কবি ব্রো

কবি ব্রো This is MN Nabi Suman.(কবি ব্রো)
Studied B.Sc in Engineering. working in Jamuna group. I make video in my free time to entertain you guys. Thanks.
(1)

show your support and get entertained.

এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও মোতালেব শিকদার কে একটু আগে গু,লি করা হয়েছে। আশঙ্...
22/12/2025

এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও মোতালেব শিকদার কে একটু আগে গু,লি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে।

কেন এই মাছ দেখলেই মে/রে ফেলার নির্দেশ দেয়া হয়েছে??
22/12/2025

কেন এই মাছ দেখলেই মে/রে ফেলার নির্দেশ দেয়া হয়েছে??

নিস্তব্ধ এক শয্যায় আজ থেমে গেলো শ্বাস,যন্ত্রের শব্দ ছাপিয়ে উঠলো নীরব দীর্ঘশ্বাস।অনেক দিন ধরে বুকে বেঁধে ছিলো অমোঘ যুদ্...
19/12/2025

নিস্তব্ধ এক শয্যায় আজ থেমে গেলো শ্বাস,
যন্ত্রের শব্দ ছাপিয়ে উঠলো নীরব দীর্ঘশ্বাস।
অনেক দিন ধরে বুকে বেঁধে ছিলো অমোঘ যুদ্ধ,
লাইফ সাপোর্টের তারে তার জীবনের শেষ সূত্র।
চোখ বুজেও সে দেখেছিল আলোর এক পথ,
যন্ত্রণার মাঝেও আঁকড়ে ধরেছিল সত্য আর শপথ।
আজ সে নেই—তবু রয়ে গেলো তার দৃঢ়তা,
রয়ে গেলো আত্মত্যাগের অমলিন মহিমা।
মাটির মানুষ, তবু হৃদয়ে আকাশের সাহস,
মৃত্যুর মুখেও সে হার মানেনি—এটাই তার ইতিহাস।
অশ্রু ঝরে, আকাশ ভারী, বাতাসে হাহাকার,
একটি নাম আজ রক্তে লেখা—শহীদ হাদির আত্মবিসর্জন আর।
হে প্রভু, তাকে দাও জান্নাতের সর্বোচ্চ স্থান,
তার পরিবারের বুকে দাও ধৈর্যের প্রশান্তি আর মান।
শরিফ ওসমান হাদি—তুমি রয়ে গেলে আলোকবর্তিকা,
মৃত্যু নয়, শহীদীর পথেই তোমার চিরজীবন লেখা।

এই দুইটা মাছের নাম অজানা। কেউ জানেন?
11/12/2025

এই দুইটা মাছের নাম অজানা। কেউ জানেন?

কেমন আছেন আপনি?আসুন, একসাথে নাস্তা করি!
04/12/2025

কেমন আছেন আপনি?
আসুন, একসাথে নাস্তা করি!

সকালবেলা এই ফুলগুলো দেখলে নাকি মন ভালো হয়ে যায়।
29/11/2025

সকালবেলা এই ফুলগুলো দেখলে নাকি মন ভালো হয়ে যায়।

22/11/2025

গতকাল ভূমিকম্পের সময় অফিসের ভিতর ও বাহিরের অবস্থা।

এলোচে-লাল ফুলের হাসি রোদে ঝরে পড়ে,ভোরের হাওয়া আলতো ছুঁয়ে রঙে রঙে ভরে।ফুলের ডালে সূর্যের আলো আগুনরঙা নাচে,নীরব পথে সুবা...
21/11/2025

এলোচে-লাল ফুলের হাসি রোদে ঝরে পড়ে,
ভোরের হাওয়া আলতো ছুঁয়ে রঙে রঙে ভরে।
ফুলের ডালে সূর্যের আলো আগুনরঙা নাচে,
নীরব পথে সুবাস ভাসে মনকে জড়িয়ে রাখে।

নীল দেয়ালের পাশে দাঁড়িয়ে লাল সৌন্দর্য খেলে,
যেন ধূসর পথের বুকে স্বপ্ন ফুটে মেলে।
নীরবতার কোলে বসে প্রকৃতি বলে চুপে—
“যে হৃদয়ে প্রেম থাকে, সে ফুল ফোটে রূপে।”

বিবাহবার্ষিকীতেই শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ!
17/11/2025

বিবাহবার্ষিকীতেই শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ!

কাশফুলের সাদা ঢেউয়ে, নরম বিকেল থমকে দাঁড়ায়,তোমার কোলে মাথা রেখে—দুনিয়া যেন থেমে যায়।দূর আকাশে হাওয়া বয়ে যায়, তবু...
16/11/2025

কাশফুলের সাদা ঢেউয়ে, নরম বিকেল থমকে দাঁড়ায়,
তোমার কোলে মাথা রেখে—দুনিয়া যেন থেমে যায়।
দূর আকাশে হাওয়া বয়ে যায়, তবু তোমার চোখে আমার ঘর,
এই শান্ত মাঠে তোমার পাশে, প্রেমের কত গভীর পরশ ফের।

তোমার ওড়না ছুঁয়ে যায় আমার স্বপ্নের নিঃশব্দ রাত,
একটি কোমল হাসিতে মিশে যায় জীবনভর প্রাপ্তির প্রহরপাত।
তোমার হাতে ধরা কাশফুল—ঠিক আমার হৃদয়ের মত,
নরম, পবিত্র, সাদা—তবু ভালোবাসায় পূর্ণ প্রতিটি ক্ষণ।

এ মুহূর্তে নেই পৃথিবীর শব্দ, নেই কোনো তাড়াহুড়ো,
শুধু তুমি আর আমি—সময়ের কাছে একটুকরো চিরন্তন স্থির ছবি,
এই ঘাসের বুকে শুয়ে বুঝেছি—
ভালোবাসা মানে পাশে থাকা,
আর পাশে থাকলেই জীবন হয়ে ওঠে কবিতা।

Photo: AI

শিক্ষিত লোকদের রুচি দিন দিন কমে যাচ্ছে কেন?
21/10/2025

শিক্ষিত লোকদের রুচি দিন দিন কমে যাচ্ছে কেন?

27/04/2025

বিকেলের জন্য এটি কেমন হবে?

Address

Hobiganj
Madhabpur
3330

Alerts

Be the first to know and let us send you an email when কবি ব্রো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category