21/06/2022
বন্ধু মানে আপদে –বিপদে পাশে থাকা। এর মানে এই নয় যে,বন্ধুত্ব বজায় রাখতে তার সঙ্গে নিজের বোনকে বিবাহ দিতে হবে। যারা কথায় কথায় ভারতকে প্রণাম করছেন। এইরকম আদিখ্যেতা করা বাদ দেন। মুক্তিযুদ্ধের সময় যে রাষ্ট্রগুলো আমাদের সাহায্য করেছে তারা আমাদের বন্ধু রাষ্ট্র। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।এর মানে এই নয়, আমার দেশের ভালো –মন্দ তাদের উপর নির্ভর করবে। একটা কথা জেনে রাখুন, স্বার্থ ছাড়া কেউ কোনো দিন কিছু করেনি, ভবিষ্যতেও করবে না।
#কী আজব কাহিনী, যখন যার যা প্রয়োজন তা না দিয়ে যা তার প্রয়োজন নেই তা দেওয়া। বাংলাদেশ যখন পানিতে থৈথৈ তখন পানি দিয়ে সাহায্য করে তলিয়ে দেওয়া। যখন পানির খুব প্রয়োজন তখন বাঁধ আটকে দিয়ে বাংলাদেশকে ফেটে চৌচির করে দেওয়া।গোদের উপর বিষফোঁড়ার মতো(যন্ত্রণার উপর আরো যন্ত্রণা)। কষ্ট লাগে, যখন দেখি আমরা স্বাধীন হয়েও আজও পরাধীন রয়ে গেলাম😥। যখন দেখি আমার দেশের পক্ষ নিয়ে কথা বললে আমাকে মেরে ফেলা হয়😥
#মনে রাখবেন, বাংলাদেশের স্বাধীনতা এমনি এমনি অর্জিত হয় নাই।স্বাধীনতা অর্জন করতে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দীর্ঘদিন জেলবন্দী থাকতে হয়েছে। শেষ পর্যন্ত এই দেশের জন্য তাকে শহীদ করা হয়েছে।বঙ্গবন্ধুর সপরিবারে হত্যা করা হয়েছে। জাতীয় চার নেতাকে শহীদ করা হয়েছে। ৩০লক্ষ বাঙালিকে শহীদ করা হয়েছে। ২লক্ষ মা –বোনকে ধর্ষন করা হয়েছে। এই দেশকে নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করবেন না।সংসদে খেজুরে আলাপ (অকাজের কথা)বাদ দেন।যেমন ঃটিপ......আরও নানান কিছু।মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা ভাতা,তাদের সন্তানদের মুক্তিযোদ্ধা কোটা দিয়ে সম্মান। এরচেয়েও তাদের জন্য উত্তম সম্মান হলো,যে উদ্দেশ্যে তারা এই দেশকে স্বাধীন করছেন সঠিকভাবে সে উদ্দেশ্য বাস্তবায়ন করা। তাহলে তাদেরকে প্রকৃত সম্মান করা হবে। সর্বশেষে,দল,ধর্ম,বর্ণ ও প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে আসুন আমরা সবাই মিলে দেশকে ভালোবাসি,দেশের মানুষকে ভালোবাসি।তাহলেই অভ্যুদয় ঘটবে সোনার বাংলার।
#আমার পোস্টটি কোনো রাজনীতি সম্পৃক্ত নয়,দল বিদ্বেষী নয়।দেশকে ভালবাসার বহিঃপ্রকাশ মাত্র।