28/11/2025
ইতালিতে নির্মম হত্যার শিকার সাগর বালার মরদেহ পৌঁছালো মাদারীপুরের গ্রামে, চলছে শোকের মাতম
অবশেষে নিজ গ্রামে ফিরল ইতালিতে হত্যাকাণ্ডের শিকার মাদারীপুরের তরুণ সাগর বালার (৩০) নিথর দেহ। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ৩টার দিকে রাজৈর উপজেলার পাখুল্লা গ্রামে লাশবাহী গাড়িটি পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় আড়াই বছর আগে জীবিকার তাগিদে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে গিয়েছিলেন সাগর। সেখানে তিনি পেরুজিয়া শহরের স্পোলেটো এলাকায় একটি রেস্টুরেন্টে কাজ করতেন। গত সেপ্টেম্বর মাসে তিনি হঠাৎ নিখোঁজ হন। নিখোঁজের কিছুদিন পর, গত ২৩ সেপ্টেম্বর (বাংলাদেশ সময় দুপুর ১২টা) ইতালিয়ান পুলিশ একটি কালো ব্যাগের ভেতর থেকে সাগরের খণ্ডিত মরদেহ উদ্ধার করে।
নিহত সাগর বালা পাখুল্লা গ্রামের কৃষক কুমোদ বালার একমাত্র পুত্র সন্তান। একমাত্র ছেলেকে হারিয়ে পাগলপায়রা বাবা-মা ও স্বজনরা। মরদেহ বাড়িতে আসার পর স্থানীয় এলাকাবাসী তাকে একনজর দেখার জন্য ভিড় জমান। বর্তমানে পারিবারিকভাবে তার সৎকার কার্যক্রম চলছে।
স্বপ্ন নিয়ে গিয়ে ফিরলেন লাশ হয়ে: সাগর বালার করুণ পরিণতিতে কাঁদছে রাজৈর
ভাগ্যের চাকা ঘোরাতে আড়াই বছর আগে দেশ ছেড়েছিলেন মাদারীপুরের রাজৈরের যুবক সাগর বালা। গন্তব্য ছিল ইতালি। কিন্তু সেই স্বপ্নের ইতালি থেকে তিনি ফিরলেন ঠিকই, তবে জীবিত নয়—খণ্ড-বিখণ্ড মরদেহ হয়ে।
শুক্রবার বিকেলে যখন সাগরের মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি তার গ্রামের বাড়ি পাখুল্লায় পৌঁছায়, তখন আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে স্বজনদের আহাজারিতে। কৃষক বাবা কুমোদ বালার একমাত্র সম্বল ছিল এই ছেলে। গত দুই বছর ধরে ইতালির পেরুজিয়া শহরের একটি রেস্টুরেন্টে কাজ করছিলেন সাগর। কিন্তু গত সেপ্টেম্বরে সব শেষ হয়ে যায়। নিখোঁজ হওয়ার পর ২৩ সেপ্টেম্বর পুলিশ স্পোলেটো এলাকা থেকে ব্যাgebondী অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।
স্বপ্নবাজ এই তরুণের এমন নির্মম মৃত্যু মেনে নিতে পারছেন না এলাকাবাসী। বাড়ির উঠানে এখন শুধুই কান্নার রোল। একমাত্র ছেলেকে শেষ বিদায় জানাতে গিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন সাগরের বাবা-মা।
মাদারীপুরের রাজৈরে পৌঁছালো ইতালি প্রবাসী সাগর বালার মরদেহ। শুক্রবার বিকেলে তার নিজ গ্রাম পাখুল্লায় মরদেহটি আনা হলে সৃষ্টি হয় এক শোকাবহ পরিস্থিতির।
জীবিকার সন্ধানে আড়াই বছর আগে সাগর পাড়ি জমিয়েছিলেন ইতালিতে। পেরুজিয়া শহরের স্পোলেটো এলাকায় কাজ করতেন একটি রেস্টুরেন্টে। কিন্তু গত সেপ্টেম্বর মাসে নিখোঁজ হন তিনি। এর কয়েকদিন পর, ২৩ সেপ্টেম্বর স্থানীয় পুলিশ একটি কালো ব্যাগ থেকে সাগরের খণ্ডিত দেহ উদ্ধার করে।
নিহত সাগর কৃষক কুমোদ বালার একমাত্র সন্তান ছিলেন। একমাত্র উপর্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা তার পরিবার। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত, সাগরের শেষকৃত্যের প্রস্তুতি চলছে।