Today Blast

Today Blast We deliver the news you need, fast and furious. Today Blast: Your Daily Dose of News that Breaks the Mold

We deliver the news you need, fast and furious.
(1)

No fluff, just the latest headlines and stories that matter, curated from a global network of sources. Stay informed and engaged with Today Blast - it's the news you won't want to miss!

25/07/2025

চো র পুলিশের খেলা।

22/07/2025

সব মার্কা দেখা শেষ, হাত পাখার বাংলাদেশ — মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম

21/07/2025

উত্তরায় মাইলস্টোন কলেজে ট্রেনিং বিমান বি ধ্ব স্ত।

20/07/2025

মাদারীপুরে ড্রেজার নিয়ে উ ত্তে জ না, চৌরাস্তা ও পাকা মসজিদ এলাকায় সং ঘ র্ষ।

20/07/2025

সন্তানকে স্বপ্নের পথে পাঠাতে গিয়ে দা লালের ফাঁ দে এখন নি খোঁজ প্রিয় মুখ।

20/07/2025

*🌿 সবুজের ছোঁয়ায় ভবিষ্যৎ 🌱*

স্বপ্নচূড়া তরুণ সংঘ বাংলাদেশ (STSB) এর আয়োজনে ও প্রগতি ইসলামী জলবায়ু উন্নয়ন ও কর্মসংস্থান ফাউন্ডেশনের সহযোগিতায়
📍 পাঁচখোলা ১৩নং জাজিরা কে. এম. সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
*বৃক্ষরোপণ ও উপহার বিতরণ কর্মসূচি* অনুষ্ঠিত হয়।

🔹 সভাপতিত্ব করেন STSB সভাপতি মোঃ হাসান আহমেদ
🔹 উপস্থিত ছিলেন মোঃ সাজীব আহমেদ (ব্যবস্থাপনা পরিচালক, প্রগতি ফাউন্ডেশন)
🔹 অংশগ্রহণ করেন STSB মাদারীপুরের স্বেচ্ছাসেবীরা

পরিবেশ রক্ষায় আমাদের অঙ্গীকার—আজ, আগামী ও ভবিষ্যতের জন্য 🌍🌳

19/07/2025

দলের ভিন্নতা থাকতে পারে, মতের ভিন্নতা থাকতেই পারে—এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু তাই বলে কোনো দলের, কিংবা ভিন্নমতের একজন মানুষ মারা গেলে বা অসুস্থ হয়ে গেলে তাতে আনন্দ প্রকাশ করা? মজা করা? এটা কেমন মানুষ হওয়া? আমরা মানুষ হয়েছি চেহারায়, কিন্তু মন-মানসিকতায় কি আসলেই মানুষ হতে পেরেছি?

একজন রাজনৈতিক প্রতিপক্ষও একজন মানুষ, তারও পরিবার আছে, অনুভূতি আছে। মতাদর্শ আলাদা মানেই কি সে আমাদের ঘৃণার পাত্র? যদি তাই হতো, তবে তো পৃথিবীতে কেউ কারো সহ্যই করত না। ভিন্নমত থাকা মানেই হিংসা, ঘৃণা আর প্রাণহানি হবে—এই চিন্তাধারা আমাদের সমাজ, রাজনীতি ও মনুষ্যত্বকে কোথায় নিয়ে যাচ্ছে?

আজ আমরা চেয়ার পাওয়ার জন্য, নিজের সুবিধার জন্য, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য নির্দ্বিধায় একজন মানুষকে হত্যা করতে প্রস্তুত। অথচ ভুলে যাই—চেয়ার চিরস্থায়ী না, কিন্তু কর্মের বিচার একদিন হবেই।

চলো, আমরা মানুষ হই। ভিন্নমতকে শ্রদ্ধা করতে শিখি। প্রতিপক্ষকে প্রতিপক্ষের চোখে নয়, একজন মানুষ হিসেবে দেখতে শিখি। কারণ রাজনীতি যায় আসে, কিন্তু মানবতা যদি মরে যায়—তবে আমরা সবাই পরাজিত।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ-২০২৫  ঘিরে সমর্থকদের ঢল ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। #আল্লাহু_আকবার  #আল...
19/07/2025

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ-২০২৫ ঘিরে সমর্থকদের ঢল ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে।
#আল্লাহু_আকবার #আলহামদুলিল্লাহ #মাশাআল্লাহ #রাইট #ঢাকাবাংলাদেশ

19/07/2025

**"মানুষকে ঠকিয়ে, বিশ্বাসের সাথে খেলেছে যারা, তারা হয়তো সাময়িক কিছু লাভ করতে পারে, কিন্তু চিরকাল সম্মানিত হতে পারে না। মানুষ যদি আপনার ওপর বিশ্বাস করে, সেটিই সবচেয়ে বড় অর্জন। আর সেই বিশ্বাস ধরে রাখা সবচেয়ে বড় দায়িত্ব। কারণ, একটা ক্ষত ভুলে গেলেও বিশ্বাস ভাঙার ব্যথা মানুষ সারা জীবন মনে রাখে।

কারো ভালোবাসা, আস্থা বা নির্ভরতার সুযোগ নিয়ে তাকে আঘাত করা শুধু অনৈতিক নয়, চরম নিচু মানসিকতার পরিচায়ক। এমন মানুষ কখনোই হৃদয়ে জায়গা পায় না, পায় না সম্মানও। অন্যকে কষ্ট দিয়ে, মিথ্যা আশ্বাস দিয়ে, কিংবা প্রতারণা করে কেউ বড় হয় না—সেটা শুধুই সময়ের ব্যাপার, একদিন সব কিছুই ফেরত আসে।

17/07/2025

গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীর ও পর হা মলা র প্রতি বা দে মাদারীপুরে বি ক্ষো ভ স মা বেশ!

16/07/2025

আজ ১৬ জুলাই মাদারীপুরে এনসিপি'র কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে মাদারীপুর শকুনি লেকপার মুক্তমঞ্ছ এলাকায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে..

10/07/2025

সাবেক মন্ত্রী শাজাহান খানের মেয়ের সম্পদের বিবরণী চেয়ে দুদকের নোটিশ।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Today Blast posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share