06/07/2024
আজ আমার জীবনের গুরুত্বপূর্ণ ২০ বছর পূর্ণ হল । এ ২০ বছরে আমি অনেক কিছুই দেখেছি, শিখেছি এবং করেছি । যদিও এই ২০ বছরের পথ চলার পথে কঠিন এবং সহজ দুই পথ মিলায়ে চলতে হয়েছে । এই বিশ বছর জীবন আসলে কিছুই না, এটা তো মাত্র জীবন শুরু, সামনে আরো কঠিন দিন আসতে চলছে যেটাকে কিনা আমার অতিক্রম করতে হবে ।
যাইহোক এর থেকে বেশি কিছু বলার নেই আমার ।
আমার জন্য সবাই আশীর্বাদ করবেন, আমি যেন সামনের পথ অনুসরণ করে ঠিকভাবে চলতে পারি এবং ঠিক পথে চলতে পারি ।
Today is the 20th birthday of my life. I have seen, done and learned a lot in these 20 years. However, during this 20-year journey, two difficult and easy paths have to be followed. These twenty years of life is nothing, it is just the beginning of life, more difficult days are coming ahead that I have to overcome.
However, I have nothing more to say.
May all bless me, may I follow the path ahead and walk in the right path.
😊