24/10/2025
আসসালামু আলাইকুম,
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ২৫-১০-২০২৫ খ্রিঃ তারিখ রোজ শনিবার শিবচর ও খোয়াজপুর (শেখপুর অংশ) ৩৩ কেভি বৈদ্যুতিক লাইনের রক্ষণাবেক্ষণ ও ROW (বিদ্যুৎ লাইনের পাশে থাকা গাছ পালা কর্তন) এবং পৌর এলাকায় উন্নয়ন মুলক কাজ করার জন্য সকাল ৮ঃ০০ ঘটিকা হইতে বিকাল ৫ঃ০০ ঘটিকা পর্যন্ত শিবচর উপজেলার আওতাধীন শিবচর কাচিকাটা উপকেন্দ্র , সন্ন্যাসীর চর উপকেন্দ্র, শেখপুর উপকেন্দ্র এর আওতাভুক্ত পৌর এলাকা, দ:/ উ: বহেরাতলা দ্বিতীয় খন্ড উমেদপুর মাদবরচর বাহাদুর পুর, পাচ্চর, সন্যাসীর চর, শেখপুর ভান্ডারিয়াকান্দি, বাশকান্দি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকিবে। সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিক ভাবে দুঃখিত।
অনুরোধক্রমে
ডিজিএম
শিবচর জোনাল অফিস
মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি