20/09/2025
মাদারীপুর শহরে অভিনব কৌশলে দুর্ধর্ষ চুরি
মাদারীপুর শহরের পৌরসভার সামনে উকিল পাড়া এলাকার বাসিন্দা জেলা শিল্পকলা একাডেমীর গানের প্রশিক্ষক সীমা সাহার বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যার পর শিল্পকলায় গানের প্রশিক্ষণ ক্লাসে যান সীমা সাহা। স্বামী পরিমল সাহাও বাইরে ছিলেন। এই সময় সন্ধ্যার দিকে কিছু সময় বাসায় তারা ছিলেন না। সন্ধ্যার পর বাসায় গিয়ে প্রধান দরজা লক চাবি দিয়ে খোলার চেষ্টা করেও খুলতে পারেনি। দরজার লকে সমস্যা হয়েছে মনে করে তারা তালা খোলার মিস্ত্রির সাথে যোগাযোগ করেন। কিন্তু রাতে মিস্ত্রিকে না পাওয়ায় তারা বোনের বাসায় রাতে থাকেন। সকালে এসে মিস্ত্রিকে নিয়ে দরজা খোলার চেষ্টা করলে দেখেন যে, দরজা ভেতরে থেকে ছিটকিনি দেয়া। পরে ছিটকিনি ভেঙ্গে ভেতরে ঢুকে দেখতে পান যে, জানালার পাশে স্টীলের গ্রীল ভেঙ্গে রাতে ঘরের ভেতরে চোর ঢুকেছিল। আর চোর ভেতরে থেকে দরজার ছিটকিনি লাগিয়ে দিয়ে রেখেছিল। কিন্তু রাতে বিষয়টি বুঝতে পারেনি কেউ। অজ্ঞাত চোর ঘরের আলমারি, ওয়ারড্রব ইত্যাদি ভেঙ্গে নগদ ১০ হাজার টাকা ও প্রায় ১২ ভরি স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে।
এই ঘটনায় মাদারীপুর সদর থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।