AnuPoma Anu

AnuPoma  Anu Wlc to Jhandubamb's world

💐🍃
31/07/2025

💐🍃

Happy Birthday Sweet Mommy 💜Safwan Shanaya Family Vlog 💙
31/07/2025

Happy Birthday Sweet Mommy 💜
Safwan Shanaya Family Vlog 💙

দুপুরে ভাত খাইতে বসে হঠাৎ মনে হইল তোমারে ভুলে যাইতেছি— নিজেরে মনে হইলো স্বার্থপর।আবার মনে হইলো সব ভুলে যাওয়া স্বার্থপরতা...
28/07/2025

দুপুরে ভাত খাইতে বসে হঠাৎ মনে হইল তোমারে ভুলে যাইতেছি— নিজেরে মনে হইলো স্বার্থপর।

আবার মনে হইলো সব ভুলে যাওয়া স্বার্থপরতা না, কোন কোন ভুলে যাওয়া নিজের প্রতি দয়া করা।

দুপুরে ভাত খাইতে বসে হঠাৎ মনে হইলো, তুমি আমারে আর ভালোবাসো না, মনে হইলো তোমারে দেখিনা অনেকদিন হইয়্যা গেছে।

মনে হইলো
বুকের ভিতর কিছু দুঃখ থাকা ভালো
বুকের ভিতর কিছু দুঃখ থাকা ভালো..

লেখা: আরিফ হুসাইন

অরবিন্দু?-জ্বি।কী ভাবছো?- ভাবছি তোমায় কেন ভালোবাসি।আচ্ছা মানুষ কেন ভালোবাসে?- মানুষ মূলত ভালোবাসে যৌবন বয়সে প্রেমিকা, মধ...
20/07/2025

অরবিন্দু?
-জ্বি।

কী ভাবছো?
- ভাবছি তোমায় কেন ভালোবাসি।

আচ্ছা মানুষ কেন ভালোবাসে?
- মানুষ মূলত ভালোবাসে যৌবন বয়সে প্রেমিকা, মধ্যবয়সে কম্পানিয়ন আর শেষবয়সে নার্স হিসাবে একজন মানুষ পাবার আকাঙ্খায়।

তুমি আমায় কেন ভালোবাসো?
- মনে হয় আমার জন্য ভালোবাসি। তোমার শূন্যতার মতো সাংঘাতিক ঘটনা গ্রহণ করার মতো দুঃসাহস আমার নেই বলেই হয়তো তোমায় ভালোবাসতে হয়।

আমার জ্বর হলে টের পাও?
- না।

মাথা ব্যথা হলে?
- না।

তাহলে ভালোবাসা কী?
- ভালোবাসা হলো মনস্তাত্ত্বিক ব্যাপার। মনের পরিধির বাহিরে খুব বেশি জানতে চাইতে নেই, আগ্রহ হারায়।

তাহলে আমার জ্বর, মাথা ব্যথা, অসুস্থতা?
- এগুলো যাবতীয় সব যত্নশীলতা।

ভালোবাসায় কী কী থাকা প্রয়োজন?
- চুমু, যত্ন ও দায়িত্বশীলতা।

তোমায় একটা চুমু খাই?
- সমস্ত রাগ অভিমানের পর একটুআধটু চুমু খাওয়ার মতো পাগলামী না থাকলে তাকে ভালোবাসা বলা যায় না, বেনারসি।

•বই- অরবিন্দু সিরিজ
•লেখা- সানোয়ার হোসেন

অরবিন্দু?- জ্বি।বিকেলে একটু ঘুরতে নিয়ে যাবে?- হুম।কী পরবো?- নীল শাড়ি, নীল টিপ, খোলা চুল।তোমার বেলিফুল পছন্দ?- হ্যাঁ।তবে ...
14/07/2025

অরবিন্দু?
- জ্বি।

বিকেলে একটু ঘুরতে নিয়ে যাবে?
- হুম।

কী পরবো?
- নীল শাড়ি, নীল টিপ, খোলা চুল।

তোমার বেলিফুল পছন্দ?
- হ্যাঁ।

তবে একজোড়া বেলিফুলের মালা সঙ্গে এনো!
- হুম। এই ভুল ক্ষমার যোগ্য নয়।

আচ্ছা ভালোবাসায় ফুল কি খুব সামান্য?
- ভালোবাসায় ফুল বিনিময়ের মতো মূল্যবান ও সুন্দর বিনিময় আর কিছু হয় না।

আচ্ছা মানুষ ক'বছর বাঁচে?
- জীবন একটা অনিশ্চিত অবসর; নির্দিষ্ট সময় হয় না।

এই অনিশ্চিত জীবনেও তবে কেন মানুষ চাই?
- স্বল্প এই অবসরেও কারোর পাশে হাঁটতে হাঁটতে দু'চারটে মন খারাপের কারণ যেন বলে নেয়া যায়।

আমরা মানুষরা কি ভীষণ লোভী?
- হ্যাঁ। ভালোবাসা গ্রহণের লোভ। সঙ্গে পৃথিবীর সবচেয়ে বোকা প্রাণী।

কেন?
- এই যে একটু সামান্য ভালোবাসা পেলে কেমন বোকার মতো একটা জীবন বিনামূল্যে খরচ করে ফেলি।

•বই- অরবিন্দু সিরিজ
•লেখা- সানোয়ার হোসেন

তোমায় যেভাবে ভালোবেসেছিলাম, সে ভাবেই আস্তে আস্তে আবার একদিন ভুলে যাব। •সানোয়ার হোসেন
14/07/2025

তোমায় যেভাবে ভালোবেসেছিলাম, সে ভাবেই
আস্তে আস্তে আবার একদিন ভুলে যাব।

•সানোয়ার হোসেন

12/07/2025

আমি তোমাকে আজীবন ভালোবাসব কিন্তু আর কোনো দিন ভালোবাসি বলবো না, বলার সুযোগ থাকবে না!!

লেখা : Collected ❤️‍🩹

11/07/2025

আমি বুকটা পেতে আগলে রাখতে জানি 😄❤️‍🩹

অরবিন্দু?-জ্বি।তোমার ব্যস্ততা?- তোমার পাশে বসে থাকা।কোলাহল?- তোমার অনুপস্থিতি।প্রিয় পারফিউম?- তোমার গন্ধ।একবার জড়িয়ে ধরত...
10/07/2025

অরবিন্দু?
-জ্বি।

তোমার ব্যস্ততা?
- তোমার পাশে বসে থাকা।

কোলাহল?
- তোমার অনুপস্থিতি।

প্রিয় পারফিউম?
- তোমার গন্ধ।

একবার জড়িয়ে ধরতে পারি?
- ভালোবাসায় এই অনুমতি চাওয়া অপরাধ।

তুমি আমায় ভালোবাসো কেন?
- জানা নেই, তবে বাসতে ইচ্ছে করে।

কারণ ছাড়া ভালোবাসা হয়?
- সবকিছুর কারণ খুঁজতে হয় না। ভালোবাসায় অল্পস্বল্প বোকা থাকা ভালো। আমরা সচারাচর মিথ্যে খুঁজতে গিয়েই সত্যকে মিথ্যে ভেবে বসি।

মানুষ ভালোবেসে ছেড়ে যায় কেন?
- মাঝে মাঝে ভালোবাসাকে ছেড়ে গেলেই
ভালোবাসা শুদ্ধ, গভীর হয়।

মানুষের শূন্যস্থান পূরণ হয়?
- পৃথিবীতে প্রতিটি মানুষ ভিন্ন, তাই প্রকৃতি একমাত্র মানুষের শূন্যস্থান পূরণ করতে পারে না।

তুমি আমার কতোটা আপন?
- জন্মদাগের মতো।

একটা চুমু খেয়ে ভুল করি?
- হ্যাঁ। এমন সুন্দর ভুলগুলোই জীবনের উৎসব।

•বই- অরবিন্দু সিরিজ
•লেখা- সানোয়ার হোসেন

অরবিন্দু?- জ্বি।তুমি আমার কে?- তোমার বন্ধু।মানে আমায় ভালোবাসো না?- হ্যাঁ, বাসি। তবে ভালোবাসাতেও একে অপরের বন্ধু হয়ে উঠা ...
10/07/2025

অরবিন্দু?
- জ্বি।

তুমি আমার কে?
- তোমার বন্ধু।

মানে আমায় ভালোবাসো না?
- হ্যাঁ, বাসি। তবে ভালোবাসাতেও একে অপরের বন্ধু হয়ে উঠা জরুরি। কারণ ভালোবাসা হইলো উচ্চমানের বন্ধুত্ব।

কেন?
- ভালোবাসায় বন্ধুত্ব থাকলেই কেবল সম্পর্কে কম্ফোর্টজোন ঠিকঠাক থাকে। বন্ধুত্ব ছাড়া ভালোবাসা শুধু একটা মেকি বন্ধনের দেয়াল।

ভালোবাসা কি শুধুই মেকি বন্ধনের দেয়াল?
- হ্যাঁ। ভালোবেসেও তো অনেকে ভালোবাসা হতে মুক্তি পেতে চায়! তাই নয় কি?

হ্যাঁ! তবে আমি কীভাবে বুঝবো তুমি আমার বন্ধু?
- এই যে আমার কোন অভ্যাসটা তোমার অপছন্দ, রাস্তায় বেরুলে কোন ছেলেটা তোমার দিকে ড্যাবড্যাব করে তাকিয়ে থাকে; সে সব কথা সহজেই হাসতে হাসতে বলতে পারো।

তবে কি ভেবে চিন্তে বলা উচিত?
- না। যেদিন বুঝবে ভেবে চিন্তে কথা বলতে হচ্ছে সেদিন বুঝবে ভালোবাসা মরতে শুরু করেছে।

কেন?
- ভালোবাসা তো আর কোন টকশো নয় যে ভেবে চিন্তে উপযুক্ত কথাটাই বলতে হবে। ভালোবাসা হইলো মুক্ত আলোচনার ব্যাপার।

আমি তোমার কে?
- প্রেমিকা। তবে তারচেয়েও বেশি হলে বন্ধু।

অন্য মেয়ের দিকে তাকালে চোখ তুলে নিব!
- এমন শাসনকেই আমি ভালোবাসা বলে বুঝি, বেনারসি।

•বই- অরবিন্দু সিরিজ
•লেখা- সানোয়ার হোসেন

অরবিন্দু?- জ্বি। মানুষ ভালোবাসে কেন?- মানুষ ভালোবাসে মূলত নিজেকে ভালো রাখতে।ভালোবাসা নিঃস্বার্থ নয়?- না।তাহলে?- ভালোবাসা...
10/07/2025

অরবিন্দু?
- জ্বি।

মানুষ ভালোবাসে কেন?
- মানুষ ভালোবাসে মূলত নিজেকে ভালো রাখতে।

ভালোবাসা নিঃস্বার্থ নয়?
- না।

তাহলে?
- ভালোবাসা ভীষণ স্বার্থবাদী। নিজের নিঃসঙ্গতা, একাকীত্ব ঘোচাতে একজন মানুষ প্রয়োজন; সে অভাব মেটাতেই আমরা ভালোবাসি।

তবে ভালোবাসা ভেঙে যায় কেন?
- ভালোবাসায় নিজের ভালো থাকাটাই মূখ্য। বিপরীত মানুষটাকে ভালো রাখার গুরুত্ব থাকে না বলেই ভেঙে যায়।

ভালোবাসা ভেঙে গেলে দুঃখ হয় কেন?
- ভালোবাসার মানুষের কাছে ভালো থাকছি না বুঝে নিজে ফিরে এলে দুঃখ হয় না। নিজে ভালো আছি অথচ বিপরীত মানুষটা ছেড়ে চলে গেলেই কেবল দুঃখ গভীর হয়।

আমায় ভালোবাসো?
- হ্যাঁ।

তবে কি স্বার্থের জন্য?
- না।

তাহলে?
- আমি বিশ্বাস করি, ভালোবাসায় ভালোবাসার মানুষের ভালো থাকা নিশ্চিত করতে পারলেই কেবল নিজের ভালো থাকার নিশ্চয়তা পাওয়া যায়।

বিপরীত মানুষকে ভালো রাখতে হয় কেন?
- আমরা শুধু নিজের কম্ফোর্ট খুঁজি বলেই আজকালের ভালোবাসা দ্রুতই বিষবাষ্পে পরিণত হয়।

একজন মানুষকে ভালো রাখা এতো সহজ?
- না। একজন মানুষকে ভালো রাখার মতো জটিল কাজ দুনিয়াতে দ্বিতীয়টা নেই।

ভালোবাসি! ভালোবাসি! ভালোবাসি!
- আমি শুধু চাই আমার সমস্ত ভালো তোমার হোক।

•বই- অরবিন্দু সিরিজ
•লেখা- সানোয়ার হোসেন

Address

Madaripur, Sadar
Madaripur
7900

Website

Alerts

Be the first to know and let us send you an email when AnuPoma Anu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share