Ajijul Islam Jihad

Ajijul Islam Jihad Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ajijul Islam Jihad, Digital creator, Madaripur.

15/11/2023

একটা অ্যা'ক্সি'ডে'ন্ট হল। অনেক ভিড় জমা হয়ে গেল...

বল্টু দেখতে পারছিল না, কিন্ত তার দেখার খুব ইচ্ছে হচ্ছিলো !😕😕

সে হঠাৎ চিৎকার করে বলে উঠলো !হাইরে এইডা তো আমার বাপ ছিল!🫤🫤

-বল্টুর চিৎকার শুনে ভিড় সরে গেল।🙂🙂

বল্টু সামনে এগিয়ে গিয়ে দেখল একটা কুকুর ম'ই'রা পইরা আছে!🥹🥹

#শূন্যতার_গল্প
মন ছুঁ'য়ে যেতে নতুন নতুন গল্প পেতে আমার আইডি ফলো করে রাখুন 👉 Ajijul IsAjijul Islam Jihad

14/11/2023

—😢 বৌমা সমানে কেঁ/দে চলেছে...!😭

শ্বাশুড়িঃ- বৌমা, তুমি কাঁদ/ছো কেন…?😕

বৌমাঃ- মা, আমি কি পে/ত্নী/র🧟‍♀️ মতো দেখতে…?🥺

শ্বাশুড়িঃ- না, একাবারেই না…!😘

বৌমাঃ আমার চোখ👀 দুটো কি আমড়ার মতো…?🤔

শ্বাশুড়িঃ- না তো…!😬

বৌমাঃ-আমার নাকটা 👃🏻 কি পকো/ড়ার মতো…?🤥

শ্বাশুড়িঃ- না না, কি বলছো এসব…! তা হতে যাবে কেন…!🤦🏻‍♀️

বৌমাঃ- আমি কি মোষের মতো মোটা আর কালো…?🌚

শ্বাশুড়িঃ- না বৌমা, এসব তোমাকে কে বলেছে বলো তো…?🤨

বৌমাঃ তাহলে পাড়ার সবাই আমাকে কেন বলে যে, তুমি তোমার শ্বাশুড়ির মতো'ই দেখতে…!!🙂

কাম সাড়ছে এবার কি শুরু হবে ঐ বাড়িতে?? 🥺

#অনুগল্প

নিয়মিত মজার গল্প পেতে আইডিটা ফলো দিয়ে রাখুন👉 Ajijul Islam JihadAjijul Islam Jihad

14/11/2023

রেস্টুরেন্টে খেতে গিয়ে....
Gf: তুমি আমাকে খুব ভালোবাস, তাই না?
Bf: হ্যাঁ। অনেক ভালোবাসি!
Gf: সত্যি?
Bf: সত্যি!
Gf:সত্যি বলতেছো?
bf: (রাগান্বিত হয়ে) সত্যি নয় তো কী? বিশ্বাস না হলে তোমার বান্ধবী শারমিন, সুমাইয়া, আনিকাকে জিজ্ঞেস করে দেখো,ওদেরকেও আমি একই কথা বলেছি।😶

#অনুগল্প

13/11/2023

হাসবেন না...! 😏

স্যার আমাকে ইংরেজিতে জাতীয় সঙ্গীত
গাইতে বলছিলো...! 😐

আমি 🙆
" মাই
গোল্ড বাংলা🙃....আই লাভ ইউ 😇
চিরদিন ইয়োর ইস্কাই ইয়োর
বিস্কাই, মাই প্রাণে....! 😉
ও মাদার! মাই প্রাণে বাজায় বাশি!
গোল্ড বাংলা আই লাভ ইউ...! 🐸
ও মাদার ফাগুনে তোর
ম্যাঙ্গোর বনে ঘ্রাণে...!🙆
মে*ন্টা*ল করে... 🙂 মরি হায়.. হায়রে এএ
ও মাদার...!😇
ফাগুনে তোর ম্যাঙ্গোর বনে ঘ্রাণে
মে*ন্টা*ল করে এএএএএ!😂
অবশেষে স্যার বেহুশ আর আপনি অবাক..!☺
😁😁😂😂🤣🤣😆😆🤭🤭

13/11/2023

মেয়ে দেখতে গিয়ে পাত্রপক্ষ জিজ্ঞেস করলো :
'মা, তোমার qualification কী ?'
সলজ্জভাবে মেয়ে জানালো :'MF IAS'
IAS শুনে পাত্র ভাবলো এটা জানি কি সাংঘাতিক পড়াশুনা... ভয়ে সে আর কিছু জিজ্ঞেস করলো না।
বিয়ে হয়ে গেল।
বিয়ের পর বর স্ত্রীর কাছে জানতে চাইলো :

'তোমার ঐ qualification বলেছিলে,তার মানে কী ?'
উত্তর : *Matric Fail In All Subjects *
সেই যে বর বে-হুশ হলো দুদিন আর জ্ঞান ফেরার নাম নেই!


মন ছুঁ'য়ে যেতে নতুন নতুন গল্প পেতে আমার আইডি ফলো করে রাখুন 🥰

13/11/2023

এক লোক মদ খেয়ে বেশি রাত করে যখন বাড়ি ফিরে দেখলো তার স্ত্রী (টুনি) দরজা কিছুতেই খুলতে চাইছে না!
স্বামীঃ ও গো, দরজাটা খুলো।
টুনিঃ লজ্জা করে না তোমার, রাত বিরেতে ছাই-পাস গিলে এসেছো?
আজ বাইরেই থাকো, নয়তো যেখান থেকে গিলে এসেছো সেখানেই যাও, আমি দরজা খুলবই না।
লোকটা (স্বামী) অনেক কাকুতি মিনতি করলো তাও দরজা খুললো না। শেষে লোকটা টুনিকে হুমকি দিয়ে বললো
স্বামীঃ যদি দরজা না খুলো তো আমি কিন্তু পুকুরে ঝাঁপ দিয়ে মরে যাবো।
ঘরের ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে ভাবলো ওষুধে কাজ হয়েছে,
কিন্তু কিছুক্ষণ পর ওই টুনি বলে উঠলো--
টুনিঃ তুমি যাই করো আমার যায় আসে না, আজ তোমার ঘরে আসা বন্ধ।
লোকটা (স্বামী) চুপচাপ ঘরের এক পাশে অন্ধকার জায়গায় গিয়ে লুকিয়ে একটু অপেক্ষা করলো,
কিন্তু টুনি দরজা খুললো না। তখন লোকটা (স্বামী) একটা ইট তুলে ছুড়ে দিলো পুকুরে, আর অন্ধকারে ঘাপটি মেরে বসে রইলো।
এদিকে টুনি শুনতে পেলো জলে কিছু পড়ার আওয়াজ! সঙ্গে সঙ্গে দরজা খুলে ছুটে গেলো পুকুর পাড়ে। ঠিক সেই সুযোগে লোকটা (স্বামী) ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলো।
টুনি ফিরে এসে অনেক ধাক্কা দিলো কিন্তু লোকটা (স্বামী) দরজা খুললো না।
তখন টুনি খুব রেগে বললো--
টুনিঃ তুমি দরজা খুলবে, না আমি চেঁচিয়ে লোক
ডাকবো?
স্বামীঃ একটু জোরে জোরে চিল্লাও যাতে করে বেশি লোক ঘুম থেকে উঠে চলে আসে, তারপর আমি তাদের সামনে তোমার কাছে জানতে চাইবো যে এতো রাতে তুমি
কোথায় গিয়েছিলে?
তাও আবার . . . . . . . . . . . . . . . নাইট ড্রেস পরে?
টুনি বেহুঁশ..... !!

#অনুগল্প #

13/11/2023

রাতে শুয়ে শুয়ে ফেসবুক চালাচ্ছিলাম!

অপরপাশ থেকে দেখি বউ আমার দিকে তাকিয়ে আছে।
বিয়ের সবে মাত্র ৭ দিন হলো।
বউকে বললাম তুমি কি ফেসবুক চালাও?
বউ- হ্যাঁ অনেক আগে থেকেই চালাই।

আমার ফোনটা তার হাতে দিয়ে বললাম তোমার আইডি সার্চ দিয়ে বের করো দুজনে ফ্রেন্ড হই তারপর Got a Married ষ্ট্যাটাস দেই।

ওরে সর্বনাস,, ফ্রেন্ড হতে গিয়ে দেখি আমরা ২০১৫ সাল থেকে একে অপরের ফ্রেন্ড লিষ্টে আছি। এ দেখে বউ আমার দিকে আমি বউয়ের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। আমি বললাম যাইহোক বাদ দাও মাঝে মাঝে হয় এরকম।

"অথচ বাসর রাতে তার কাছে কতো ভালোই না সাজলাম"। সালার ইমেজটাই নষ্ট হয়ে গেলো। আর রিলেশনশিপ ষ্ট্যাটাস দেওয়া হলো না। বউয়ের মনটা কেমন জানি খারাপ হয়ে গেলো, জানিনা কেন! দুজনেই ঘুমিয়ে গেলাম।

বিকেলে ফ্রেন্ডদের সাথে গেলাম আড্ডা দিতে। তাদের সাথে গল্প করছি সিগারেট খাচ্ছি আর ফেসবুক নিউজফিড স্ক্রল করতেছি, এর মধ্যেই ম্যাসেঞ্জারে পটাং শব্দে চ্যাট হ্যাডে চোখ পড়তেই দেখলাম বউয়ের ম্যাসেজ

বলতেছে, কোথায় আছো বাসায় আসবা কখন? রিপ্লাই দিলাম একটু পরেই আসতেছি।
রাতে খাওয়া দাওয়ার পর শুয়ে দুজনে গল্প করতেছি আর অনুভব করতেছি বউয়ের মনটা কেমন জানি ভারী ভারী লাগতেছে।

আমি জিগাইলাম কি হইছে?
বউ তার ফোন টা আমার হাতে দিয়ে বলল এসব কি?

ফোনটা হাতে নিয়ে দেখি টিনের চালে কাক আমিতো অবাক। ২০১৫ সালে তারে ম্যাসেঞ্জারে অনেক ম্যাসেজ দিয়েছিলাম পটানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলাম সব ম্যাসেজ দেখাচ্ছে।

অথচ তার সাথে যাবতীয় ম্যাসেজ এর Conversation আমার ওখানে থেকে সেই কবেই ডিলেট করেছিলাম আমার নিজেরই কিছু মনে নাই।
বউ আমার হাত থেকে আমার ফোন টা নিয়ে ম্যাসেঞ্জার ঘাটাঘাটি শুরু করে দিলো

১ ঘন্টা পর কিছু না পেয়ে বলে আমার সাথে যেমন কথা বলার সব Conversation ডিলেট করে দিয়েছো, বিয়ের আগে আরো যতো মাইয়ার সাথে Conversation ছিলো সব ডিলেট করে দিয়েছো?

এই বলে ফোন টা আমার দিকে ছুঁড়ে মা'রে আর ফোন টা আমার নাকে এসে লাগে, অনুভব করলাম নাকে কিছু বের হচ্ছে হাত দিয়ে মুছে লাইট জ্বালিয়ে দেখি

প্রচুর র'ক্ত বের হচ্ছে র'ক্ত দেখে আমি আগে থেকেই ভয় পাই, র'ক্ত দেখা মাত্রই আল্লাহ গো বলে চিৎকার করে উঠে বসে পড়ি।

আমার চিৎকার শুনে রুমমেট ৩ জন লাফ দিয়ে ঘুম থেকে উঠে বলে কি হইছে কি হইছে?
এ দুঃস্বপ্নের কথা কি আর রুমমেট কে বলা যায়!

আই এম তো হতাশ
_

©®

Address

Madaripur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ajijul Islam Jihad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share