15/04/2025
মাদারীপুরের শিবচরে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরন করলো ছাত্রদল নেতা কর্মীরা
শিবচর প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে ছাত্রদলের পক্ষ থেকে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও খাবার স্যালাইন বিতরন করা হয়েছে।
জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলার শিবচর নন্দকুমার মডেল ইনস্টিটিউশন,
শেখ ফজিলাতুন্নেছা পাইলট সরকারি বালিকাউচ্চ বিদ্যালয়, সালেহ্ আদর্শ উচ্চ বিদ্যলয়,আল বাইতুর মামুর সিনিয়র মাদ্রাসা এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ ও খানকান্দি সৈয়দ আশরাফ আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শিক্ষার্থী ও তাদের সাথে থাকা অভিভাবকদের মাঝে বিশুদ্ধ খাবার পানির বোতল, খাবার স্যালাইন বিতরন করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
এসময় অভিভাবকদের জন্য নির্ধারিত ছায়াযুক্ত বসার স্থানের ব্যবস্থাও করে ছাত্রদল কর্মীরা।
এসময় ছাত্রদল নেতা নাঈম গোমস্তা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদলের সাংগঠনিক অভিবাবক জনাব তারেক রহমানের নির্দেশে,
শিবচর উপজেলা, পৌরসভা এবং সরকারী বরহামগঞ্জ কলেজ ছাত্রদলের উদ্যোগে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিভাবকদের জন্য নির্ধারিত ছায়াযুক্ত বসার স্থান এবং বিশুদ্ধ খাবার পানির বোতল এবং খাবার স্যালাইন সরবরাহ করার কার্যক্রম আমরা বাস্তবায়ন করছি।