প্রিয় মানুষগুলো কোথায়

প্রিয় মানুষগুলো কোথায় বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন।

এটাই জীবন। যখন কেউ ছোট থাকে, যখন কেউ সংগ্রাম করে, তখন কেউ পাশে থাকে না। বরং অবহেলা করে, তুচ্ছ জ্ঞান করে। কিন্তু যখন সেই ...
21/02/2025

এটাই জীবন। যখন কেউ ছোট থাকে, যখন কেউ সংগ্রাম করে, তখন কেউ পাশে থাকে না। বরং অবহেলা করে, তুচ্ছ জ্ঞান করে। কিন্তু যখন সেই মানুষ সাফল্যের চূড়ায় পৌঁছে যায়, তখনই সবাই তাঁকে সম্মান জানাতে আসে, ছবি তোলে, প্রশংসায় ভাসায়। তাই, যে যেখানে আছো, যেমন পরিস্থিতিতেই থাকো—হাল ছেড়ো না। একটা দিন আসবেই, যখন তোমার সাফল্যের আলোয় সবাই মুগ্ধ হবে!

18/01/2025

পুরুষের শারীরিক চাহিদা পূরণ হলেই তার মানসিক শান্তি ফিরে আসে। কিন্তু নারীদের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। একজন নারী মানসিক শান্তি পেলে তবেই শারীরিক চাহিদার কথা ভাবে। নারী ও পুরুষের চাহিদার এই ভিন্নতার কারণেই তাদের সম্পর্ক আরও জটিল এবং গভীর।

পুরুষের সমস্ত ডিপ্রেশন এবং ক্লান্তি দূর হয় সঙ্গীর সাথে শারীরিক সংযোগে। যদি আপনি আপনার পুরুষ সঙ্গীকে খুশি করতে চান, তবে তার সাথে অবশ্যই শারীরিক Attachment থাকা প্রয়োজন, এবং তা মন থেকে হতে হবে।

নারীরা, বিপরীতে, মানসিক Attachment-এ বেশি গুরুত্ব দেয়। যদি তার মন ভালো থাকে, তাহলে সে স্বাভাবিকভাবেই শারীরিক সংযোগে আগ্রহী হয়। কিন্তু যদি তার মানসিক অবস্থা ভালো না থাকে, তাহলে সে কোনো কিছুতেই সাড়া দেয় না। নারীর মনই তার আসল শক্তি।

একজন নারী চাইলে একজন পুরুষের জীবনকে নতুন করে সাজাতে পারে। আবার সেই নারী চাইলে একজন পুরুষের জীবনকে পুরোপুরি নষ্টও করে দিতে পারে।
একজন নারী চাইলেই একজন পুরুষকে সম্মানের সর্বোচ্চ শিখরে পৌঁছে দিতে পারে। আবার চাইলে তাকে অসম্মানের তলানিতে নামিয়ে আনতে পারে।
নারী চাইলে একজন পুরুষকে আর্থিকভাবে সমৃদ্ধ করতে পারে। আবার চাইলে তাকে নিঃস্ব করে দিতে পারে।
নারী চাইলে একটি সুন্দর পরিবার এবং সুখী সংসার গড়ে তুলতে পারে। আবার চাইলে সেই সংসারকে ধ্বংস করে দিতে পারে।
নারী একজন পুরুষকে পরিবার, সমাজ, এবং নিজের প্রতি আবদ্ধ রাখতে পারে। আবার চাইলে সে পুরুষকে একা করে, পরিবারহীন করে ছুঁড়ে ফেলে দিতে পারে।
নারী তার শিক্ষা, শক্তি, মায়া, ভালোবাসা এবং মমতার মাধ্যমে পুরো পৃথিবীকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে।
নারী চাইলে একজন পুরুষকে শত খারাপ অভ্যাস থেকে মুক্ত করে ভালো মানুষে পরিণত করতে পারে। আবার ভালো মানুষকে নষ্ট করতেও সক্ষম।

নারী, তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস।
তুমি তোমার সৌন্দর্য, শিক্ষা, এবং ভালোবাসার শক্তি দিয়ে তোমার সংসার, পরিবার এবং সমাজকে সুন্দর করে তুলবে।
তোমার প্রেম হোক তোমার সংসার,
তোমার ভালোবাসা হোক তোমার স্বামী,
আর তোমার মায়ার বাঁধন হোক তোমার সন্তান।

নারী, তুমি চাইলেই অনেক কিছু করতে পারো। তুমি পারো, পুরো পৃথিবী বদলে দিতে।

#আমার #এই #আপনার

কোন‌ ঠিকানায় লিখবো চিঠিসখের নীল খামটাতে ধূলো রয়েছে জমে.!আজ সপ্ন জমাই যার নামে কাল নীলামে বেঁচি তার দামে.!আফসোস, অভিমান...
18/10/2024

কোন‌ ঠিকানায় লিখবো চিঠি
সখের নীল খামটাতে ধূলো রয়েছে জমে.!
আজ সপ্ন জমাই যার নামে
কাল নীলামে বেঁচি তার দামে.!

আফসোস, অভিমান, অভিযোগ
কোনো মানে নেই অক্ষরে.!
চিঠির ভাষা নীরব হয়ে
চিঠিতেই রয় পড়ে.!

আজকের সপ্ন কাল ভাঙে
কি বা আসে যায় তাতে .?
এই শহরে রোজ নিয়ম করে
ভালোবাসা যায় বদলে - অজুহাতে .!

সবসময় আমার পিছনে লেগে থাকা, আমার দোষ ধরা, আমার কথা আরেকজনের কাছে লাগানো, আমাকে নিয়ে মাথা ব্যাথা করা, আমাকে সহ্য করতে না ...
28/05/2024

সবসময় আমার পিছনে লেগে থাকা,
আমার দোষ ধরা,
আমার কথা আরেকজনের কাছে লাগানো,
আমাকে নিয়ে মাথা ব্যাথা করা,
আমাকে সহ্য করতে না পারা,
লুকিয়ে লুকিয়ে,আমার প্রোফাইল ভিসিট করা,
পিছনে পিছনে বদনাম করতে থাকা প্রিয় মানুষগুলোকে জানাই শ্রমিক দিবসের আন্তরিক শুভেচ্ছা🌼
""" অনেক কষ্ট করেছেন ,তা'ও বিনা বেতনে🥴🥴

আগামীকাল ঈদ। সবাইকে ঈদের শুভেচ্ছা।
09/04/2024

আগামীকাল ঈদ।
সবাইকে ঈদের শুভেচ্ছা।

মন্ত্রর্ব কমেন্ট করো
07/04/2024

মন্ত্রর্ব কমেন্ট করো

২১ ফেব্রুয়ারি
22/02/2024

২১ ফেব্রুয়ারি

Big bananas grow in the center of the city
17/11/2023

Big bananas grow in the center of the city

Going to Dhaka
11/11/2023

Going to Dhaka

সন্ধার পরে অনেক ঘোরাঘুরি করলাম সিলেট শহরে।
30/09/2023

সন্ধার পরে অনেক ঘোরাঘুরি করলাম সিলেট শহরে।

ইকো পার্ক:
29/09/2023

ইকো পার্ক:

একজন পুরুষের বউ হওয়ার তেমন কোনো এমন কোন যোগ্যতা লাগে না🥰❤️শুধু একটা যোগ্যতা লাগে তাহলো শূন্য পকেটে পাশে থাকা ❤️
03/08/2023

একজন পুরুষের বউ হওয়ার তেমন কোনো এমন কোন যোগ্যতা লাগে না🥰❤️
শুধু একটা যোগ্যতা লাগে তাহলো শূন্য পকেটে পাশে থাকা ❤️

Address

Madaripur
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রিয় মানুষগুলো কোথায় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রিয় মানুষগুলো কোথায়:

Share