Iqra Islamic Academy

Iqra Islamic Academy ছোটদের বই মানেই ইকরা ইসলামিক একাডেমি

চোখের গুনাহ করলে ৫টি ক্ষতি—১. ফরয নামাযে তাকবিরে উলা থেকে মাহরুম হবে।২. তাহাজ্জুদের নেয়ামত থেকে মাহরুম হবে।৩. রুজির বরকত...
01/08/2025

চোখের গুনাহ করলে ৫টি ক্ষতি—

১. ফরয নামাযে তাকবিরে উলা থেকে মাহরুম হবে।
২. তাহাজ্জুদের নেয়ামত থেকে মাহরুম হবে।
৩. রুজির বরকত কমে যাবে।
৪. মুখস্ত কুরআন ও দুআ ভুলে যাবে।
৫. মৃ*ত্যুর সময় ঈমানি হালাতে মৃ*ত্যু হওয়ার সম্ভবনা কমে যাবে।

উল্টো দিকে নজরের হেফাজত করতে পারলে ঈমানের মজা পাবে আর ঈমানের মধ্যে নূর হাসিল হবে।

— মাওলানা ইউসুফ কান্ধলবী (রাহি.)

আমাদের একজন সম্মানিত গ্রাহকের রিভিউ 💚
30/07/2025

আমাদের একজন সম্মানিত গ্রাহকের রিভিউ 💚

28/07/2025
আমাদের বইগুলো নিয়ে একজন সম্মানিত গ্রাহকের পাঠানো ছবি, ও রিভিউ 💚
28/07/2025

আমাদের বইগুলো নিয়ে একজন সম্মানিত গ্রাহকের পাঠানো ছবি, ও রিভিউ 💚

এক নজরে আমাদের সবগুলো বই দেখুন।বিস্তারিত জানতে : iqraislamicacademybd.com
27/07/2025

এক নজরে আমাদের সবগুলো বই দেখুন।

বিস্তারিত জানতে : iqraislamicacademybd.com

26/07/2025

আলহামদুলিল্লাহ
এতদিন পরে আমাদের বইগুলো আবার স্টকে এসেছে। যারাই অপেক্ষা করছিলেন। আপনাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার দিন।

ইসলামের জ্ঞান না থাকার কারণে এমনটা হয়। আমাদের মা-বাবারা প্রচুর ওয়াজ শুনেন। কিন্তু সেগুলো তারা নিজেদের জীবনে ফিট করতে চান...
06/07/2025

ইসলামের জ্ঞান না থাকার কারণে এমনটা হয়। আমাদের মা-বাবারা প্রচুর ওয়াজ শুনেন। কিন্তু সেগুলো তারা নিজেদের জীবনে ফিট করতে চান না। দিনশেষে তাদের মন মত বা তারা যেটা দেখে এসেছে সেটাই তাদের কাছে মানদন্ড হয়ে দাড়ায়।

📍আত্মহত্যা এবং পোস্ট মর্টেমথার্ড ইয়ার থেকে মেডিকেল স্টুডেন্টদের ফরেনসিক ক্লাস শুরু হয়। ক্লাসের একটা পার্ট হচ্ছে পোস্ট ...
06/07/2025

📍আত্মহত্যা এবং পোস্ট মর্টেম
থার্ড ইয়ার থেকে মেডিকেল স্টুডেন্টদের ফরেনসিক ক্লাস শুরু হয়।
ক্লাসের একটা পার্ট হচ্ছে পোস্ট মর্টেমে উপস্থিত থাকা; কীভাবে করা হয় দেখা ও শেখা ।
আমরা একদম প্রথম যে দুইটা কেস পেয়েছিলাম-
দুইটাই মেয়ে,অল্প বয়সী।
দুইটাই সুইসাইডাল কেইস।
একজন গলায় ফাঁস,আরেকজন বিষ খেয়ে মরা।
প্রথমেই ডেড বডির শরীর থেকে কাপড় সব খুলে ফেলা
হয়। ডাক্তার , স্টুডেন্ট ,পুলিশ এবং ডোম ( যারা কমনলি লাশ কাটে,
হ্যান্ডেল করে ) সবাই উপস্থিত থাকে সেখানে। এরপর গলা
থেকে নাভির নিচ পর্যন্ত ছুরি দিয়ে চামড়া
কাটা হয়। এরপর গরুর যেভাবে চামড়া ছাড়ায় সেভাবে চামড়া ছাড়ায়।
তারপর বুকের পাঁজর যেভাবে যেভাবে কাটে সেটাকে ঠিক
কাটা বলা যায় না; ভাঙে বললেই ভালো! গরুর হাড় যেভাবে কশাইরা
কাটে অনেকটা সেরকম।
কন্ঠনালী অনেকটা টেনে হিঁচড়ে বের করে জিহ্বা সহ।
এরপর হার্ট, লিভার, পাকস্থলি কেটে প্রিজার্ভ করা হয় ।
বেশি খারাপ লাগে যখন মগজ বের করে। আমাদের দেশে
'ইলেক্ট্রিক স' নাই, মাথার খুলি কাটার জন্য। ওরা যেটা করে-
কাঠমিস্ত্রির দোকানে হাতুড়ি বাটাল হয়ত দেখে থাকবেন, ওই হাতুড়ি
বাটাল দিয়ে বাড়ি দিয়ে দিয়ে খুলি ফাটায়; খুলি ভাঙার শব্দটা খুব অদ্ভুত!
তার আগে মাথার মাথার চামড়া সহ চুল মোটামুটি বলা যায় হ্যাঁচকা টানে
খুলে ফেলা হয়। তখন মানুষটাকে আর মানুষ মনে হয় না ।
এক্সামিন শেষে ব্রেইনটাকে পেটের ভেতর পুরে দিয়ে
সেলাই করে দেয়।
সত্যি বলতে কোরবানির সময় গরু ছাগল জবাই থেকে মাংস কাটা
সবই দেখেছি, করেছি।
আমার কাছে মনে হয়েছে গরু ছাগলও অনেক যত্ন নিয়ে
কাটে মানুষ! কারণ ওটার চামড়া দামী, মাংস দামী। চামড়াটা যেন অক্ষত
থাকে, চামড়া যেন থেতলে না যায়; এমন অনেক কিছু
মেইনটেইন করা লাগে। শুধু পোস্ট মর্টেমের সময়
যেভাবে ডেড বডির সাথে বিহেভ করা হয়, সেটা দেখে প্রত্যেক ডাক্তার আর মেডিকেল স্টুডেন্ট মনে মনে এই
দোয়া করতে কখনও ভুলে না- খোদা , আমাকে এমন মৃত্যু দিও না যে আমার মৃতদেহের পোস্ট মর্টেম করার প্রয়োজন
পড়ে ।
!
এইগুলো সাধারণত পাবলিকলি না বলাই ভালো। কিন্তু এতকিছু আজকে
বললাম শুধু নিউজ ফিডে একটা সুইসাইডাল মৃত্যুর খবর বেশ ঘুরপাক
খাচ্ছে দেখে। সেই পুরাতন প্রেম, প্রেমে ব্যর্থতা, হতাশায় ডুবে যাওয়া
এরপর মেয়েটার/ছেলেটার সুইসাইড; মরার আগে ছেলেটাকে/মেয়েটাকে দায়ী করে যাওয়

গায়রত! 🔥
05/07/2025

গায়রত! 🔥

Address

Shibchar
Madaripur
7930

Alerts

Be the first to know and let us send you an email when Iqra Islamic Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Iqra Islamic Academy:

Share