Paikpara News/পাইকপাড়া নিউজ

Paikpara News/পাইকপাড়া নিউজ This page is personal blog & shot viral news page.

 #লিবিয়ায় নৌকা ডুবে মা-রা যাওয়া মাদারীপুরের ১০ যুবকের পরিচয় মিলেছে। গত ২৪ জানুয়ারি লিবিয়া থেকে একটি ইঞ্জিন চালিত নৌকায় য...
04/02/2025

#লিবিয়ায় নৌকা ডুবে মা-রা যাওয়া মাদারীপুরের ১০ যুবকের পরিচয় মিলেছে।

গত ২৪ জানুয়ারি লিবিয়া থেকে একটি ইঞ্জিন চালিত নৌকায় যাত্রা করেন তারা। মাঝপথে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে প্রাণ হারান ২৩ যুবক এদের মধ্যে ১০ জনের পরিচয় মিলেছে। তাদের বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলায়।
নিহতদের পরিচয় হলো, রাজৈর উপজেলার পশ্চিম স্বরমঙ্গল গ্রামের চা বিক্রেতা হাসান হাওলাদারের ছেলে টিটু হাওলাদার, গোবিন্দপুরের বাসিন্দা আক্কাস আলী আকনের ছেলে আবুল বাশার আকন, সুন্দিকুড়ি গ্রামের নীল রতন বাড়ৈ, সাগর বাড়ৈ, একই গ্রামের মহেন্দ্র নাথ বিশ্বাসের ছেলে সাগর বিশ্বাস, গোবিন্দপুরের ফিরোজ শেখের ছেলে ইনসান শেখ ও আশিষ কীর্তনীয়া, বৌলগ্রামের নৃপেন কীর্ত্তনীয়ার ছেলে অমল কীর্ত্তনীয়া, একই গ্রামের চিত্ত সরদারের ছেলে অনুপ সরদার, শাখারপাড় গ্রামের সজিব মোল্লা, সাতবাড়িয়ার রাজীব। সবার বয়স ২০-৩০ বছরের মধ্যে।

নিহতদের লাশ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন।
©

01/02/2025

পাইকপাড়া ইউনিয়নের নরেরকান্দা দুই গ্রুপের সংঘর্ষ
#পাইকপাড়া
#রাজৈর
#মাদারীপুর।

উপজেলা পরিষদ নির্বাচন হবে চার ধাপে। রাজৈর উপজেলা চেয়ারম্যান হিসেবে আপনি কাকে দেখতে চান?     #রাজৈর_উপজেলা #উপজেলা_পরিষদ...
08/02/2024

উপজেলা পরিষদ নির্বাচন হবে চার ধাপে।
রাজৈর উপজেলা চেয়ারম্যান হিসেবে আপনি কাকে দেখতে চান?



#রাজৈর_উপজেলা
#উপজেলা_পরিষদ_নির্বাচন

কয়েরিটি চাবির পরিবর্তে রুটি বেছে নেওয়ার কারণ কি ?
29/12/2023

কয়েরিটি চাবির পরিবর্তে রুটি বেছে নেওয়ার কারণ কি ?

কখোনও এমন মানুষদের ভুলা যাবে না।
20/12/2023

কখোনও এমন মানুষদের ভুলা যাবে না।

ঢাকা ভাংগা হাইওয়ে। সেকাল আর একাল 👊
12/12/2023

ঢাকা ভাংগা হাইওয়ে।
সেকাল আর একাল 👊

আলহামদুলিল্লাহ, মুক্তি পেলেন সবার প্রিয় বক্তা মুফতি আমির হামজা।
07/12/2023

আলহামদুলিল্লাহ,
মুক্তি পেলেন সবার প্রিয় বক্তা মুফতি আমির হামজা।

Ok Done.
05/12/2023

Ok Done.

বিকেলের এক ঘন্টা ক্রিকেট। জীবনের শ্রেষ্ঠতম সময়।
01/12/2023

বিকেলের এক ঘন্টা ক্রিকেট।
জীবনের শ্রেষ্ঠতম সময়।

এ তো খেলা নয় যেন যুদ্ধের ময়দান,এ যুদ্ধে বেজিলের একজন মারা খেয়েছে এবং প্রতিপক্ষের ময়দান থেকে জয়লাভ করেছে টিম আর্জেন্টিন...
22/11/2023

এ তো খেলা নয় যেন যুদ্ধের ময়দান,এ যুদ্ধে বেজিলের একজন মারা খেয়েছে এবং প্রতিপক্ষের ময়দান থেকে জয়লাভ করেছে টিম আর্জেন্টিনা। 😬

বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ। প্রথম পর্ব ২ থেকে ৪ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব ৯ থেকে ১১ ফেব্রুয়ারি।
17/11/2023

বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ।
প্রথম পর্ব ২ থেকে ৪ ফেব্রুয়ারি এবং
দ্বিতীয় পর্ব ৯ থেকে ১১ ফেব্রুয়ারি।

Address

Paikpara Union
Madaripur

Alerts

Be the first to know and let us send you an email when Paikpara News/পাইকপাড়া নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Paikpara News/পাইকপাড়া নিউজ:

Share