Ärâf Hämdî

Ärâf Hämdî আসসালামু আলাইকুম
আপনার উপর শান্তি বর্ষিত হউক��

22/05/2025

বিয়ের পর বউ কি সত্যিই মারে,
নাকি গুজব😕🤦‍♂️

তারা ঢাকা থেকে এসেছে 🙂আমি ঠিক তার পাশাপাশি সিটে বসা, তাদের সামনের সিটে একটা বয়স্ক ভদ্রমহিলা বসে তাদের অনেকক্ষণ যাবত খেয়া...
04/05/2025

তারা ঢাকা থেকে এসেছে 🙂
আমি ঠিক তার পাশাপাশি সিটে বসা, তাদের সামনের সিটে একটা বয়স্ক ভদ্রমহিলা বসে তাদের অনেকক্ষণ যাবত খেয়াল করছেন। আমিও তাদের সবকিছু ফলো করছি। ছেলেটা একমুহূর্তের জন্যও মেয়েটির হাত ছাড়ছে না। ভদ্রমহিলাটা হঠাৎ তাদের জিগ্যেস করলো এমনে যে মাইনসের সামনে হাত দইরা বইয়া আছ বাবা মাইসে তো অনেককিছু কানাকানি করতাছে। তুমি কি হেরে বেশি ভালোবাসো?
কইত্তে আইছো তোমরা? কই যাইবা? বাড়ি কই? নাম কি তোমডার?
ছেলেটি বললো চাচি আমার নাম আরিফ ওর নাম হলো তারিন। আমরা ঢাকা থেকে এসেছি।
আমি তাকে অনেক ভালোবাসি। দুই বছর হলো আমাদের সম্পর্ক। ওর বড় ভাই আমাদের সম্পর্কের কথা জেনে গেছে তাকে দুইদিন ঘরে আটকে রেখে খুব মেরেছে। তার মা আমাকে পছন্দ করতো তাই আজকে আমরা সুযোগ বুঝে পালিয়ে এসেছি। আসার সময় তার মা আমার হাতে তার মেয়েকে তুলে দিয়ে বললো আমার মেয়ের হাত কখনো ছেড়ো না বাবা, ওর বাবা নেই তুমি তারিনকে কখনো কষ্ট দিও না।
চাচি ভালোবাসা কি আমি বুঝি না আমি শুধু ওরে বুঝি, যা হবে পরে দেখা যাবে। যা ভাবার ভাবুক লোকে এই হাত আমরণ আগলে রাখবো।

ভদ্রমহিলাটা একটা দীর্ঘ শ্বাস ফেলে বললো, আমিও তোমার চাচার লগে ভাইগ্গা আইছিলাম। এই যে হাত ধরলো এক লগে বুড়ো বুড়ি হইলাম। কতো সুখ দুঃখ এক লগে কাটাইলাম বাবা! তোমার চাচা বড় বালা মানুষ আছিলো, পাঁচবছর আগে মইরা গেছে। কবরটা আমার ঘরের জানালার পাশে দিছি, যতোদিন বাঁইচ্চা থাকমু তার কবরটা দেইখা কাটাই দিমু।

এমন অনেক ছোট বড় ভালোবাসার গল্প আছে আমাদের আসেপাশে। চামড়া ঝুলে যায়, চশমার পাওয়ার বেড়ে যায় তবুও ভালোবাসা কমে না! রাগ, অভিমান, সুখ, দুঃখ নিয়ে তারা একসাথে কাটিয়ে দেয় বেশ কয়েকটি যুগ।
ভালো থাকুক পৃথিবীর সকল ভালোবাসা ও ভালোবাসার মানুষগুলো। ❤️
©

আমাকে যিনি বিয়ে করেছেন, বিয়ের পর পুরো এক সপ্তাহ (নামাজ তেলোয়াত জিকিরের সময় ছাড়া) আমার দিকে তাকিয়েই থাকতেন। রুম থেকে...
30/04/2025

আমাকে যিনি বিয়ে করেছেন, বিয়ের পর পুরো এক সপ্তাহ (নামাজ তেলোয়াত জিকিরের সময় ছাড়া) আমার দিকে তাকিয়েই থাকতেন। রুম থেকে বের হলেই, ডেকে নিয়ে আবার সামনে বসিয়ে রাখতেন।
এক সপ্তাহ পর পেট খারাপ হয় হালকা, এই ছুঁতোয় আরো সাত দিন ছুটি নেয় অফিস থেকে।

মোট পনেরো দিন পর, অফিসে যাওয়ার সময় বার
বার তিনি বলছিলেন, শালার 'বিবিকে' বুক পকেটে রাখার মতো কোন উপায় নেই কেনো পৃথিবীতে!

সংগৃহীত

With Afiya Nusrat – I just got recognised as one of their top fans! 🎉
29/04/2025

With Afiya Nusrat – I just got recognised as one of their top fans! 🎉

With Amena Islam – I just got recognised as one of their top fans! 🎉❤️‍🩹❤️‍🩹
22/04/2025

With Amena Islam – I just got recognised as one of their top fans! 🎉❤️‍🩹❤️‍🩹

পূর্ণতা
22/04/2025

পূর্ণতা

11/04/2025

রাত 8:40৷ বাজে মাত্র এশার নামাজ পড়ে আসলাম আলহামদুলিল্লাহ
আমার পাশে একজন লোক নামাজ পড়লো শেসে সে দুই হাত তুলে মোনাজাতে করে কান্না করল লোকটি পাকিস্তান এর,, তার কান্না চোখে আর ফিলিস্তিনই ভাইদের জন্য দোয়া করল,আর তার সাথে আমারও মনটা অন্যরকম শিতল অনুভব হলো, আল্লাহ এই পাকিস্তানি ভাইটার দোয়া কবুল করে, নিও,,🤲🥺
আর এই পাকিস্তানি ভাইটাকে সব সময় সুস্থ রাখো ভালো রাখো নেক হায়াত দান কর, ❤️‍🩹🌺

চলো যাই🙈🤭 ゚  ゚
10/04/2025

চলো যাই🙈🤭
゚ ゚

06/04/2025

মেয়েদের জীবন কি অদ্ভুত তাইনা বিয়ের পর মেয়েরা হয়ে যায় বাপের বাড়ির মেহমান
🙃🙂

Address

Madaripur

Alerts

Be the first to know and let us send you an email when Ärâf Hämdî posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share