Yummy Cake shop by farin

Yummy Cake shop by farin Healthy & tasty Homemede cake
Order now:01787149446
সাহেবরামপুর, কালকিনি, মাদারীপুর।

আসসালামু আলাইকুম যে কোন অনুষ্ঠানে,, স্বাস্থ্যসম্মত ফ্রেশ টেস্টি ও মজাদার হোমমেইড কেক অর্ডার করতে পারেন আমাদের পেইজে।এখন ...
01/08/2025

আসসালামু আলাইকুম
যে কোন অনুষ্ঠানে,, স্বাস্থ্যসম্মত ফ্রেশ টেস্টি ও মজাদার হোমমেইড কেক অর্ডার করতে পারেন আমাদের পেইজে।

এখন থেকে আবার রেগুলার অর্ডার নেওয়া হচ্ছে। তাই আপনি আপনার পছন্দের কেকটি অর্ডার করতে ইনবক্স করুন অথবা হোয়াটসঅ্যাপে কল করে অর্ডার করতে পারেন।
WhatsApp 01787-149446

আসসালামু আলাইকুম,, আমাদের পেজে এখন থেকে আবার রেগুলার কেকের অর্ডার নেওয়া হচ্ছে। যেকোনো কেক অর্ডার করতে ইনবক্স করুন অথবা ...
27/07/2025

আসসালামু আলাইকুম,,
আমাদের পেজে এখন থেকে আবার রেগুলার কেকের অর্ডার নেওয়া হচ্ছে।
যেকোনো কেক অর্ডার করতে ইনবক্স করুন অথবা হোয়াটসঅ্যাপে কল করে অর্ডার করতে পারেন।

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? 🥰শারীরিক অসুস্থতার কারণে অনেকদিন যাবত কাজে থেকে দূরে ছিলাম। তবে শীঘ্রই আবার কাজে ফিরবো ...
17/05/2025

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? 🥰
শারীরিক অসুস্থতার কারণে অনেকদিন যাবত কাজে থেকে দূরে ছিলাম। তবে শীঘ্রই আবার কাজে ফিরবো । ইনশাআল্লাহ।
আমার যে সকল শুভাকাঙ্খী আপু অথবা ভাবি আমার শারীরিক অবস্থার কথা জানতে চেয়েছেন,, তাদের সবার উদ্দেশ্যে বলছি এখন মোটামুটি একটু সুস্থ আছি। আলহামদুলিল্লাহ।
এবং আমার সকল শুভাকাঙ্ক্ষীদের জানাই আমার অন্তরের অন্তস্থল থেকে অসংখ্য ধন্যবাদ।
সবাই আমার জন্য আরো বেশি বেশি দোয়া করবেন।
আমি জানি দ্রুত কাজে ফিরতে পারি।

25/03/2025

শারীরিকভাবে খুবই অসুস্থ,, 😢সকলের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমাকে দ্রুত সুস্থতা দান করেন।
আমিন।

আমি তো ভুলেই গেছি,, যে আমার একটা পেজ আছে,,, অনেকদিন হয়ে গেল, পেজে একটিভ নাই,,পেজের অবস্থা একেবারেই খারাপ,, শারীরিক অসুস...
23/03/2025

আমি তো ভুলেই গেছি,,

যে আমার একটা পেজ আছে,,,
অনেকদিন হয়ে গেল, পেজে একটিভ নাই,,পেজের অবস্থা একেবারেই খারাপ,, শারীরিক অসুস্থতার কারণে কোন কাজই করতে পারতেছি না।

কেকের অর্ডার নেওয়াও বন্ধ,, তাই পেজের কাজও বন্ধ।
সবাই দোয়া করবেন আমার জন্য,, মহান আল্লাহ যেন আমাকে দ্রুত সুস্থতা দান করেন।

22/02/2025
🚫আগামী কয়েক দিন সব ধরনের কেকের অর্ডার নেওয়া বন্ধ থাকবে। 🎉কেক বানাতে তেমন কি আর লাগে?? 🙄একটু ময়দা,, ডিম,, আর চিনি,, এই...
19/02/2025

🚫আগামী কয়েক দিন সব ধরনের কেকের অর্ডার নেওয়া বন্ধ থাকবে।

🎉কেক বানাতে তেমন কি আর লাগে?? 🙄
একটু ময়দা,, ডিম,, আর চিনি,, এইতো,, তার জন্য এত দা***ম,,,,,,??? 🙄🙄🙄
👉আপনারা তো কেক বেচে বড়লোক হয়ে যাবেন।
হুম,, এমনই কিছু কথা আমাদের প্রতিনিয়ত শুনতে হয়। কেউ কেউ আবার এটাও বলে,, আমি বাসা থেকে ডিম চিনি আর ময়দা দিবো,, আমাকে একটা কেক বানিয়ে দেন।
যারা এ ধরনের কথা বলেন তাদের উদ্দেশ্যে বলছি প্রত্যেকের প্রফেশনকে সম্মান করতে শিখুন।

👉ভালো করে দেখেন তো এই ছবিটাতে কোন ডিম চিনি ময়দা দেখতে পাচ্ছেন কিনা??
এগুলো তো কিছুই না,, এগুলো ছাড়া আরো অনেক জিনিস লাগে, সবগুলোর ছবি একসাথে নাই।আর দেওয়া সম্ভবও না।
ইলেকট্রিক বিটার,, ফ্রিজ,, ওভেন ইত্যাদি অনেক কিছুই লাগে মোট কথা,, বলে শেষ করা যাবে না,, যে কেক বানাতে কি কি লাগে,, কারণ কাজ শেখার এবং কেনার কোন শেষ নাই। যখন একটু বড় পরিসরে কেউ কাজ করে,, তখন আপনাদের মনে হয় তার অনেক বেশি লাভ। কিন্তু সত্যি কথা কি জানেন?? তার খরচটা অনেক বেশি,, শুধু কেক রাখার জন্যই একটা ফ্রিজ লাগে,, দেওয়া লাগে যেটার বিদ্যুৎ বিল,, বড় ইলেকট্রিক মেশিন লাগে,, দেওয়া লাগে বিদ্যুৎ বিল এবং ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই লাগে। তার সাথে পরিশ্রম রাতের ঘুম হারাম এগুলোর কি কোন মূল্য নাই??
কথাগুলো সবার উদ্দেশ্যে না,,, যারা না বুঝে এই ধরনের মন্তব্য করেন শুধু তাদের জন্য।
আলহামদুলিল্লাহ কষ্টের মাঝেও সুখ আছে,, কারণ এমন কিছু কাস্টমার আছে তাদেরকে কোন কিছু বোঝানো লাগে না এমনিতেই তারা বুঝে,,এবং তারা আমাদের কাজকে সম্মানও করে। তাদের প্রতি জানাই মন থেকে আন্তরিক ধন্যবাদ।

চকলেট সুগার কুকিজ
18/02/2025

চকলেট সুগার কুকিজ

আলহামদুলিল্লাহ 🥰ডেলিভারি দেওয়া তিন পাউন্ড অয়েল বেজ পাউন্ড কেক।      #পাউন্ডকেক
12/02/2025

আলহামদুলিল্লাহ 🥰
ডেলিভারি দেওয়া তিন পাউন্ড অয়েল বেজ পাউন্ড কেক।
#পাউন্ডকেক

বাটার পাউন্ড কেক,, ওজন : ৫০০ গ্রাম প্রাইজ : ৩০০ টাকা 🚫নোট: কেউ বেকারির কেকের সাথে এই কেকের কম্পেয়ার করবেন না প্লিজ।কারণ...
10/02/2025

বাটার পাউন্ড কেক,,
ওজন : ৫০০ গ্রাম
প্রাইজ : ৩০০ টাকা

🚫নোট: কেউ বেকারির কেকের সাথে এই কেকের কম্পেয়ার করবেন না প্লিজ।কারণ এটা হোমমেড কেক,,

আর হোমমেড কেকের কোয়ালিটি এবং টেস্ট দুটোই বেকারির থেকে একদমই আলাদা। তাই অর্ডার করার পূর্বে এটা জেনে বুঝেই অর্ডার করবেন প্লিজ।
অনুরোধ রইল
WhatsApp 01787-149446

অনেক ভালো ভালো কাজের তুলনাই হয়তো এটা তেমন কিছুই না।
03/02/2025

অনেক ভালো ভালো কাজের তুলনাই হয়তো এটা তেমন কিছুই না।

বাটার কুকিজ,, আবারও  অর্ডার নেওয়া হচ্ছে,, যারা যারা নিতে চান। দ্রুত ইনবক্স করে ফেলুন। অথবা হোয়াটসঅ্যাপে কল করে অর্ডার ...
02/02/2025

বাটার কুকিজ,, আবারও অর্ডার নেওয়া হচ্ছে,,
যারা যারা নিতে চান।
দ্রুত ইনবক্স করে ফেলুন।
অথবা হোয়াটসঅ্যাপে কল করে অর্ডার করতে পারেন।
whatsapp 01787-149446

Address

Madaripur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Yummy Cake shop by farin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share