রাজৈর সংবাদ / Rajoir Sagnbad

রাজৈর সংবাদ / Rajoir Sagnbad An online news portal in Bangladesh Takerhat,Rajoir Madaripur
Dhaka,Bangladesh

30/09/2024

স্বরমঙ্গল,টেকেরহাট, রাজৈর,মাদারীপুর।

06/08/2024
21/07/2024

ইতালিতে কোটা সংস্কার আন্দোলনের বাংলাদেশী ছাত্রদের সাথে সংহতি এবং হত্যাকাণ্ডের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে প্রবাসী বাংলাদেশী ছাত্র-ছাত্রীরা মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে। এছাও ২০ জুলাই শনিবার ইতালি রাজধানীর রোম ও ভেনিসসহ বিভিন্ন স্থানে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের প্রবাসী শিক্ষার্থীরা প্রতিবাদ সভায় অংশগ্রহন করেন।

20/07/2024

কোটা বিরোধী আন্দোলনে ইতালির ভেনিস ইন্টারেস্ট পার্কে।

14/07/2024

রুপ কথার এক গল্পের নাম ভেনিস। সমুদ্রের নীল পানির মাঝে দাঁড়িয়ে আছে ছোট্ট একটি শহর। মনে হচ্ছে, পানির উপরে হাওয়ায় ভেসে আছে শহরটি এবং হঠাৎ করেই জোরে আসা কোনো ঢেউয়ের আঘাতে হয়তো চলে যাবে আরেক প্রান্তে। দৃষ্টিনন্দন ও অনন্য এই ভাসমান শহরটির নাম ভেনিস। ভ্রমণপ্রিয় যেকোনো ব্যক্তিরই ইচ্ছা থাকে এই সুন্দর শহরে একবারের জন্য হলেও ঘুরে আসার।
১১৮টি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত ভেনিস নগরী। ভূমধ্যসাগরের অ্যাড্রিয়াটিক অংশের দিকে ভেনেতিয়ান উপহ্রদে এই নগরীর অবস্থান। দ্বীপগুলোকে পরস্পরের সাথে যুক্ত করে রেখেছে ৪০০টিরও বেশি সেতু এবং এ শহরে রয়েছে ১৭৭টি খাল। তবে ১০০টির বেশি দ্বীপ নিয়ে শহরটি গড়ে উঠলেও বেশিরভাগ ভবন এবং বাসস্থান দ্বীপগুলোতে সরাসরি নির্মাণ করা হয়নি।

02/06/2024

বড় ভাইয়ের সাথে ছোট ভাইয়ের মারামারি, ধস্তাধস্তি ও কিল ঘুষিতে, প্রান গেলো আপন ছোট ভাইয়ের।ঘটনাটি ঘটেছে মাদারীপুরের রাজৈর উপজেলার শংকরদী গ্রামে (২ জুন) রোববার রাত ৮টার দিকে বয়াতীবাড়িতে ঘর উঠানো নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়।বড় ভাইয়ের স্ত্রীকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত পলাতক।

ইতালির ভেনিস শহরে ঘুরতে গেলে আপনাকে প্রবেশ ফি দিতে হবে, অর্থাৎ টিকিট কেটে ঢুকতে হবে। ইতালির ঐতিহাসিক এই শহরে ঢুকতে হলে এ...
01/05/2024

ইতালির ভেনিস শহরে ঘুরতে গেলে আপনাকে প্রবেশ ফি দিতে হবে, অর্থাৎ টিকিট কেটে ঢুকতে হবে। ইতালির ঐতিহাসিক এই শহরে ঢুকতে হলে এখন থেকে ৫ ইউরোর প্রবেশ ফি পরিশোধ করতে হবে। এমনকি, এই ফি না দিলে গুনতে হবে জরিমানাও।

মূলত পর্যটকদের লাগাম টানতেই এই উদ্যোগ নিয়েছে শহর কর্তৃপক্ষ।

এই নিয়ম শুধু সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কার্যকর থাকবে। এই সময়ের বাইরে কোনো ফি দিতে হবে না। অর্থাৎ শুধু দিনে ভ্রমণকারীদের জন্যই এ ফি বাধ্যতামূলক।

সন্ধ্যা বা রাতের জন্য এই ফি দিতে হবে না। তবে নিয়ম ভঙ্গকারীদের ৫০ ইউরো থেকে সর্বোচ্চ ৩০০ ইউরো পর্যন্ত জরিমানা গুনতে হবে।

ইউরো নিউজের প্রতিবেদন থেকে জানা গেছে।

05/04/2024

আলহামদুলিল্লাহ...❤️🤲🕋
আজ ইতালিয়ান এক খ্রিষ্টান নাগরিক লাইলাতুল-কদরের (২৭ রমজানের তারাবী) রাত্রীতে ইশারের নামাজ শেষে ইসলাম ধর্ম গ্রহণ..🤲🕋
আমাদের সাথে তারাবি নামাজ আদায় করে খিষ্টান থেকে মুসলিম হয়েছেন..🤲
আল্লাহ তুমি এই ভাইটারে ঈমানের মজবুত করে দিও..
ইস্পেনি,ভেনিজ ইতালি. 🇮🇹Alhamdulillah...❤️🤲🕋
Oggi, un cittadino cristiano italiano si è convertito all'Islam dopo la preghiera dell'Isha nella notte di Lailatul-Qadr (27 Tarawi del Ramadan)..🤲🕋
È diventato musulmano dal cristianesimo eseguendo le preghiere Tarawi con noi..🤲
Possa Allah rafforzare la fede di questo fratello.
Spagna, Venezia Italia. 🇮🇹

মাদারীপুর জেলার শিবচর উপজেলার পূর্ব কাঁচিকাটা এলাকা হতে বিয়ের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে ধর্ষণ ও সহায়তা মামলার এজাহারনামী...
31/03/2024

মাদারীপুর জেলার শিবচর উপজেলার পূর্ব কাঁচিকাটা এলাকা হতে বিয়ের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে ধর্ষণ ও সহায়তা মামলার এজাহারনামী আসামী গ্রেফতার।

মাদারীপুরের রাজৈর থেকে বরগুনা জেলার বামনা থানার চাঞ্চল্যকর অপহরণ পূর্বক মারধর করতঃ চাঁদা গ্রহণ করার অপরাধ। হত্যার চেষ্টা...
05/03/2024

মাদারীপুরের রাজৈর থেকে বরগুনা জেলার বামনা থানার চাঞ্চল্যকর অপহরণ পূর্বক মারধর করতঃ চাঁদা গ্রহণ করার অপরাধ। হত্যার চেষ্টা মামলাসহ মাদক এবং অন্যান্য ০৭ টি মামলার কুখ্যাত মাদক ব্যবসায়ী, অপহরণকারী, চাঁদাবাজ পলাতক ০১ জন আসামী গ্রেফতার করে মাদারীপুর র‌্যাব -৮।

ইতালির  স্বপ্ন পূরণ হলো না আর মামুনের লিবিয়া থেকে ইটালি যাবার পথে # ভূমধ্যসাগরে বোর্ড দু.র্ঘটনায় মাদারীপুরের  রাজৈরে দুই...
16/02/2024

ইতালির স্বপ্ন পূরণ হলো না আর মামুনের
লিবিয়া থেকে ইটালি যাবার পথে #
ভূমধ্যসাগরে বোর্ড দু.র্ঘটনায় মাদারীপুরের রাজৈরে দুই যুবক নিহত। একজন নিখোঁজ।

ইতালির রোমে একটি গির্জার পেছন থেকে সুমন মিয়া (২৫) নামে এক বাংলাদেশি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথম...
27/01/2024

ইতালির রোমে একটি গির্জার পেছন থেকে সুমন মিয়া (২৫) নামে এক বাংলাদেশি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে ওই যুবক আত্মহত্যা করেছেন বলে জানানো হয়।
রোমের তুসকোলানা জুলিও আগ্রিকোলা পার্কের একটি গির্জার পেছনে বুধবার (২৪ জানুয়ারি) সকালে এক পথচারী তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ও দূতাবাসের ধারণা গত মঙ্গলবার (২৩ জানুয়ারি) দিবাগত রাতে তিনি আত্মহত্যা করেন।

জানা গেছে, সুমন মিয়ার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার নীলখী পরবোর হোমনা চম্পক নগরে। তার বাবার নাম বারিক।

এ ঘটনায় কুমিল্লার মুরাদ মহিবুর নামে এক ইতালি প্রবাসী ফেসবুকে লিখেছেন, সুমন মিয়া সাত মাস আগে ইতালির রোম শহরে এসেছেন। মাত্র ২৫ বছরের ওই যুবক ইতালিতে সোনার হরিণ ধরতে এসেছিলেন। কিন্তু দীর্ঘ সাত মাস বেকার থেকে কোনো কাজ না পেয়ে গলায় ফাঁস দিয়ে জীবনটাকে শেষ করে দিয়েছেন। এমন নির্মম মৃত্যু কারোই কাম্য নয়।
তিনি আরও লিখেছেন, ইতালিতে নতুন করে যারা আসবেন, তারা অবশ্যই বৈধপন্থায় স্পন্সর ভিসায় আসবেন। কৃষি ভিসায় এসে এখানে তেমন কোনো কাজ নেই। তাই আপনজন না থাকলে না আসাটাই ভালো।

Address

Takerhat, Rajoir
Madaripur
7911

Telephone

+8801725826761

Website

Alerts

Be the first to know and let us send you an email when রাজৈর সংবাদ / Rajoir Sagnbad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share