কবিতা

কবিতা হোক রাগ অভিমান,
তবুও অপেক্ষা হোক কাছে আসার!
(6)

যেকোনো সম্পর্ক ভাঙনের প্রথম ধাপহচ্ছে অবহেলা,হোক সেটা বন্ধুত্ব কিংবা প্রেয়সীর প্রেম।লেখাঃ আখলাকুজ্জামানএডিটঃ প্রদীপ মন্ডল
15/11/2025

যেকোনো সম্পর্ক ভাঙনের প্রথম ধাপ
হচ্ছে অবহেলা,
হোক সেটা বন্ধুত্ব কিংবা প্রেয়সীর প্রেম।

লেখাঃ আখলাকুজ্জামান
এডিটঃ প্রদীপ মন্ডল

জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক।জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতেআর সময় শেখায় জীবনের মূল্য দিতে।লেখাঃ এ পি জে আব্...
15/11/2025

জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক।
জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে
আর সময় শেখায় জীবনের মূল্য দিতে।

লেখাঃ এ পি জে আব্দুল কালাম
এডিটঃ প্রদীপ মন্ডল

যেখানে অবহেলা বেশিসেখানে নিজেকে বেশি সময় দিতে নেই।সময়ের মূল্য সবার’ই আছে। মূল্যটার গুরুত্বকেবল নিজেকে’ই বুঝতে হয়।লেখাঃ আ...
15/11/2025

যেখানে অবহেলা বেশি
সেখানে নিজেকে বেশি সময় দিতে নেই।
সময়ের মূল্য সবার’ই আছে। মূল্যটার গুরুত্ব
কেবল নিজেকে’ই বুঝতে হয়।

লেখাঃ আফরোজা
এডিটঃ প্রদীপ মন্ডল

বাহিরের সৌন্দর্য সবে খোঁজে,,নের সৌন্দর্য ক’জন আর বোঝে!লেখাঃ আফরোজাএডিটঃ প্রদীপ মন্ডল
15/11/2025

বাহিরের সৌন্দর্য সবে খোঁজে,
,নের সৌন্দর্য ক’জন আর বোঝে!

লেখাঃ আফরোজা
এডিটঃ প্রদীপ মন্ডল

অপমান করতে যোগ্যতা লাগে না,তবে সম্মান করতে শিক্ষা লাগে!লেখাঃ সংগ্রহীতএডিটঃ প্রদীপ মন্ডল
15/11/2025

অপমান করতে যোগ্যতা লাগে না,
তবে সম্মান করতে শিক্ষা লাগে!

লেখাঃ সংগ্রহীত
এডিটঃ প্রদীপ মন্ডল

একা একাভীষণ ভয় জমে তুমি ফেরারআগেই যদি হারিয়ে যায়, তুমিযদি অশ্রু ফোঁটায় আসক্ত হওভালোবাসি যদি কারো অবিশ্বাস!লেখাঃ প্রসেনজি...
15/11/2025

একা একা
ভীষণ ভয় জমে তুমি ফেরার
আগেই যদি হারিয়ে যায়, তুমি
যদি অশ্রু ফোঁটায় আসক্ত হও
ভালোবাসি যদি কারো অবিশ্বাস!

লেখাঃ প্রসেনজিৎ বড়ুয়া
এডিটঃ প্রদীপ মন্ডল

কিছু গল্পের ...শিরোনামেই উপসংহার এসে যায়।লেখাঃ সংগ্রহীতএডিটঃ প্রদীপ মন্ডল
15/11/2025

কিছু গল্পের ...
শিরোনামেই উপসংহার এসে যায়।

লেখাঃ সংগ্রহীত
এডিটঃ প্রদীপ মন্ডল

কেউ কথা রাখুক,ভালোবেসে স্মৃতিতে জড়াক,মধ্যরাতে ঘুমের মাঝে আমার ভেতর উম খুঁজুক,বুকের মথ্যে সুগন্ধি আঁচল পেতে দিক,কেউ পাশে ...
15/11/2025

কেউ কথা রাখুক,
ভালোবেসে স্মৃতিতে জড়াক,
মধ্যরাতে ঘুমের মাঝে আমার ভেতর উম খুঁজুক,
বুকের মথ্যে সুগন্ধি আঁচল পেতে দিক,
কেউ পাশে থাকার বায়না করুক,
বুকের মাঝে আমার উথালপাথাল জেনে যাক!

লেখাঃ তাকিয়া আফরোজ লিমা
এডিটঃ প্রদীপ মন্ডল

সহজেই আমি ভালোবেসে ফেলি,সহজে ভুলিনা কিছূ-না-বলা কথায় তন্ত্রে তনুতে পুড়ি,যেন লাল ঘুড়ি একটু বাতাস পেয়েউড়াই নিজেকে আকাশের প...
14/11/2025

সহজেই আমি ভালোবেসে ফেলি,
সহজে ভুলিনা কিছূ-
না-বলা কথায় তন্ত্রে তনুতে পুড়ি,
যেন লাল ঘুড়ি একটু বাতাস পেয়ে
উড়াই নিজেকে আকাশের পাশাপাশি।

লেখাঃ রুদ্র মাহম্মদ শহীদুল্লাহ্
এডিটঃ প্রদীপ মন্ডল

আমি না হয় ভালোবেসেই ভুল করেছিভুল করেছি নষ্ট ফুলের পরাগ মেখেপাঁচ দুপুরে নির্জনতা খুন করেছি,কি আসে যায়?এক জীবনে কতোটা আর ন...
14/11/2025

আমি না হয় ভালোবেসেই ভুল করেছি
ভুল করেছি নষ্ট ফুলের পরাগ মেখে
পাঁচ দুপুরে নির্জনতা খুন করেছি,
কি আসে যায়?
এক জীবনে কতোটা আর নষ্ট হবে
এক মানবী কতোটা বা কষ্ট দেবে!

লেখাঃ মোঃ ফাহাদ মিয়া
এডিটঃ প্রদীপ মন্ডল

অপেক্ষাদের আক্ষেপ বাড়েদূরত্ব বাড়ে সময়েরহৃদ মাজারে কড়া নাড়েতুমি নামক প্রণয়েরলেখাঃ কাদের আজাদএডিটঃ প্রদীপ মন্ডল
14/11/2025

অপেক্ষাদের আক্ষেপ বাড়ে
দূরত্ব বাড়ে সময়ের
হৃদ মাজারে কড়া নাড়ে
তুমি নামক প্রণয়ের

লেখাঃ কাদের আজাদ
এডিটঃ প্রদীপ মন্ডল

তোমারে ভুলে যেতেও...একটা রাস্তা দরকার হয়্ তোমাকে ভূলে যাবোভাবলেই আমি - অবুঝ শিশুর মতো রাস্তা হারাইলেখাঃ নুবাইশা নীরা শান...
14/11/2025

তোমারে ভুলে যেতেও...
একটা রাস্তা দরকার হয়্ তোমাকে ভূলে যাবো
ভাবলেই আমি - অবুঝ শিশুর মতো রাস্তা হারাই

লেখাঃ নুবাইশা নীরা শান্তি
এডিটঃ প্রদীপ মন্ডল

Address

Kadambari
Madaripur
7911

Alerts

Be the first to know and let us send you an email when কবিতা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কবিতা:

Share

তবু মনে রেখো দূরে যাই চলে। যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নবপ্রেমজালে ।

তবু মনে রেখো দূরে যাই চলে। যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নবপ্রেমজালে ।