19/02/2025
🚫আগামী কয়েক দিন সব ধরনের কেকের অর্ডার নেওয়া বন্ধ থাকবে।
🎉কেক বানাতে তেমন কি আর লাগে?? 🙄
একটু ময়দা,, ডিম,, আর চিনি,, এইতো,, তার জন্য এত দা***ম,,,,,,??? 🙄🙄🙄
👉আপনারা তো কেক বেচে বড়লোক হয়ে যাবেন।
হুম,, এমনই কিছু কথা আমাদের প্রতিনিয়ত শুনতে হয়। কেউ কেউ আবার এটাও বলে,, আমি বাসা থেকে ডিম চিনি আর ময়দা দিবো,, আমাকে একটা কেক বানিয়ে দেন।
যারা এ ধরনের কথা বলেন তাদের উদ্দেশ্যে বলছি প্রত্যেকের প্রফেশনকে সম্মান করতে শিখুন।
👉ভালো করে দেখেন তো এই ছবিটাতে কোন ডিম চিনি ময়দা দেখতে পাচ্ছেন কিনা??
এগুলো তো কিছুই না,, এগুলো ছাড়া আরো অনেক জিনিস লাগে, সবগুলোর ছবি একসাথে নাই।আর দেওয়া সম্ভবও না।
ইলেকট্রিক বিটার,, ফ্রিজ,, ওভেন ইত্যাদি অনেক কিছুই লাগে মোট কথা,, বলে শেষ করা যাবে না,, যে কেক বানাতে কি কি লাগে,, কারণ কাজ শেখার এবং কেনার কোন শেষ নাই। যখন একটু বড় পরিসরে কেউ কাজ করে,, তখন আপনাদের মনে হয় তার অনেক বেশি লাভ। কিন্তু সত্যি কথা কি জানেন?? তার খরচটা অনেক বেশি,, শুধু কেক রাখার জন্যই একটা ফ্রিজ লাগে,, দেওয়া লাগে যেটার বিদ্যুৎ বিল,, বড় ইলেকট্রিক মেশিন লাগে,, দেওয়া লাগে বিদ্যুৎ বিল এবং ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই লাগে। তার সাথে পরিশ্রম রাতের ঘুম হারাম এগুলোর কি কোন মূল্য নাই??
কথাগুলো সবার উদ্দেশ্যে না,,, যারা না বুঝে এই ধরনের মন্তব্য করেন শুধু তাদের জন্য।
আলহামদুলিল্লাহ কষ্টের মাঝেও সুখ আছে,, কারণ এমন কিছু কাস্টমার আছে তাদেরকে কোন কিছু বোঝানো লাগে না এমনিতেই তারা বুঝে,,এবং তারা আমাদের কাজকে সম্মানও করে। তাদের প্রতি জানাই মন থেকে আন্তরিক ধন্যবাদ।