মাদারীপুর সংবাদ সংযোগ

মাদারীপুর সংবাদ সংযোগ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মাদারীপুর সংবাদ সংযোগ, Madaripur.

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়ন শাখার উদ্যোগে মাদারীপুর ২ সংসদীয় আসনের জামায়াতের প্রার্থী মাওলানা...
29/11/2025

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়ন শাখার উদ্যোগে মাদারীপুর ২ সংসদীয় আসনের জামায়াতের প্রার্থী মাওলানা আব্দুস সোবহান খান এর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত।

29/11/2025

রাজৈর হোসেনপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পুরাতন ভবন যেন মাদকসেবিদের আঁকড়া।

সম্পীতি মাদারীপুরে রাজৈর এর গ্রামাঞ্চলে অবস্থিত বিদ্যালয় গুলো ইয়াবা খোর আর গাঁজা খোরদের নিরাপদ আশ্রয়। দিনে চলে পড়াশোনা রাতে চলে ইয়াবা আর গাঁজা।

নির্বিকার যেন প্রশাসন!

29/11/2025

ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরের ডাসার উপজেলার বালীগ্রাম এলাকার কর্নপাড়া নামক স্থানে শনিবার ভোর ৪:০০টার দিকে একটি ট্রাকের ধাক্কায় বড় একটি গাছ মহাসড়কের উপর পড়ে যায়। এতে করে প্রায় ১ঘন্টা পর্যন্ত সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে তাৎক্ষণিক কালকিনি ফায়ার সার্ভিস অফিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই গাছটি দ্রুত সরিয়ে দেয়।

28/11/2025

মাদারীপুরে পর*কী*য়া কাণ্ড: গভীর রাতে বসতবাড়িতে হাতেনাতে ধ*রা প্রেমিক-প্রেমিকা

মাদারীপুরের খাগদী এলাকায় গভীর রাতে একটি বসতবাড়ি থেকে পরকীয়া সম্পর্কে জড়িত এক পুরুষ ও এক মহিলাকে হাতেনাতে ধ*রে ফেলে স্থানীয় জনতা। রাতের অন্ধকারে ওই বাড়িতে প্রবেশ করলে এলাকাবাসী তাদের আট*ক করে।

স্থানীয়রা জানান, দু’জনের মধ্যে দীর্ঘদিন ধরে পরকীয়ার সন্দেহ ছিল। ঘটনাটি জানাজানি হলে এলাকায় উ*ত্তে*জনা ছড়িয়ে পড়ে। তবে এখনো কোনো পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

28/11/2025

দুইটি বৈদ্যুতিক খুঁটিতে সমস্যা হওয়ার কারনে শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মাদারীপুরে কালকিনি ও ডাসার উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে - কর্তৃপক্ষ!

28/11/2025

মাদারীপুর সদর বাহাদুরপুর ইউনিয়ন হবিগঞ্জ ব্রিজের দক্ষিণ সাইডে নেশাগ্রস্ত ড্রাইভার দুইটা বাচ্চার উপর দিয়ে উঠিয়ে দেয় গঠনাস্থলে একজন মারা যায়।
পিতার নাম:দেলোয়ার কাজী

28/11/2025
মাদারীপুরের বাহাদুরপুর ইউনিয়নের হবিগঞ্জ ব্রীজ সংলগ্ন এলাকায় শুক্রবার সন্ধ্যায় একটি প্রাইভেটকারের সংঘর্ষে একজন নি*হত ও এক...
28/11/2025

মাদারীপুরের বাহাদুরপুর ইউনিয়নের হবিগঞ্জ ব্রীজ সংলগ্ন এলাকায় শুক্রবার সন্ধ্যায় একটি প্রাইভেটকারের সংঘর্ষে একজন নি*হত ও একজন গুরুতর আহ*ত হন। এসময় বিক্ষু*ব্ধ জনতা প্রাইভেটকারটিতে আ*গুন জ্বালিয়ে দেয়

28/11/2025

ইতালিতে নির্মম হত্যার শিকার সাগর বালার মরদেহ পৌঁছালো মাদারীপুরের গ্রামে, চলছে শোকের মাতম

অবশেষে নিজ গ্রামে ফিরল ইতালিতে হত্যাকাণ্ডের শিকার মাদারীপুরের তরুণ সাগর বালার (৩০) নিথর দেহ। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ৩টার দিকে রাজৈর উপজেলার পাখুল্লা গ্রামে লাশবাহী গাড়িটি পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় আড়াই বছর আগে জীবিকার তাগিদে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে গিয়েছিলেন সাগর। সেখানে তিনি পেরুজিয়া শহরের স্পোলেটো এলাকায় একটি রেস্টুরেন্টে কাজ করতেন। গত সেপ্টেম্বর মাসে তিনি হঠাৎ নিখোঁজ হন। নিখোঁজের কিছুদিন পর, গত ২৩ সেপ্টেম্বর (বাংলাদেশ সময় দুপুর ১২টা) ইতালিয়ান পুলিশ একটি কালো ব্যাগের ভেতর থেকে সাগরের খণ্ডিত মরদেহ উদ্ধার করে।

নিহত সাগর বালা পাখুল্লা গ্রামের কৃষক কুমোদ বালার একমাত্র পুত্র সন্তান। একমাত্র ছেলেকে হারিয়ে পাগলপায়রা বাবা-মা ও স্বজনরা। মরদেহ বাড়িতে আসার পর স্থানীয় এলাকাবাসী তাকে একনজর দেখার জন্য ভিড় জমান। বর্তমানে পারিবারিকভাবে তার সৎকার কার্যক্রম চলছে।

স্বপ্ন নিয়ে গিয়ে ফিরলেন লাশ হয়ে: সাগর বালার করুণ পরিণতিতে কাঁদছে রাজৈর

ভাগ্যের চাকা ঘোরাতে আড়াই বছর আগে দেশ ছেড়েছিলেন মাদারীপুরের রাজৈরের যুবক সাগর বালা। গন্তব্য ছিল ইতালি। কিন্তু সেই স্বপ্নের ইতালি থেকে তিনি ফিরলেন ঠিকই, তবে জীবিত নয়—খণ্ড-বিখণ্ড মরদেহ হয়ে।

শুক্রবার বিকেলে যখন সাগরের মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি তার গ্রামের বাড়ি পাখুল্লায় পৌঁছায়, তখন আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে স্বজনদের আহাজারিতে। কৃষক বাবা কুমোদ বালার একমাত্র সম্বল ছিল এই ছেলে। গত দুই বছর ধরে ইতালির পেরুজিয়া শহরের একটি রেস্টুরেন্টে কাজ করছিলেন সাগর। কিন্তু গত সেপ্টেম্বরে সব শেষ হয়ে যায়। নিখোঁজ হওয়ার পর ২৩ সেপ্টেম্বর পুলিশ স্পোলেটো এলাকা থেকে ব্যাgebondী অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

স্বপ্নবাজ এই তরুণের এমন নির্মম মৃত্যু মেনে নিতে পারছেন না এলাকাবাসী। বাড়ির উঠানে এখন শুধুই কান্নার রোল। একমাত্র ছেলেকে শেষ বিদায় জানাতে গিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন সাগরের বাবা-মা।

মাদারীপুরের রাজৈরে পৌঁছালো ইতালি প্রবাসী সাগর বালার মরদেহ। শুক্রবার বিকেলে তার নিজ গ্রাম পাখুল্লায় মরদেহটি আনা হলে সৃষ্টি হয় এক শোকাবহ পরিস্থিতির।

জীবিকার সন্ধানে আড়াই বছর আগে সাগর পাড়ি জমিয়েছিলেন ইতালিতে। পেরুজিয়া শহরের স্পোলেটো এলাকায় কাজ করতেন একটি রেস্টুরেন্টে। কিন্তু গত সেপ্টেম্বর মাসে নিখোঁজ হন তিনি। এর কয়েকদিন পর, ২৩ সেপ্টেম্বর স্থানীয় পুলিশ একটি কালো ব্যাগ থেকে সাগরের খণ্ডিত দেহ উদ্ধার করে।

নিহত সাগর কৃষক কুমোদ বালার একমাত্র সন্তান ছিলেন। একমাত্র উপর্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা তার পরিবার। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত, সাগরের শেষকৃত্যের প্রস্তুতি চলছে।

28/11/2025

শীতের পোশাক বিক্রির ধুম পরেছে মোস্তফাপুর বাজারে।
সন্ধ্যার পর থেকে নানান বয়সের মানুষের উপচে পরা ভীড় শীতের পোশাক বিক্রির দোকানগুলিতে।

28/11/2025

প্রতিহিংসার জেরে মোস্তফাপুরের চাপাতলি গ্রামের আনোয়ার হোসেন মাতুব্বরের ১৬ বিঘা জমির ঘেরের সুপারি গাছ, আম গাছ, জাম গাছ,জলপাই গাছ,কাঠাল,লিচু, কলাগাছ, পেঁপে গাছ সহ প্রায় ২৫০ টি গাছ রাতের আঁধারে কেটে ফেলে দুবৃত্তরা।
ঘটনাটি ঘটে ২৩শে নভেম্বর রোববার আনুমানিক রাত ৩ টার দিকে। এ বিষয়টি নিয়ে জনাব আনোয়ার হোসেন মাতুব্বর প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

27/11/2025

মাদারীপুর সরকারি কলেজের জায়গায় দখলদারদের তৈরি ভবনের বিরুদ্ধের শিক্ষার্থীদের একশন।
কলেজের সীমানায় দেয়াল তোলা হচ্ছে।
কোন অন্যায় শিক্ষার্থীরা মেনে নিবে না।

Address

Madaripur

Alerts

Be the first to know and let us send you an email when মাদারীপুর সংবাদ সংযোগ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মাদারীপুর সংবাদ সংযোগ:

Share