Padma Bulletin Live

Padma Bulletin Live Digital Creator
(1)

ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গার্গ সিঙ্গাপুরে প্যারাগ্লাইডিং করতে গিয়ে সমুদ্রে পড়ে মারা গেছেন।
19/09/2025

ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গার্গ সিঙ্গাপুরে প্যারাগ্লাইডিং করতে গিয়ে সমুদ্রে পড়ে মারা গেছেন।

25/08/2025

সেই মে‌য়ে‌টি‌কে ভা‌লো লে‌গে‌ছে

12/08/2025

প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন সৌদি যুবরাজ সালমান

শাকিব খান অভিনীত একটি সিনেমার তিনটি সিক্যুয়েল মুক্তি পাচ্ছে একসঙ্গে! যা আর কখনো ঘটেনি। না শাকিবের ক্যারিয়ারে, না বিশ্ব চ...
12/08/2025

শাকিব খান অভিনীত একটি সিনেমার তিনটি সিক্যুয়েল মুক্তি পাচ্ছে একসঙ্গে! যা আর কখনো ঘটেনি। না শাকিবের ক্যারিয়ারে, না বিশ্ব চলচ্চিত্রে। এবার এটাই ঘটতে যাচ্ছে ঢালিউডে।

‘বরবাদ’ সিনেমার নির্মাতা মেহেদী হাসান হৃদয় এ কথা জানিয়েছেন। তিনি জানান, ভাষ্য ও পরিকল্পনা যদি ঠিক থাকে, তাহলে তেমনটাই ঘটবে আসছে যে কোনো ঈদ উৎসবে।

তিনি গণমাধ্যমকে জানান, ঢালিউড সুপারস্টারকে নিয়ে ইতোমধ্যেই একটি সিনেমার পরিকল্পনা চূড়ান্ত করেছেন তিনি। যা নির্মিত হবে তিনটি সিক্যুয়েলে। চলছে চিত্রনাট্য লেখার কাজ।

হৃদয় বলেন, ‘শাকিব ভাইকে নিয়ে সামনে আমরা বড় ক্যানভাসে একটি সিনেমা করতে যাচ্ছি। এখন সেটির চিত্রনাট্য লেখার কাজ চলছে। সিনেমাটি যেহেতু বড় প্রজেক্ট, তিন পার্টে মুক্তি পাবে—তাই প্রস্তুতির ক্ষেত্রে সময় লাগবে আমাদের। তারপরই এ বিষয়ে ঘোষণা দিবো।’

নির্মাতা বলেন, ‘শাকিব ভাইকে নিয়ে নতুন সিনেমাটি এমন নয় যে, এক পার্ট মুক্তি পেল প্রথমে, তারপর আসবে দ্বিতীয় ও তৃতীয় কিস্তি! এটা আমরা একসঙ্গেই মুক্তি দিবো। এমনকি তিন অংশের শুটিংও টানা শেষ করে ফেলব।’

তিনি জানান, নতুন সিনেমার গল্পটি বেশ মনে ধরেছে শাকিব খানের।

হৃদয় বলেন, ‘নতুন সিনেমাটির ইঙ্গিত কিন্তু শাকিব ভাই আমার ‘বরবাদ’ সিনেমার প্রিমিয়ারেও দিয়েছিলেন। জানিয়েছিলেন, আগামীতে বড় কিছু আসছে। আমরা এরমধ্যে শাকিব ভাইয়ের সঙ্গে গল্প ও চিত্রনাট্য নিয়ে কথা বলেছি, তিনিও রাজি হয়েছেন।’

স্ত্রী ও তার প্রেমিকের বিরুদ্ধে মামলা করছেন হিরো আলম>>স্ত্রী রিয়া মনি এবং তার কথিত প্রেমিক ম্যাক্স অভির বিরুদ্ধে বগুড়া স...
12/08/2025

স্ত্রী ও তার প্রেমিকের বিরুদ্ধে মামলা করছেন হিরো আলম>>

স্ত্রী রিয়া মনি এবং তার কথিত প্রেমিক ম্যাক্স অভির বিরুদ্ধে বগুড়া সদর থানায় ও আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম।

সোমবার (১১ আগস্ট) দুপুরে মুঠোফোনে তিনি নিজেই এ খবর নিশ্চিত করেন।

হিরো আলম জানান, তিনি রিয়া মনি ও ম্যাক্স অভির বিরুদ্ধে অপহরণ ও মানহানির অভিযোগ এনে দুটি মামলা করতে চলেছেন। এর মধ্যে বগুড়া সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আদালতে মামলার প্রস্তুতি চলছে।

হিরো আলম বলেন, ‘ম্যাক্স অভি ও রিয়া মনি অবৈধ কাজ করেছে। তারা মিথ্যা কথা বলে রিয়া মনিকে নিয়ে গেছে। আমি রিয়া মনিকে ডিভোর্স দিইনি। রিয়া মনি আর ম্যাক্স অভি বন্ধু হলে তাদের কক্সবাজারে যেতে হবে কেন? আমি চাই তাদের ডিএনএ পরীক্ষা করা হোক, শারীরিক সম্পর্ক হয়েছে কি না তা দেখা হোক।’

বগুড়া সদর থানার ওসি হাসান বাসির বলেন, ‘অভিযোগের বিষয়টি আমি শুনেছি। অভিযোগপত্র হাতে পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে, গত মাসে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন হিরো আলম। তখন তার তৃতীয় স্ত্রী রিয়া মনির সঙ্গে আবার সম্পর্ক স্বাভাবিক হয়ে যায়। কিন্তু মাস না পেরোতেই আবারও তাদের সম্পর্কের টানাপড়েন সামনে এলো। হিরো আলম ফেসবুকে একাধিক পোস্ট দিয়ে অভিযোগ করেন, তার স্ত্রী প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে কক্সবাজারে একটি হোটেলে রাত কাটাচ্ছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা।

এরপর হিরো আলমকে তালাক দিয়েছেন বলে ঘোষণা দেন রিয়া মনি।

পর্নোকাণ্ড: চিত্রনায়িকা শিরিন শিলাসহ আরও যারা নজরদারিতে>>>বহুল আলোচিত চিত্রনায়িকা পরীমনি ছাড়াও ঢাকার শোবিজ জগতের ডজনখানে...
12/08/2025

পর্নোকাণ্ড: চিত্রনায়িকা শিরিন শিলাসহ আরও যারা নজরদারিতে>>>

বহুল আলোচিত চিত্রনায়িকা পরীমনি ছাড়াও ঢাকার শোবিজ জগতের ডজনখানেক মডেল-অভিনেত্রী নিষিদ্ধ পর্নো ব্যবসায় জড়িত বলে জানিয়েছে র‌্যাব।

তারা হলেন- চিত্রনায়িকা আঁচল, শিরিন শিলা, মডেল অহনা, মৃদুলা, পার্শা, মৌরি, শুভা, মানসি ও কথিত মডেল নায়লা।

এছাড়া বেশ কয়েকজন চিত্রনায়ক মাদক এবং অবৈধ পর্নোগ্রাফি ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব বলছে, পরীমনি ছাড়াও ঢাকার শোবিজ জগতের ডজনখানেক মডেল-অভিনেত্রী নিষিদ্ধ পর্নো ব্যবসায় জড়িত। এদের মধ্যে আছেন-জনৈক শুভা, মানসি, পার্শা, মৌরি ও আঁচল। এছাড়া ক্যাসিনো সম্রাটের বান্ধবী হিসাবে পরিচিত চিত্রনায়িকা শিরিন শিলা আছেন র‌্যাবের তালিকায়।

শিরিন শিলা মূলত বহিষ্কৃত যুবলীগ নেতা আরমানের বান্ধবী হিসাবে পরিচিত ছিলেন। পরে ক্যাসিনো সম্রাটের সঙ্গে তার সখ্য গড়ে ওঠে। সম্রাট তাকে এতটাই পছন্দ করতেন যে, সিঙ্গাপুর থেকে লাখ টাকার গয়না এনে দিতেন হরহামেশা।

র‌্যাব জানায়, পর্নোচক্রে নাম আছে জনৈক মৃদুলা, অহনা ও নায়লা নাঈম নামের কথিত মডেলের। এরা সবাই র‌্যাবের নজরদারিতে আছেন। গ্রেফতার হতে পারেন যে কোনো সময়। তবে শুধু নায়িকা বা মডেল নন। বেশ কয়েকজন চিত্রনায়ক মাদক এবং অবৈধ পর্নোগ্রাফি ব্যবসার সঙ্গে জড়িত।

এদের মধ্যে অন্যতম হাসান নামের জনৈক চিত্রনায়ক। তিনি ১০ বছরের বেশি সময় ধরে সিনেমা জগতের সঙ্গে বিচ্ছিন্ন থাকলেও বিলাসহুল জীবনযাপন করছেন। তার অবৈধ আয়ের মূল উৎস পর্নোগ্রাফি।

সূত্র জানায় জনৈক হাসান মাঝখানে কিছুদিন এমএলএম ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন। বন্ধ হয়ে যাওয়া এমএলএম কোম্পানি ইউনিপে টু ইউর পরিচালক ছিলেন তিনি। এমএলএম ব্যবসায় তার পার্টনার ছিলেন রেদোওয়ান বিন ইসাহাক নামের এক পীরের ছেলে।

কোম্পানি বন্ধ হয়ে গেলে ইসহাক ও হাসান কিছুদিন গা ঢাকা দেন। পরে তারা যৌথভাবে সিনেমায় লগ্নি করেন। মদ্যপ অবস্থায় গভীর রাত পর্যন্ত এফডিসির ঝর্ণা স্পটে তাদের দুজনকে একসঙ্গে দেখা যায়।

এ প্রসঙ্গে জানতে চাইলে র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল খায়রুল ইসলাম যুগান্তরকে বলেন, পরীমনি ছাড়াও বেশ কয়েকজন মডেল-অভিনেত্রীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। সূত্র: দৈনিক যুগান্তর >>>https://www.jugantor.com/entertainment/450561

তরুণীর প্রেমের টানে চীনা যুবক মাদারীপুরে
30/07/2025

তরুণীর প্রেমের টানে চীনা যুবক মাদারীপুরে

Shibchar Bulletin News- শিবচর বুলেটিন নিউজ।। শিবচরসহ আশপাশের সব খবর

Address

Padma Bridge South
Madaripur
7930

Alerts

Be the first to know and let us send you an email when Padma Bulletin Live posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Padma Bulletin Live:

Share