NSB TIMES

NSB TIMES ★News Second Bangla Times

★সত্যের সন্ধানে, মানবতার কল্যানে...!!

দাম্মামে ২০ জন বাংলাদেশি অপহরণকারীর শিরচ্ছেদ করে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে সৌদি আদালত। মূল কাহিনী হলো- তারা নতুন প্রবাসী...
30/11/2025

দাম্মামে ২০ জন বাংলাদেশি অপহরণকারীর শিরচ্ছেদ করে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে সৌদি আদালত। মূল কাহিনী হলো- তারা নতুন প্রবাসীদের কাজের প্রলোভন দেখিয়ে নিজ ভিলায় নিয়ে গিয়ে তাদের কাছে থাকা সকল রিয়াল ও ফোন জব্দ করে তারপর তাদের বাড়িতে ফোন দিয়ে মুক্তিপণ দাবি করতো। কারো থেকে ২ লাখ, তো কারো থেকে ১০ লাখ অবধি। এমনটা চলে আসছিলো দীর্ঘদিন যাবত। এমতাবস্থায় সৌদি পুলিশ ও সিআইডির যৌথ অভিজানে ২০জন বাংলাদেশি অপহরণকারীকে ধরেছে সৌদি প্রশাসন। এর পড়ে সৌদি আরবের আইন অনুযায়ী তাদের মৃত্যুদণ্ড প্রদান করে আদালত।
ছবি প্রতীকী

22/11/2025

সন্ধা "৬.৬ মিনিটে ফের রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প।

প্রিয় সাপোর্টারস আপনাদের সমর্থন এবং ভালোবাসায় আমরা সিক্ত। এখনো দুটি ক্যাটাগরিতে ২১ তারিখ রাত ১০:৫৯ মিনিট পর্যন্ত ভোট দেয়...
19/11/2025

প্রিয় সাপোর্টারস আপনাদের সমর্থন এবং ভালোবাসায় আমরা সিক্ত।

এখনো দুটি ক্যাটাগরিতে ২১ তারিখ রাত ১০:৫৯ মিনিট পর্যন্ত ভোট দেয়া যাবে, ন্যাশনাল কষ্টিউম এবং ইভিনিং গাউনে। ।

বাংলাদেশেকে🇧🇩 ভোট দিন, Tangia Zaman Methila কে ভোট দিন।

ভোট দিতে নিচের লিংকে গিয়ে মিস ইউনিভার্স এর অ্যাপটি ডাউনলোড করে ভোট অপশনে গিয়ে প্রতিটি বিভাগে বাংলাদেশকে ভোট দিন।

মিথিলার বানি।





26/10/2025

জ"ঙ্গী সংগঠন ই'সকন নিষিদ্ধের পক্ষে থাকলে হ্যাঁ বলে যান!!

ছবির অজ্ঞাত এই মেয়েটি, মাদারীপুর থেকে খাগদীর দিকে সিএনজি তে যাওয়ার পথে নতুন বাসস্ট্যান্ড পার হয়ে সিএনজি থেকে পড়েগিয়ে আঘ...
14/10/2025

ছবির অজ্ঞাত এই মেয়েটি, মাদারীপুর থেকে খাগদীর দিকে সিএনজি তে যাওয়ার পথে নতুন বাসস্ট্যান্ড পার হয়ে সিএনজি থেকে পড়েগিয়ে আঘাত প্রাপ্ত হয়। বর্তমান সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। সঠিক ভাবে পরিচয় দিতে পারছেনা।
কেউ চিনতে পারলে ডিউটি অফিসার সদর মডেল থানা মাদারীপুর যোগাযোগ করার অনুরোধ করা হইল।

শিক্ষকদের দাবি আদায়েমাহমুদপুর মডার্ন হাই স্কুলে চলছে কর্ম বিরতি।
14/10/2025

শিক্ষকদের দাবি আদায়ে
মাহমুদপুর মডার্ন হাই স্কুলে চলছে কর্ম বিরতি।

মাদারীপুরে, পাঁচখোলা, জাফরাবাদ গ্রামের, সুমন শিকদার এর ছেলে ইব্রাহিম  (৪) নামের শিশু আজ সকাল ০৭ ঘটিকার সময়ে বিদ্যুৎ সক খ...
11/10/2025

মাদারীপুরে, পাঁচখোলা, জাফরাবাদ গ্রামের,
সুমন শিকদার এর ছেলে ইব্রাহিম (৪) নামের শিশু আজ সকাল ০৭ ঘটিকার সময়ে বিদ্যুৎ সক খেয়ে মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন।

06/10/2025

মাদারীপুর কালকিনিতে আনিসুর রহমান খোকন তালুকদার ও মেজর রেজার সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি ও মারপিটের ঘটনা ঘটেছে ।

#মাদারীপুরেরখবর

06/10/2025

ঢাকা বিভাগ ছাড়বোনা, ফরিদপুরে যাবো না,মুখরিত সব্দে মাদারীপুরের স্টেডিয়াম মাঠ।

#মাদারীপির_স্টোডিয়াম #ঢাকাবিভাগ

বাংলা চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়িকা সাহিনা শিকদার বনশ্রীর জীবনের অবসান হলো মাদারীপুরের শিবচরে। মঙ্গলবার (১৬ সেপ্টেম...
16/09/2025

বাংলা চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়িকা সাহিনা শিকদার বনশ্রীর জীবনের অবসান হলো মাদারীপুরের শিবচরে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন এ অভিনেত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
বনশ্রীর চলচ্চিত্র জীবন শুরু হয় ‘সোহোরাব রুস্তম’ সিনেমার মাধ্যমে। অল্প সময়েই তিনি দর্শকের হৃদয় জয় করেছিলেন। নব্বই দশকে একাধিক হিট সিনেমায় অভিনয় করে তিনি আলোচনায় আসেন। তবে অসুস্থতা ও আর্থিক সংকটের কারণে ধীরে ধীরে আড়ালে চলে যান এই নায়িকা। জীবনের শেষ সময়ে ভুগছিলেন হৃদরোগ, ডায়াবেটিস ও শ্বাসকষ্টে। প্রায় চোখের দৃষ্টি হারিয়েছিলেন তিনি।
অভাব-অনটনে জর্জরিত জীবনে বনশ্রী চিকিৎসার জন্য বিভিন্ন গ্রামে ভিক্ষা করে ওষুধ সংগ্রহ করতেন। মৃত্যুর কিছুদিন আগে দেশের বিত্তবান ও চলচ্চিত্র অঙ্গনের কাছে সহযোগিতা চাইলেও তেমন কোনো সাড়া পাননি।
শিবচর থানার পাঁচ্চর এলাকার একটি সরকারি গুচ্ছগ্রামের ছোট্ট ঘরেই ছিল তার শেষ আশ্রয়। রান্না করতে না পারায় মাঝে মধ্যেই প্রতিবেশীদের কাছে খাবার চাইতে হতো। অভিযোগ রয়েছে, ঢাকায় থাকা একমাত্র ছেলে মায়ের খোঁজখবর নিতেন না।
একসময় লাখো দর্শকের প্রিয় এই অভিনেত্রীর জীবনের শেষ অধ্যায় কেটেছে একাকিত্ব ও মানবেতর কষ্টে। চলচ্চিত্র অঙ্গনের উজ্জ্বল নক্ষত্রের এমন পরিণতি শুধু সিনেমাপ্রেমীদের নয়, সমগ্র সংস্কৃতি অঙ্গনের জন্যই এক বেদনাদায়ক অধ্যায় হয়ে থাকবে।
সুত্রঃ মাদারীপুরনিউজমিডিয়া

10/09/2025
প্রান কোম্পানির কাচের জুসের ভিতরে পাওয়া গেলো তেলাপোকা ও ময়লা তাহলে একবার ভাবুন কতটুকু সাস্থ সম্মত এটা খেলে কি অবস্থা হতে...
13/08/2025

প্রান কোম্পানির কাচের জুসের ভিতরে পাওয়া গেলো তেলাপোকা ও ময়লা তাহলে একবার ভাবুন কতটুকু সাস্থ সম্মত এটা খেলে কি অবস্থা হতে পারে।
ঘটনাটি ঘটেছে মাদারীপুরের পৌর কমিউনিটি সেন্টারের পাশে একটি মুদি দোকানে।

Address

Madaripur, Dhaka
Madaripur
7900

Telephone

+8801671285360

Website

Alerts

Be the first to know and let us send you an email when NSB TIMES posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NSB TIMES:

Share