26/10/2025
চিনা হাঁসের বাচ্চা ফুটার পর যেভাবে যত্ন নিবেন -
১। বাচ্চা ফুটে বের হওয়ার ২৪ থেকে ৪০ ঘণ্টার মধ্যে আলাদা জায়গায় রাখুন
২। প্রথম পানি হিসেবে লেবু ও চিনি মিশ্রিত পানি বা লাইসোভিট মেশানো পানি দিন
৩। আধা ঘণ্টা পর থেকে ধীরে ধীরে খাবার দিন
৪। শুরুতে খাবার চিনে না বলে সুতি কাপড় বা কাগজের ওপর খাবার ছিটিয়ে দিন
৫। ভালো মানের স্টার্টার ফিড ব্যবহার করুন, এতে বাচ্চা দ্রুত শক্ত হবে
৬। যত কম বা বেশি বাচ্চাই হোক, অন্তত ৭-৮ দিন ব্রুডিংয়ের ব্যবস্থা রাখুন
৭। প্রথম ৪-৫ দিন লাইসোভিট খাওয়ানো চালিয়ে যান
৮। এরপর ৩ দিন এনরোসিন দিন
⚠️ ব্রুডিং না করলে বাচ্চার পা ঠান্ডা হয়ে যেতে পারে, দুর্বল হয়ে মারা যাওয়ার ঝুঁকি থাকে
একটু যত্নই পারে বাচ্চাগুলোকে সবল করে তুলতে।
Shakib Agro - সাকিব এগ্রো
📞 01930-808624
📍 মস্তফাপুর, মাদারীপুর
#মুরগি_খামার #ফাওমি #খামার #এগ্রো #কৃষি #উদ্যোক্তা #মাদারীপুর #হাঁস