সারাক্ষণ সংবাদ

সারাক্ষণ সংবাদ আপনার এলাকার যেকোন সংবাদ/বিজ্ঞাপন প্?

02/07/2024
Brasil Troll 7 up| Fifa|   MEDIA CENTER
28/11/2022

Brasil Troll 7 up| Fifa| MEDIA CENTER

প্রিয় শুভাকাঙ্ক্ষী, আশা করি সবাই ভালো আছেন।আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সাপোর্ট দিলে আমরা পরব....

 #চলমান_নিয়োগ_বিজ্ঞপ্তিঃ১।  #পেট্রোবাংলাঃপদসমূহঃ ১০ ক্যাটাগরির পদ।বয়সসীমা নির্ধারণঃ ২৫-০৩-২০২০ ইং তারিখ অনুসারে।আবেদনের ...
22/10/2022

#চলমান_নিয়োগ_বিজ্ঞপ্তিঃ

১। #পেট্রোবাংলাঃ
পদসমূহঃ ১০ ক্যাটাগরির পদ।
বয়সসীমা নির্ধারণঃ ২৫-০৩-২০২০ ইং তারিখ অনুসারে।
আবেদনের সময়সীমাঃ ০১-১১-২০২২ থেকে ২৫-১১-২০২২ ইং।
অনলাইনে আবেদনঃ http://bogmc.teletalk.com.bd

২। #বাংলাদেশ_সড়ক_পরিবহন কর্তৃপক্ষঃ
পদসমুহঃ ০৭ ক্যাটাগরির ৬৪টি পদ।
বয়সসীমা নির্ধারণঃ ২৫-০৩-২০২০ ইং তারিখ অনুসারে।
আবেদনের সময়সীমাঃ ১৫-১১-২০২২ ইং।
অনলাইনে আবেদনঃ http://brta.teletalk.com.bd

৩। কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল, খুলনাঃ
পদসমূহঃ ০৪ ক্যাটাগরির পদ।
বয়সসীমা নির্ধারণঃ ২৫-০৩-২০২০ ইং তারিখ অনুসারে।
আবেদনের সময়সীমাঃ ১৪-১১-২০২২ ইং।
অনলাইনে আবেদনঃ http://ktax.teletalk.com.bd

৪। কর কমিশনারের কার্যালয়, কর আপিল অঞ্চল, খুলনাঃ
পদসমূহঃ ০৫ ক্যাটাগরির পদ।
বয়সসীমা নির্ধারণঃ ২৫-০৩-২০২০ ইং তারিখ অনুসারে।
আবেদনের সময়সীমাঃ ১৪-১১-২০২২ ইং।
অনলাইনে আবেদনঃ http://katax.teletalk.com.bd

৫। সুন্দরবন গ্যাস কোম্পানী লিমিটেডঃ
পদসমূহঃ ০৪ ক্যাটাগরির পদ।
বয়সসীমা নির্ধারণঃ ২৫-০৩-২০২০ ইং তারিখ অনুসারে।
আবেদনের সময়সীমাঃ ২৩-১০-২০২২ থেকে ১২-১১-২০২২ ইং।
অনলাইনে আবেদনঃ http://sgcl.teletalk.com.bd

৬। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীঃ
পদসমূহঃ ০৯ ক্যাটাগরিতে ৩৫৬টি পদ।
বয়সসীমা নির্ধারণঃ ২৫-০৩-২০২০ ইং তারিখ অনুসারে।
আবেদনের সময়সীমাঃ ১০-১১-২০২২ ইং।
অনলাইনে আবেদনঃ https://recruitment.bdansarerp.gov.bd

৭। পায়রা বন্দর কর্তৃপক্ষঃ
পদসমূহঃ ২২ ক্যাটাগরির পদ।
বয়সসীমা নির্ধারণঃ ২৫-০৩-২০২০ ইং তারিখ অনুসারে।
আবেদনের সময়সীমাঃ ০৯-১১-২০২২ ইং।
অনলাইনে আবেদনঃ http://ppa.teletalk.com.bd

৮। পূবালী ব্যাংক লিমিটেডঃ
পদসমূহঃ বিভিন্ন ক্যাটাগরিতে ১৫০টি পদ।
আবেদনের সময়সীমাঃ ০৩-১১-২০২২ ইং।
অনলাইনে আবেদনঃ https://vacancy.pubalibankbd.com
https://www.pubalibangla.com/pdf/ICTOD_Vacancy.pdf

৯। ইস্টার্ণ রিফাইনারী লিমিটেডঃ
পদসমূহঃ ০৪ ক্যাটাগরির পদ।
বয়সসীমা নির্ধারণঃ ২৫-০৩-২০২০ ইং তারিখ অনুসারে।
আবেদনের সময়সীমাঃ ৩১-১০-২০২২ ইং।
অনলাইনে আবেদনঃ http://erlb.teletalk.com.bd

১০। হিসাব নিয়ন্ত্রক (রাজস্ব) এর দপ্তর, ভুমি মন্ত্রনালয়ঃ
পদসমূহঃ ০৩ ক্যাটাগরিতে ২২টি পদ।
বয়সসীমা নির্ধারণঃ ২৫-০৩-২০২০ ইং তারিখ অনুসারে।
আবেদনের বর্ধিত সময়সীমাঃ ৩১-১০-২০২২ ইং।
অনলাইনে আবেদনঃ http://coarevland.teletalk.com.bd

১১। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডঃ
পদসমূহঃ ১৫ ক্যাটাগরিতে ৩৩০টি পদ।
বয়সসীমা নির্ধারণঃ ২৫-০৩-২০২০ ইং তারিখ অনুসারে।
আবেদনের সময়সীমাঃ ৩১-১০-২০২২ ইং।
আবেদন ফরম ডাউনলোডঃhttp://www.dmtcl.gov.bd/sites/default/files/files/dmtcl.portal.gov.bd/job_information/ea085c7e_36ce_4268_b01f_f18d0f7dc2af/2022-10-06-10-23-21dba8cafed8093a770f2ea2767124ff.pdf

১২। রপ্তানি উন্নয়ন ব্যুরোঃ
পদসমূহঃ ১৯টি ক্যাটাগরীতে ৪৯টি পদ।
বয়সসীমা নির্ধারণঃ ২৫-০৩-২০২০ ইং তারিখ অনুসারে।
আবেদনের সময়সীমাঃ ৩১-১০-২০২২ ইং।
অনলাইনে আবেদনঃ http://epb.teletalk.com.bd

১৩। প্রাণিসম্পদ অধিদপ্তরঃ
পদসমূহঃ ০৩ ক্যাটাগরিতে ৫২টি পদ।
আবেদনের সময়সীমাঃ ২৯-১০-২০২২ ইং।
অনলাইনে আবেদনঃ http://job.dls.gov.bd

১৪। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ঃ
পদসমূহঃ ০২ ক্যাটাগরির পদ।
বয়সসীমা নির্ধারণঃ ২৫-০৩-২০২০ ইং অনুসারে।
আবেদনের সময়সীমাঃ ২৫-১০-২০২২ ইং।
অনলাইনে আবেদনঃ http://mora.teletalk.com.bd

১৫। বাংলা একাডেমিঃ
পদসমূহঃ ৬৮ ক্যাটাগরিতে ১৮০টি পদ।
বয়সসীমা নির্ধারণঃ ২৫-০৩-২০২০ ইং তারিখ অনুসারে।
আবেদনের সময়সীমাঃ ২৫-১০-২০২২ ইং।
অনলাইনে আবেদনঃ http://bacademy.teletalk.com.bd

১৬। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপীল) কমিশনারেট ঢাকা - ১।
পদসমূহঃ ০৯ ক্যাটগরির পদ।
বয়সসীমা নির্ধারনঃ ২৫-০৩-২০২০ ইং তারিখ অনুসারে।
আবেদনের সময়সীমাঃ ২৪-১০-২০২২ ইং।
অনলাইনে আবেদনঃ https://ceva1.teletalk.com.bd

১৭। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষঃ
পদসমূহঃ ০৩ ক্যাটাগরির পদ।
বয়সসীমা নির্ধারণঃ ২৫-০৩-২০২০ ইং তারিখ অনুসারে।
অনলাইনে আবেদনের সময়সীমাঃ ২৪-১০-২০২২ ইং।

১৮। আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডঃ
পদসমূহঃ ০৪ ক্যাটাগরির পদ (প্রকল্প)।
বয়সসীমা নির্ধারণঃ ২৫-০৩-২০২০ ইং অনুসারে।
আবেদনের সময়সীমাঃ ২৩-১০-২০২২ ইং।
অনলাইনে আবেদনঃ http://apscl.teletalk.com.bd/apscl4

১৯। সমাজসেবা অধিদফতরঃ
পদসমূহঃ ০২ ক্যাটাগরীতে ৩০৮টি পদ।
আবেদনের সময়সীমাঃ ২৩-১০-২০২২ ইং।
অনলাইনে আবেদনঃ http://cspb.teletalk.com.bd

২০। বাংলাদেশ নৌবাহিনীঃ
পদসমূহঃ বেসামরিক (কারিগরী) - ১৬৭টি পদ।
আবেদনের সময়সীমাঃ ২৩-১০- ২০২২ ইং।
অনলাইনে আবেদনঃ http://bndcp.teletalk.com.bd

২১। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটঃ
পদসমূহঃ ০৬ ক্যাটাগরির পদ।
সর্বোচ্চ বয়সসীমাঃ ২৫-০৩-২০২০ ইং তারিখ অনুসারে।
আবেদনের সময়সীমাঃ ২৩-১০-২০২২ ইং।
অনলাইনে আবেদনঃ http://nimc.teletalk.com.bd
জেলা প্রশাসকের কার্যালয়সমূহঃ
২২। জেলা প্রশাসকের কার্যালয়, যশোরঃ
পদসমূহঃ ০৩ ক্যাটাগরির পদ।
বয়সসীমা নির্ধারণঃ ২৫-০৩-২০২০ ইং তারিখ অনুসারে।
আবেদনের সময়সীমাঃ ২৪-১১-২০২২ ইং।
আবেদন ফরম ডাউনলোডঃ http://www.jessore.gov.bd/sites/default/files/files/jessore.gov.bd/notices/3cee7319_9bdd_453b_8563_92d404b59f38/20438eb8544bffb142da035debddb800.pdf?fbclid=IwAR351SzxuZkynWGbeIQAff5JLaG1yxXprypQN-HRWfcCnZTsjqhKVWGhPiU

২৩। জেলা প্রশাসকের কার্যালয়, মাগুরাঃ
পদসমূহঃ ০৩ ক্যাটাগরির পদ।
বয়সসীমা নির্ধারণঃ ২৫-০৩-২০২০ ইং তারিখ অনুসারে।
আবেদনের সময়সীমাঃ ৩০-১১-২০২২ ইং।

২৪। জেলা প্রশাসকের কার্যালয়, জামালপুরঃ
পদের নামঃ ইউপি সচিব - ০৬টি পদ।
সর্বোচ্চ বয়সসীমাঃ ২৫-০৩-২০২০ ইং তারিখ অনুসারে।
আবেদনের বর্ধিত সময়সীমাঃ ৩০-১০-২০২২ ইং।
http://file-mymensingh.portal.gov.bd/uploads/3070d5fa-1fbe-4786-a1ee-0a90cfdb10f3//632/2ff/ea5/6322ffea54cad476409140.pdf

Follow: মোঃ আমানুল্লাহ ফকির সারাক্ষণ সংবাদ

কে লিখেছেন জানি না, কিন্তু অসাধারণ👌১.  মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছ...
20/10/2022

কে লিখেছেন জানি না, কিন্তু অসাধারণ👌

১. মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।

২। মা বিনা বেতনে সংসার চালায়, বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন, উভয়ের প্রচেষ্টাই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।

৩. মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন, বাবা আপনি যা চান তা কিনে দেন, তাদের উভয়ের ভালবাসা সমান, তবে মায়ের ভালবাসা উচ্চতর হিসাবে দেখানো হয়েছে। জানিনা কেন বাবা পিছিয়ে।

৪. ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান, কষ্ট পেলে ‘মা’ বলে কাঁদেন। আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন, কিন্তু বাবার কি কখনও খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না? ছেলেমেয়েদের কাছ থেকে ভালবাসা পাওয়ার ক্ষেত্রে, প্রজন্মের জন্য, বাবা কেন পিছিয়ে আছে জানি না।

৫. আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা-কাপড় দিয়ে কিন্তু বাবার জামা খুব কম, নিজের প্রয়োজনের তোয়াক্কা করেন না, তারপরও জানেন না কেন বাবা পিছিয়ে আছেন।

৬. মায়ের অনেক সোনার অলঙ্কার আছে, কিন্তু বাবার একটাই আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল। তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন আর বাবা করেন না। তারপরও জানি না কেন বাবা পিছিয়ে।

৭. বাবা সারাজীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে, কেন জানি না তিনি সবসময় পিছিয়ে থাকেন।

৮. মা বলে, আমাদের এই মাসে কলেজের টিউশন দিতে হবে, দয়া করে আমার জন্য উৎসবের জন্য একটি শাড়ি কিনবে অথচ বাবা নতুন জামাকাপড়ের কথাও ভাবেননি। দুজনেরই ভালোবাসা সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছে জানি না।

৯. বাবা-মা যখন বুড়ো হয়ে যায়, তখন বাচ্চারা বলে, মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অন্তত উপকারী, কিন্তু তারা বলে, বাবা অকেজো।

১০. বাবা পিছনে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড। আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পিছনে। অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি। সম্ভবত, এই কারণেই তিনি পিছিয়ে আছেন...!!!!

*জানিনা কে লিখেছে, কুড়িয়ে পাওয়া।
সমস্ত বাবাদেরকে উৎসর্গ করছি *
সালাম জানাই পৃথিবীর সকল বাবাদেরকে!

~সংগৃহীত~

দুইবার বা একাধিকবার ভোটার হলে করণীয় :
10/10/2022

দুইবার বা একাধিকবার ভোটার হলে করণীয় :

ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরন করে নেওয়া হয় এবং উপহার সামগ্রী বিতরণ করা হয়।এসময় নবীনসহ সকল শিক্ষার্থীদের চিকিৎসা শপথ পা...
30/09/2022

ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরন করে নেওয়া হয় এবং উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় নবীনসহ সকল শিক্ষার্থীদের চিকিৎসা শপথ পাঠ করান ডা. মোহাম্মদ রুহুল আমিন।

ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরন করে নেওয়া হয় এবং উপহার সামগ্রী বিতরণ করা হয়। এসময় নবীনসহ সকল শিক্ষার্থীদের চিকিৎ...

চলমান চাকুরীর_আবেদনের_লিংকসহ_নিম্নে_দেয়া_হলোঃ-১। বাংলা একাডেমীর ১৮০ পদে আবেদনের লিংকঃ- http://bacademy.teletalk.com.bd২।...
29/09/2022

চলমান চাকুরীর_আবেদনের_লিংকসহ_নিম্নে_দেয়া_হলোঃ-

১। বাংলা একাডেমীর ১৮০ পদে আবেদনের লিংকঃ- http://bacademy.teletalk.com.bd

২। কৃষি মন্ত্রণালয়ের ৪০ পদে আবেদনের লিংকঃ- http://birtan.teletalk.com.bd

৩।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩১ পদে আবেদনের লিংকঃ-
http://mhapsd.teletalk.com.bd

৪। BRTA এর ৬৪ পদে আবেদনের লিংকঃ- http://brta.teletalk.com.bd

৫। বন অধিদপ্তরে ৮৯ পদে আবেদনের লিংকঃ- http://cfbog.teletalk.com.bd/home.php

৬। সমাজসেবা অধিদপ্তরে ৩০৮ পদে আবেদনের লিংকঃ- http://cspb.teletalk.com.bd

৭। বাংলাদেশ পল্লি বিদ্যুতায়ন বোর্ডের ৯৪ পদে আবেদন লিংকঃ- http://brebr.teletalk.com.bd

৮। কর্ম কমিশন সচিবালয়ে ১০৭ পদে আবেদনের লিংকঃ- http://bpsc.teletalk.com.bd/ncad/apply.php

৯। রপ্তানি উন্নয়ন ব্যুরোতে ৪৯ পদে আবেদনের লিংকঃ- http://epb.teletalk.com.bd

১০। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ২০ পদে আবেদনের লিংকঃ- http://msw.teletalk.com.bd

১১। প্রিমিয়ার ব্যাংকে আবেদনের লিংকঃ- https://premierbankltd.com/pbl/careers/

Teletalk Recruitment Program. Teletalk Government Job Recruitment

অনার্স ১ম বর্ষের পরীক্ষার রুটিন
21/09/2022

অনার্স ১ম বর্ষের পরীক্ষার রুটিন

16/09/2022

এইচএসসি ২০২২ এর জিপিএ ফাইভ পাওয়ার সমীকরণ দেখে নিন!

১) ৭টি সাবজেক্ট এর মধ্যে ৪টিতে A+(ফোর সাবজেক্ট সহ ) আর ৩টিতে A পেলে জিপিএ ফাইভ চলে আসবে।

২) ৭টি সাবজেক্ট এর মধ্যে ৫টিতে A+ (ফোর সাবজেক্ট সহ) আর দুটিতে যথাক্রমে A,A- পেলেও জিপিএ ফাইভ চলে আসবে

৩) ফোর সাবজেক্ট এ A পেলে ৫টি সাবজেক্ট এ A+ আর ১টি সাবজেক্ট এ A পেতে হবে

৪)ফোর সাবজেক্ট এ A- পেলে বাকি ৬টি সাবজেক্ট এই A+ পেতে হবে।

৫)৭টি সাবজেক্ট এর মধ্যে ৫টিতে A+ (ফোর সাবজেক্ট সহ) আর ২টিতে যথাক্রমে A-,A- পেলেও জিপিএ ফাইভ চলে আসবে।

৬) ৭টি সাবজেক্ট এর মধ্যে(ফোর সাবজেক্ট সহ) ৭টি সাবজেক্ট এ ই জিপিএ ফাইভ পেলে গোল্ডেন A+ আসবে।

শুভকামনা রইল 😘

16/09/2022

Address

Madaripur

Alerts

Be the first to know and let us send you an email when সারাক্ষণ সংবাদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সারাক্ষণ সংবাদ:

Share