28/09/2025
মাদারীপুরে ৫ দফা বাস্তবায়নে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মাদারীপুরে ৫ দফা দাবির পক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সদর ও রাজৈর উপজেলা শাখার উদ্যোগে টেকেরহাট বাসস্ট্যান্ড থেকে মোটরসাইকেল বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সদর থানার চৌরাস্তায় গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন—
জুলাই আন্দোলনে নিহতদের ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসা, ক্ষতিগ্রস্ত পরিবারকে চাকরির ব্যবস্থা, ২০১৩ সালের বারোশ ওলামায়ে কেরামসহ জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা এবং নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে নির্বাচন দেওয়া এখন সময়ের দাবি।
সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি মাওলানা হাবীব আহমাদ চৌধুরী। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আব্দুস সোবাহান। এছাড়া জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।