05/11/2025
আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ (শিবচর উপজেলা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাউথ এশিয়ান ল' ইয়ার্স ফোরামের প্রেসিডেন্ট অ্যাডভোকেট শেখ সালাহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (০৪ নভেম্বর) সকালে বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন তিনি।
এ বিষয়ে অ্যাডভোকেট শেখ সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘বিনামূল্যে আইনি সহায়তা দেওয়ার মাধ্যমে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে চাই। মানবাধিকার লঙ্ঘনের শিকার অসহায় মানুষকে সব ধরনের আইনি সেবা দেওয়া আমার লক্ষ্য। অসহায় ও এলাকার সাধারণ মানুষকে সেবা দিতেই আমি নির্বাচন করবো। আধুনিক শিবচর বিনির্মাণে মাদারীপুর-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে অংশ নিতে চাই।’
একইসঙ্গে মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত, সহিংসতা মুক্ত, চাঁদাবাজি ও জবরদখলমুক্ত তারুণ্যের বাংলাদেশ বিনির্মাণে সহায়ক ভূমিকা রাখতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। শিবচরের সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সমর্থনও চেয়েছেন।
তার বাড়ি শিবচরের বাশকান্দি ইউনিয়নের খলিফা কান্দি গ্রামে।