15/08/2025
জীবন যতই কঠিন হোক, মৃত্যু কখনো সমাধান নয়....
রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের বামনশিকড় গ্রামে শুক্রবার দুপুরে পাওয়া গেল এক মর্মান্তিক দৃশ্য। একই পরিবারের চারটি নিথর দেহ— স্বামী, স্ত্রী, ছেলে ও মেয়ে।
নিহতরা হলেন— মিনারুল ইসলাম (৩০), তাঁর স্ত্রী মনিরা খাতুন (২৮), ছেলে মাহিম (১৪) ও মেয়ে মিথিলা (৩)।
পুলিশ বলছে, মিনারুল প্রথমে স্ত্রী ও সন্তানদের হত্যা করে, তারপর নিজের জীবন শেষ করেছেন। রেখে গেছেন দুটি চিরকুট— যেগুলোতে ছিল দুঃখ, ক্ষোভ ও গভীর হতাশার কথা।
প্রশ্ন জাগে— মানুষ জীবনের কোন অন্ধকারে গিয়ে এমন নির্মম সিদ্ধান্ত নেয়? কতটা ভেঙে গেলে নিজের সন্তানের হাসি, নিজের মায়ের মুখ, নিজের ভবিষ্যতের স্বপ্ন কিছুই আর টেনে রাখতে পারে না? 😢
আমরা কেবল খবরটা পড়ি, কাঁদি, তারপর ভুলে যাই। কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে হাজারো অজানা কষ্ট— মানসিক চাপ, আর্থিক সংকট, একাকিত্ব, বা অদম্য হতাশা।
মৃত্যু সমস্যার শেষ নয়— বরং প্রিয়জনের জীবনে রেখে যায় অনন্ত কান্না আর অপুরণীয় শূন্যতা।
তাই প্লিজ, মনে রাখুন— আপনার কষ্ট আপনি একা বইবেন না। কথা বলুন, ভরসার কাঁধ খুঁজুন, সাহায্য চান।
আপনার জীবন হয়তো এখন ঝড়ের মধ্যে, কিন্তু প্রতিটা ঝড় একদিন থেমে যায়।
আপনি বেঁচে থাকলেই বদল সম্ভব।
যারা নেই, তাদের জন্য দোয়া। আর যারা আছি, তাদের জন্য শিক্ষা— হতাশা নয়, আলো বেছে নিন।