
08/08/2025
কোন বিবাহিত মেয়ে ম*রে গেলে অথবা সু*ই*সাইড করলে! বাবা মায়ের মনে বড় দুঃখ হয়।
কি কষ্ট ছিল মেয়ের মনে একটুও বললনা?
কিন্তু আসলেই কি বলেনাই?
আপনার তাই মনে হয়?
বলেছে!
বারবার বলেছে!
হাজার বার বলেছে শতবার বলেছে!
কিন্তু তারা সমাধান কি দিয়েছেন জানেন?
মেনে নাও
সহ্য করো
সংসারে মন দাও
পরের বাড়ি এমন ই হয়
আরেকটা বাচ্চা নাও
তোমার ই দোষ
তোমার ধর্য কম
কখনো অই মেয়ের স্বামীর মা কে বলতে শুনেছেন?
বাবা তুই সংসারে মন দে!
বাবা তুই এইযে প্রতি সন্ধ্যায় বন্ধুদের সাথে বাইরে আড্ডা দিতে যাস সেটা বাদ দিয়ে বউকে সময় দে!
বাবা তুই অফিস থেকে আসার সময় বউ এর প্রয়োজনীয় জিনিস গুলো এনে দিস!
বাবা তুই বউকে মাঝে মধ্যে একটু ঘুরতে বাহিরে নিয়ে যাস!
বাবা তুই বউকে এত নির্যাতন করিস না।
❤️🔥কোন দিন শুনেন নাই
কারন পুরুষ এর কম্প্রোমাইজ করতে হয়না!
তাদের সংসার করতে হয়না।
সংসার শুধু এক তরফা নারীরা করবেন।
সমস্ত কম্প্রোমাইজ, স্যাক্রিফাইজ তারা করবেন।
সন্তান ধারন করতে জীবন টাও বাজি রাখবেন।
এক সন্তানে কাজ না হলে তিন চার বার এটেম নেবেন।
তাও সংসার কে টাইট করে ধরে তাকে রাখতেই হবে।
এরপর কেউ সফল নারী চিকিৎসক হয়েও গায়ে আ*গুন ঢেলে সু*
ইসাইড করবে
কেউ ছাদ থেকে লাফ দেবে।
কেউবা মানসিক চাপ থেকে স্টক করে মরবে।
লিখে রেখে যাবে আই কুইট।
সবার কাছে গিয়ে যখন তার সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায় তখনি সে কুইট করে।
আমি একে আত্নহত্যা বলবনা।
এটা খুন,এটা মার্ডার।
আফসোস এসব মার্ডারের কোন শাস্তি নেই।