Md.Nahid Hasan Milton

Md.Nahid Hasan Milton অহংকার ত্যাগ করুন, প্রত্যেক মানুষকে মূল্যায়ন করতে শিখুন।
ALLAH IS WATCHING ME ALL TIME.

21/02/2023

বেশিরভাগ ক্ষেত্রে ভালবাসার শেষ পরিনতি হয় খুবই ভয়ানক😥

19/02/2023

সারা বছর ইংরেজিতে ডাব্বা মারা ছাত্র যখন ইংরেজিতে কারো সঙ্গে কথা বলার চেষ্টা করে 🤣

15/02/2023

একদিন সব বাধা অতিক্রম করে সারা বিশ্বে ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ।

13/02/2023

আল্লাহ তায়ালা যাকে বাঁচিয়ে রাখবেন তাকে কেউ মারতে পারবে না। তুরষ্ক ও সিরিয়ায় বেঁচে যাওয়া শিশুরা।

13/02/2023

বাবার টাকার প্রয়োজন নেই। বাবার বেঁচে থাকাটাই বেশি প্রয়োজন।বাবা পাশে থাকলে দুর্গম পথও পারি দেওয়া যায়।

11/02/2023

প্রবাসী যখন ছুটিতে বাড়িতে আসে বিয়ে করতে।

আমার নেতা হযরত মোহাম্মদ (সা.)
11/02/2023

আমার নেতা হযরত মোহাম্মদ (সা.)

09/02/2023

যখনি যেখানেই ভালোর সাথে খারাপের দ্বন্দ্ব হয়।তখনি খারাপের সাথে যোগ দেয় মূর্খ,লোভী,নিন্দুক,
হিংসুক,ঘুষখোর ও স্বার্থপর লোকেরা।
একটা কথা মাথায় রাখবেন, আল্লাহ তায়ালা আপনার ললাটে যা লিখে রাখছেন তারচেয়ে বেশি কেউই আপনার উপকার করতেও পারবে না আর ক্ষতিও করতে পারবে না।হিংসুকদের কথা না ভেবে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যান।সবকিছু ভুলে জীবনকে উপভোগ করতে শিখুন। মনে রাখবেন, নিন্দুক ও হিংসুকরা আছে বলেই জীবন গোছালো হয়।

09/02/2023

আমার দেখা বাংলাদেশের সেরা বিজ্ঞাপনগুলোর একটা।যদিও আমাদের সমাজে এমন ঘটনা দেখা যায় না।

21/06/2022

বন্ধু মানে আপদে –বিপদে পাশে থাকা। এর মানে এই নয় যে,বন্ধুত্ব বজায় রাখতে তার সঙ্গে নিজের বোনকে বিবাহ দিতে হবে। যারা কথায় কথায় ভারতকে প্রণাম করছেন। এইরকম আদিখ্যেতা করা বাদ দেন। মুক্তিযুদ্ধের সময় যে রাষ্ট্রগুলো আমাদের সাহায্য করেছে তারা আমাদের বন্ধু রাষ্ট্র। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।এর মানে এই নয়, আমার দেশের ভালো –মন্দ তাদের উপর নির্ভর করবে। একটা কথা জেনে রাখুন, স্বার্থ ছাড়া কেউ কোনো দিন কিছু করেনি, ভবিষ্যতেও করবে না।
#কী আজব কাহিনী, যখন যার যা প্রয়োজন তা না দিয়ে যা তার প্রয়োজন নেই তা দেওয়া। বাংলাদেশ যখন পানিতে থৈথৈ তখন পানি দিয়ে সাহায্য করে তলিয়ে দেওয়া। যখন পানির খুব প্রয়োজন তখন বাঁধ আটকে দিয়ে বাংলাদেশকে ফেটে চৌচির করে দেওয়া।গোদের উপর বিষফোঁড়ার মতো(যন্ত্রণার উপর আরো যন্ত্রণা)। কষ্ট লাগে, যখন দেখি আমরা স্বাধীন হয়েও আজও পরাধীন রয়ে গেলাম😥। যখন দেখি আমার দেশের পক্ষ নিয়ে কথা বললে আমাকে মেরে ফেলা হয়😥
#মনে রাখবেন, বাংলাদেশের স্বাধীনতা এমনি এমনি অর্জিত হয় নাই।স্বাধীনতা অর্জন করতে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দীর্ঘদিন জেলবন্দী থাকতে হয়েছে। শেষ পর্যন্ত এই দেশের জন্য তাকে শহীদ করা হয়েছে।বঙ্গবন্ধুর সপরিবারে হত্যা করা হয়েছে। জাতীয় চার নেতাকে শহীদ করা হয়েছে। ৩০লক্ষ বাঙালিকে শহীদ করা হয়েছে। ২লক্ষ মা –বোনকে ধর্ষন করা হয়েছে। এই দেশকে নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করবেন না।সংসদে খেজুরে আলাপ (অকাজের কথা)বাদ দেন।যেমন ঃটিপ......আরও নানান কিছু।মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা ভাতা,তাদের সন্তানদের মুক্তিযোদ্ধা কোটা দিয়ে সম্মান। এরচেয়েও তাদের জন্য উত্তম সম্মান হলো,যে উদ্দেশ্যে তারা এই দেশকে স্বাধীন করছেন সঠিকভাবে সে উদ্দেশ্য বাস্তবায়ন করা। তাহলে তাদেরকে প্রকৃত সম্মান করা হবে। সর্বশেষে,দল,ধর্ম,বর্ণ ও প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে আসুন আমরা সবাই মিলে দেশকে ভালোবাসি,দেশের মানুষকে ভালোবাসি।তাহলেই অভ্যুদয় ঘটবে সোনার বাংলার।
#আমার পোস্টটি কোনো রাজনীতি সম্পৃক্ত নয়,দল বিদ্বেষী নয়।দেশকে ভালবাসার বহিঃপ্রকাশ মাত্র।

Address

Madaripur

Telephone

+8801831826863

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md.Nahid Hasan Milton posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md.Nahid Hasan Milton:

Share