মাদারীপুর সংবাদ সংযোগ

মাদারীপুর সংবাদ সংযোগ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মাদারীপুর সংবাদ সংযোগ, Madaripur.

09/10/2025

মাদারীপুর সরকারি কলেজের পিছনে অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালিত হয় আজ।

09/10/2025

মাদারীপুরের শিবচর বাহাদুরপুর মাদ্রাসার সামনে ট্রাক ও মাইক্রোবাসের সংঘ র্ষে আহত কয়েকজন

মাদারীপুরে প্রবাসীর তালাবদ্ধ ঘরে মাদকসেবীদের আস্তানামাদারীপুর সদর উপজেলার উত্তর কাউয়া কুঁড়ি গ্রামে ইতালি প্রবাসী এক ব্...
09/10/2025

মাদারীপুরে প্রবাসীর তালাবদ্ধ ঘরে মাদকসেবীদের আস্তানা

মাদারীপুর সদর উপজেলার উত্তর কাউয়া কুঁড়ি গ্রামে ইতালি প্রবাসী এক ব্যক্তির তালাবদ্ধ ঘর পরিণত হয়েছে মাদকসেবীদের আড্ডাখানায়। স্থানীয়দের অভিযোগ, দিন-রাত নির্বিচারে সেখানে বসে চলছে মাদক সেবন। চিহ্নিত এসব যুবকের বিরুদ্ধে ভয়ে মুখ খোলার সাহস পাচ্ছেন না কেউ।

জানা গেছে, গ্রামের মৃত খলিল মাতুব্বরের ছেলে কালাম মাতুব্বর দীর্ঘদিন ধরে ইতালিতে প্রবাস জীবনযাপন করছেন। তার পুরোনো টিনশেডের ঘরটি বহু বছর ধরে তালাবদ্ধ ও পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এই সুযোগে এলাকার কিছু মাদকসেবী নিয়মিত সেখানে জড়ো হয়ে মাদক সেবন করছে।

স্থানীয় বাসিন্দা সালাউদ্দিন মাতুব্বর বলেন, “বাড়ির মালিক প্রবাসে থাকায় ঘরটি এখন পরিত্যক্ত। আর সেই ঘরেই প্রতিদিন মাদকসেবীদের আড্ডা বসে। ঘরের ভেতরে হাজার হাজার ইনজেকশনের সিরিঞ্জ ছড়িয়ে আছে।”

এলাকাবাসীর দাবি, প্রশাসনের তদারকি না থাকায় সাহস পাচ্ছে মাদকসেবীরা। দ্রুত পুলিশি নজরদারি বাড়িয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা, যাতে প্রবাসীর সম্পত্তি রক্ষা পায় এবং এলাকা মাদকমুক্ত হয়।

এ বিষয়ে মাদারীপুর সদর থানার ওসি আদিল হোসেন জানান, অভিযোগ খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

09/10/2025

মাদারীপুর পুরানবাজার রেন্ড্রিতলা এলাকায় সাইকেল চুরি করতে গিয়ে জনতার হাতে আ/////টক

মাদারীপুরের শিবচর বাহাদুরপুর মাদ্রাসার সামনে ট্রাক ও মাইক্রোবাসের সংঘ র্ষে আ///হত কয়েকজন
09/10/2025

মাদারীপুরের শিবচর বাহাদুরপুর মাদ্রাসার সামনে ট্রাক ও মাইক্রোবাসের সংঘ র্ষে আ///হত কয়েকজন

অভিনন্দন ও শুভেচ্ছা জাতীয় কাবাডি প্রতিযোগিতায় মাদারীপুর জেলা পুরুষ দল চ্যাম্পিয়ন ও নারী দল রানার আপ।
08/10/2025

অভিনন্দন ও শুভেচ্ছা
জাতীয় কাবাডি প্রতিযোগিতায় মাদারীপুর জেলা পুরুষ দল চ্যাম্পিয়ন ও নারী দল রানার আপ।

মাদারীপুরের ডাসারে মানবপাচার চক্রের তিন সদস্য গ্রেফতার। অবৈধ পথে ইউরোপ ও আমেরিকায়সহ বিভিন্ন দেশে মানবপাচার চক্রের মূলহোত...
08/10/2025

মাদারীপুরের ডাসারে মানবপাচার চক্রের তিন সদস্য গ্রেফতার।

অবৈধ পথে ইউরোপ ও আমেরিকায়সহ বিভিন্ন দেশে মানবপাচার চক্রের মূলহোতা মো. মুকুল হাওলাদার-(৪২), তার সহযোগী অহিদ হাওলাদার-(৩০) ও সোহেল মাতুব্বর-(৩২)কে গ্রেফতার করেছে মাদারীপুরের ডাসার থানা পুলিশ। গ্রেফতারকৃত মুকুল হাওলাদার সদর উপজেলার কেন্দুয়া এলাকার গাজিরচর গ্রামের রেজ্জেক হাওলাদারের ছেলে ও অহিদ হাওলাদার একই গ্রামের আব্দুল হক হাওলাদারের ছেলে এবং সোহেল মাতুব্বর একই এলাকার কাউয়াকুড়ি গ্রামের বারেক মাতুব্বরের ছেলে। আজ বুধবার ভোররাতে ডাসার থানার ওসি মো. এহতেশামুল ইসলামের দিক নির্দেশনায় থানা পুলিশ অভিযান চালিয়ে ওই আসামীদেরকে তাদের নিজ এলাকা থেকে গ্রেফতার করেন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ ও মামলা সুত্রে জানা গেছে, মানবপাচারকারী চক্রের মূলহোতা মো. মুকুল হাওলাদার, তার সহযোগী অহিদ হাওলাদার ও সোহেল মাতুব্বরসহ বেশ কয়েকজন যুবক মিলে লিভিয়া দিয়ে ইতালী, ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশে লোক পাঠানোর কথা বলে ডাসার উপজেলার কোমলাপুরসহ দেশের বিভিন্ন এলাকার অসহায় পরিবারের কাছ থেকে নগদ কোটি-কোটি টাকা হাতিয়ে নিয়ে যায় ওই চক্রের সদস্যরা। পরে মুন্নি বেগম নামে একজন ভূক্তভোগী বাদি হয়ে গ্রেফতারকৃত ওই আসামীসহ ১০জনের নামে আদালতে একটি মামলা দায়ের করেন। পরে ডাসার থানার ওসি মো. এহতেশামুল ইসলামের দিক নির্দেশনায় থানা পুলিশ অভিযান চালিয়ে ওই তিনজন আসামীকে গ্রেফতার করেন।
এ ব্যাপারে ডাসার থানার ওসি মো. এহতেশামুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মানবপাচার মামলা থাকায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এবং বাকী আসামীদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

08/10/2025

সাংবাদিকদের উদ্দেশ্যে..........

নিরাপত্তা পরামর্শঃ

------সব সাংবাদিক ভাই/ বোনেরা মেনে চলুন।

১. অতি উৎসাহী হয়ে ভিড়ের মধ্যে ঢুকে পড়বেন না। কোথাও গণ্ডগোল দেখলে নির্দিষ্ট দূরত্ব থেকে ভিডিও/ছবি নেবেন।

২. আশেপাশে কোনো উঁচু ভবন থাকলে সেটার উপরে উঠে ফুটেজ/ছবি নিতে পারেন।

৩. সবসময় রাস্তার একপাশে থাকবেন। কখনো পুলিশ ও মবসৃষ্টিকারীদের মাঝে অবস্থান করবেন না।

৪. প্রতিদিন ইভেন্ট কাভারে বের হলে সাথে হেলমেটসহ প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রী রাখবেন।

৫. কখনো একা থাকবেন না। কাভারে গেলে আরও সাংবাদিকদের সাথে মিলে একসাথে থাকবেন। পরিচয় না হলে নিজেরাই পরিচিত হয়ে নেবেন।

৬. প্রেস কার্ড দৃশ্যমান রাখুন, তবে বিপজ্জনক অবস্থায় তা গোপন রাখা উত্তম। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে হবে।

৭. লাইভ করার সময় লোকেশন শেয়ার করবেন না। আগে কন্টেন্ট সংগ্রহ করে নিরাপদ স্থানে গিয়ে পোস্ট করুন।

৮. সেফ এক্সিট প্ল্যান ঠিক রাখুন।যেকোনো অবস্থায় দ্রুত বের হওয়ার জন্য নিকটবর্তী গলি বা নিরাপদ স্থান সম্পর্কে ধারণা রাখুন।

৯. উসকানিমূলক মন্তব্য বা প্রতিক্রিয়া এড়িয়ে চলুন। কোন পক্ষের সাথে বিতর্কে জড়াবেন না। কেউ ক্ষেপে গেলে প্রয়োজনে সরি বলে কেটে পড়ুন। মনে রাখবেন–আপনি আক্রান্ত হলে কোনো বিচার পাবেন না।

১০. পরিবার ও অফিসে লোকেশন আপডেট দিন। ইমার্জেন্সি কন্ট্রাক ও পরিচিত বা অফিসে লোকেশন শেয়ার করে রাখুন।

১১. প্রয়োজনে দাঙ্গা, ভাঙচুর,মারামারির ফুটেজ জুম ব্যবহার করে দূর থেকে নিন।যতটা সম্ভব ফিজিক্যাল রিস্ক কমান।

১২. প্রথমিক চিকিৎসার ছোট প্যাকেট সঙ্গে রাখুন। হালকা গ্যাস মাস্ক বা কাপড়ও রাখতে পারেন, টিয়ার গ্যাসের জন্য।
মনে রাখবেন–একটা ভালো ফুটেজ সর্বোচ্চ ১/২ দিন চলবে,মানুষ মনে রাখবে।তবে আপনার শারিরীক ক্ষতি হলে সে ক্ষত সারাজীবন বয়ে বেড়াতে হবে।তাই কখনোই অপ্রোয়জনীয় ঝুঁকি নেবেন না।নিজের পরিবারের কথা চিন্তা করে যতটা সম্ভব নিরাপদ দুরত্বে থেকে কাজ করুন।

রাজৈর পৌরসভার ০-০১ বছরের নিচে শিশুদের শতভাগ জন্ম নিবন্ধন নিশ্চিত করনের লক্ষ্যে পৌরসভাধীন বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও হসপি...
08/10/2025

রাজৈর পৌরসভার ০-০১ বছরের নিচে শিশুদের শতভাগ জন্ম নিবন্ধন নিশ্চিত করনের লক্ষ্যে পৌরসভাধীন বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও হসপিটাল মালিকদের সাথে সমন্বয়সভা করেন রাজৈর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার, রাজৈর,মাদারীপুর জনাব মোঃ মাহফুজুল হক।

৯ - ১৫ বছরের কম বয়সী সকল শিশু এবং শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের টাইফয়েড রোগের টিকা পেতে আজই অনলাইনে রেজিষ্ট্...
08/10/2025

৯ - ১৫ বছরের কম বয়সী সকল শিশু এবং শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের টাইফয়েড রোগের টিকা পেতে আজই অনলাইনে রেজিষ্ট্রেশন করুন। https://www.vaxepi.gov.bd/
জেলার ৫ উপজেলা ও ৪ পৌরসভায় আগামী ১২ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে টাইফয়েড টিকাদান কর্মসূচি পালন করা হবে। যা একমাস ব্যাপী চলবে।
প্রথম ১০ দিন শিক্ষা প্রতিষ্ঠানে ও পরের ৮ দিন স্থায়ী ও অস্থায়ী টিকাদান কার্যক্রম চলবে।

08/10/2025

বাইকাররা সাবধান! বাইকে বোরখা পরা পর্দানশীন উঠালে সতর্ক থাকুন।

রৌমারী উপজেলার বোয়ালমারী গ্রামে কিছুক্ষণ আগে একটি বাইকে মা/রা/ত্মক এ-ক্সি/ডে-ন্ট হয়ে গেল।

জানা গেছে তারা বাইকে ছিলো ভাই-বোন
সম্ভবত রৌমারী থেকে কাউয়াচর যাওয়ার পথে বোয়ালমারী ব্রিজের পাশে এসে পিছনে বসা সেই বোনের বোরকা বাইকের চেইনে পেচিয়ে যায়।মেয়েটি বাইক থেকে পড়ে গিয়ে মা/-রা-ত্ম/ক আ/ঘা-ত প্রাপ্ত হন।
তবে বড় কোনো দু/র্ঘট--না থেকে র*ক্ষা পান ভাই-বোন।

এখানে আমার পরামর্শ থাকবে যাদের বাসায় মা-বোনেরা বোরকা পড়েন,তারা সতর্কতার সহিত বাইকে উঠবেন। পাশাপাশি যারা ধার্মিক ফ্যামিলির তারা এই ভার্সনের বাইকটা কিনবেন না, এ বাইকের চাকাও চেইন কভার সিস্টেম মোটেও বোরকা পরিহিতদের জন্য শুভ বলে মনে হয়না।

সর্তকতার জন্য পোস্ট টা শেয়ার করে দিতে পারেন।

বাংলাদেশের গর্ব, এই সাংবাদিক। যাকে ইসরাইয়েল বাহিনী আটক করেছে।
08/10/2025

বাংলাদেশের গর্ব, এই সাংবাদিক। যাকে ইসরাইয়েল বাহিনী আটক করেছে।

Address

Madaripur

Alerts

Be the first to know and let us send you an email when মাদারীপুর সংবাদ সংযোগ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মাদারীপুর সংবাদ সংযোগ:

Share