
23/03/2025
বাঘ ও সাহসী মজনু
একদিন মজনু সাহসী হওয়ার জন্য একটা বন্য অভিযানে বের হলো। তার ইচ্ছা ছিল বাঘের সাথে হাঁটবে, যাতে সবাই তাকে "বাঘের বন্ধু" বলে।
সাফারি ট্রিপে গিয়ে সে এক বনরক্ষীর কাছ থেকে শুনল যে, "সাদা বাঘ খুবই বিরল, আর যদি তুমি ওর সঙ্গে হাঁটতে পারো, তাহলে তো তুমি কিংবদন্তি হয়ে যাবে!"
মজনু ভেবেছিল, "এমন সুযোগ ছাড়লে তো জীবনে আর নায়ক হতে পারব না!" তাই সে খুঁজতে বের হলো সাদা বাঘ।
বনের মাঝে হঠাৎ সে এক বিশাল সাদা বাঘের সামনে দাঁড়িয়ে গেল! বাঘ তাকিয়ে থাকল, মজনুও তাকিয়ে থাকল।
মজনু ভাবল, "এই তো সুযোগ! আস্তে আস্তে হাঁটতে শুরু করি, যেন বন্ধুত্ব জমে যায়।"
সে ধীরে ধীরে হাঁটতে শুরু করল, আর অবাক কাণ্ড—বাঘও হাঁটতে শুরু করল!
মজনু তখন ভাবল, "দেখছো? আমি তো সত্যিই বাঘের বন্ধু!"
ঠিক সেই মুহূর্তে বাঘ হাই তুলল আর তার বিশাল দাঁত দেখিয়ে এক লম্বা গর্জন দিল!
মজনুর মনে হলো, "আমি কিংবদন্তি হতে চলেছি, তবে মানুষের গল্পে না, বাঘের পেটে!"
সে আর দেরি না করে এমন দৌড় দিল, যে গিনেস রেকর্ডও ভেঙে যেতে পারত! আর বাঘ? সে দাঁড়িয়ে থেকে ভাবল, "এমন আজব মানুষ আগে কখনো দেখিনি!"
কেমন লাগল গল্পটা?