12/10/2025
আচ্ছালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ্,
প্রিয় কলিজার ভাই ও ভগ্নিগন আজ ১২/১০/২০২৫ ইং রোজ রবিবার এখন রাত প্রায় ১১ :১০ মিনিট মাত্র ত্রিশ মিনিট আগে এই ছবিটা তুলেছি আমার এলাকার আঃ রহমান হাওলাদারের ছেলের কবর এটা।
এই কবরটা দেখে আমার সব অভিযোগ নিস্ক্রিয় হয়ে গেছে,
কারন কবরের মাঝে কলাগাছ দিয়ে তার উপরে তখতা দিয়ে সংস্কার করে কবরটি করা হয়েছে,
আমি সরেজমিনে বুঝতে পারলাম ঐ বাড়ির কোন মানুষের মাথাতেই ছিলোনা যে যে কোনো সময়েই হতে পারে কারো না কারো মৃত্যু,
আসলেই আমরা এমনই।
আমরা সামান্য সুখের আশায় কতোইনা দেমাগি অহংকারী বেইমানি চোগলখোরি মিথ্যাবাদী আরো কতো কি হয়ে থাকি,
আমরা আসলেই কি কখনো ভেবেছি যে মৃত্যুর পরে আমার শেষ ঠিকানা কোথায় হবে?
আমি মৃত্যুর পরে সাড়ে তিন হাত যায়গাও ঠিক মতো পাবো কি না?
আমার কবরে পানি উঠবে কি না?
আমার কবর জাহান্নামের গর্থ হবে কি না?
আসলেই আমরা দুনিয়ার মোহে পড়ে সবই ভুলে গিয়েছি।
আল্লাহ তায়ালা মরহুম পরিবারের সবাইকে ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করুন সেই সাথে মরহুমকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকামে ইবরাহীম দান করুন।
আল্লাহ তায়ালা আমাদের সকলকেই সঠিক বুঝ দান করুন। 🤲🤲