NSB TIMES

NSB TIMES Madaripur,Dhaka,Bangladesh

গুগল ম্যাপের মাধ্যমে একটি ভালোবাসার গল্প।প্রতিটি ছবিতে ক্যাপশন পড়ুন।২০১৫ সালে দুই বৃদ্ধ দম্পতি পাশাপাশি বসে এক প্লেটে খ...
01/06/2025

গুগল ম্যাপের মাধ্যমে একটি ভালোবাসার গল্প।
প্রতিটি ছবিতে ক্যাপশন পড়ুন।

২০১৫ সালে দুই বৃদ্ধ দম্পতি পাশাপাশি বসে এক প্লেটে খাবারের খাওয়ায় বাড়ির পাশে।

এক বছর পরে,২০১৬ সালে,ক্যামেরা আবার তাদের বন্দী, এখনও একই জায়গায় বসে,শুধুমাত্র ভিন্ন আসন। তাদের পৃথিবী ছোট,কিন্তু একে অপরের যত্নবান দুটি হৃদয়ের জন্য যথেষ্ট।

২০১৭ সালে শুধু ঠাকুমাকে দেখা গিয়েছিল এক চেয়ারে বসে সামনে তাকিয়ে। কিন্তু দাদুকে আর ছবিতে দেখা যাবে না😢

২০১৮ সালে,দাদী এখনও সেখানে ছিলেন,কিন্তু তিনি আর তার স্বাভাবিক চেয়ারে বসেন না। ঘরের অর্ধবন্ধ দরজার সামনে বসেছিলেন,শরীর দুর্বল হয়ে পড়েছিলেন।

২০২০ সালে দাদী আবার স্বাভাবিক চেয়ারে ফিরে এলেন, চিন্তায় এলোমেলো হয়ে বসে,কুচকে যাওয়া হাত দিয়ে থুতুকুকে আদর করে, যেন এমন কারো অপেক্ষায় যে আর ফিরবে না।

২০২১ সালে তার শরীর দুর্বল হয়ে পড়ে,তার পদক্ষেপ আর স্থিতিশীল ছিল না। সে শুধু তার অতীতের ছায়া,
আজও স্মৃতি আঁকড়ে আছে।

২০২২ সালে নীল ঘরের দরজা শক্ত করে বন্ধ ছিল। ঠাকুমার কোন খোঁজ নেই। হয়তো সে তার প্রিয়তমার সাথে গিয়েছিল। তারা সম্ভবত এখন আরো শান্তিপূর্ণ জায়গায় একসাথে।

২০১৩ সালে বাড়ির চারপাশে আগাছা বেড়ে গেল,তার রঙ ম্লান হয়ে গেল,এবং দরজা বন্ধ হয়ে গেল। সিট খালি আছে আগের মত বের করা হয় নি

২০২৪ সালে আগাছা সরিয়ে ফেলা হয়েছিল,কিন্তু ঘরটা চুপ করে ছিল। চেয়ারগুলো দাঁড়িয়ে আছে,অপেক্ষা করার মত,কিন্তু দেখা হয়নি।

এবং এখন, ২০২৫ সালে,বাড়িটি চলে গেছে,গ্রাউন্ডেড। সেখানে তাদের কোন সন্ধান নেই। শুধু স্মৃতি,শুধু ছবি। ভালোবাসা... সত্যিই সুন্দর। সত্যিকারের ভালোবাসারও বিচ্ছেদ হতে হয়।

এদের সম্পর্কে কেউ গল্প বলে না। আমি বাদে। গুগল ম্যাপের মাধ্যমে।

🗣️ Collected ✒️📸 ---------

বিদ্যুৎ অফিস এখন কোথায় গিয়ে মামলা করবে।😆
24/05/2025

বিদ্যুৎ অফিস এখন কোথায় গিয়ে মামলা করবে।😆

ভুল তথ্যের বিপরীতে স্পষ্ট বার্তা দিলেন ইউনিলিভার বাংলাদেশ।
19/04/2025

ভুল তথ্যের বিপরীতে স্পষ্ট বার্তা দিলেন ইউনিলিভার বাংলাদেশ।

15/04/2025
*  Uniliver ইউনিলিভার কোন দেশি? * Unilever ইউনিলিভার কি ইসরায়েলি কোম্পানি নাকি অন্য দেশের?* Unilever ইউনিলিভার কি ইসরায়ে...
14/04/2025

* Uniliver ইউনিলিভার কোন দেশি?
* Unilever ইউনিলিভার কি ইসরায়েলি কোম্পানি নাকি অন্য দেশের?
* Unilever ইউনিলিভার কি ইসরায়েলি পন্য বিক্রয় করে নাকি করেনা?
* Unilever ইউনিলিভার কত সালে প্রতিষ্ঠিত হয়?
* ইসরায়েল কত সালে প্রতিষ্ঠিত হয়?
আসুন জেনে নেই তার বিস্তারিত //NSB TIMES

*Unilever কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত?*
Unilever* কোম্পানি ১৯২৯ সালে প্রতিষ্ঠিত হয়। এটি দুটি কোম্পানি, *Lever Brothers* (যা ১৮৯০ সালে প্রতিষ্ঠিত হয়) এবং *Margarine Unie* (যা ১৯২৭ সালে প্রতিষ্ঠিত হয়) এর একত্রিত হওয়ার মাধ্যমে গঠিত হয়। Unilever বিশ্বের অন্যতম বৃহত্তম FMCG (Fast-Moving Consumer Goods) কোম্পানি, যা খাদ্য, পানীয়, প্রসাধনী, স্বাস্থ্য ও হোম কেয়ার পণ্য তৈরিতে বিশেষজ্ঞ।*

*ইসরাইল কত সালে প্রতিষ্ঠিত দেশ হিসেবে স্বীকৃত পায়?*

ইসরাইল ১৯৪৮ সালের *১৪ মে* তারিখে প্রতিষ্ঠিত দেশ হিসেবে স্বীকৃতি পায়। এই দিনটি ছিল ইসরাইলের স্বাধীনতা ঘোষণা দিবস। ইসরাইলের প্রতিষ্ঠার পর, জাতিসংঘ এটি একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।

*unliver কোম্পানি মালিক কোন দেশ?*

*Unilever* কোম্পানিটি একটি দ্বি-জাতিক (Anglo-Dutch) প্রতিষ্ঠান, যার মালিকানা *যুক্তরাজ্য* এবং *নেদারল্যান্ডস* দুই দেশেই রয়েছে। কোম্পানিটি ১৯২৯ সালে প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দপ্তর উভয় দেশেই রয়েছে - *লন্ডন (যুক্তরাজ্য)* এবং *রটারডাম (নেদারল্যান্ডস)*।

অতীতে, Unilever একে অপরের মধ্যে একটি শক্তিশালী যৌথ মালিকানার কাঠামো ছিল, কিন্তু ২০২০ সালে কোম্পানি তাদের শেয়ার কার্যক্রম একত্রিত করে, যার ফলে কোম্পানির কর্পোরেট দৃষ্টি এখন মূলত যুক্তরাজ্য ভিত্তিক হয়ে উঠেছে।

*যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য কি একই দেশ?*

না, *যুক্তরাষ্ট্র* (United States of America, USA) এবং *যুক্তরাজ্য* (United Kingdom, UK) একে অপরের সাথে সম্পর্কিত হলেও, তারা আলাদা দেশ।

*যুক্তরাষ্ট্র (USA)*:
- এটি একটি স্বাধীন রাষ্ট্র, যা *৫০টি রাজ্য* নিয়ে গঠিত।
- এর রাজধানী *ওয়াশিংটন, ডি.সি.* (Washington, D.C.)।
- যুক্তরাষ্ট্র একটি প্রজাতন্ত্র (Republic) এবং এর সরকার ব্যবস্থা ফেডারেল, যেখানে প্রতিটি রাজ্যের নিজস্ব সরকার রয়েছে।

*যুক্তরাজ্য (UK)*:
- এটি *ব্রিটেনের রাজতন্ত্রের অধীনে* একটি সংযুক্ত রাজ্য, যা *ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং নর্দার্ন আয়ারল্যান্ড* নিয়ে গঠিত।
- এর রাজধানী *লন্ডন*।
- যুক্তরাজ্যের সরকার ব্যবস্থা *সংবিধানিক রাজতন্ত্র (Constitutional Monarchy)*, যেখানে রানি বা রাজা একটি সাংবিধানিক ভূমিকায় থাকেন, এবং প্রধানমন্ত্রী সরকার পরিচালনা করেন।

এখন, যদিও দুই দেশই ইংরেজি ভাষা ব্যবহার করে এবং তাদের মধ্যে অনেক সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, তবে তারা আলাদা রাজনৈতিক সত্তা এবং রাষ্ট্র।

*ইসরাইলের পক্ষ হয়ে কোন দেশ যুদ্ধে সহায়তা করছে?*

ইসরাইলের পক্ষ নিয়ে যুদ্ধে সহায়তা করার জন্য বেশ কয়েকটি দেশ রয়েছে, তবে প্রধান সহায়ক দেশগুলি হল:

1. *যুক্তরাষ্ট্র (USA)*:
যুক্তরাষ্ট্র ইসরাইলের অন্যতম প্রধান মিত্র দেশ এবং বিভিন্ন সময় ইসরাইলকে সামরিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক সহায়তা প্রদান করেছে। যুক্তরাষ্ট্র নিয়মিতভাবে ইসরাইলকে অস্ত্র ও সামরিক সহায়তা প্রদান করে, বিশেষত প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করার জন্য। ১৯৬৭ সালের *সিক্স-ডে ওয়ার* এবং ১৯৭৩ সালের *ইয়ম কিপ্পুর যুদ্ধ*-এর মতো যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরাইলকে সমর্থন দিয়েছে।

2. *এটা্রালি (Australia)*:
এছাড়া, *অস্ট্রেলিয়া* এবং *কানাডা* ইসরাইলের প্রতি সমর্থন জানায় এবং আন্তর্জাতিক ফোরামে ইসরাইলের পক্ষ নেয়। তারা সামরিক সহায়তা না দিলেও কূটনৈতিকভাবে ইসরাইলের পাশে থাকে।

3. *জাতিগত সহায়তা এবং সামরিক মিত্র*:
অনেক মুসলিম দেশ ইসরাইলের বিরুদ্ধে থাকে, তবে কিছু মধ্যপ্রাচ্যের দেশ যেমন *মিশর* এবং *জর্ডান* গত কয়েক বছরে ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক উন্নত করেছে এবং বিভিন্ন সময় একে অপরকে সহযোগিতা করার চেষ্টা করেছে।

এছাড়া, কিছু আরব দেশও বিশেষভাবে *আব্রাহাম অ্যাকর্ডস* (Abraham Accords) এর আওতায় ২০২০ সালে ইসরাইলের সাথে সম্পর্ক স্থাপন করেছে, যার মধ্যে *সংযুক্ত আরব আমিরাত (UAE)*, *বাহরাইন*, *মরক্কো*, এবং *সুদান* অন্তর্ভুক্ত। যদিও এরা সরাসরি সামরিক সহায়তা দেয়নি, তবে এই দেশগুলো কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করেছে।

*ইসরাইলের পক্ষ থেকে মূল সমর্থন প্রধানত যুক্তরাষ্ট্র এর মাধ্যমে আসে,তবে অন্যান্য দেশও কূটনৈতিকভাবে সহায়তা প্রদান করে থাকে।*

*কত সালে ইউনিলিভার ইসরাইল থেকে তার ব্যবসা বন্ধ করে দেয়?*

*ইউনিলিভার* ২০১০ সালে *ইসরাইল* থেকে তার ব্যবসা বন্ধ করে দেয়।

এটি ২০০০ সালের দশকে ছিল যখন ইউনিলিভার ইসরাইলের ব্যবসা বন্ধ করার সিদ্ধান্ত নেয়, মূলত একটি আন্তর্জাতিক বয়কট ও বাণিজ্যিক চাপের কারণে, যা ইসরাইল-প্যালেস্টাইন পরিস্থিতির সাথে সম্পর্কিত ছিল। ইউনিলিভার এর পরবর্তী সময়ে সেখানকার উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেয় এবং অন্যান্য অঞ্চলে তার ব্যবসা চালিয়ে যেতে থাকে।

এছাড়া, কিছু প্রতিবাদ এবং রাজনৈতিক চাপের কারণে, ইউনিলিভার ইসরাইলের বাজারে তাদের উপস্থিতি সীমিত করে ফেলেছিল, যদিও তারা পরে অন্যান্য আন্তর্জাতিক বাজারে ব্যবসা চালিয়ে গেছে।
ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড সম্পর্কে:

বাংলাদেশ সরকার এবং ইউনিলিভার-এর একটি জয়েন্ট ভেঞ্চার হচ্ছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড।
ঢাকাতে এর হেড কোয়ার্টার। চট্টগ্রামের কালুরঘাটে অবস্থিত এর মেইন ফ্যাক্টরি। তাছাড়া এই বাংলাদেশেই আরো ৭টি সহযোগী ম্যানুফ্যাকচারিং সাইট রয়েছে। বাংলাদেশেই উৎপন্ন হচ্ছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের পণ্য গুলো।
ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড বাংলাদেশে ইউনিলিভারের ভোগ্যপণ্য প্রস্তুত, বিপণন ও আমদানির সাথে সংশ্লিষ্ট যেটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৬৪ সালে। এটি বাংলাদেশ সরকার এবং ইউনিলিভারের যৌথ উদ্যোগে পরিচালিত হয়ে থাকে। প্রতিষ্ঠানটিতে ইউনিলিভারের শেয়ার ৬০.৪% এবং বাংলাদেশ সরকারের শেয়ার ৩৯.৬%।
সুতরাং ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের পণ্য ইজরায়েলি পণ্য নয়।

ড্রোন ফ্লাই জাতীয় সংসদ ভবন এর উপড়ে।
13/04/2025

ড্রোন ফ্লাই জাতীয় সংসদ ভবন এর উপড়ে।

"তোমাদের জন্য যু*দ্ধ করা (জি.হাদ) ফরজ করা হয়েছে, যদিও তা তোমাদের অপছন্দ। হতে পারে, তোমরা যা অপছন্দ করো, তা তোমাদের জন্য...
07/04/2025

"তোমাদের জন্য যু*দ্ধ করা (জি.হাদ) ফরজ করা হয়েছে, যদিও তা তোমাদের অপছন্দ। হতে পারে, তোমরা যা অপছন্দ করো, তা তোমাদের জন্য ভালো; আর যা তোমরা পছন্দ করো, তা তোমাদের জন্য খারাপ। আল্লাহ জানেন, আর তোমরা জানো না।"
— সূরা আল-বাকারা: ২১৬

গা-যা আজকেই শেষ হয়ে যাবে না ।যতদিন এই দুনিয়া আছে ততদিন গা-যা ও ফি-লিস্তান আছে । কারণ এটা কোরআনের ওয়াদা ।এটা রাসূলের জবান...
06/04/2025

গা-যা আজকেই শেষ হয়ে যাবে না ।যতদিন এই দুনিয়া আছে ততদিন গা-যা ও ফি-লিস্তান আছে । কারণ এটা কোরআনের ওয়াদা ।এটা রাসূলের জবান । কেয়ামতের আগে পৃথিবীর রাজধানী হবে আল-আকসা,সেন্টার পয়েন্ট হবে ফিলি-স্তিন ।

গা-যার জন্য এই মুহূর্তে আপনার আমার সেইভাবে কিছুই করার নাই ।এটাই বাস্তবতা ।বাস্তবতা মানতে হবে ।বাস্তবতা মানার নামও ইসলাম ।ইসলাম সবর করাও শেখায় আমাদের ।

আল্লাহ এর কাছে দোয়া কান্নাকাটি করেন ,নিজের ঈমান-আমলকে পোক্ত করেন,সচেতনতা বৃদ্ধি করেন ইসলাম নিয়ে নিজের পরিবারে-সমাজে ।
মুসলমানরা যখন থেকে ঈমান-আমল ও সুন্নত ছেড়ে মুনাফেক ও কাফেরদের পথ অনুসরণ শুরু করলো তখন থেকে মুসলমানদের পতনের সূত্রপাত হলো ।

মুসলমানদের বিজয় শুধু এবং শুধু মাত্র ঈমান-আমল-সুন্নতের মাঝেই আছে । বদরের প্রান্ত থেকে ইয়ারমুক মুসলমান কোনদিন সংখ্যায় বেশি ছিলো না । কোনদিন তারা প্রযুক্তিতে এগিয়ে ছিলো না ।

তারা এগিয়ে ছিলো এক আল্লাহ এর প্রতি বিশ্বাসে ,তারা এগিয়ে ছিলো রাসূল সাঃ এর সুন্নতে ।সেই শক্তিই তাদের রোমান-পারস্যথেকে শুরু করে সব পরাশক্তির মধ্যে অজেয় করেছে ।

আজ আমাদের না আছে আল্লাহ এর প্রতি বিশ্বাস,না আছে সুন্নতের উপর আমল । ফোকাস দেন ,আসল জায়গায় ফোকাস দেন । অন্যথায় মুসলমানদের মুক্তি নাই । মুক্তি শুধু আল্লাহর বাণী ও রাসূলের সুন্নাহতেই আছে ।আমাদের নামাজ নাই ,ইলম নাই,দ্বীন নাই আমরা ভাবছি আমরা বিশ্বজয় করে ফেলব ।

সকল কাফির-মুশরিক-মুনাফেকরা আমাদের শেষ করতে প্রস্তুতি নিচ্ছে ।আপনিও প্রস্তুতি নেন ।🕧

রা|ফা|হ আর নেই। পুরোপুরি নি:শ্বেষ হয়ে গেছে রা|ফা|হ।অল্প সময়ের মধ্যে গা.জাও নিঃশব্দে মিলিয়ে যাচ্ছে দুনিয়ার মানচিত্র থেক...
06/04/2025

রা|ফা|হ আর নেই। পুরোপুরি নি:শ্বেষ হয়ে গেছে রা|ফা|হ।
অল্প সময়ের মধ্যে গা.জাও নিঃশব্দে মিলিয়ে যাচ্ছে দুনিয়ার মানচিত্র থেকে।

একটি একটি করে আলো নিভে যাচ্ছে, একটি একটি করে নিঃশ্বাস থেমে যাচ্ছে।
আমরা বাঁচার আর্তনাদ পাঠালেও — পৃথিবী কানে দেয়নি।
"আপনারা আমাদের কেবল জান্নাতে খুঁজে পাবেন।
বিদায়! হে ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর উম্মত..."
— গা.জা থেকে ফেসবুকে সালেহ আল জাফরীর শেষ চিঠি।

আজকের ইতিহাস হয়তো কিছুই মনে রাখবে না,
কিন্তু আকাশ-পাতাল লিখে রাখবে এই কান্না, এই নীরব ধ্বংসযজ্ঞ।
আল্লাহ তায়ালা গাজাবাসীকে হেফাজত করুন🤲আমিন🤲 😭

05/04/2025

শরিয়তপুরের বিলাশপুর জাজিরা ঘটনাটি ঘটেছে সিনেমার স্টাইলে বোমা নিক্ষেপ।

05/02/2025

এসপির ব্যবহার যদি এরকম হয়
সেখ হাসিনার পুলিশের মত আচরণ করে তাহলে কিভাবে জনগণের বন্ধু হবে পুলিশ।

Address

Madaripur, Dhaka
Madaripur
7900

Telephone

+8801671285360

Website

Alerts

Be the first to know and let us send you an email when NSB TIMES posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NSB TIMES:

Share