24/06/2025
৭৩ বছর বয়সী নারীর শরীরে ৩০ বছর ধরে জমে থাকা মৃত ভ্রূণ!
চিকিৎসা পরীক্ষায় ধরা পড়েছে এক বিরল ঘটনা—৭৩ বছর বয়সী এক নারীর শরীরে রয়েছে ৩০ বছর আগে মারা যাওয়া একটি ভ্রূণ।
চিকিৎসাবিজ্ঞানে এই অবস্থাকে বলা হয় লিথোপেডিয়ন (Lithopedion) বা "পাথরভ্রূণ"।
🧬 এটি এমন একটি বিরল অবস্থা, যেখানে গর্ভে ভ্রূণ মারা যাওয়ার পরও তা শরীর থেকে বের হয় না। বরং, সময়ের সাথে সাথে শরীর সেটিকে চুনযুক্ত পদার্থ দিয়ে ঘিরে ফেলে—ফলে মৃত ভ্রূণটি ধীরে ধীরে ফসিল বা পাথরের মতো হয়ে যায়।
➡️ সাধারণত, গর্ভাবস্থার দ্বিতীয় ট্রাইমেস্টারে এমন মৃ*ত্যু হলে এবং শরীর যদি তা শনাক্ত করতে না পারে বা যথাযথ প্রতিক্রিয়া না দেয়, তাহলে এমন ঘটনা ঘটে। বহু বছর ধরে ভ্রূণটি পেটের ভেতর লুকিয়ে থাকে—কোনো উপসর্গও দেখা যায় না।
⚠️ সতর্কবার্তা:
যেকোনো অস্বাভাবিক শারীরিক উপসর্গ বা গর্ভাবস্থায় ব্যথা, রক্তপাত, বা নড়াচড়ার অভাব দেখা দিলে দেরি না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অনেক সময় নীরবতাই ভয়ংকর বিপদের কারণ হয়ে দাঁড়ায়।
সংগ্রহ