Israt Jahan jui

Israt Jahan jui Let's find you

ধরো, কোন একদিন দেখবে,,, তোমার আমাকে খুব মনে পড়ছে///)।ব্লক উঠিয়ে দেখবে কিছুদিন যাবৎ আমার facebook এ কোন পোস্ট নেই, WhatsA...
08/12/2024

ধরো, কোন একদিন দেখবে,,, তোমার আমাকে খুব মনে পড়ছে///)।ব্লক উঠিয়ে দেখবে কিছুদিন যাবৎ আমার facebook এ কোন পোস্ট নেই, WhatsApp এ ও আমি নেই, Contract number এ ও আমাকে পাওয়া যাচ্ছে না, আমার ফোনটাও Switch off আছে। তোমার হয়তো সামান্য চিন্তা হবে যে কি হয়েছে তার? কই গেল সে.?

ধরো,,, কিছুদিন পর জানা গেল সে আর পৃথিবীতে নেই, তার সাথে যোগাযোগ করারও কোন মাধ্যম নেই.!😌💔😌

08/12/2024

কখনো কখনো সুন্দর
জীবনটা ন'ষ্ট করার জন্য,
একজন ভু'ল মানুষের
মি'থ্যা ভালোবাসাই যথেষ্ট।

—অনামিকা সুলতানা

15/11/2024

If my eyes are on you don’t worry, who's eyes are on me,,,,...💔❤️💔

07/11/2024

পাওয়া কাকে বলে যে মানুষ জানে না, সে ছোয়াকেই পাওয়া মনে করে।

06/11/2024

প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস
তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ।

25/10/2024

মেঘ আসে বৃষ্টি হওয়ার ভয় দেখায়,
আবার আকাশ পরিষ্কার হয় মেঘ সরে যায়।
তখনি হঠাত বৃষ্টি এসে আমায় ভেজায়,

আমার প্রতিটা দিন কাটছে এমনি অনিশ্চয়তায়!

25/10/2024

জীবনের সবচেয়ে মূল্যবান জ্ঞান হলো নিজেকে জানতে পারার জ্ঞান!
একজন ব্যক্তি যত বেশি শিক্ষিত হোক না কেন, তার মধ্যে যদি নিজেকে জানতে পারার জ্ঞান না থাকে তাহলে তার সর্বোচ্চ শিক্ষার কোন মূল্য নেই।
অনেক উচ্চশিক্ষিত মানুষকে দেখেছি যারা বলে বেড়ায়, রাগের মাথায় আমার মাথায় ঠিক থাকেনা!!!
কেনো!
রাগের মাথায় আপনার মাথা ঠিক থাকবে না কেনো!!
কারণ আপনার নিজেকে জানার অভাব রয়েছে।
আপনি প্রকৃতপক্ষে রাগের মাথায় যে আচরণটি করেন তার মধ্য দিয়েই প্রকাশ পায় আপনি কেমন চরিত্রের মানুষ, কেমন জ্ঞানী, কেমন মার্জিত, কেমন হৃদয়ের অধিকারী এবং আপনার পারিবারিক শিক্ষাটা কতটা সুন্দর।
নিজেকে নিয়ন্ত্রণ করুন!

24/10/2024

প্রতি রাতে ঘুমাতে গেলেই বারবার মনে পড়ে, 'ভালো সময় আসবে কবে? একটা ভালো ঘুম হবে কবে? কতো অপেক্ষার পর আসবে সেই ভালো সময় ?'❤️‍🩹🌸

Address

Shibchor
Madaripur

Alerts

Be the first to know and let us send you an email when Israt Jahan jui posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share