নক্ষত্রের নীড়-Nokkhotrer Neer

নক্ষত্রের নীড়-Nokkhotrer Neer Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from নক্ষত্রের নীড়-Nokkhotrer Neer, Dhaka.

“নক্ষত্রের নীড় "

-যেখানে তারাদের গল্প জোনাকির আলোয় মিশে যায়। অজানা কল্পনা, রঙিন অনুভূতি, আর জীবনের খুঁটিনাটি নিয়ে আমাদের যাত্রা। স্বপ্ন বুনুন, অনুভূতি শেয়ার করুন, আর জ্বলে উঠুন নক্ষত্রের মতো।”🦋🍃

22/07/2025
21/07/2025

একদম ক্লাসের ভিতরেই বিধ্বস্ত হলো বিমানটি।
না জানি কতো মায়ের কজিলার সন্তান হারিয়ে ফেললো চিরতরে...

আজ ২১ জুলাই দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 BGI প্রশিক্ষণ যুদ্ধবিমান রাজধানী ঢাকার উত্তরা দিয়াবাড়ির মিলস্টোন কল...
21/07/2025

আজ ২১ জুলাই দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 BGI প্রশিক্ষণ যুদ্ধবিমান রাজধানী ঢাকার উত্তরা দিয়াবাড়ির মিলস্টোন কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়।

ISPR জানিয়েছে, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং কিছুক্ষণ পরই কলেজ ক্যাম্পাসে ভেঙে পড়ে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের ডেপুটি কমিশনার মহিদুল ইসলাম জানান, “একটি ফাইটার জেট মিলস্টোন কলেজের একটি ভবনের সঙ্গে ধাক্কা লেগে বিধ্বস্ত হয়েছে।”

🔥 ফায়ার সার্ভিসের এক কর্মী জানিয়েছেন, এই দুর্ঘটনায় অন্তত ৬-৭ জন শিক্ষার্থী দগ্ধ হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্ঘটনার পরপরই বিকট শব্দে চারপাশ কেঁপে ওঠে, শিক্ষার্থীরা আতঙ্কে ছোটাছুটি শুরু করে। ঘটনাস্থলে দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।

পাইলটদের অবস্থা সম্পর্কে এখনও নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি। দুর্ঘটনার সঠিক কারণও এখনো জানা যায়নি।

⚠️ সর্বশেষ আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন।

📸 ছবি প্রতীকীভাবে ব্যবহার করা হয়েছে।

21/07/2025

আল্লাহ সবাইকে মাফ এবং হেফাজত করুন।

21/07/2025

উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজের সামনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত। হতাহতদের উত্তরা আধুনিক হাসপাতালে নেয়া হচ্ছে।

21/07/2025

উত্তরা মাইলস্টোন স্কুলের দিকে ট্রেনিং বিমান বি*ধ্বস্ত!!

বিজিবি সদস্যের পা ধরে আছে বিএসএফ সদস্য। হাসিনার আমলে এমনটা বিজিবি করতো।এ ছবি একটা আইকনিক ছবি হয়ে থাকবে ভবিষ্যৎ এর জন্য।
29/04/2025

বিজিবি সদস্যের পা ধরে আছে বিএসএফ সদস্য। হাসিনার আমলে এমনটা বিজিবি করতো।
এ ছবি একটা আইকনিক ছবি হয়ে থাকবে ভবিষ্যৎ এর জন্য।

28/04/2025

পাকিস্তানের পাশে চীন রাশিয়া,তুরস্ক। ভারতের পাশে আওয়ামীলীগ!

বর্ডারে বাংলাদেশিকে হ’ত্যা করে কুকুরে মত টেনে নিয়ে গেল ভারতীয় বিএসএফ।-ক৪- #বর্ডার |  #ভারত |  #বাংলাদেশি
28/04/2025

বর্ডারে বাংলাদেশিকে হ’ত্যা করে কুকুরে মত টেনে নিয়ে গেল ভারতীয় বিএসএফ।
-
ক৪
-
#বর্ডার | #ভারত | #বাংলাদেশি

আলহামদুলিল্লাহ 🇵🇸ই'স'রা:ই'লের অধিকাংশ এলাকা, জ্বলে পুড়ে ছাই হয়ে  যাচ্ছে 🇮🇱,alhamdulillah
23/04/2025

আলহামদুলিল্লাহ 🇵🇸
ই'স'রা:ই'লের অধিকাংশ এলাকা,
জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে 🇮🇱,
alhamdulillah

একজন সেনা কর্মকর্তা খুবই জরুরী রাষ্ট্রীয় কাজে যাচ্ছিলেন কিন্তু রাস্তায় উনার সাথে খুবই বাজে আচরণ করে কিছু স্টুডেন্ট আমি ত...
21/04/2025

একজন সেনা কর্মকর্তা খুবই জরুরী রাষ্ট্রীয় কাজে যাচ্ছিলেন কিন্তু রাস্তায় উনার সাথে খুবই বাজে আচরণ করে কিছু স্টুডেন্ট আমি তারা কোন জায়গার ছাত্র সেটা ঠিক মত জানতে পারিনি।

তবে আমি এই অফিসারের সার্ভিস রেকর্ড এবং উনার গুরুত্বপূর্ণ বুঝানোর জন্য উনার কিছু ডেজিগনেশন সম্পর্কে বলছি।

উনার UNIFORM এ এতোগুলা প্যারাট্রুপার ব্যাচ,

স্পেশালিষ্ট প্যারা-কমান্ডো
লেফটেন্যান্ট কর্নেল
আবার চিতাহ রেজিমেন্টের ( অনেক গুরুত্বপূর্ণ রেজিমেন্ট আমাদের দেশের জন্য )
সাথে এয়ারবর্ণ ইনসিগ্নিয়া ও ফ্রগমান

উনি কতটুকু গুরুত্বপূর্ণ অফিসার এটা যারা মিলিটারি সম্পর্কে জ্ঞান রাখে তারা জানেন।

পাশাপাশি উনার কতটুকু গুরুত্বপূর্ণ কাজ হইলে উনি এমন আকুতি করতেছিলো কিন্তু উনার সাথে খারাপ ব্যবহার করা হয়েছে তাও উনি ঠান্ডা মাথায় বিষয়টা ডিল করেছেন।

যাইহোক আমি ছাত্র ছাত্রী কিংবা সাধারণ জনগণ অথবা কোন রাজনৈতিক দল সকলের কাছে একটা রিকুয়েষ্ট রেখে বলবো।

কোন বাহিনীর লোকজন যখন মুভ করতে চান তখন না বুঝে সেখানে বাধা প্রধান করবেন না।

খোঁজ নিয়ে জানা গেছে রাষ্ট্রেরই খুব গুরুত্বপূর্ণ একটি কাজে উনি মুভ করতেছিলেন।

এখন রাষ্ট্রের সূর্য সন্তান যারা রাষ্ট্র রক্ষার প্রহরী তাদের সাথে কখনো অশোভন আচরণ করবেন না এতে তাদের মোরাল ডাউন হয়।

আর অবশ্যই এই বিষয় গুলোতে শতভাগ সচেতন থাকবেন না হয় বিপাকে পড়তে পারেন।
© Abdullah Al Jaber

21/04/2025

বিশ্ব সুন্দরী আপনাদের কাছে ক্ষ/মা চাচ্ছেন 🙂

Address

Dhaka
1604

Website

Alerts

Be the first to know and let us send you an email when নক্ষত্রের নীড়-Nokkhotrer Neer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নক্ষত্রের নীড়-Nokkhotrer Neer:

Share