Voice Of Rajoir ভয়েস অব রাজৈর

Voice Of Rajoir ভয়েস অব রাজৈর সত্য প্রকাশে সাহসী যাত্রা।

আগামী ১২ই নভেম্বর রাজৈর উপজেলার ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে...
27/10/2025

আগামী ১২ই নভেম্বর রাজৈর উপজেলার
ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে "অভিভাবক সদস্য পদে" মোঃ ফেরদাউস হোসাইন কে '৩' নং ব্যালটে ভোট দিন।

আমি সাংবাদিক মোঃ ফেরদাউস হোসাইন। আসন্ন
রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে "অভিভাবক সদস্য" পদে নির্বাচন করার কারণ আমার অভিজ্ঞতা ও এই শিক্ষা সেক্টর নিয়ে কাজ করার আগ্রহ। আমার একাডেমিক অর্জন, অভিজ্ঞতা ও সামাজিক কাজের কথা যদি বলি--

একাডেমিক অর্জনঃ

> প্রেস ইনিস্টিটিট বাংলাদেশ (পিআইবি) থেকে সাংবাদিকতায় পোস্ট গ্রাজুয়েশন।
> বিএ - সরকারি নাজিমুদ্দিন কলেজ।
> ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) ঢাকা।
> এইচ এস সি - ৪.০৮
> এস এস সি - ৪.৩৩

অভিজ্ঞতাঃ

> স্বর্নিভর বাংলাদেশ এ ২ বছর স্বাস্থ্য বিষয়ক প্রজেক্টে চাকুরি।
> USAID অর্থায়নে পরিচালিত নারী ও শিশু স্বাস্থ্য বিষয়ক সংস্থা সূর্যের হাসি ক্লিনিকে দীর্ঘ ৮ বছর চাকরি।
> সংবাদকর্মী হিসেবে বিভিন্ন জাতীয় দৈনিকে ৬ বছরের যাবত লেখালেখির অভিজ্ঞতা।
> অনলাইনে জগতে রাজৈরের জনপ্রিয় নিউজ পোর্টাল ও পেইজ ভয়েস অব রাজৈরের স্বত্বাধিকারী।

মানবিক ও সামাজিক কর্যক্রম:

> ২০১৮ সালে রাজৈরে মানবিক রক্তদান সংগঠন ব্লাড ডোনার'স এসোসিয়েশন রাজৈর নামে সংগঠন প্রতিষ্ঠা করি যা রক্তদানের পাশাপাশি করোনাকালীন সময়ে ও বিভিন্ন জাতীয় দুর্যোগে ব্যাপক প্রশংসনীয় ভূমিকা পালন করেছে।
> আমার নিজ বাড়িতে একটা গ্রন্থাগার স্থাপন করেছি যার নাম "আদর্শ প্রজন্ম গ্রন্থাগার"।

সাংগঠনিক দায়িত্বে :

> বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের রাজৈর উপজেলা সভাপতি হিসেবে কর্মরত।
> সুশাসনের জন্য নাগরিক (সুজন) সদস্য সচিব।

আমার ইশতেহার---

> রাজৈর বালিকা উচ্চবিদ্যালয় কে বলা হয়
রাজৈরের নারী শিক্ষার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। কিন্তু বাস্তবতা হলো জেলার অনেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনেক পিছিয়ে আছে। এর পেছনে সঠিক পরিচালনার অভাব। অবকাঠামোগত কিছুটা উন্নয়ন থাকলেও শিক্ষার্থীদের মানোন্নয়ন ও পঠন-পাঠন পদ্ধতির উন্নয়নেও সমান গুরুত্ব দেয়ার প্রয়োজন ছিল। শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে কলাবোরেশন বাড়াতে হবে।
দুই বছরে অনেক কিছুই সম্ভব হবে না। কিন্তু আমি পদক্ষেপ নিয়ে ইতিবাচক ধারায় পরিবর্তন আনার কাজটা শুরুটা করতে চাই।

> আমরা প্রতি বছর প্রতিষ্ঠানে বই মেলার আয়োজন করবো খরচ মেটাতে স্পনসরশিপ নিশ্চিত করব পাশাপাশি সাবেক শিক্ষার্থীদের আমন্ত্রণ জানাব।
> উপবৃত্তির ক্ষেত্রে প্রাপ্যদের প্রাপ্যতা নিশ্চিত করা।
> হোস্টেলে থাকা শিক্ষার্থীদের খাবার ও পানির মান নিয়মিত পর্যবেক্ষণে রাখা। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
> শিক্ষার্থীদের যুগোপযোগী করে তোলা সেখানে
শিক্ষার্থীদের জন্য বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ব্যবস্থা করা।
> নারী শিক্ষার উন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ সাধন করা, যা ইশতেহারের মূল লক্ষ্য।

রাজৈরের টেকেরহাটে মসজিদের ইমাম ও জামায়েত নেতার উপর হা ম লা র প্র তি বা দে মানববন্ধন ও প্র তি বা দ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
23/10/2025

রাজৈরের টেকেরহাটে মসজিদের ইমাম ও জামায়েত নেতার উপর হা ম লা র প্র তি বা দে মানববন্ধন ও প্র তি বা দ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

23/10/2025

পূর্ব সরমঙ্গল মৃধা বাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ জাবের আহম্মেদ গতকাল এশারের নামাজ পরিয়ে বাসায় যাওয়ার পথে স'ন্ত্রা'সী হা'মলা'র শিকার। তিনি জামায়াতে ইসলামীর পৌরসভার ২ নং ওয়ার্ডের সেক্রেটারি।

22/10/2025

স'ন্ত্রা'সী হামলায় গুরুতর আহত জামায়াতে ইসলামির রাজৈর পৌরসভার ২ নং ওয়ার্ডের সেক্রেটারি হাফেজ জুবায়ের।

এবারেই বদলাবে নারী শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ, শিক্ষার্থীদের নিরাপত্তা, প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতার পাশাপাশি মেয়...
22/10/2025

এবারেই বদলাবে নারী শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ,
শিক্ষার্থীদের নিরাপত্তা, প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতার পাশাপাশি মেয়েদের মেধা বিকশিত হোক, যোগ্য অভিভাবক নির্বাচিত হোক। আমি সাংবাদিক ফেরদৌস হোসাইন অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি।

18/10/2025

শাহজালাল বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন কার্গো ভিলেজে আগুন, ১৪ টি দমকল ইউনিট ঘটনাস্থলে ; আরো যাচ্ছে ১৬ ইউনিট।। ফ্লাইট চলাচল সাময়িক স্থগিত।।

16/10/2025

মাদারীপুর জেলায় এইচএসসি পরীক্ষার ফলাফল
মোট পরীক্ষার্থী = ৮,২৩৫ জন
মোট উত্তীর্ণ: ৩,৮৬৫ জন
মোট অনুত্তীর্ণ: ৪,৩৭০ জন
মোট GPA-৫: ১১০
মোট পাশের হার: ≈ ৪৬.৯%

১. কালকিনি পাইলট গার্লস’ হাই স্কুল অ্যান্ড কলেজ
উত্তীর্ণ = ২
অনুত্তীর্ণ = ১৯
GPA-৫ = ০

২. খাশেরহাট সৈয়দ আবুল হোসেন স্কুল অ্যান্ড কলেজ
উত্তীর্ণ = ১০
অনুত্তীর্ণ = ৩
GPA-৫ = ০

৩. সাহেবরামপুর কবি নজরুল ইসলাম কলেজ
উত্তীর্ণ = ১২৭
অনুত্তীর্ণ = ১২৫
GPA-৫ = ১

৪. কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ
উত্তীর্ণ = ৪১২
অনুত্তীর্ণ = ১৬১
GPA-৫ = ৪

৫. শহীদ স্মৃতি কলেজ, শশীকর
উত্তীর্ণ = ৩৩২
অনুত্তীর্ণ = ১৮২
GPA-৫ = ২২

৬. ডি. কে. আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি অ্যান্ড কলেজ, ডাসার।
উত্তীর্ণ = ১৪৬
অনুত্তীর্ণ = ৩৩
GPA-৫ = ৬

৭. ডাসার সরকারি মহিলা কলেজ
উত্তীর্ণ = ৩৬৭
অনুত্তীর্ণ = ৬২
GPA-৫ = ১০

৮. আসমত আলী খান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ
উত্তীর্ণ = ১৩
অনুত্তীর্ণ = ৩৪
GPA-৫ = ০

৯. শিরিন জাহান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ
উত্তীর্ণ = ০
অনুত্তীর্ণ = ২৮
GPA-৫ = ০

১০. মাদ্রা হাই স্কুল অ্যান্ড কলেজ
উত্তীর্ণ = ১
অনুত্তীর্ণ = ৮
GPA-৫ = ০

১১. চরমুগরিয়া কলেজ
উত্তীর্ণ = ২০
অনুত্তীর্ণ = ৯০
GPA-৫ = ০

১২. মাদারীপুর সরকারি কলেজ
উত্তীর্ণ = ৮৮৮
অনুত্তীর্ণ = ৪৪০
GPA-৫ = ৫২

১৩. মাদারীপুর সরকারি সুফিয়া মহিলা কলেজ
উত্তীর্ণ = ৯৮
অনুত্তীর্ণ = ৪৪৭
GPA-৫ = ২

১৪. সৈয়দ আবুল হোসেন কলেজ
উত্তীর্ণ = ৪৬
অনুত্তীর্ণ = ৩১২
GPA-৫ = ০

১৫. সরকারি রাজৈর গোপালগঞ্জ কে. জে. এস. পাইলট মডেল ইনস্টিটিউশন অ্যান্ড কলেজ
উত্তীর্ণ = ৪০
অনুত্তীর্ণ = ৪৯
GPA-৫ = ০

১৬. কবিরাজপুর সাইফুদ্দিন কলেজ
উত্তীর্ণ = ৬০
অনুত্তীর্ণ = ৭২
GPA-৫ = ০

১৭. সরকারি রাজৈর কলেজ
উত্তীর্ণ = ১২৬
অনুত্তীর্ণ = ২৮১
GPA-৫ = ২

১৮. কদমবাড়ি ইউনিয়ন মহাবিদ্যালয়
উত্তীর্ণ = ৭১
অনুত্তীর্ণ = ১১২
GPA-৫ = ২

১৯. লুন্দি সরকারি ডিগ্রি কলেজ
উত্তীর্ণ = ২৩
অনুত্তীর্ণ = ৪৭
GPA-৫ = ০

২০. টেকেরহাট পপুলার হাই স্কুল অ্যান্ড কলেজ
উত্তীর্ণ = ৭৮
অনুত্তীর্ণ = ১২৮
GPA-৫ = ০

২১. শহীদ সরদার সাজাহান গার্লস’ স্কুল অ্যান্ড কলেজ
উত্তীর্ণ = ১০১
অনুত্তীর্ণ = ৭৯
GPA-৫ = ৪

২২. ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ
উত্তীর্ণ = ১৩৯
অনুত্তীর্ণ = ৪৫৫
GPA-৫ = ১

২৩. সরকারি বাহারমগঞ্জ কলেজ
উত্তীর্ণ = ৩৪৯
অনুত্তীর্ণ = ৬৭১
GPA-৫ = ১০

২৪. রিজিয়া বেগম মহিলা কলেজ
উত্তীর্ণ = ২০
অনুত্তীর্ণ = ৭৭
GPA-৫ = ০

২৫. নুরুল আমিন কলেজ, শিবচর
উত্তীর্ণ = ৮০
অনুত্তীর্ণ = ১৩৯
GPA-৫ = ২

২৬. নূর-ই-আলম চৌধুরী কলেজ
উত্তীর্ণ = ০
অনুত্তীর্ণ = ১২
GPA-৫ = ০

২৭. এবিসিকে সৈয়দ আবুল হোসেন কলেজ
উত্তীর্ণ = ৪৪
অনুত্তীর্ণ = ৬৪
GPA-৫ = ০

২৮. বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান কলেজ
উত্তীর্ণ = ৫১
অনুত্তীর্ণ = ৯৩
GPA-৫ = ০

২৯. ছিলারচর সরকারি ডিগ্রি কলেজ
উত্তীর্ণ = ৬১
অনুত্তীর্ণ = ১৯৩
GPA-৫ = ০

৩০. ড. মো. মজাম্মেল হক খান কলেজ
উত্তীর্ণ = ১৩
অনুত্তীর্ণ = ৭৭
GPA-৫ = ০

অনেক প্রতিষ্ঠানে পাসের হার ২০ শতাংশেরও নিচে।

মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নতুন নিয়োগ দেওয়া হয়েছে আফছানা বিলকিসকে। অভিনন্দন ও শুভেচ্ছা।
15/10/2025

মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নতুন নিয়োগ দেওয়া হয়েছে আফছানা বিলকিসকে। অভিনন্দন ও শুভেচ্ছা।

14/10/2025

শিক্ষকদের দাবির পক্ষে দাঁড়ালেন রাজৈর বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা।

09/10/2025

গণমাধ্যমে জুলাই ও তারপর শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখছেন উপদেষ্টা মাহফুজ আলম..

মাদারীপুরের রাজৈরে মা'দক বিক্রির টাকা ভাগা'ভাগি নিয়ে দ'ফায় দ'ফায় হা'ম'লা, ভাং'চুর ও লুট'পা'টের ঘট'না ঘটেছে । তবে ক্ষ'তিগ...
08/10/2025

মাদারীপুরের রাজৈরে মা'দক বিক্রির টাকা ভাগা'ভাগি নিয়ে দ'ফায় দ'ফায় হা'ম'লা, ভাং'চুর ও লুট'পা'টের ঘট'না ঘটেছে । তবে ক্ষ'তিগ্র'স্থরা বলছে, চাঁ'দার টাকা না দেওয়ায় এ ঘটনা ঘটিয়েছে প্র'তি'পক্ষরা। অ'ভি'যোগ এসময় দুটি গরু, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ অন্যান্য মা'লামাল লু'ট'পাট করে নিয়ে গেছে তারা। সোমবার (৬ অক্টোবর) রাতে ও মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৯ টার দিকে উপজেলার শংকরদী ও পাট্টাবুকা গ্রামে এ ঘ'টনা ঘ'টে। এ ঘট'নায় নেয়ামত উল্লাহ বয়াতি (২৫) নামে এক দুবাই প্রবাসীকে পি'টি'য়ে আ'হত করে হাম'লা'কারীরা। তাকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ'র্তি করা হয়েছে।

06/10/2025

Address

Madaripur
7910

Alerts

Be the first to know and let us send you an email when Voice Of Rajoir ভয়েস অব রাজৈর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Voice Of Rajoir ভয়েস অব রাজৈর:

Share