Nhs Nazmul 2

Nhs Nazmul 2 আসসালামু আলাইকুম আমার এই পেইজে এ শুধু শার্ট ভিডিও পাবেন সবাই আমাকে একটু সাপোর্ট করেন প্লিজ আমি নতুন }

: যা হয়েছে তা নিয়ে কোনো আফসোস নেই,একদিন আমিও সুখের দেখা পাবো ইনশাআল্লাহ  😊🖤 -♠♠
21/02/2024

: যা হয়েছে তা নিয়ে কোনো আফসোস নেই,একদিন আমিও সুখের দেখা পাবো ইনশাআল্লাহ 😊🖤 -



পুরুষ মানুষ সবচেয়ে বেশি লুকিয়ে রাখে কান্না!পুরুষ মানুষ সহজে কাঁদতে পারে না,রাত হলে এই লুকিয়ে রাখা কান্না মৃত্যুর যন্ত্রণ...
31/01/2024

পুরুষ মানুষ সবচেয়ে বেশি লুকিয়ে রাখে কান্না!পুরুষ মানুষ সহজে কাঁদতে পারে না,রাত হলে এই লুকিয়ে রাখা কান্না মৃত্যুর যন্ত্রণা দেয়। যদি কখনো পুরুষের চোখে জল দেখতে পান! বুঝবেন পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়টা তার বুকে এসে ভর করেছে। পুরুষের চোখের জল সস্তা না। পৃথিবীর সবচেয়ে দামী ও ভয়াবহ পানি,পুরুষের চোখের পানি।

পুরুষ কাঁদে আড়ালে লজ্জায়, অপমানে, নারী সেখানে একটু অভিমানেই কেঁদে ফেলে।নারীর কান্নায় যতটুকু ছলনা থাকে,পুরুষের কান্নায় ছলনা নেই। পুরুষ কান্নায় পবিত্র ভালবাসা লুকিয়ে থাকে।নারী কাচের চুড়ি ভেঙে গেলেও কান্না করতে পারে, সেখানে পুরুষ ক্যান্সারে ঘা নিয়েও হুটহাট কাঁদতে পারে না।

পুরুষের চোখে জল আসা মানে পরিবারে দায়িত্ব নিতে সে ব্যর্থ, কিংবা একটা চাকরির অনিশ্চয়তায় বছরের পর বছর স্বপ্ন দেখা প্রেমিকার আজ গায়ে হলুদ কাল বিয়ে।পুরুষের চোখ জল আসা মানে তার বুকে আসমান ভাঙার শব্দ দুষণে দূষিত চোখ।

পুরুষ মানুষের চোখে জল মানে আবেগের থলেতে একটু একটু করে ব্যর্থতা,অপারগতার, স্বীকারোক্তি এসে বুকটা ছিদ্র করে ফেলেছে সমাজ,পরিবার, অথবা পরিজনের কথার আঘাত।

পুরুষ যখন কাঁদে চোখের জলে অদৃশ্য রক্তের দাগ থাকে ভেতর ভেতর।পুরুষ চোখের জলেও অভিশাপ দেয় না।তবে যে বা যারা পুরুষের চোখের জলের কারণ হলো,মনে রেখো তুমি প্রকৃতি ঋণে অভিশপ্ত।

- সময়কে দেখা যায় না,কিন্তু সময় অনেক কিছু দেখিয়ে দিয়ে যায় ! 😌❤️‍🩹
26/01/2024

- সময়কে দেখা যায় না,
কিন্তু সময় অনেক কিছু দেখিয়ে দিয়ে যায় ! 😌❤️‍🩹

২০২৪ সালে  সবার জীবন ভালো কাটুক সবার জন্য দোয়া রইল  ❤️
31/12/2023

২০২৪ সালে সবার জীবন ভালো কাটুক সবার জন্য দোয়া রইল ❤️

ভাই ভালো থাকেন অনেক মিস করবো  আর কবে না কবে দেখা হয় আমাদের  যেখানে থাকেন ভালো থাকবেন  আই মিস ইউ ভাই অনেক মিস করবো আপনাক...
16/09/2023

ভাই ভালো থাকেন অনেক মিস করবো
আর কবে না কবে দেখা হয় আমাদের
যেখানে থাকেন ভালো থাকবেন
আই মিস ইউ ভাই
অনেক মিস করবো আপনাকে আমি
ভুল করলে মাফ করে দিয়েন
আমি আপনাকে ভালবাসি ভাই
❤️❤️❤️😔🥹🥹🥹❤️🥀🌸

হাল ছেড়ে দিও না আল্লাহ কাউকে নিরাশ💝করে নাহ!❤️‍🩹আল্লাহর উপর বিশ্বাস রাখো,🤍সময় মতো সব আশা পুরণ হবে!!🖤ইনশাআল্লাহ....!🤲
16/09/2023

হাল ছেড়ে দিও না আল্লাহ কাউকে নিরাশ💝

করে নাহ!❤️‍🩹

আল্লাহর উপর বিশ্বাস রাখো,🤍

সময় মতো সব আশা পুরণ হবে!!🖤

ইনশাআল্লাহ....!🤲

ব্যার্থতাই মানুষকে তার জীবনের সঠিক পথ চিনতে শিখায়.!🖌️i 😊🥀
15/09/2023

ব্যার্থতাই মানুষকে তার জীবনের সঠিক পথ চিনতে শিখায়.!

🖌️i 😊🥀

trust only allah❤️‍🩹
13/09/2023

trust only allah❤️‍🩹

15/07/2023

কিছু কাছের মানুষগুলারে চেনা হল আমার খারাপ সময় যে মানুষগুলোরা পাশে ছিল না আমার কোন খোঁজ খবরও নিল না আমি বাইচ্চা আছে নাকি মরে গেছি তাতে কোন আসে যায় না তাগো তো ভাই শোনো ভাই সময় একদিন আমারও আসবে আজকে আমার অনেক জ্বর আর এই জ্বরটা তো সারা জীবন থাকবো না একদিন না একদিন ভালো হব আর এই সব কিছুই আমার মনে থাকবে কে আমার পাশে ছিল কে আমার পাশে ছিল না আমার খারাপ সময় আমি কারো নাম উল্লেখ করতে চাই না আর কারো মনে কষ্ট দিতে চাই না ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এই পৃথিবীতে অনেক কিছু শেখার বাকি আছে আর অনেক কিছুই শিখছি আপনি মানুষগুলা থেকে আর দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ❤️।

Address

Madaripur
Madaripur

Telephone

+8801873425882

Website

https://www.facebook.com/NhsNazmul2?mibextid=ZbWKwL

Alerts

Be the first to know and let us send you an email when Nhs Nazmul 2 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nhs Nazmul 2:

Share