শিবচর প্রতিদিন - Shibchar Pratidin

শিবচর প্রতিদিন - Shibchar Pratidin Online News end entertainment

24/10/2025

আসসালামু আলাইকুম,
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ২৫-১০-২০২৫ খ্রিঃ তারিখ রোজ শনিবার শিবচর ও খোয়াজপুর (শেখপুর অংশ) ৩৩ কেভি বৈদ্যুতিক লাইনের রক্ষণাবেক্ষণ ও ROW (বিদ্যুৎ লাইনের পাশে থাকা গাছ পালা কর্তন) এবং পৌর এলাকায় উন্নয়ন মুলক কাজ করার জন্য সকাল ৮ঃ০০ ঘটিকা হইতে বিকাল ৫ঃ০০ ঘটিকা পর্যন্ত শিবচর উপজেলার আওতাধীন শিবচর কাচিকাটা উপকেন্দ্র , সন্ন্যাসীর চর উপকেন্দ্র, শেখপুর উপকেন্দ্র এর আওতাভুক্ত পৌর এলাকা, দ:/ উ: বহেরাতলা দ্বিতীয় খন্ড উমেদপুর মাদবরচর বাহাদুর পুর, পাচ্চর, সন্যাসীর চর, শেখপুর ভান্ডারিয়াকান্দি, বাশকান্দি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকিবে। সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিক ভাবে দুঃখিত।
অনুরোধক্রমে

ডিজিএম
শিবচর জোনাল অফিস
মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি

শোক সংবাদ:-সরকারি বরহামগঞ্জ কলেজ ছাত্রলীগের (সাবেক) সাধারণ সম্পাদক,তুহিন ঢালী আজ আনুমানিক সন্ধ্যা ৮ ঘটিকার সময় ইন্তেকাল ...
11/10/2025

শোক সংবাদ:-
সরকারি বরহামগঞ্জ কলেজ ছাত্রলীগের (সাবেক) সাধারণ সম্পাদক,তুহিন ঢালী আজ আনুমানিক সন্ধ্যা ৮ ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না-লিল্লাহি রাজিউন।

📰 জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ🏠 বিজ্ঞপ্তিবিষয়:  শিবচর হাউজিং এস্টেটের প্লট মালিকদের প্রতি গুরুত্বপূর্ণ নির্দেশনা।মাদারীপুর জে...
08/10/2025

📰 জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ

🏠 বিজ্ঞপ্তি

বিষয়: শিবচর হাউজিং এস্টেটের প্লট মালিকদের প্রতি গুরুত্বপূর্ণ নির্দেশনা।

মাদারীপুর জেলার শিবচর হাউজিং এস্টেটের (১ম থেকে ৬ষ্ঠ পর্যায়) বিভিন্ন ফাঁকা আবাসিক ও বাণিজ্যিক প্লটে দীর্ঘদিন যাবত আগাছা, গাছপালা ও আবর্জনা জমে অস্বাস্থ্যকর ও জরাজীর্ণ পরিবেশের সৃষ্টি হয়েছে।

এতে এলাকায় সাপ, মশা ও পোকামাকড়ের বিস্তার, পাশাপাশি মাদকাসক্ত ও অসামাজিক কর্মকাণ্ড বেড়ে যাচ্ছে, যা জনস্বার্থে অত্যন্ত উদ্বেগজনক এবং বসবাসযোগ্য পরিবেশের জন্য হুমকিস্বরূপ।

অতএব, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ সকল বরাদ্দগ্রহীতা ও প্লট মালিককে জানাচ্ছে যে,
👉 জরুরি ভিত্তিতে নিজ নিজ প্লট পরিষ্কার-পরিচ্ছন্ন করে
👉 অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণ কার্যক্রম শুরু করার জন্য অনুরোধ করা হলো।

অন্যথায়, বরাদ্দপত্র ও লীজ দলিলের শর্ত অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

30/09/2025
জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি।
20/09/2025

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি।

14/09/2025

আজ ১৪ সেপ্টেম্বর রোববার রাত সাড়ে ৮টার দিকে শিবচর বাজারে ইউসিবি ব্যাংকের সামনে চাইনিজ কুড়াল দিয়ে প্রকাশ্যে এলোপাতালি কু*পি*য়ে
উপজেলার শিরুয়াইল ইউনিয়নের
চরকাকৈর গ্রামের নাসির মাদবর এর ছেলে রাকিব মাদবরকে(২৫) গুরুতর জ*খ*ম করে রাস্তার মাঝে ফেলে যায় দুর্বৃত্তরা।

12/09/2025

মাদারীপুরের শিবচরের দ্বিতীয় খন্ড ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী গোলাম মাওলা মোড়ল-এর নিজস্ব অফিস উদ্বোধন উপলক্ষে মানুষের ঢল নেমেছে।”

09/09/2025

ফরিদপুরে ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে আবারও দুই মহাসড়ক অবরোধ।

03/09/2025

মাদারীপুর-১ শিবচরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত।

শিশুটি চুরি হওয়ার বিষয়ে ভুক্তভোগী পরিবারের অভিযোগটি সঠিক নয়। পরবর্তীতে যা জানা গেলো- শিবচরে ৩ মাসের শিশু সন্তানকে নদী...
02/09/2025

শিশুটি চুরি হওয়ার বিষয়ে ভুক্তভোগী পরিবারের অভিযোগটি সঠিক নয়। পরবর্তীতে যা জানা গেলো-

শিবচরে ৩ মাসের শিশু সন্তানকে নদীতে ফেলে হত্যা করেছে মা। পুলিশ ওই শিশুর লাশ উদ্ধার করেছে। অভিযুক্ত মাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তবে অভিযুক্ত ওই নারী মানসিক ভারসাম্যহীন বলে পুলিশ ও পরিবার দাবী করেছে।

শিবচরে বাসা থেকে বাচ্চা চুরি!শিবচর চক বাজার মসজিদের সানি ইমাম মাওলানা রফিকুল ইসলামের ৩ মাস বয়সী শিশু সন্তান, আজ তার ডি.স...
02/09/2025

শিবচরে বাসা থেকে বাচ্চা চুরি!

শিবচর চক বাজার মসজিদের সানি ইমাম মাওলানা রফিকুল ইসলামের ৩ মাস বয়সী শিশু সন্তান, আজ তার ডি.সি. রোডের বাসা থেকে চুরি হয়ে গেছে।

যদি কোনো সহৃদয়বান ব্যক্তি শিশু সম্পর্কে কোনো সন্ধান পান, তাহলে নিচের নম্বরে জরুরি ভিত্তিতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো—

📞 01627-177223
📞 01744-616469

Address

Madaripur

Alerts

Be the first to know and let us send you an email when শিবচর প্রতিদিন - Shibchar Pratidin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শিবচর প্রতিদিন - Shibchar Pratidin:

Share

Online News

Newspaper