23/07/2025
মাদারীপুরে পীর সাহেব চরমোনাইয়ের বক্তব্য: সবাই ফেল, এবার ইসলামী দলের পরীক্ষা নিন"
মাদারীপুরে এক সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি ফয়জুল করিম (পীর সাহেব চরমোনাই) বলেন,
“আওয়ামী লীগ, বিএনপি ও অন্যান্য দলকে আপনারা পরীক্ষা নিয়ে ফেল করেছেন। এবার ইসলামী দলের পরীক্ষা নিন। আমরা প্রস্তুত। যদি আমরা ফেল করি, জীবনে আর পরীক্ষার হলে আসবো না।”
তিনি বলেন, দেশ আজ চরম রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার মধ্যে রয়েছে। মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে, দুর্নীতি ও অবিচার বাড়ছে। এর সমাধানে কেবল ইসলাম ভিত্তিক নেতৃত্বই কার্যকর হতে পারে বলে তিনি মত প্রকাশ করেন।
#চরমোনাই_পীর
#ফয়জুল_করিম
#ইসলামী_আন্দোলন
#পরীক্ষা_নিন
#সবাই_ফেল
#নতুন_নেতৃত্ব
#রাজনীতি_বদলান
#মাদারীপুর_সমাবেশ
#ভোট_বদলের_সময়
#মাদারীপুর_মিডিয়া