Shakib Agro

Shakib Agro 'Shakib Agro' - আপনার খামারের বিশ্বস্ত সঙ্গী। গুণগত মানের হাঁস, মুরগি ও কোয়েল সরবরাহে নির্ভরযোগ্য নাম। যত্ন ও মানে কোনো আপোষ নয়।

📍 মাদারীপুর, বাংলাদেশ
(1)

26/09/2025

আলহামদুলিল্লাহ কাষ্টমার খুশি তো আমরা ও খুশি
Shakib Agro

আলহামদুলিল্লাহ, ভাই বাসায় এসে নিয়ে গেলেন আমাদের খামারের পেকিং স্টার ১৩ এর বাচ্চা। 🔹 কেন পালবেন পেকিং স্টার ১৩ হাঁসের বাচ...
26/09/2025

আলহামদুলিল্লাহ, ভাই বাসায় এসে নিয়ে গেলেন আমাদের খামারের পেকিং স্টার ১৩ এর বাচ্চা।

🔹 কেন পালবেন পেকিং স্টার ১৩ হাঁসের বাচ্চা?
✔️দ্রুত বড় হয়
✔️মাংস সুস্বাদু ও বাজারে চাহিদা বেশি
✔️রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো
✔️খামারের জন্য লাভজনক একটি জাত

📍 Shakib Agro
📞 01930-808624
📍 মস্তফাপুর, মাদারীপুর

👉 আপনিও চাইলে এখনই বুকিং করে নিতে পারেন আপনার খামারের জন্য হাঁসের বাচ্চা।

আলহামদুলিল্লাহ,  খাওয়ার জন্য বুকিং করা কোয়েল পাখি পৌঁছে গেছে মাদারীপুর ভাইয়ার বাসায়।✅ চাইলে আপনিও নিতে পারেন আমাদের রেডি...
25/09/2025

আলহামদুলিল্লাহ, খাওয়ার জন্য বুকিং করা কোয়েল পাখি পৌঁছে গেছে মাদারীপুর ভাইয়ার বাসায়।

✅ চাইলে আপনিও নিতে পারেন আমাদের রেডি-টু-কুক কোয়েল পাখি।

হোম ডেলিভারি মাদারীপুর শহরের মধ্যে দেওয়া হয়। আর মাদারীপুরের বাইরে পাঠানো হয় বাসের মাধ্যমে (ডেলিভারি চার্জ প্রযোজ্য)।

🥩 কেন খাবেন কোয়েলের মাংস?

✔️ কোয়েল মাংসে থাকে উচ্চমানের প্রোটিন
✔️ শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেলস
✔️ কম ফ্যাট, কিন্তু বেশি এনার্জি
✔️ শিশু, বয়স্ক ও রোগীর জন্য সহজপাচ্য স্বাস্থ্যকর মাংস

✨ তাই সুস্বাদু ও পুষ্টিকর খাবারের জন্য কোয়েল হতে পারে আপনার সেরা পছন্দ।

👉 এখনই অর্ডার করতে কল করুন: 01930-808624
📌 ঠিকানা: মস্তফাপুর, মাদারীপুর।

৭০ দিনের কোয়েল পাখি আলহামদুলিল্লাহ। ভাইয়ারা কয়ারি ইউনিয়ন থেকে (কালকিনি থানা) বাসায় এসে নিয়ে গেলো ডিমের কোয়েল পাখি। নিতে ...
25/09/2025

৭০ দিনের কোয়েল পাখি আলহামদুলিল্লাহ।
ভাইয়ারা কয়ারি ইউনিয়ন থেকে (কালকিনি থানা) বাসায় এসে নিয়ে গেলো ডিমের কোয়েল পাখি।
নিতে চাইলে ইনবক্স করুন জলদিইই📣

Shakib Agro
01930-808624
মস্তফাপুর, মাদারীপুর।

ব্রুডিং কমপ্লিট করা চিনা হাসের বাচ্চা গুলো 💚মাশা আল্লাহ, খামারে এসে দেখে নিতে পারেন। নিতে চাইলে ইনবক্স করুন জলদিইইইইইSha...
25/09/2025

ব্রুডিং কমপ্লিট করা চিনা হাসের বাচ্চা গুলো 💚
মাশা আল্লাহ, খামারে এসে দেখে নিতে পারেন।
নিতে চাইলে ইনবক্স করুন জলদিইইইইই

Shakib Agro
01930-808624


🔥 কোয়েলের মাংসপ্রেমীদের জন্য দারুণ খবর!যারা কোয়েলের মাংস খাওয়ার জন্য কোয়েল নিতে চান তারা এখন চাইলে নিতে পারবেন।সীমিত স্ট...
25/09/2025

🔥 কোয়েলের মাংসপ্রেমীদের জন্য দারুণ খবর!
যারা কোয়েলের মাংস খাওয়ার জন্য কোয়েল নিতে চান তারা এখন চাইলে নিতে পারবেন।

সীমিত স্টক, তাই দেরি না করে এখনই ইনবক্স করুন।

Shakib Agro
01930-808624
মস্তফাপুর, মাদারিপুর

আলহামদুলিল্লাহ, চট্টগ্রাম (সন্দ্বীপ) আবারও চলে গেলো ডিম পাড়া পাখি ও ডিম। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া, দেশের বিভিন্ন প্রা...
24/09/2025

আলহামদুলিল্লাহ, চট্টগ্রাম (সন্দ্বীপ) আবারও চলে গেলো ডিম পাড়া পাখি ও ডিম।
আল্লাহর কাছে হাজারো শুকরিয়া, দেশের বিভিন্ন প্রান্তে আমরা এখন আমাদের খামারের পাখি দিয়ে মানুষের মন জয় করতে পেরেছি।

🚚 মাদারীপুর থেকে চট্টগ্রাম, আমাদের যাত্রা শুধু ব্যবসার নয়, এটা আস্থা ও বিশ্বাসেরও।

📍 Shakib Agro
📞 01930-808624
📌 মস্তফাপুর, মাদারীপুর

আপনি কি জানেন❓👉 ফাওমি মুরগি হলো মিশরীয় একটি বিশেষ জাত,যারা কম খেয়েও দ্রুত ডিম দেয়, আর অসাধারণ রোগ প্রতিরোধ ক্ষমতা রাখে।য...
24/09/2025

আপনি কি জানেন❓
👉 ফাওমি মুরগি হলো মিশরীয় একটি বিশেষ জাত,
যারা কম খেয়েও দ্রুত ডিম দেয়, আর অসাধারণ রোগ প্রতিরোধ ক্ষমতা রাখে।

যারা খামার করেন, তাদের জন্য ফাওমি মুরগি মানে,
✅ কম খরচে বেশি লাভ
✅ স্বাস্থ্যবান ও টেকসই জাত
✅ নিয়মিত ডিম উৎপাদন

আলহামদুলিল্লাহ, Shakib Agro থেকে অনেকেই ইতিমধ্যেই এই জাতের মুরগী নিচ্ছেন নিজেদের খামারের জন্য।
আপনিও চাইলে নিতে পারেন ইনশাআল্লাহ।

👉 মনে রাখবেন, সঠিক জাত নির্বাচনই সফল খামারের প্রথম ধাপ।

📍 মস্তফাপুর, মাদারীপুর
📞 01930-808624
Shakib Agro – বিশ্বস্ততার আরেক নাম

একটা কথা মনে রাখবেন, জীবনের সব বড় কিছুই শুরু হয় ছোট থেকে!একটা সময় ছিলো, হাতে কিছুই ছিলো না।শুধু আল্লাহর উপর ভরসা আর নিজে...
24/09/2025

একটা কথা মনে রাখবেন, জীবনের সব বড় কিছুই শুরু হয় ছোট থেকে!

একটা সময় ছিলো, হাতে কিছুই ছিলো না।
শুধু আল্লাহর উপর ভরসা আর নিজের পরিশ্রমের সাহস ছিলো।

মানুষ বলতো,
“এত কষ্ট করছো, লাভ কই?”
“এই কাজ দিয়ে কী হবে?”

কিন্তু আমি জানতাম, ঘাম ঝরালে একদিন ফসল আসবেই।
ভোর থেকে রাত পর্যন্ত খামারে প্রাণপণ চেষ্টা করেছি।
প্রতিটি হাঁস-মুরগির বাচ্চাই ছিলো আমার স্বপ্নের সাথী।

আজ আলহামদুলিল্লাহ, যখন দেখি-
গ্রাহকেরা হাসিমুখে হাঁস-মুরগির বাচ্চা নিয়ে যাচ্ছেন, তখন মনে হয়,এই কষ্টই আমার আসল সম্পদ।

👉 মনে রাখবেন, স্ট্রাগল ছাড়া সাকসেস নেই।
বিশ্বাস, ধৈর্য আর চেষ্টা থাকলে একদিন আল্লাহ আপনার স্বপ্নকেও সফল করবেন ইনশাআল্লাহ।

Shakib Agro
আমরা শুধু হাঁস-মুরগির বাচ্চা বিক্রি করি না,
আমরা বিক্রি করি পরিশ্রম, আস্থা আর স্বপ্নের গল্প।

📍 মস্তফাপুর, মাদারীপুর
📞 01930-808624







আলহামদুলিল্লাহ! ৩৩ দিন বয়সী লেয়ার মুরগির বাচ্চা নিয়ে গেলেন এক ভাই ডিমের খামার শুরু করার জন্য।ডিম উৎপাদনের জন্য এটাই উপযু...
24/09/2025

আলহামদুলিল্লাহ! ৩৩ দিন বয়সী লেয়ার মুরগির বাচ্চা নিয়ে গেলেন এক ভাই ডিমের খামার শুরু করার জন্য।
ডিম উৎপাদনের জন্য এটাই উপযুক্ত সময় ✅

Shakib Agro
📞 01930-808624
📍 মস্তফাপুর, মাদারীপুর

👉 আপনিও কি চান নিজের খামারে প্রতিদিনের প্রয়োজনীয় তাজা ডিম সংগ্রহ করতে?


23/09/2025

জীবনে বড় কিছু হয়তো করতে পারিনি,
কিন্তু জিরো থেকে এই অবস্থানে আসাটাই আমার জন্য অনেক কষ্টসাধ্য ছিলো❤️

যেটা আমার নিজের কাছেই স্বপ্ন স্বপ্ন মনে হয়
সামনে কি হবে সেটা সৃষ্টিকর্তা মহান তিনি জানেন।
আমি শুধু প্রচুর পরিশ্রম ও চেষ্টা করতে চাই❤️
দুয়া চাই, আল্লাহ যেন আমাকে বারাকাহ দান করেন।

Shakib Agro

Address

Madaripur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shakib Agro posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share