
01/03/2025
মাহে রমজান আত্মত্যাগের শিক্ষায় সমৃদ্ধ হয়ে উঠুক
-ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
মাহে রমাযান উপলক্ষে মাদারীপুরের মুসলিম উম্মাহ'’র প্রতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা।
রহমত, মাগফিরাত ও নাজাতের পয়গাম নিয়ে মাহে রমজান মুসলিম উম্মাহর দ্বারপ্রান্তে উপনিত। পবিত্র মাহে রমাযান উপলক্ষে মাদারীপুরের মুসলিম উম্মাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা সভাপতি তালুকদার মুহাম্মাদ দেলোয়ার হোসাইন ও সেক্রেটারি মুহাম্মাদ সোহেল তালুকদার।
নেতৃদ্বয় রমজান সামাজিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ব বোধ সৃষ্টি করে’। ‘রমজান আল্লাহ ও বান্দার মাঝে নিতান্ত গোপন ইবাদত তাই এর মাধ্যমে আল্লাহ ও বান্দার মাঝে সম্পর্ক দৃঢ়তর হয়’। ‘রমজান আল্লাহর ইবাদতের এক অভূতপূর্ব ট্রেনিং স্বরূপ’। মহান আল্লাহ তা'আলা রমজান
মাসে রোজা প্রত্যেক প্রাপ্ত বয়স্ক মুসলমানের উপর ফরজ করেছেন। একমাস সিয়াম সাধনার মাধ্যমে মানুষ আল্লাহর ভয়, আত্মিক পরিশুদ্ধতা ও শারীরিক সুস্থতা অর্জন করে। এই মাসে মহাগ্রন্থ আল কুরআন নাযিল হয়েছে। তাই এই মাসের পবিত্রতা রক্ষা করা সকল মুসলমানের জন্য অবশ্যই কর্তব্য।
আজ শনিবার মাদারীপুর বাসীকে প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় নেতৃদ্বয় বলেন, রমযান মাস তাকওয়া অর্জনের মাস, নাজাতের মাস, এ মাস সহানুভূতি ও সহমর্মিতার মাস। তাই রমজানের পবিত্রতা রক্ষা করতেই হবে। অশ্লীলতা মাদক নির্মূল করতে হবে।
নেতৃদ্বয় আরও বলেন, এ মাস নৈতিক ও আধ্যাত্মিক প্রশিক্ষণের মাস। পরিপূর্ণ হকসহকারে মাসব্যাপী রোজা পালনের মাধ্যমে আমাদের আত্মিক পরিশুদ্ধি অর্জনের পাশাপাশি সামাজিক সহমর্মিতা ও আত্মত্যাগের শিক্ষায় সমৃদ্ধ হতে হবে। সিয়াম সাধনার সাথে সাথে সালাত, সাহরি, ইফতার, তারাবিহ, তিলাওয়াত, তাওবাহ-ইসতিগফারে আত্মনিয়োগ করতে হবে। রমজানের পবিত্রতা বিনষ্ট হয় এমন কার্যক্রম থেকে নিজেরা বিরত থাকি এবং অন্যকেও বিরত রাখি। আল্লাহ আমাদের সহায় হোন।
বার্তা প্রেরক
মাওলানা শাহ-জালাল সাদী
প্রচার সম্পাদক
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
মাদারীপুর জেলা।