
25/08/2025
তাপ বিনিময়
জ্বর এলেই ও আমাকে কপালে হাত রাখতে বলে;
ওর ধারণা তাতে নাকি ওর জ্বর কমে, মনের জোর বাড়ে।
আমি ওকে বোঝাই, কপালে হাত রাখলেই শরীর ভালো হয় না;
দেহ দিয়ে দেহের আরোগ্যে চাইলে বরং তাপ বিনিময় করা যেতে পারে।
আমার কথাতে ও রেগে গিয়ে বলে, তাপ বিনিময়ের তার প্রয়োজন নেই;
দেহের আরোগ্য নয়, ও মনের আরোগ্য পেতেই নাকি আমার কাছে আসে।
আমি ওর অজ্ঞতা দেখে হাসি। ও জানে না, প্রেমিকের কাছে দেহ ও মন ভিন্ন কিছু নয়।
দুনিয়ার তাবৎ প্রেমিকই তাদের প্রেমিকাদের দেহ ও মন- দুটোই সমান ভালোবাসে!