীপুরে কবর থেকে উঠানো হলো ঠিকাদারের লা শ।
হ ত্যা মামলা হওয়ার পর আদালতের নির্দেশে দেড়মাস পর মাদারীপুর পৌর কবরস্থান থেকে ঠিকাদার সৈয়দ তুহিন হাসানের লা শ কবর থেকে উত্তোলন করা হয়। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রট মো. মাসুমসহ অনেকেই উপস্থিত ছিলেন।

লিবিয়ায় মাফি*য়াদের গু*লিতে মাদারীপুরের যুবকের মৃ*ত্যু!মাদারীপুর মস্তফাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড নিবাসী কালাম ঢালীর ছেলে জ...
18/09/2025

লিবিয়ায় মাফি*য়াদের গু*লিতে মাদারীপুরের যুবকের মৃ*ত্যু!

মাদারীপুর মস্তফাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড নিবাসী কালাম ঢালীর ছেলে জীবন ঢালী(২২) গত ৬ মাস আগে ইতালির উদ্দেশ্যে লিবিয়ার যান।গত সেপ্টেম্বরের ৮ তারিখে লিবিয়ায় মাফি*য়াদের গু*লিতে নি*হত হয়েছেন তিনি।নি*হতের পরিবারকে বিষয়টি ফোন করে নিশ্চিত করেছেন লিবিয়ায় তার সাথে থাকে সফরসঙ্গীরা।

স্টাফ করোসপনডেন্ট, মাদারীপুর:পূর্ব শত্রুতার জের ধরে মাদারীপুরের শিবচর পৌর বাজারে প্রকাশ্যে ধারালো অ'স্ত্র দিয়ে কু'পিয়ে...
15/09/2025

স্টাফ করোসপনডেন্ট, মাদারীপুর:

পূর্ব শত্রুতার জের ধরে মাদারীপুরের শিবচর পৌর বাজারে প্রকাশ্যে ধারালো অ'স্ত্র দিয়ে কু'পিয়ে রাকিব মাদবর (২৫) নামের এক যুবককে হ'ত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। নিহত রাকিব একটি হ'ত্যা মা'মলার আসামি ছিল। সম্প্রতি আদালত থেকে জামিনে এলাকায় এসেছিল রাকিব।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের চরশ্যামাইল গ্রামের আবুল কালাম সর্দারের লোকজনের সাথে নি'হত রাকিব মাদবরদের লোকজনের আধিপত্য বিস্তার নিয়ে গত ৬ মে সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় আবুল কালাম সর্দারের ছেলে ইবনে সামাদ নি'হত হন। ইবনে সামাদ হত্যা মামলার আসামী রাকিব মাদবর সম্প্রতি আদালত থেকে জামিন নিয়ে জেল থেকে বের হয়ে এলাকায় আসেন।

রোববার রাত আনুমানিক ৮টার দিক শিবচর পৌর বাজারের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) এর সামনে দাঁড়িয়ে ছিল রাকিব। এসময় ৪-৫ জনের একটি ধারালো অ'স্ত্র দিয়ে রাকিবের ওপর হা'মলা চালায়। রাকিবকে এলোপাতাড়ি কু'পিয়ে ফেলে রেখে পালিয়ে যায় হা-মলাকারিরা। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা দিয়ে আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নেয়ার পথে রাকিবের মৃ'ত্যু হয়।

নি'হত রাকিব চরশ্যামাইল এলাকার নাসির মাদবরের ছেলে। সে সরকারি বরহামগঞ্জ কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র ছিল।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কয়েক মাস আগে ইবনে সামাদ হ'ত্যা মামলার আসামি ছিল রাকিব। সেই হত্যার ঘটনায় এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

17/08/2025

মাদারীপুর জেলা বিএনপি'র নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে কোমরে পি *স্তল নিয়ে মঞ্চে স্লোগান দিচ্ছেন বিএনপি নেতা খোকন তালুকদার।

মাদারীপুরে কালকিনি উপজেলার লক্ষীপুর ইউপির রায়পুর ভাটাবালী গ্রামের বাসিন্দা ও নি*ষিদ্ধ ঘোষিত সংগঠন মাদারীপুর জেলা ছাত্রলী...
17/08/2025

মাদারীপুরে কালকিনি উপজেলার লক্ষীপুর ইউপির রায়পুর ভাটাবালী গ্রামের বাসিন্দা ও নি*ষিদ্ধ ঘোষিত সংগঠন মাদারীপুর জেলা ছাত্রলীগের সহ সভাপতি ও সাবেক কালকিনি উপজেলার ছাত্রলীগের সহসভাপতি মোঃ ইকবাল হোসেনকে (৩৫) চাদাবাজিসহ বি*স্ফোরক মামলায় গ্রেফতার করা হয়েছে। আজ রোববার বিকালে তারএ গ্রেফতারের খবরের তথ্য নিশ্চিত করেছেন কালকিনি থানার ওসি সোহেল রানা।

মাদারীপুর জেলা বিএনপি'র নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে কোমরে পি*স্তল নিয়ে মঞ্চে উঠে গেছে বিএনপি নেতা - আনিসুর রহমা...
17/08/2025

মাদারীপুর জেলা বিএনপি'র নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে কোমরে পি*স্তল নিয়ে মঞ্চে উঠে গেছে বিএনপি নেতা - আনিসুর রহমান তালুকদার খোকন।

11/08/2025

জয়বাংলা শ্লোগান দিয়ে মাদারীপুর বিএনপি নেতাদের উপর হা মলা করছে লীগের সন্ত্রাসীরা। অন্তত বিশ জন গুরুতর আহত হয়েছে।

10/08/2025

মাদারীপুরে এনসিপির ৪ নেতার পদত্যাগ।

06/08/2025

মাদারীপুর নিরাময় হসপিটালে ডাক্তার বিপ্লব বৈদ্য'র চিকিৎসা অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ।।

06/08/2025

মাদারীপুর জেলা বিএনপির বিজয় মিছিল চলাকালীন সময় শহরের ডিসি ব্রীজ এলাকায় সাংবাদিক লিখনসহ ৩ ভাইকে কু*পিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
আহতদের ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেছে।

মাদারীপুর সাংসদ নির্বাচনী আসন।
30/07/2025

মাদারীপুর সাংসদ নির্বাচনী আসন।

25/07/2025

বিদেশি পিস্তল ও রাইফেল সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাদারীপুর জেলার মুখপাত্র তুষার সব্যসাচীর বাবা মিলন সব্যসাচী সহ ৫ জনকে আটক করেছেন সেনাবাহিনী

Address

Laxmipur
Madaripur
8001

Alerts

Be the first to know and let us send you an email when Madaripur News24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share