Iqra Islamic Academy

Iqra Islamic Academy ছোটদের বই মানেই ইকরা ইসলামিক একাডেমি

পাঠকের রিভিউ
04/09/2025

পাঠকের রিভিউ

03/09/2025

মায়েদের বলছি:
সন্তানকে শেখান সে যেন তার বাবার জন্য দোয়া করে—আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন এবং হালাল রিজিক অর্জনের তাওফিক দেন।

02/09/2025

আমাদের ”জীবন সাজাবো নবিজির মত” সিরিজটির নতুন ভার্সন এসেছে।
এবং পৃষ্ঠা সংখ্যা বেড়েছে ৩৪০ টি।
সাথে ছবিও যুক্ত হয়েছে।

নগদ নগদ, গরম, গরম, রিভিউ। মাত্র হাতে পেয়ে রিভিউ দিলেন, একজন সম্মানিত গ্রাহক আলহামদুলিল্লাহ 💚
02/09/2025

নগদ নগদ, গরম, গরম, রিভিউ। মাত্র হাতে পেয়ে রিভিউ দিলেন, একজন সম্মানিত গ্রাহক আলহামদুলিল্লাহ 💚

অনেকেই জিজ্ঞেস করেন আমাদের বইগুলো কত বছরের বাচ্চারা পড়তে পারবে?১. যেসব বাচ্চারা বাংলা রিডিং পড়তে পারে। গল্প পড়তে পারে। প...
02/09/2025

অনেকেই জিজ্ঞেস করেন আমাদের বইগুলো কত বছরের বাচ্চারা পড়তে পারবে?

১. যেসব বাচ্চারা বাংলা রিডিং পড়তে পারে। গল্প পড়তে পারে। পড়ে বুঝতে পারে এখানে কি লেখা আছে? কি বলেছে? সেই সব বাচ্চারাই আমাদের বইগুলো পড়তে পারবে।

২. যেসব বাচ্চারা এখনো বাংলা পড়তে পারে না। কিন্তু মায়ের কাছে বাবার কাছে গল্প শুনতে চায়। দুপুরে বা রাতে শুয়ে শুয়ে গল্প শোনার আবদার করে। তখন কিন্তু বাবা-মায়েরা গল্প শোনান। কি হয় সেই গল্পগুলো? কি থাকে গল্পে? ভূতের গল্প, রাজা-বাদশাহদের কাল্পনিক গল্প, অথবা নিজেরাই তখন কোন গল্প আবিস্কার করে বলেন বা অনেকে তো গল্পই পারেন না। লজ্জা পান, সন্তানের সাথে এজন্য তাদের বোঝা-পড়াটা বা মেলবন্ধনটা হয়ে উঠে না।

কিন্তু যদি আপনার হাতে আমাদের বইগুলো থাকে তাহলে এই গল্প নিয়ে কোন পেরেশানীতে পড়তে হবে না। আমাদের বইগুলোতে রয়েছে শত-শত গল্প। শত-শত হাদিস। সবগল্প সত্য গল্প। কুরআন থেকে নেওয়া গল্প। হাদিস থেকে নেওয়া গল্প।

ইসলামের এমন কোন বিষয় নেই, যে বিষয় সম্পর্কে আলোচনা করা হয়নি। বাংলাভাষায় এতটা চমৎকার কাজ আগে কেউ করেনি। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। আপনি বইগুলো নেওয়ার পরে আমাদের জন্য মন ভরে দু'আ করবেন ইনশাআল্লাহ।

আপনার সন্তানও আমাদের সন্তান। আমরা সবাই একসাথে জান্নাতে যেতে চাই। একা যেতে চাই না। আপনারাও আমাদেরকে ছাড়া যাইয়েন না।

আসুন একসাথে দুনিয়ায় আল্লাহ বিধান মেনে চলি এবং জান্নাতের পথ খুঁজি।

🔴 ৪-১২ বছর বয়সী শিশুদের ভদ্র-বিনয়ী ও খাঁটি মুমিন হিসেবে গড়ে তুলতে, আলেমদের তত্ত্বাবধানে গবেষণাকৃত “জীবন সাজাবো নবিজির মত” (মোট : ৩০ টি ছোট বইয়ের প্যাকেজ) প্যারেন্টিং গাইডলাইন বইসহ।

🔴স্পেশাল প্যাকেজটি দেশের প্রায় ১০ হাজার মা-বাবা সন্তানকে নেককার ও পরহেজগার করে গড়ে তুলতে এবং নবীজির আদর্শে সন্তানের আখলাক গড়তে এটিকে গাইডলাইন হিসেবে বেছে নিচ্ছেন।

🔴 প্যাকেজটি কাদের জন্য…
✅যারা সন্তানকে ছোটবেলা থেকে ভদ্র-বিনয়ী করে গড়ে তুলতে চান।
✅যারা সন্তানকে খাঁটি মুমিন হিসেবে গড়তে চান।
✅যারা সন্তানকে ছোট থেকেই ইসলামের প্রাথমিক শিক্ষা দিতে চান।
✅যারা সন্তানকে নবীজির দু‘আ ও হাদীসের গল্প শিখাতে চান।
✅যারা সন্তানকে প্রয়োজনীয় দ্বীনি শিক্ষা দিতে চান।
✅যারা সন্তানকে পড়াশোনায় আগ্রহী করে তুলতে চান।
✅যারা সন্তানকে তার সমবয়সীদের থেকে অলাদা করে গড়তে চান।
✅ যারা সন্তানের নানা বদঅভ্যাস নবিজির সুন্নাহ অনুযায়ী সমাধান করতে চান।
✅শিশুর আদব-আখলাক যেন সুন্দর হয় সে উদ্দেশ্যেই সাজানো হয়েছে প্রতিটি বই।
✅একটি সুন্দর গল্পই বদলে দিতে পারে আপনার শিশুর ভাবনার জগৎ।
✅ছোটরা বইগুলো পড়তে পড়তেই জেনে যাবে শত শত আয়াত ও হাদীস।
✅প্রতিটি বই খুবই ছোট তাই শিশুরা বিরক্ত হবে না। এক বসাতেই একটি বই শেষ হয়ে যাবে।
✅ ২৭ টি বইয়ে আছে ২৪ টি করে পৃষ্ঠা। আর ৩টি বইয়ে আছ : ৬৪ পেইজ করে।
✅ ৩০টি বইয়ের মোট ৮৪০ পৃষ্ঠায় পাবেন শত শত শিক্ষণীয় গল্প ও ঘটনা, আয়াত ও হাদিস।
✅প্রতিটি বই‘ই সংকলন করা হয়েছে কুরআন, হাদীস ও সীরাতের বিশুদ্ধ কিতাব থেকে।
✅ ফলে আপনার শিশু অনুপ্রাণিত হবে বিশুদ্ধ ইসলামি শিক্ষার আলোকে।
✅পুরো সিরিজটি সাজানো হয়েছে শিশুতোষ মন-মানসিকতার কথা মাথায় রেখে। তাই কোথাও জটিল শব্দ বা বড় বাক্য ব্যবহার করা হয়নি। সহজ সাবলীল করার চেষ্টা করা হয়েছে।
✅আমাদের অভিজ্ঞতা থেকে বলছি, যে শিশুরা নিজে থেকে এখনো বই পড়তে পারে না, মানে যাদের বয়স ছয় বছরের কম
✅তারাও এই বইগুলো শুনতে খুব পছন্দ করবে।

📕আমাদের সিরিজে যে বইগুলো রাখা হয়েছে :
১. ছোটদের প্রিয় নবি (৪ টি বই)
২. আদব সিরিজ (৮ টি বই)
৩. আখলাক সিরিজ (৬ টি বই)
৪. ইসলামের বিধি-বিধান সিরিজ (৬ টি বই)
৫. পরিচয় জানি সিরিজ (৫ টি বই)
৬. পিতা-মাতার জন্য : সন্তান প্রতিপালনের গাইডলাইন বই
📕 ৪-১২ বছরের সন্তানদের জন্য ইসলামি গাইডলাইন সিরিজ
⚫ সর্বমোট : ৩০ টি বইয়ের বিশাল প্যাকেজ
⚫ ২০টি দু‘আ স্টিকার হাদিয়া
⚫ স্টিকার সাইজ : ৯ বাই ৬ ইঞ্চি
💰 মুদ্রিত মূল্য : 2400৳
🏵️ অফার মূল্য : 1200৳
🏵️ ডেলিভারি চার্জ ফ্রি
✅আরো বিস্তারিত জানতে ও সিরিজটি সংগ্রহ করতে ভিজিট করুন: https://iqraislamicacademybd.com/
✅অর্ডার করতে মেসেজ করুন : m.me/216367241555344
☎কল করুন - 01951-844822

রিজিক মানে শুধুই টাকা না ৷ রিজিকের বিভিন্ন ধরন হতে পারে ৷ইমান, নেক আমল, অনুগত পরিবার, প্রয়োজনীয় অর্থ, হালাল উপার্জন,  নি...
02/09/2025

রিজিক মানে শুধুই টাকা না ৷ রিজিকের বিভিন্ন ধরন হতে পারে ৷

ইমান, নেক আমল, অনুগত পরিবার, প্রয়োজনীয় অর্থ, হালাল উপার্জন, নিরাপত্তা, মানুষের কাছে গ্রহণযোগ্যতা, পর্যাপ্ত জ্ঞান, উত্তম বন্ধু, চক্ষুশীতলকারী সন্তান, স্বাস্থ্যসম্মত খাদ্য, সৌন্দর্য, সম্মানজনক পেশা, চিত্তপ্রশান্তিদায়ক জীবনসঙ্গী, সৃষ্টির ভালোবাসা, সু-স্বাস্থ্য, জ্ঞান-বুদ্ধির পরিপক্বতা, নীতি-নৈতিকতা, সততা ইত্যাদি ৷

02/09/2025
বিশ্বের ৮০০ কোটি মানুষের ১৬০০ কোটি বৃদ্ধাঙ্গুলি রয়েছে, যার প্রতিটি নকশা এমনভাবে তৈরি করা হয়েছে যে এর কোন একটি নকশা ১৬০...
01/09/2025

বিশ্বের ৮০০ কোটি মানুষের ১৬০০ কোটি বৃদ্ধাঙ্গুলি রয়েছে, যার প্রতিটি নকশা এমনভাবে তৈরি করা হয়েছে যে এর কোন একটি নকশা ১৬০০ কোটি মানুষের মধ্যে মেলেনা।

এইটা কি শুধুই প্রকৃতির খেলা নাকি সুপরিকল্পিত ভাবে ডিজাইন করা আল্লাহর কুদরতি কারিশমা?

এরপরেও একজন মানুষ কিভাবে নাস্তিক হতে পারে?
কিভাবে আল্লাহকে ভুলে থাকতে পারে?

অনেকেই জানতে চান আমাদের গাইডলাইন প্যাকেজে কি কি থাকবে?৩০টি বই থাকবে। গল্প অনুযায়ী ছবি যুক্ত করা।মোট পেইজ সংখ্যা : ৮৪০নাম...
01/09/2025

অনেকেই জানতে চান আমাদের গাইডলাইন প্যাকেজে কি কি থাকবে?

৩০টি বই থাকবে। গল্প অনুযায়ী ছবি যুক্ত করা।
মোট পেইজ সংখ্যা : ৮৪০
নামাজ, রোজা, হজ, জাকাত থেকে শুরু করে আদব আখলাক সব কিছু একটি সিরিজে কাভার করা হয়েছে।

হাদিয়া হিসেবে
২০ টি দুআ স্টিকার থাকবে। বিগ সাইজের
৯/৬ ইঞ্চি। যার বাজার মূল্য : ৩০০ টাকা

পুরো প্যাকেজটি : ১২০০ টাকায় পাচ্ছেন।
অর্ডার করতে ইনবক্স করুন।
অথবা ভিজিট করুন : iqraislamicacademybd.com

01/09/2025

বুকে হাত দিয়ে বলতে পারি আমাদের বইগুলো যতটা ডিটেইলস ভাবে লেখা হয়েছে। এতটা ডিটেইলস ভাবে বাংলা ভাষায় ছোটদের জন্য কোন কাজ হয়নি।

নিরাপদে প্রতিদিন কাজকর্ম শেষে বাসায় আপনার পরিবারের কাছে ফিরতে পেরেছেন এর থেকে বড় সৌভাগ্য এই দেশে আর নাই!এই দেশে এখন মানু...
31/08/2025

নিরাপদে প্রতিদিন কাজকর্ম শেষে বাসায় আপনার পরিবারের কাছে ফিরতে পেরেছেন এর থেকে বড় সৌভাগ্য এই দেশে আর নাই!

এই দেশে এখন মানুষের মুখোশ পরিহিত কিছু অমানুষ বাস করে। সুযোগ পেলেই আপনি/আমি খতম।

Address

Shibchar
Madaripur
7930

Alerts

Be the first to know and let us send you an email when Iqra Islamic Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Iqra Islamic Academy:

Share