Post Mail / পোষ্ট মেইল

Post Mail / পোষ্ট মেইল No more.....

মাদারীপুরে ৫ দফা বাস্তবায়নে বিক্ষোভ মিছিল ও সমাবেশবাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মাদারীপুরে ৫...
28/09/2025

মাদারীপুরে ৫ দফা বাস্তবায়নে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মাদারীপুরে ৫ দফা দাবির পক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সদর ও রাজৈর উপজেলা শাখার উদ্যোগে টেকেরহাট বাসস্ট্যান্ড থেকে মোটরসাইকেল বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সদর থানার চৌরাস্তায় গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন—
জুলাই আন্দোলনে নিহতদের ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসা, ক্ষতিগ্রস্ত পরিবারকে চাকরির ব্যবস্থা, ২০১৩ সালের বারোশ ওলামায়ে কেরামসহ জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা এবং নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে নির্বাচন দেওয়া এখন সময়ের দাবি।
সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি মাওলানা হাবীব আহমাদ চৌধুরী। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আব্দুস সোবাহান। এছাড়া জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

নতুন সংবিধানের দাবিতে মাদারীপুরে এনসিপির উঠান বৈঠকমাদারীপুরের ডাসার উপজেলার কমলাপুর বাজারে শুক্রবার বিকেলে জাতীয় নাগরিক ...
27/09/2025

নতুন সংবিধানের দাবিতে মাদারীপুরে এনসিপির উঠান বৈঠক
মাদারীপুরের ডাসার উপজেলার কমলাপুর বাজারে শুক্রবার বিকেলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এক উঠান বৈঠকের আয়োজন করে।
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই বৈঠকে নির্বাচন ব্যবস্থা, বিচারব্যবস্থার সংস্কার এবং নতুন সংবিধান রচনার দাবিতে স্থানীয়দের সাথে মতবিনিময় করেন নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা নাগরিক কমিটির প্রধান সমন্বয়ক মো. শহিদুল ইসলাম হাওলাদার।
এছাড়া উপস্থিত ছিলেন ডাসার উপজেলা প্রধান সমন্বয়ক সৈয়দ রাহাত হোসেন, জেলা শাখার সদস্য সোহেল সরদার, মিরাজুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
নেতারা জানান, গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় সংবিধান সংস্কার এখন সময়ের দাবি, আর এজন্য জনগণকেই ঐক্যবদ্ধ হতে হবে।

জামিনে মুক্ত জনপ্রতিনিধি সানজিদা ইসলাম তানিয়া..বিভিন্ন মামলায় প্রায় সাড়ে ৭ মাস কারাভোগের পর অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন...
22/09/2025

জামিনে মুক্ত জনপ্রতিনিধি সানজিদা ইসলাম তানিয়া..
বিভিন্ন মামলায় প্রায় সাড়ে ৭ মাস কারাভোগের পর অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন মাদারীপুর সদরের পেয়ারপুর ইউনিয়ন পরিষদের সদস্য সানজিদা ইসলাম তানিয়া।
দীর্ঘ সময় পর প্রিয়জনদের কাছে ফিরে এসে তিনি সবার দোয়া ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

মাদারীপুরের শিবচরে নৃশংস হত্যা 🔴মাদারীপুরের শিবচর উপজেলার চর কাচিকাটা গ্রামে রেনু বেগম (৬০) নামে এক বৃদ্ধার গলাকাটা লাশ ...
22/09/2025

মাদারীপুরের শিবচরে নৃশংস হত্যা 🔴
মাদারীপুরের শিবচর উপজেলার চর কাচিকাটা গ্রামে রেনু বেগম (৬০) নামে এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। 😢
সোমবার দুপুরে স্থানীয়দের খবরের ভিত্তিতে তালাবদ্ধ বাড়ি থেকে মরহুম সাদেক হাওলাদারের স্ত্রী রেনু বেগমের লাশ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোর বা ডাকাত দল তাকে হত্যা করে মালামাল লুট করেছে। প্রায় এক মাস আগেও ওই বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল বলে স্থানীয়রা জানান।
শিবচর থানার ওসি মো. রকিবুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মাদারীপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা....হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে নানীর কোলে থাকা ৭ দিনের নবজাতক অক্ষত থাকলেও, মাইক্রোব...
21/09/2025

মাদারীপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা....
হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে নানীর কোলে থাকা ৭ দিনের নবজাতক অক্ষত থাকলেও, মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন নানী নাসিমা বেগম (৬২)। 😢
রোববার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার কর্ণাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইজিবাইকে থাকা নবজাতকসহ আরও ৪ জন আহত হয়েছেন।
নিহত নাসিমা বেগম পশ্চিম বোতলা গ্রামের ইজু মিয়া শেখের স্ত্রী। তিনি মেয়ে লাইজু আক্তার ও সদ্য জন্ম নেওয়া নাতিকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরছিলেন। পথে মাইক্রোবাসের ধাক্কায় ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

মাদারীপুরে যুবক হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তারশিবচরে রাকিব মাদবর (২৫) কে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্...
20/09/2025

মাদারীপুরে যুবক হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

শিবচরে রাকিব মাদবর (২৫) কে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শুক্রবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জে আলাদা অভিযানে তাদের আটক করা হয়।

নিহত রাকিব সরকারি বরহামগঞ্জ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র ও কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।

র‍্যাব জানিয়েছে, মামলার গুরুত্ব বিবেচনায় যৌথ অভিযান চালিয়ে আসামি নুর আফজাল ও সিয়াম সরদারকে গ্রেপ্তার করে শিবচর থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদারীপুরে দেড় মাস পর কবর থেকে উত্তোলন হলো ঠিকাদারের লাশ...হত্যা মামলার পর আদালতের নির্দেশে মাদারীপুর পৌর কবরস্থান থেকে ...
18/09/2025

মাদারীপুরে দেড় মাস পর কবর থেকে উত্তোলন হলো ঠিকাদারের লাশ...
হত্যা মামলার পর আদালতের নির্দেশে মাদারীপুর পৌর কবরস্থান থেকে ঠিকাদার সৈয়দ তুহিন হাসানের লাশ উত্তোলন করা হয়েছে। বুধবার এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মাদারীপুরে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধনমাদারীপুর পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে বিএনপির সদস্য সংগ্রহ ও ন...
17/09/2025

মাদারীপুরে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন

মাদারীপুর পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জুলি ও কুরী উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান বলেন, “যারা নৌকায় ভোট দিতেন সেই নৌকা এখন আর নাই, নৌকা ডুবাই দিয়া মাঝি পালাইছে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে।”

প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া বলেন, “আগামী নির্বাচন কঠিন হবে। জনগণের ভালোবাসা ছাড়া বিএনপিকে ক্ষমতায় আনা যাবে না। ধানের শীষই আমাদের একমাত্র প্রতীক।”

😢 মাদারীপুরে পুকুরে ডুবে দুই ভাইয়ের করুণ মৃত্যুমাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের আটিপাড়া গ্রামে পুকুরে ডুবে দ...
17/09/2025

😢 মাদারীপুরে পুকুরে ডুবে দুই ভাইয়ের করুণ মৃত্যু

মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের আটিপাড়া গ্রামে পুকুরে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন স্থানীয় কৃষক নাঈম মল্লিকের দুই ছেলে হাফিজুল ইসলাম (৮) ও হামজা মল্লিক (৫)।

বুধবার সন্ধ্যায় বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায় তারা। স্থানীয়রা উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মাদারীপুরে মসজিদে নূর বড় মসজিদের নতুন কমিটি গঠনমাদারীপুরে মসজিদে নূর বড় মসজিদ পরিচালনার জন্য নতুন ২১ সদস্য বিশিষ্ট কমি...
16/09/2025

মাদারীপুরে মসজিদে নূর বড় মসজিদের নতুন কমিটি গঠন

মাদারীপুরে মসজিদে নূর বড় মসজিদ পরিচালনার জন্য নতুন ২১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জাহানদার আলী জাহান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সোহরাব হোসেন হাওলাদার।

মাদারীপুরের শিবচরে রাকিব সরদারকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় এলাকাবাসী ও শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্...
16/09/2025

মাদারীপুরের শিবচরে রাকিব সরদারকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় এলাকাবাসী ও শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শিবচর পৌর বাজারের ইউসিবি ব্যাংকের সামনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা রাকিব হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

মাদারীপুরের পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অন...
16/09/2025

মাদারীপুরের পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার শরীফ মোহাম্মদ ইমারাত হোসেন এবং সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রঞ্জন কুমার বোস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুর রহমান বাচ্চু।

ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিদ্যালয়ের শিক্ষার মান, শৃঙ্খলা ও সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন। পাশাপাশি শিক্ষার্থীদের আরও মনোযোগী ও সুশিক্ষায় শিক্ষিত করে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
এ সময় অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Address

Sadar
Madaripur
7900

Website

Alerts

Be the first to know and let us send you an email when Post Mail / পোষ্ট মেইল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share