Aruhi - আরোহী

Aruhi - আরোহী সমাপ্তি মানেই শেষ নয়। END শব্দটির মানে হচ্ছে 'Effort Never Dies ' প্রচেষ্টার মৃত্যু নেই। 🤍❤️
(25)

07/09/2025

শুভ দুপুর

04/09/2025

আজকে লাইভে আসবো সাথে থাকবেন🥰🥰

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!Abdul Ohab, SF Sazib, সোহেল রানা,...
03/09/2025

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

Abdul Ohab, SF Sazib, সোহেল রানা, Badsha Shekdhar, MD Najmul Paykar, Samim Sader

Pic for attention 🙂

03/09/2025

শুভ সকাল সবাইকে আলহামদুলিল্লাহ বলে জাবেন এই সুন্দর সকালটার জন্য🥰

©️ Farjana's Artfolioঅনেকে ফলো লিস্ট দেখে কাউকে না পেলে আনফলো করা শুরু করেন। কিন্তু এই অভ্যাসটি আসলে খুব একটা কার্যকর নয...
02/09/2025

©️ Farjana's Artfolio
অনেকে ফলো লিস্ট দেখে কাউকে না পেলে আনফলো করা শুরু করেন। কিন্তু এই অভ্যাসটি আসলে খুব একটা কার্যকর নয়। কেন নয়, তা নিচে ব্যাখ্যা করা হলো:

১. আপনি কাউকে আনফলো করলে, আপনার নিজের পোস্টের রিচ কমে যেতে পারে। ফেসবুকের অ্যালগরিদম ব্যবহারকারীর সক্রিয়তা ও সংযোগ অনুযায়ী কনটেন্ট ছড়ায়। কম সংযোগ মানেই কম প্রচার।

২. ফলোয়ার লিস্টে সব ব্যবহারকারী সব সময় দেখা যায় না। এটি ফেসবুকের একটি অ্যালগরিদমিক বৈশিষ্ট্য, যেখানে বিভিন্ন ব্যবহারকারীর তালিকা সব সময় সঠিকভাবে দৃশ্যমান হয় না। অনেক সময় কাছের মানুষজনও লিস্টে না-ও দেখা যেতে পারে।

৩. ফেসবুক মাঝে মাঝে নির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে কিছু অ্যাকাউন্ট বা ফলোয়ার তালিকায় পরিবর্তন আনতে পারে, যাতে ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও ভালো হয়। এটি একটি স্বাভাবিক ও স্বয়ংক্রিয় প্রক্রিয়া।

🔹 তাই পরামর্শ হলো — কে আপনাকে ফলো করল বা করল না, সেটা নিয়ে না ভেবে নিজের কনটেন্ট তৈরি ও মানুষের সঙ্গে অর্থবহ সংযোগ তৈরিতে মনোযোগ দিন। এতে আপনার প্রোফাইল আরও সক্রিয় ও প্রাসঙ্গিক থাকবে।

📢 আপনি চাইলে এই তথ্য অন্যদের সাথেও শেয়ার করতে পারেন। তবে দয়া করে নিজের নামে কপি করবেন না। শেয়ার করতে কোনো সমস্যা নেই, শুধু লেখক হিসেবে যথাযথ ক্রেডিট দিন।

🔄 কনটেন্টে ফোকাস করুন, আনফলো নিয়ে মাথা ঘামাবেন না!


Pic for attention ☺️☺️

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাকে ফুলের ভালোবাসা দেওয়ার জন্য Abdul Ohab🥰🥰 সবাইকে শুভ সকাল 🥰🥰🥰
02/09/2025

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাকে ফুলের ভালোবাসা দেওয়ার জন্য Abdul Ohab🥰🥰
সবাইকে শুভ সকাল 🥰🥰🥰

অনেক দিন পর একটা ফুলের ভালোবাসা পেলাম মনটা ভরে গেল এভাবে যদি স্টার সেন্ডাররা পাশে না থাকে তাহলে কী আমাদের মতো ছোট ইউজারদ...
01/09/2025

অনেক দিন পর একটা ফুলের ভালোবাসা পেলাম মনটা ভরে গেল এভাবে যদি স্টার সেন্ডাররা পাশে না থাকে তাহলে কী আমাদের মতো ছোট ইউজারদের আগ্রহ বাড়ে বলেন তো?
তাই স্টার সেন্ডাররা একটু সাহায্য করেন আমরা ছোট ইউজাররা আপনাদের পাশে থাকি সবসময়ই 🥰🙏🙏🥰 তো আমাদের একটু অনুপ্রেরণা দিলে কী হয় বলেন? 🥲🥲😔😔🙏🙏🙏

01/09/2025

শুভ সকাল 🥰

Address

Madaripur

Alerts

Be the first to know and let us send you an email when Aruhi - আরোহী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aruhi - আরোহী:

Share