29/09/2025
প্রেমঘটিত সমস্যা ও পর্নোগ্রাফি আসক্তি সচেতনতা ক্যাম্পেইন
📍 স্থান: মাদারীপুর সরকারি কলেজ
📅 তারিখ: সোমবার, ২২ সেপ্টেম্বর
ভোগবাদী বিশ্ব ভালোবাসার যে বিকৃত সংজ্ঞা শিখিয়েছে, তাতে তরুণরা সম্পর্কের নামে নিজেদের সম্ভ্রম, আত্মমর্যাদা আর ঈমান বিসর্জন দিতেও পিছপা হচ্ছে না।
হারাম প্রেম, অবৈধ সম্পর্ক, যিনা ও পর্নোগ্রাফি আজ পরিবার ভাঙনের অন্যতম বড় কারণ—যুবসমাজের মানসিক ও নৈতিক ধ্বংসের মূল চালক।
✊ সমাজের এই ভয়াবহ অবক্ষয়ের বিরুদ্ধে সচেতনতা তৈরির অংশ হিসেবে Madaripur Youth Organization সরকারি নাজিমউদ্দিন কলেজে এক ক্যাম্পেইন আয়োজন করে।
আমরা আলোচনা করেছি—
🔹 কীভাবে হারাম প্রেমের ফাঁদ থেকে বাঁচা যায়
🔹 কীভাবে পর্নোগ্রাফি আসক্তি থেকে মুক্তি পাওয়া সম্ভব
🔹 এবং কীভাবে পবিত্র সম্পর্কের মর্যাদা রক্ষা করতে হয়
📄 অংশগ্রহণকারীদের মাঝে বিতরণ করা হয় সচেতনতামূলক লিফলেট:
🔹 আকাশের ওপারে আকাশ (হারাম প্রেম সচেতনতা)
🔹 পতনের আওয়াজ পাওয়া যায় (পর্ন আসক্তি সচেতনতা)
দিনশেষে তরুণদের সাথে কুশল বিনিময়ের মাধ্যমে ক্যাম্পেইন শেষ হয়।
এ কার্যক্রম ধারাবাহিকভাবে মাদারীপুরের বিভিন্ন স্কুল-কলেজ ও জনসমাগমস্থলে চলতে থাকবে, ইনশাআল্লাহ।
🤝 আপনার অংশগ্রহণ দরকার!
আপনি যদি মাদারীপুরে থাকেন, আমাদের সাথে এমন কাজে যুক্ত হতে পারেন।
👉 আপনার এলাকাতেও ছোট পরিসরে সচেতনতা তৈরির উদ্যোগ নিন। সমাজ পরিবর্তনের সূচনা হোক আমাদের থেকেই।