বিশ্লেষণ মিডিয়া

বিশ্লেষণ মিডিয়া (শুধু সংবাদ নয়, ঘটনার বিশ্লেষণ) https://www.youtube.com/bislesonmedia

20/09/2025

মাদারীপুর শহরে অভিনব কৌশলে দুর্ধর্ষ চুরি

মাদারীপুর শহরের পৌরসভার সামনে উকিল পাড়া এলাকার বাসিন্দা জেলা শিল্পকলা একাডেমীর গানের প্রশিক্ষক সীমা সাহার বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যার পর শিল্পকলায় গানের প্রশিক্ষণ ক্লাসে যান সীমা সাহা। স্বামী পরিমল সাহাও বাইরে ছিলেন। এই সময় সন্ধ্যার দিকে কিছু সময় বাসায় তারা ছিলেন না। সন্ধ্যার পর বাসায় গিয়ে প্রধান দরজা লক চাবি দিয়ে খোলার চেষ্টা করেও খুলতে পারেনি। দরজার লকে সমস্যা হয়েছে মনে করে তারা তালা খোলার মিস্ত্রির সাথে যোগাযোগ করেন। কিন্তু রাতে মিস্ত্রিকে না পাওয়ায় তারা বোনের বাসায় রাতে থাকেন। সকালে এসে মিস্ত্রিকে নিয়ে দরজা খোলার চেষ্টা করলে দেখেন যে, দরজা ভেতরে থেকে ছিটকিনি দেয়া। পরে ছিটকিনি ভেঙ্গে ভেতরে ঢুকে দেখতে পান যে, জানালার পাশে স্টীলের গ্রীল ভেঙ্গে রাতে ঘরের ভেতরে চোর ঢুকেছিল। আর চোর ভেতরে থেকে দরজার ছিটকিনি লাগিয়ে দিয়ে রেখেছিল। কিন্তু রাতে বিষয়টি বুঝতে পারেনি কেউ। অজ্ঞাত চোর ঘরের আলমারি, ওয়ারড্রব ইত্যাদি ভেঙ্গে নগদ ১০ হাজার টাকা ও প্রায় ১২ ভরি স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে।
এই ঘটনায় মাদারীপুর সদর থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

12/09/2025

মাদারীপুরের হাট-বাজারগুলোতে গত এক সপ্তাহে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ১০ থেকে ২০ টাকা করে দাম বেড়েছে। বিক্রেতারা বলছেন, সরবরাহ কম থাকায় এই দাম বেড়েছে। এদিকে ক্রেতারা বলছেন তাদের খরচ ও ভোগান্তি বেড়েছে। মাদারীপুরের চৌরাস্তা বাজার ও ইটেরপুল থেকে এটিএন নিউজে বিস্তারিত তুলে ধরেছেন সাংবাদিক জহিরুল ইসলাম খান।

কি-বোর্ড দিয়ে ফেসবুক ব্যবহারে শর্টকাট। ব্যবহার করতে পারলে অনেক ভালো লাগবে সকলের।
07/09/2025

কি-বোর্ড দিয়ে ফেসবুক ব্যবহারে শর্টকাট। ব্যবহার করতে পারলে অনেক ভালো লাগবে সকলের।

07/09/2025

মাদারীপুর জেলার ৫টি উপজেলার মানুষের মামলা-মোকদ্দমার কার্যক্রম চলে জেলা ও দায়রা জজ আদালত, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালসহ সংশ্লিষ্ট আদালত ও ট্রাইবুনালে। সার্বিক পরিস্থিতি নিয়ে এটিএন নিউজে প্রচারিত প্রতিবেদন।

04/09/2025

মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণের একটি ভবনেই চলে জেলা জজ এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতসহ অন্যান্য ট্রাইব্যুনাল ও আদালতের বিচার কাজ।

চীফ জুডিসিয়াল আদালতের ৬ জন বিচারকের জন্য এজলাসের সংখ্যা ৪টি। এছাড়া ছোট একটি কক্ষে স্থাপন করা হয়েছে একটি জুডিসিয়াল বিচার আদালত। একটিতে দু'জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিচার কার্য পরিচালনা করেন পর্যায়ক্রমে।

আগের চেয়ে মামলার সংখ্যা বাড়ায় প্রচন্ড ভীড়ে ভোগান্তি পোহাতে হয়। আগে বিচার প্রার্থীদের বসার জায়গা না থাকলেও এখন ন্যায়কুঞ্জ নামে বিশ্রামাগার থাকায় ভোগান্তি কমেছে। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জন্য আলাদা ভবন নির্মাণে জায়গা নির্ধারণ করে হলেও ভবন নির্মাণের উদ্যোগ নেই।

এদিকে আইনজীবী সমিতির ভবনে আইনজীবীদের জন্য আলাদা আলাদা কক্ষ নেই। এতে কষ্টকরেই বিচার প্রার্থীদের জন্য কাজ করেন আইনজীবীরা।

উল্লেখ্য, মাদারীপুর জেলার ৫টি উপজেলার মানুষের মামলা-মোকদ্দমার কার্যক্রম চলে জেলা ও দায়রা জজ আদালত, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং মানব পাচার ও নারী নির্যাতন দমন ট্রাইব্যুনালসহ সংশ্লিষ্ট আদালত ও ট্রাইবুনালে।

30/08/2025

মাদারীপুর শিল্পকলায় জিনাত শফিকের সঙ্গীত সন্ধ্যা

27/08/2025

মাদারীপুর জেলা আইনজীবী ক্রিকেট এসোসিয়েশনের ডিনার পার্টি। বুধবার রাতে ডেলিসিয়াস পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়।

27/08/2025
12/08/2025
11/08/2025

সম্পূরক ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে ইসি: মোট ভোটার ১২ কোটি ৭০ হাজার ৯০০ এবং নতুন ভোটার ২৪ লাখ ৩৮ হাজার ৬২৬ জন।
এটিএন নিউজের আমাদের কথায় মাদারীপুরের সর্বস্তরের মানুষের মতামত তুলে ধরেছেন সাংবাদিক জহিরুল ইসলাম খান।

07/08/2025

মুক্তিযোদ্ধা আইনজীবীকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়

মাদারীপুর জেলা আইনজীবী সমিতির প্রবীণ আইনজীবী প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জগদীশ চন্দ্র চক্রবর্তীকে আদালত প্রাঙ্গনে রাষ্ট্রীয়ভাবে গার্ড অফ অনার প্রদান করা হয়।
মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে অসুস্থ হয়ে ঢাকায় চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল ৬ আগস্ট বুধবার বিকেলে তার মৃত্যু হয়।
অ্যাডভোকেট জগদীশ চন্দ্র চক্রবর্তীর মৃত্যুতে মাদারীপুর জেলার আইনজীবীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

04/08/2025

Address

দৈনিক বিশ্লেষণ, সুমন হোটেল এলাকা, নতুন শহর, মাদারীপুর Madaripur
Madaripur
7900

Alerts

Be the first to know and let us send you an email when বিশ্লেষণ মিডিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বিশ্লেষণ মিডিয়া:

Share

বিশ্লেষণ মিডিয়া

https://www.facebook.com/BislesonMedia/live

বর্তমান তথ্য-প্রযুক্তির সর্বাধুনিক ব্যবহারের মাধ্যমে মাদারীপুরের দৈনিক বিশ্লেষণ পত্রিকার পক্ষ থেকে অনলাইন সংবাদ-মাধ্যম হিসেবে এই সংবাদ পরিবেশনা। ** সম্পাদক ও প্রকাশক: জহিরুল ইসলাম খান, ** অফিস: নতুন শহর, মাদারীপুর। মোবাইল: ০১ ৭৪৪ ৭৪৪ ৮৪৪ (অফিস)