Sinha Islam Safa

  • Home
  • Sinha Islam Safa

Sinha Islam Safa Hi i'm a Digital Marketer.

 #আল্লাহু_আকবারপ্রথমে একটি খেজুর নিন। তারপর খেজুরের ভিতরের আঁটিটা হাতে নিন।দেখবেন সেটা একটা হালকা আবরণে বেষ্টিত।এরপর সেট...
22/05/2024

#আল্লাহু_আকবার
প্রথমে একটি খেজুর নিন।
তারপর খেজুরের ভিতরের আঁটিটা হাতে নিন।
দেখবেন সেটা একটা হালকা আবরণে বেষ্টিত।

এরপর সেটার পেটের কাটা অংশের দিকে খেয়াল করলে দেখবেন একটা সুতা আলগা হয়ে আছে।

তারপর পেটের উল্টা দিকের ঠিক মাঝখানে দেখবেন একটা বিন্দু আছে।

এবার নিচের আয়াত তিনটা মনযোগ দিয়ে লক্ষ্য করুন।

(এক)
وَالَّذِينَ تَدْعُونَ مِن دُونِهِ مَا يَمْلِكُونَ مِن قِطْمِيرٍ (فاطر: ১৩

“আর তোমরা আল্লাহ ব্যতিত যাদেরকে ডাকো, তারা খেজুরের আঁটির আবরণেরও অধিকারী নয়।“

এখানে ‘ক্বিতমির’ শব্দটিই হলো সেই আবরণ যার দ্বারা খেজুরের আঁটি বেষ্টিত থাকে।

(দুই)
فَمَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَأُولَٰئِكَ يَقْرَءُونَ كِتَابَهُمْ وَلَا يُظْلَمُونَ فَتِيلا (الإسراء: ৭১

“যাদেরকে তাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, তারা নিজেদের আমলনামা পাঠ করবে এবং তাদের প্রতি ‘ফাতিল’ পরিমানও জুলুম করা হবেনা।“

আর এখানে ‘ফাতিল’ হলো সেই আলগা সুতা যা আঁটির পেটের কাটা অংশে দেখা যায়।

(তিন)
وَمَن يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ مِن ذَكَرٍ أَوْ أُنثَىٰ وَهُوَ مُؤْمِنٌ فَأُولَٰئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ وَلَا يُظْلَمُونَ نَقِيرًا ( النساء: ১২৪

কোনো পুরুষ কিংবা নারী ইমান থাকা অবস্থায় যদি ভালো কাজ করে, তাহলে তারা জান্নাতে প্রবেশ করবে। তাদের প্রতি ‘নাক্বির’ পরিমান জুলুম করা হবেনা।“

আর এখানে ‘নাক্বির’ মানে হলো আঁটির পিঠের ঠিক মাঝখানে থাকা সূক্ষ্ম বিন্দুটি।

সুবহানাল্লাহ, কি অনন্য আর নিখুঁত উপমা দিয়েছেন আল্লাহ!

সুবহানাল্লাহি ওবিহামদিহি সুবহানাল্লাহিল আজিম!

কাঁঠাল হচ্ছে বাৎসরিক ফল তাই ফটোগ্রাফি না করলে হবেই না। #আলহামদুলিল্লাহ কাঁঠাল টা খেতে বেশ ভালো ছিলো।
30/06/2023

কাঁঠাল হচ্ছে বাৎসরিক ফল তাই ফটোগ্রাফি না করলে হবেই না।
#আলহামদুলিল্লাহ কাঁঠাল টা খেতে বেশ ভালো ছিলো।

 #আসসালামু আলাইকুম। #তাকাব্বালাল্লাহু  মিন্না ওয়া মিনকুম। #ঈদ মোবারক
22/04/2023

#আসসালামু আলাইকুম।
#তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
#ঈদ মোবারক

20/03/2023

#সে তার পাপ্পাকে ডাকছে। 😍
#বাবা ছেলের এরকম ভালোবাসা সবসময় থাকুক।🤲💕❤️

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Sinha Islam Safa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sinha Islam Safa:

  • Want your business to be the top-listed Media Company?

Share