Padma Bulletin Live

Padma Bulletin Live Md Robiul Hassan
Correspondent (Shibchar)
Ekattor TV & Daily Jugantor. Cont-01718175679

মাদারীপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম। #মাদারীপুর
13/01/2026

মাদারীপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম।
#মাদারীপুর

13/01/2026

শিবচ‌রে হাসপাতাল আছে চি‌কিৎসক নাই। আমি শিবচ‌রে চি‌কিৎসা ব‌্যবস্থার উন্নয়ন কর‌বো। যা‌তে আমার জনগন চিকিৎসা সেবাটুকু নি‌র্বিঘ্নে পে‌তে পা‌রে।_ ভদ্রাস‌নে নির্বাচনী উঠান বৈঠ‌কে কামাল জামান মোল্লা।

#‌শিবচর #ইতালি

শিবচ‌রের ভদ্রাসন ইউনিয়নে সংসদ সদস‌্য প্রার্থী কামাল জামান মোল্লার নির্বাচনী প্রচারনার উঠান বৈঠক। ১৩ জানুয়ারী'২০২৬ইং।
13/01/2026

শিবচ‌রের ভদ্রাসন ইউনিয়নে সংসদ সদস‌্য প্রার্থী কামাল জামান মোল্লার নির্বাচনী প্রচারনার উঠান বৈঠক। ১৩ জানুয়ারী'২০২৬ইং।

13/01/2026

আমার দ‌লের হউক আর দ‌লের বা‌হি‌রের হোক সে যেই হউক অন‌্যায়কারী‌কে একচ‌ুল ছাড় দে‌বো না- সংসদ সদস‌্য প্রার্থী কামাল জামান মোল্লা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা প্রার্থীদের আপিল শুনানির চতুর্থ দিনের...
13/01/2026

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা প্রার্থীদের আপিল শুনানির চতুর্থ দিনের কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে এই শুনানি চলছে।

কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী, আজ (১৩ জানুয়ারি) ক্রমিক নম্বর ২১১ থেকে ২৮০ পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন বিকাল ৫টা পর্যন্ত এই শুনানি গ্রহণ করবেন।

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক জানান, বুধবার (১৪ জানুয়ারি) ২৮১ থেকে ৩৫০, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ৩৫১ থেকে ৪২০, শুক্রবার (১৬ জানুয়ারি) ৪২১ থেকে ৪৯০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত এই আপিল শুনানি কার্যক্রম চলবে।

এর আগে গতকাল (সোমবার) শুনানির তৃতীয় দিনে ৪১ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, তৃতীয় দিনে মোট ৭১টি আপিলের শুনানি হয়েছে। এর মধ্যে ৪১টি আপিল মঞ্জুর এবং ২৫টি নামঞ্জুর করা হয়েছে। এছাড়া চারটি আপিল অপেক্ষমাণ রাখা হয়েছে এবং পাবনা-২ আসনের একটি আপিলের শুনানি হয়নি।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, গত তিন দিনে আপিল শুনানি শেষে মোট ১৫০ জন প্রার্থী প্রার্থিতা ফিরে পেয়েছেন। এর মধ্যে প্রথম দিন ৫১ জন (৫২টি মঞ্জুর হলেও ১টি ছিল বিপক্ষের আপিল), দ্বিতীয় দিন ৫৮ জন এবং তৃতীয় দিন ৪১ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পান।

এবারের নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। গত ৪ জানুয়ারি যাচাই-বাছাই শেষে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন রিটার্নিং কর্মকর্তারা।

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক জানান, বুধবার (১৪ জানুয়ারি) ২৮১ থেকে ৩৫০, বৃহস্পতিবার (১৫ জানু.....

12/01/2026

বাঁশকা‌ন্দি ইউনিয়‌নের ৯নম্বর ওয়া‌র্ডে কামাল জামান মোল্লার উঠান বৈঠক

12/01/2026

শিবচ‌রের বাঁশকা‌ন্দি ইউনিয়‌নের শেখপুর বাজা‌রে সংসদ সদস‌্য প্রার্থী কামাল জাম‌ান মোল্লার গনসং‌যোগ

12/01/2026

শিবচরে ৭০ বোতল ফে-ন-সি-ডি-ল-সহ মা-দ-ক কা-র-বা-রি আ-ট-ক

৭০ বোতল ফেনসিডিলসহ মাদককারবারী গ্রেফতার
12/01/2026

৭০ বোতল ফেনসিডিলসহ মাদককারবারী গ্রেফতার

12/01/2026

ক‌ামাল জামান মোল্লা‌কে কে‌নো ভোট দি‌বেন?- শিবচর উপ‌জেলা বিএন‌পির যুগ্ম আহ্বায়ক শাজাহান মোল্লা (সাজু)

সংবাদ প্রচার হওয়ার পরই গ্রেফতার মান*বপাচার[কারী আলি আসলাম ফরাজি। মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের আদমপুর এলাকার আ...
11/01/2026

সংবাদ প্রচার হওয়ার পরই গ্রেফতার মান*বপাচার[কারী আলি আসলাম ফরাজি।

মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের আদমপুর এলাকার আলি আসলাম ফরাজি কে মানব%পাচারের মামলায় গ্রেফতার করে পুলিশ।

তার বিরুদ্ধে অবৈধ পথে ইতালি নেওয়ার একাধিক অভিযোগ রয়েছে।

#মাদারীপুর #ভাইরালভিডিওシ #ভাইরালভিডিওシভিডিও #মাদারীপুর #লিবিয়া #ইতালি

ফরিদপুর ভাঙ্গায় আনুমানিক ০৪ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যমানের ১৫ কেজি গাঁ*জাসহ ০১ জনকে গ্রেফ*তার করেছে র‌্যাব-১০।
11/01/2026

ফরিদপুর ভাঙ্গায় আনুমানিক ০৪ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যমানের ১৫ কেজি গাঁ*জাসহ ০১ জনকে গ্রেফ*তার করেছে র‌্যাব-১০।

Address

Padma Bridge South
Madaripur
7930

Alerts

Be the first to know and let us send you an email when Padma Bulletin Live posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Padma Bulletin Live:

Share