23/06/2025
আমি জানি, বিদায় শব্দটা সহজ নয়…
কিন্তু এই দিনটা আমি হারাতে চাই না।"
আমার কলেজ লাইফ অনেক কিছুর সাক্ষী—
হাসি, কান্না, ক্লাসরুম, টিচারদের কথা, আর ক্লাসমেটদের আড্ডা।
আজ বিদায় বলছি… কিন্তু মনটা এখানেই রেখে যাচ্ছি।
ভবিষ্যৎ আসবে, জীবন বদলাবে…
কিন্তু এই স্মৃতিগুলো কখনও মুছে যাবে না।
এই শেষ দিনের গল্পটা শুধু আমার নয়, এটা আমাদের সবার,
যাদের একদিন কলেজ শেষ হয়ে যায়…
আজকের এই বিদায় অনেক কিছু শেষ করছে—
আর শুরু করছে এক নতুন অধ্যায়।
কিছু অনুভূতি চিরকাল বাঁচিয়ে রাখবে এই ভিডিওর মধ্যেই… 🎓🕊️
— HSC Batch 2025 | মাধবদী কলেজ
🎀 কলেজের সাজ | বন্ধুত্বের হাসি | শেষ বিদায়
📍 Location: Madhabdi College
💕
#শেষদিন