
05/09/2025
অ্যাক্টিভিজম করতে গিয়ে অনেক প্রশ্ন! কিন্তু উত্তর?
লিফলেটের সাথে আবার সামাজিক শক্তির সম্পর্ক কী? পোস্টারিং করেই বা লাভ কী? কিভাবে লিফলেট, পোস্টারিং করলে মানুষ পড়বে?
কীভাবে একটা ইউনিট শুরু করা যায়? কোন কোন কাজ করতে হবে? কীভাবে? মানুষ কীভাবে পাবো? ম্যানেজমেন্ট চলবে কীভাবে? ফান্ড আসবে কোথা থেকে?
নানান প্রশ্ন৷
এমন কিছু যদি হয় যেখানে অ্যাক্টিভিজম নিয়ে সকল প্রশ্নের উত্তর থাকবে তাহলে কেমন হয়? যেখানে দেখানো হবে অ্যাক্টিভিজমের মাধ্যমে কিভাবে সামাজিক শক্তি অর্জন করা যায়৷
দেখানো হবে অ্যাক্টিভিজমের সকল খুঁটিনাটি৷ প্রশ্নের উত্তর মিলবে, মিলবে অ্যাক্টিভিজমের সকল প্রস্তুতিমূলক বিষয়াদি৷ এসকল মিলেই আমাদের Activism Lab , জানা-অজানা সকল প্রশ্নের উত্তর৷