Redwan Sakib

Redwan Sakib কন্টেন্ট দিয়ে বদলে ফেলি ভাবনার জগৎ।ক্যামেরার পেছনে এক গল্পকার।ভাবনা থেকে বাস্তবে।শব্দে শব্দে ছড়িয়ে দেই গল্প। বিনোদন, শিক্ষা আর অনুপ্রেরণার ঠিকানা।

তবু কেন এই দ্বিধা কেন এই কাঁচের দেয়াল! বাঁধন হারা স্রোতের মতো এই মন বেখেয়াল....
08/07/2025

তবু কেন এই দ্বিধা
কেন এই কাঁচের দেয়াল!
বাঁধন হারা স্রোতের মতো এই মন বেখেয়াল....

06/07/2025

চাঁদাবাজি বন্ধ হোক, শান্তি ফিরে আসুক!
"তুই যদি জোরে কথা বলিস, আমি ন্যায়ের পাশে দাঁড়াবো—
কারণ চাঁদাবাজির সামনে মাথা নত নয়, প্রতিবাদই আমার পরিচয়!"
বক্তব্য রাখলেন, মোঃ সাইফুল আলম। ফার্মগেট ঢাকা।

মানুষ কতটা ক্লান্ত অনুভব করলে নিরাপত্তাহীন ঘুমাতে পারে।
04/07/2025

মানুষ কতটা ক্লান্ত অনুভব করলে নিরাপত্তাহীন ঘুমাতে পারে।

01/07/2025

'একজন বড়-ভাই হাজার নেতার চেয়েও উত্তম !🤍

01/07/2025

ঘুম আসে না কেন?

01/07/2025

“মাঝে মাঝে এক আকাশ সমান অভিমান নিয়েও হেসে যেতে হয়।”

01/07/2025

আজকাল তোমার গার্লফ্রেন্ড তোমার সাথে খুব হ্যাপি
আবার অন্য ছেলের ইনবক্সে গিয়ে ডিপ্রেশানে ভোগে!

আজকাল তোমার বয়ফ্রেন্ড তোমার সাথে খুব খুশি
আবার অন্য মেয়ের ইনবক্সে তার লোনলি লোনলি লাগে!

01/07/2025

কি অবস্থা সবার?
কেমন আছেন?

01/07/2025

মাদারীপুরের কেউ আছেন?

29/06/2025

ফেসবুকে মনিটাইজেশন করে ইনকাম মূলত হালাল বা হারাম—এটা নির্ভর করে কোন ধরনের কনটেন্ট ও কীভাবে ইনকাম হচ্ছে তার উপর। নিচে বিষয়টি বিস্তারিতভাবে , আলোচনা এসেছে।

---

✅ হালাল উপার্জন তখনই হয় যখন:

1. হালাল কনটেন্ট ব্যবহার করেন, যেমন:

শিক্ষা ও জ্ঞানমূলক ভিডিও (ইসলামিক, সাধারণ শিক্ষা)

কোরআন তিলাওয়াত, হাদীস ব্যাখ্যা, দাওয়াতি ভিডিও

হালাল বিনোদন (যেখানে অশ্লীলতা, মিথ্যা, গান নেই)

2. আর্নিং সোর্স হালাল হলে, যেমন:

Facebook Ads (Ad Breaks) যদি অশ্লীল বা হারাম পণ্যের বিজ্ঞাপন না আসে

স্পন্সরশিপ যদি হালাল পণ্যের হয়

3. কোনো মিথ্যা, প্রতারণা বা ভিউয়ের জন্য জালিয়াতি না থাকে

---

❌ হারাম ইনকাম হয় যদি:

1. অশ্লীলতা, গান-বাজনা, নারী প্রদর্শন ইত্যাদি থাকে

যেমন: নাচ, গান, মেয়েদের মডেলিং, ফ্যাশন ভিডিও

2. মিথ্যা বা গীবত/নিন্দা/অপবাদমূলক কনটেন্ট শেয়ার করেন

কাঁদানো ভিডিও বানিয়ে মানুষকে বিভ্রান্ত করা

3. হারাম পণ্যের বিজ্ঞাপন দেখান:

যেমন: সুদের ব্যাংক, জুয়ার সাইট, অ্যালকোহল, কনডম ইত্যাদির বিজ্ঞাপন আসা

4. ভিউ বা ফলোয়ার বাড়াতে ফেক পন্থা ব্যবহার করা

ক্লিকবেট, ভুয়া প্রতিযোগিতা, টাকা দেওয়ার প্রতিশ্রুতি

---

📌 ইসলামি পরামর্শ:

কনটেন্ট বানানোর আগে নিয়ত ঠিক করুন: আল্লাহর সন্তুষ্টি ও হালাল উপার্জনের জন্য কাজ করবেন।

ভিডিও বা পেজে কী দেখানো হচ্ছে তা সবসময় খেয়াল রাখুন।

যদি কখনও সন্দেহ থাকে, তাহলে বিজ্ঞাপন ফিল্টার ব্যবহার করে হারাম জিনিসগুলো বন্ধ করুন।

সম্ভব হলে ইসলামিক পণ্ডিত বা আলেমের পরামর্শ নিন।

---

🔚 উপসংহার:

ফেসবুক মনিটাইজেশন করে ইনকাম করা হালাল হতে পারে, যদি কনটেন্ট ও উপার্জনের মাধ্যম শরীয়ত সম্মত হয়। তবে বর্তমানে অধিকাংশ ফেসবুক ইনকাম সন্দেহপূর্ণ বা স্পষ্ট হারাম কনটেন্টে ভরপুর, তাই সচেতন না হলে সহজেই হারামে জড়িয়ে যাওয়ার ঝুঁকি থাকে।

قال رسول الله ﷺ:
"كل لحم نبت من سحت فالنار أولى به"
অর্থ: যে মাংস হারাম উপার্জন থেকে গঠিত, জাহান্নাম তার জন্য বেশি উপযুক্ত।
— (তিরমিযী)

কাঠগোলাপে সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি আসা নীল তোমার লাগে ভালো।
29/06/2025

কাঠগোলাপে সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি আসা নীল তোমার লাগে ভালো।

29/06/2025

আমি এখানের রাষ্ট্রপতি হলেও সকল ক্ষমতার মালিক প্রধানমন্ত্রী-ই

অর্থাৎ আমি আত্মবিশ্বাসী কিন্তু নিরাপত্তাহীন। অথচ তোমরা পরজীবী হয়েও পরশ্রীকাতর। ব্যাপারটা এমন আমাকে দিয়ে কারো উপকার না হলেও অন্তত ক্ষতিগ্রস্ত হবে না। কিন্তু তোমরা সম্পূর্ণ অকৃতজ্ঞ। আমি উপকারী নই, তবে প্রত্যুপকার

Address

Madaripur

Alerts

Be the first to know and let us send you an email when Redwan Sakib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share