চরমোনাইর কাফেলা।

চরমোনাইর কাফেলা। নতুন কিছু থাকছে আমাদের এই খানে।

মাহে রমজান  আত্মত্যাগের শিক্ষায় সমৃদ্ধ হয়ে উঠুক-ইসলামী যুব আন্দোলন বাংলাদেশমাহে রমাযান উপলক্ষে মাদারীপুরের  মুসলিম উম্মা...
01/03/2025

মাহে রমজান আত্মত্যাগের শিক্ষায় সমৃদ্ধ হয়ে উঠুক
-ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ

মাহে রমাযান উপলক্ষে মাদারীপুরের মুসলিম উম্মাহ'’র প্রতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা।

রহমত, মাগফিরাত ও নাজাতের পয়গাম নিয়ে মাহে রমজান মুসলিম উম্মাহর দ্বারপ্রান্তে উপনিত। পবিত্র মাহে রমাযান উপলক্ষে মাদারীপুরের মুসলিম উম্মাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা সভাপতি তালুকদার মুহাম্মাদ দেলোয়ার হোসাইন ও সেক্রেটারি মুহাম্মাদ সোহেল তালুকদার।

নেতৃদ্বয় রমজান সামাজিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ব বোধ সৃষ্টি করে’। ‘রমজান আল্লাহ ও বান্দার মাঝে নিতান্ত গোপন ইবাদত তাই এর মাধ্যমে আল্লাহ ও বান্দার মাঝে সম্পর্ক দৃঢ়তর হয়’। ‘রমজান আল্লাহর ইবাদতের এক অভূতপূর্ব ট্রেনিং স্বরূপ’। মহান আল্লাহ তা'আলা রমজান
মাসে রোজা প্রত্যেক প্রাপ্ত বয়স্ক মুসলমানের উপর ফরজ করেছেন। একমাস সিয়াম সাধনার মাধ্যমে মানুষ আল্লাহর ভয়, আত্মিক পরিশুদ্ধতা ও শারীরিক সুস্থতা অর্জন করে। এই মাসে মহাগ্রন্থ আল কুরআন নাযিল হয়েছে। তাই এই মাসের পবিত্রতা রক্ষা করা সকল মুসলমানের জন্য অবশ্যই কর্তব্য।

আজ শনিবার মাদারীপুর বাসীকে প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় নেতৃদ্বয় বলেন, রমযান মাস তাকওয়া অর্জনের মাস, নাজাতের মাস, এ মাস সহানুভূতি ও সহমর্মিতার মাস। তাই রমজানের পবিত্রতা রক্ষা করতেই হবে। অশ্লীলতা মাদক নির্মূল করতে হবে।

নেতৃদ্বয় আরও বলেন, এ মাস নৈতিক ও আধ্যাত্মিক প্রশিক্ষণের মাস। পরিপূর্ণ হকসহকারে মাসব্যাপী রোজা পালনের মাধ্যমে আমাদের আত্মিক পরিশুদ্ধি অর্জনের পাশাপাশি সামাজিক সহমর্মিতা ও আত্মত্যাগের শিক্ষায় সমৃদ্ধ হতে হবে। সিয়াম সাধনার সাথে সাথে সালাত, সাহরি, ইফতার, তারাবিহ, তিলাওয়াত, তাওবাহ-ইসতিগফারে আত্মনিয়োগ করতে হবে। রমজানের পবিত্রতা বিনষ্ট হয় এমন কার্যক্রম থেকে নিজেরা বিরত থাকি এবং অন্যকেও বিরত রাখি। আল্লাহ আমাদের সহায় হোন।

বার্তা প্রেরক
মাওলানা শাহ-জালাল সাদী
প্রচার সম্পাদক
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
মাদারীপুর জেলা।

আলহামদুলিল্লাহ! চরমোনাইর মাহফিলে উপস্থিত হয়েছেন আমীরে মজলিস ইবনে শায়খুল হাদীস হাফিঃ  মুফতী সাখাওয়াত হোসাইন রাজী হাফিঃ
20/02/2025

আলহামদুলিল্লাহ! চরমোনাইর মাহফিলে উপস্থিত হয়েছেন আমীরে মজলিস ইবনে শায়খুল হাদীস হাফিঃ
মুফতী সাখাওয়াত হোসাইন রাজী হাফিঃ

ব্রেকিং নিউজ :মাওলানা মামু*নূল হক, মুফতি মিজানুর রহমান সাঈদ, আল্লামা জাফর আহমদ,  মাওলানা আরিফ বিন হাবিব, মাওলানা রিজওয়ান...
20/02/2025

ব্রেকিং নিউজ :
মাওলানা মামু*নূল হক, মুফতি মিজানুর রহমান সাঈদ, আল্লামা জাফর আহমদ, মাওলানা আরিফ বিন হাবিব, মাওলানা রিজওয়ান রফিকী, মাওলানা রেজাউল করিম আবরার সহ ঢাকার একটি বিশাল ওলামা কাফেলা আজ গভীর রাতে চরমোনাই মাহফিলে পৌছবেন, ইনশাআল্লাহ

আমীরুল মুজাহীদিন আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) হুজুরের উদ্বোধনী বয়ানের মধ্য দ...
19/02/2025

আমীরুল মুজাহীদিন আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) হুজুরের উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে শুরু হলো ঐতিহ্যবাহী চরমোনাই'র ফাল্গুন-১৪৩১ বঙ্গাব্দ (ফেব্রুয়ারী -২০২৫ খৃষ্টাব্দ) এর বাৎসরিক মাহফিল।

আজ বাদ জোহর পীরসাহেব চরমোনাই'র উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে শুরু হবে চরমোনাইর ঐতিহাসিক ফাল্গুনের ১০০ তম মাহফিল।
19/02/2025

আজ বাদ জোহর পীরসাহেব চরমোনাই'র উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে শুরু হবে চরমোনাইর ঐতিহাসিক ফাল্গুনের ১০০ তম মাহফিল।

কালকিনি উপজেলা সম্মেলনের সফলতা কামনা করছি।
12/02/2025

কালকিনি উপজেলা সম্মেলনের সফলতা কামনা করছি।

প্রতিষ্ঠাকালীন থেকে  দীর্ঘ ৮ বছর যুব আন্দোলন বাংলাদেশের ভালোবাসায় আবদ্ধ ছিলাম।চেয়েছিলাম এবার বিদায় নিতে। কিন্তু তা আর পা...
09/02/2025

প্রতিষ্ঠাকালীন থেকে দীর্ঘ ৮ বছর যুব আন্দোলন বাংলাদেশের ভালোবাসায় আবদ্ধ ছিলাম।চেয়েছিলাম এবার বিদায় নিতে। কিন্তু তা আর পারলাম না। এই অধমের উপর এত বড় দায়িত্ব আসবে কল্পনাও করি নাই। প্রস্তুত ছিলাম না। সকল সহযোদ্ধা, শুভাকাঙ্ক্ষীরা দোয়া, সহযোগিতা, পরামর্শ দিয়ে পাশে থাকবেন। যাতে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারি। রব্বে কারিম সেই তাওফিক দান করুন।

07/02/2025
'তুমি ফুল হয়ে ফোটো, ভ্রমর তোমার কাছেই ছুটে আসবে।' 'তুমি নীতিতে অটোল থাকো, ইমামের মুসল্লায় তুমিই থাকবে।'পীর সাহেব চরমোনাই...
27/01/2025

'তুমি ফুল হয়ে ফোটো, ভ্রমর তোমার কাছেই ছুটে আসবে।'

'তুমি নীতিতে অটোল থাকো, ইমামের মুসল্লায় তুমিই থাকবে।'

পীর সাহেব চরমোনাই

"সুভাষিত ফুল"
"রাজনীতির ইমাম"

 #একনজরে দেখে নিন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় কমিটির শীর্ষ তিন নেতাদের.ইসলামী যুব আন্দোলন বাংলাদে...
20/01/2025

#একনজরে দেখে নিন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় কমিটির শীর্ষ তিন নেতাদের.
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলার পক্ষ থেকে সকল কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতাদের জানাই সংগ্রামী,সালাম বিপ্লবী অভিনন্দন,হৃদয় নিড়ানো অকৃত্রিম গভীর প্রীতি ও ভালবাসা।

11/01/2025

নিশ্চয় তোমার প্রতিপালকের পাকড়াও বড়ই কঠিন।
(সূরা আর বুরুজ- ১২)

Address

Madaripur

Telephone

+8801887178353

Website

Alerts

Be the first to know and let us send you an email when চরমোনাইর কাফেলা। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to চরমোনাইর কাফেলা।:

Share

Category