01/11/2025
চোখের নিচের ত্বক খুবই কোমল — তাই বয়স, ঘুমের অভাব, স্ট্রেস বা ডিহাইড্রেশন দ্রুত প্রভাব ফেলে এখানে। ফলাফল? বলিরেখা, ডার্ক সার্কেল আর ক্লান্ত চেহারা 😔
এবার ঘরোয়া উপায়ে এর সমাধান করে ফেলুন মাত্র ১ মিনিটেই! 💛
👇 যা লাগবে:
১ চা চামচ অ্যালো ভেরা জেল 🌱
½ চা চামচ নারকেল তেল 🥥
১ ফোঁটা ভিটামিন ই ক্যাপসুলের তেল 💧
👇 যেভাবে তৈরি করবেন:
সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন। একটি ছোট কাচের পাত্রে সংরক্ষণ করুন।
রাতে ঘুমানোর আগে আঙুলের ডগায় সামান্য ক্রিম নিয়ে চোখের নিচে হালকা হাতে ম্যাসাজ করুন ১-২ মিনিট ধরে।
👇 যা হবে:
✨ বলিরেখা ও fine lines কমে যাবে
✨ চোখের নিচের ত্বক হবে মসৃণ ও হাইড্রেটেড
✨ ক্লান্ত চেহারা দূর হয়ে আসবে, চোখ দেখাবে আরও সতেজ 🌙
💡 টিপস: ফ্রিজে রাখলে ক্রিম আরও ঠান্ডা ও আরামদায়ক অনুভূতি দেবে।
#চোখেরযত্ন #বলিরেখা_দূর