Mufti Imran Hossain madaripuri

Mufti Imran Hossain madaripuri M***i Imran Hossain madaripur- পেইজ এ আপনাকে স্বাগতম, নিয়মিত আপডেট পেতে ফলো দিয়ে পাশে থাকুন, ধন্যবাদ।
(1)

Imran Hossain- পেইজ এ সবাই কে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা।

আমি বিভিন্ন ইসলামিক ভিডিও, ইসলামিক গজল, ইসলামিক ওয়াজ, ইসলামিক নাত, ইসলামিক বানী, ইসলামিক নিউজ ইত্যাদি শেয়ার করব। আশা করি আমার পেজটি আপনাদের ভালো লাগবে।

অনুগ্রহ করে লাইক, ফলো, শেয়ার করুন এবং পাশে থাকুন, ধন্যবাদ।

29/09/2025

প্রেমঘটিত সমস্যা ও পর্নোগ্রাফি আসক্তি সচেতনতা ক্যাম্পেইন

📍 স্থান: মাদারীপুর সরকারি কলেজ
📅 তারিখ: সোমবার, ২২ সেপ্টেম্বর

ভোগবাদী বিশ্ব ভালোবাসার যে বিকৃত সংজ্ঞা শিখিয়েছে, তাতে তরুণরা সম্পর্কের নামে নিজেদের সম্ভ্রম, আত্মমর্যাদা আর ঈমান বিসর্জন দিতেও পিছপা হচ্ছে না।
হারাম প্রেম, অবৈধ সম্পর্ক, যিনা ও পর্নোগ্রাফি আজ পরিবার ভাঙনের অন্যতম বড় কারণ—যুবসমাজের মানসিক ও নৈতিক ধ্বংসের মূল চালক।

✊ সমাজের এই ভয়াবহ অবক্ষয়ের বিরুদ্ধে সচেতনতা তৈরির অংশ হিসেবে Madaripur Youth Organization সরকারি নাজিমউদ্দিন কলেজে এক ক্যাম্পেইন আয়োজন করে।
আমরা আলোচনা করেছি—
🔹 কীভাবে হারাম প্রেমের ফাঁদ থেকে বাঁচা যায়
🔹 কীভাবে পর্নোগ্রাফি আসক্তি থেকে মুক্তি পাওয়া সম্ভব
🔹 এবং কীভাবে পবিত্র সম্পর্কের মর্যাদা রক্ষা করতে হয়

📄 অংশগ্রহণকারীদের মাঝে বিতরণ করা হয় সচেতনতামূলক লিফলেট:
🔹 আকাশের ওপারে আকাশ (হারাম প্রেম সচেতনতা)
🔹 পতনের আওয়াজ পাওয়া যায় (পর্ন আসক্তি সচেতনতা)

দিনশেষে তরুণদের সাথে কুশল বিনিময়ের মাধ্যমে ক্যাম্পেইন শেষ হয়।
এ কার্যক্রম ধারাবাহিকভাবে মাদারীপুরের বিভিন্ন স্কুল-কলেজ ও জনসমাগমস্থলে চলতে থাকবে, ইনশাআল্লাহ।

🤝 আপনার অংশগ্রহণ দরকার!
আপনি যদি মাদারীপুরে থাকেন, আমাদের সাথে এমন কাজে যুক্ত হতে পারেন।
👉 আপনার এলাকাতেও ছোট পরিসরে সচেতনতা তৈরির উদ্যোগ নিন। সমাজ পরিবর্তনের সূচনা হোক আমাদের থেকেই।


ঠিক
28/09/2025

ঠিক

20/09/2025

আলহামদুলিল্লাহ কিছু দিন আগে ,
কেন্দ্রীয় ইউনিয়ন, গ্রাম দত্ত কেন্দুয়া, মোল্লাবাড়ি জামে মসজিদে ওই এলাকা সম্মানিত ধর্মপ্রাণ মুরুব্বী ও যুবক ভাইদের কে নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছি।
আলোচনার মূল বিষয় ছিল—
🔸 সৎ কাজের আদেশ (আমর বিল মা’রুফ)
🔸 অসৎ কাজের নিষেধ (নাহি আনিল মুনকার)
🔸 সমাজকে সঠিক পথে ফিরিয়ে আনার করণীয়
মসজিদে বসে সমাজের সমস্যাগুলো নিয়ে খোলামেলা আলোচনা করেছি এবং সবার অংশগ্রহণে খুবই ফলপ্রসূ একটি পরিবেশ তৈরি হয়েছে।

🤲 দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের এই ছোট প্রচেষ্টা কবুল করুন এবং সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করার তাওফিক দান করুন।

আলহামদুলিল্লাহ!আজ শেখপুর নূরে মদিনা ক্যাডেট মাদ্রাসা-তে একটি সুন্দর নসিহতের প্রোগ্রাম সম্পন্ন করতে পেরেছি।আলোচনার মূল বি...
18/09/2025

আলহামদুলিল্লাহ!
আজ শেখপুর নূরে মদিনা ক্যাডেট মাদ্রাসা-তে একটি সুন্দর নসিহতের প্রোগ্রাম সম্পন্ন করতে পেরেছি।
আলোচনার মূল বিষয় ছিল —
১/ধর্মীয় শিক্ষার গুরুত্ব,
২/ভালো মাদ্রাসায় পড়ার উপকারিতা,
৩/আদব ও শিষ্টাচারের সৌন্দর্য!

শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে শুনেছে, প্রশ্ন করেছে এবং দ্বীনের প্রতি নতুন উদ্দীপনা অনুভব করেছে।
আল্লাহ তাআলা এই মাদ্রাসা, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের দ্বীনের খেদমত করার তাওফিক দান করুন।

17/09/2025

আল্লাহু আকবর!

প্রিয় তালেবে ইলম ভাইয়েরা, দীনকে বিকৃত করবেন না। কোথা থেকে আওয়াজ উঠবে তা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। কিন্তু সেই আওয়াজ যেন সত্যের আওয়াজ হয়, তার জন্য দীনকে অবিকৃত রাখা জরুরি।

এই দীন কত সহজ! যিনি আমার জীবন পরিচালনার জন্য প্রতিটি বিধান দিয়েছেন, তিনি কি রাষ্ট্র পরিচালনার জন্য বিধান দিতে পারবেন না?

16/09/2025

চারদিকে ছড়িয়ে পড়া অবক্ষয় ও দুর্দশা থেকে ক্লান্ত? কিছু করার তাড়না থাকলেও কি করবেন ভেবে কূল পাচ্ছেন না! পেলেও সেটা কিভাবে করবেন তার যথাযথ দিকনির্দেশনা নেই!

এক্ষেত্রে "এক্টিভিজম ল্যাব" ওয়েবসাইটটি হলো বাংলার মুসলিমদের জন্য কি করব, কিভাবে করব এর সঠিক উপায় দেখানো এক নিয়ামতের নাম।

কিন্তু সাইটে তো অনেক লেখা, কোথায় গেলে কি লেখা পাব? নির্দিষ্টভাবে আমার সমস্যার সমাধান কোথায় আছে?– এই সমস্যা সমাধানের জন্যেই সাইটের হোম পেইজে আপনাদের জন্য "সাইটে নতুন?" শিরোনামে একটি বাটন যুক্ত করা হয়েছে। যেখানে গেলে আপনি সাইটের ২০+ ক্যাটাগরির কোথায় কি নিয়ে আলোচনা করা হয়েছে তার একটা বিস্তারিত ধারণা পেয়ে যাবেন। তারপর ব্লগ সেকশন থেকে কিংবা সেখানেই ক্যাটাগরিতে ক্লিক করলে রিলেটেড সমস্ত ব্লগ, রিসোর্স একসাথে পেয়ে যাবেন। পেয়ে যাবেন আপনার প্রশ্নের উত্তর ও সমাধান।

সাইট থেকে উপকৃত হলে রিভিউ বা ফিডব্যাক জানাতে পারেন আমাদের ইনবক্সে। তাছাড়া যেকোন পরামর্শ, মূল্যায়ন ও মতামত ও জানাতে পারেন আমাদের, ইন শা আল্লাহ!

12/09/2025

Muslim Youth Organisation আয়োজিত মাদারীপুর দাওয়াহ কনফারেন্স ২০২৫-এ
আসিফ আদনান হাফিজাহুল্লাহ এর আলোচ্য বিষয়: মৃত্যু ও আখিরাত।

🔗 সম্পূর্ণ লেকচার শুনতে কমেন্টের লিংকে ক্লিক করুন।

11/09/2025

"আমাদের সমাজে একটি প্রবণতা লক্ষ্য করা যায়—অনেকে দ্বীনের পথে বড় কুরবানির স্বপ্ন দেখেন, এমনকি শহীদ হওয়ারও আকাঙ্ক্ষা রাখেন। কিন্তু দ্বীনের প্রয়োজনে যেসব ছোট ছোট কাজ, নীরব পরিশ্রম আর ধৈর্যপূর্ণ ত্যাগ দরকার—সে জায়গায় প্রায়ই আমরা পিছিয়ে পড়ি। অথচ এই ছোট ছোট কুরবানিই দ্বীনের ভিত্তি মজবুত করে। তাই বড় স্বপ্ন রাখার পাশাপাশি ছোট কাজগুলোর গুরুত্বও বুঝতে হবে।"

09/09/2025

আফগানিস্তানে শরিয়াহবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ভণ্ড পীর ইব্রাহীমের অনুসারী একটি গোষ্ঠীকে গ্রেফতার করেছে ইমারতে ইসলামিয়া কর্তৃপক্ষ। গত ৭ সেপ্টেম্বর ওই গোষ্ঠীর সদস্যদের আটক করা হয়।

ইমারতে ইসলামিয়ার আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা দীর্ঘদিন ধরে সুফিবাদ ও ধর্মের নামে শরিয়াহবিরোধী কার্যকলাপ, বিদআত ও কুসংস্কার ছড়িয়ে সাধারণ মানুষের মাঝে ভ্রান্ত ধারণা প্রচার করছিল।

অ্যাক্টিভিজম করতে গিয়ে অনেক প্রশ্ন! কিন্তু উত্তর? লিফলেটের সাথে আবার সামাজিক শক্তির সম্পর্ক কী? পোস্টারিং করেই বা লাভ কী...
05/09/2025

অ্যাক্টিভিজম করতে গিয়ে অনেক প্রশ্ন! কিন্তু উত্তর?
লিফলেটের সাথে আবার সামাজিক শক্তির সম্পর্ক কী? পোস্টারিং করেই বা লাভ কী? কিভাবে লিফলেট, পোস্টারিং করলে মানুষ পড়বে?
কীভাবে একটা ইউনিট শুরু করা যায়? কোন কোন কাজ করতে হবে? কীভাবে? মানুষ কীভাবে পাবো? ম্যানেজমেন্ট চলবে কীভাবে? ফান্ড আসবে কোথা থেকে?
নানান প্রশ্ন৷
এমন কিছু যদি হয় যেখানে অ্যাক্টিভিজম নিয়ে সকল প্রশ্নের উত্তর থাকবে তাহলে কেমন হয়? যেখানে দেখানো হবে অ্যাক্টিভিজমের মাধ্যমে কিভাবে সামাজিক শক্তি অর্জন করা যায়৷
দেখানো হবে অ্যাক্টিভিজমের সকল খুঁটিনাটি৷ প্রশ্নের উত্তর মিলবে, মিলবে অ্যাক্টিভিজমের সকল প্রস্তুতিমূলক বিষয়াদি৷ এসকল মিলেই আমাদের Activism Lab , জানা-অজানা সকল প্রশ্নের উত্তর৷

28/08/2025

"Invitation to Our Seminar — Now in English"

🕌 Dawah Conference Madaripur – 2025

“Responsibility Towards the Ummah: Our Role in Times of Crisis”

---

🎙 Honorable Speakers and Their Topics:

The True Standard of Love and Hatred: Al-Wala wal-Bara – M***i Tarequzzaman (Hafizahullah)

The Importance of Tawheed in the Life of a Believer – Kamrul Islam Bin Olipuri (Hafizahullah)

The Illness of the Modern World System: Suffering, Hardship, and the Islamic Teachings in Resolving Human Restlessness – Abu Tasmia Ahmad Rafiq (Hafizahullah)

Purpose of Life and Our Mission on Earth – Asif Adnan (Hafizahullah)

The Trap of Entertainment: How We Are Being Distracted from Our True Purpose – Zakaria Masud (Hafizahullah)

---

✅ Registration Fee: 250 BDT

🗓 Date: Saturday, 6th September, 2025
⏰ Time: 2:00 PM – 8:30 PM

⛳ Venue: Charmuguria Community Center
(Adjacent to JTC Mosque, Charmuguria Bazar, Madaripur)

---

🔗 Click here to register:
https://forms.gle/QwwDWPYM7mF4sHdg7

📞 Or call us on +8801798-334778 (WhatsApp available).

---

✅ Organized by:
Muslim Youth Organisation (MYO), Madaripur

Address

Madaripur, Dhaka
Madaripur
7902

Alerts

Be the first to know and let us send you an email when Mufti Imran Hossain madaripuri posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share