Usman bey

Usman bey কলিজায় আঘাত করা মানুষ গুলো কখনোই জানবে না তাদের দেওয়া আঘাতের যন্ত্রণা ঠিক কত টা ছিলো।

18/06/2025

I accepted 6 fan badges from Afzal Latif, Md Obaidur Sheikh and 4 others.

না বলা গল্প!আকদের পর প্রথম আলাপ। বিবি বললেন, আপনি বিয়ের আগে দেখতে এসে বিদায় নেয়ার সময় বলেছিলেন,-আমাদের বিয়ে হলে আমাকে এক...
17/06/2025

না বলা গল্প!
আকদের পর প্রথম আলাপ। বিবি বললেন, আপনি বিয়ের আগে দেখতে এসে বিদায় নেয়ার সময় বলেছিলেন,
-আমাদের বিয়ে হলে আমাকে একটি গল্প বলবেন। একথা শুনে আমি তো বটেই, আব্বু-আম্মু পর্যন্ত কৌতুহলী হয়ে পড়েছিলেন, কী এমন গল্প আছে আপনার কাছে? ভাইয়া শুনে বলেছেন, আপনি নাকি বিয়েটা নিশ্চিত করার জন্য গল্প বলার কৌশল অবলম্বন করেছেন। ভাইয়া অবশ্য আপনার সব কথাতেই ভেটো দেয়ার চেষ্টা করেছেন। তিনি চেয়েছিলেন, তার এক বন্ধুর সাথে আমার বিয়েটা হোক। আপনার গল্পের আকর্ষণে সব বাধা খড়কুটোর মতো ভেসে গেছে। বিষয়টা বিস্ময়কর হলেও সত্যি। ভাইয়ার বন্ধু নাকি সবদিক দিয়েই এগিয়ে ছিলেন। আপনি কিছু মনে করবেন না। ভাইয়ার বন্ধুকে আমি কখনো দেখিনি। ভাইয়া আর আব্বু এমন কথাই বলেছেন।
-না, সত্যি সত্যি একটা গল্প আছে। একেবারে ছোটবেলায় তুমি তোমার দাদির সাথে আমাদের বাড়িতে বেড়াতে গিয়েছিলে। তোমার হয়তো মনে নেই। আমি বৃহস্পতিবারে মাদরাসা থেকে এসে তোমাকে দেখেছিলাম। পরদিন তুমি চলে গেছ। সেই বয়েসেই মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম, জীবনে বিয়ে করলে, তোমাকেই করতে হবে। একথা আমি কাউকে বলিনি। একান্ত ঘনিষ্ঠ বন্ধুদেরও না। আমার দাদু ছিলেন তোমার দাদুর খেলার সাথী। সেই সূত্রে আমাদের বাড়িতে আসা হয়েছিল। অনেক কসরত করে, দাদুর কাছ থেকে তোমাদের বাড়ির ঠিকানা উদ্ধার করেছি। ছুটিতে বাড়িতে এলে, একবার না একবার তোমাদের বাড়ির সামনে দিয়ে ঘুরে এসেছি। মাদরাসায় নাশতা না খেয়ে আসা-যাওয়ার ভাড়া জমাতাম। হা, শুধু তোমার বাড়ি দেখতে যেতাম। যাক সে লম্বা কাহিনি।
বিয়ের কয়েকদিন আগের কথা বলি। জুমায় বয়ানের বিষয় ছিল ‘হালাল-হারাম’। আরবি খুতবাতেও একই বিষয়ে কথা বলেছি। প্রথম খুতবা দিয়ে বসেছি। হঠাৎ করে বিদ্যুচ্চমকের মতো মনের কোণে উঁকি মারল,
‘তোমাকেও কি আমি হালাল পন্থায় পেতে পারি না? আমি তো জানামতে কখনো হারামে জড়াইনি। তোমাকে নিয়েও কখনো হারাম চিন্তা করিনি। আল্লাহর কাছে তোমাকে চেয়ে দোয়া করলে, তিনি কি আমার জন্য তোমাকে হালাল করে দেবেন না? দুই খুতবার মাঝে দোয়া কবুল হয়। তখন দোয়া করলাম। দ্বিতীয় খোতবায় দোয়া করার সময় মুসল্লিগণ সবাই আমিন বলেন। হিম্মত করে এক ফাঁকে তোমার নাম উচ্চারণ করেই বিয়ের জন্য দোয়া করলাম। মুসল্লিগণ সবাই আমিন বললেন। জুমার পর মসজিদের মুতাওয়াল্লি ইউনিয়ন চেয়ারম্যানের বাসায় খাবারের দাওয়াত ছিল। বিনয়ের সাথে এড়িয়ে গেলাম। সোজা তোমার আব্বুর মাদরাসায় চলে গেলাম। সাথে অবশ্য আমাদের মুয়াজ্জিন সাহেবকে নিলাম। তাকে সাথে নেয়ার প্রধান কারণ ছিল, তার বাইক আছে। দ্রুত ত্রিশ কিলোমিটার পার হয়ে যেতে পারব। পথে শুধু এটুকু বললাম, আমার হয়ে তাকে বিয়ের প্রস্তাব দিতে হবে।
আমার একিন ছিল, তরতাজা দোয়া করে এসেছি। হলে আজই হবে, না হলে আর কখনোই নয়। তোমার আব্বুর সাথে দেখা করলাম। আমি এক ছুতোয় বাইরে গেলাম। সেই ফাঁকে মুয়াজ্জিন সাহেব কথা সারলেন। তোমার আব্বু বললেন, এক জায়গায় বিয়ের কথাবার্তা চলছে। এখন বুঝতে পারছি, ভাইয়ার বন্ধুর সাথেই কথা হচ্ছিল।
বিদায়ী মুসাফা করার সময় খুবই বিনয়ের সাথে, কাতর কণ্ঠে বললাম,
-বড় আশা করে এসেছি। আপনার সাথে নিজেকে জুড়তে পারলে, নিজেকে ধন্য মনে হবে।
আমার কথা শুনে তোমার আব্বু কী যেন বলতে চেয়েছিলেন। পরে কী ভেবে আর বলেননি। শুধু বলেছেন,
-আচ্ছা, পরে জানাব। ইন শা আল্লাহ।
তোমার আব্বা বোধ হয় প্রশ্ন করতে চেয়েছিলেন, আমাদের বাড়ির খোঁজ কে দিয়েছে? এখানে সম্বন্ধ করার এত আগ্রহ কেন? যাক আল্লাহ বাঁচিয়েছেন। এরপরের ঘটনা তোমার জানা। বিশ্বাস করো, চারদিন পর তোমার আব্বার কল আসতে দেখে, অল্প সময়ের জন্য আমার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিল প্রায়। আমি তখন দরসে ছিলাম। রিসিভ করতে পারিনি। কোনোমতে দরস শেষ করে কলব্যাক করেছি। এর আগে অবশ্য মনপ্রাণ উজাড় করে দুই রাকাত নামাজ পড়ে নিয়েছি। তোমার আব্বুর কথাটা এখনো কানে বাজে,
-মাওলানা, আমরা কি আগামী পরশু আসরের পর একসাথে নাশতা করতে পারি?

লেখা: শাইখ আতিকুল্লাহ হাফি.
কার্টেসি: Nikah - নিকাহ

16/06/2025
15/06/2025
ঠিক আছে ইউটিউবদের নোবেল দিলাম।🤣তাই বলে আলাউদ্দিন বের এই অবস্থা কেন করলি🤣🤣
14/06/2025

ঠিক আছে ইউটিউবদের নোবেল দিলাম।
🤣তাই বলে আলাউদ্দিন বের এই অবস্থা কেন করলি🤣🤣

চ্যাট জিপিটির মাসনা-মিয়াবিবি বসে বসে গল্প করছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা উঠল। মিয়া জানতে চাইল,-চ্যাট জিপিটি বোঝ?-...
13/06/2025

চ্যাট জিপিটির মাসনা
-
মিয়াবিবি বসে বসে গল্প করছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা উঠল। মিয়া জানতে চাইল,
-চ্যাট জিপিটি বোঝ?
-নাহ, সেটা কী?
-তুমি যে প্রশ্নই করবে, সাথে সাথে উত্তর দিয়ে দিবে। ধরো, পরীক্ষা করে দেখো। আমি আসছি।
বিবি মোবাইল হাতে নিয়ে বসে আছে। কী প্রশ্ন করবে বুঝতে পারছে না। হঠাৎ কী মনে হতে, টাইপ করল,
-আমার স্বামী কি গোপনে বিয়ে করেছে?
চ্যাট জিপিটি: জি।
বিবি: মিথ্যুক কোথাকার! আমার স্বামীকে তুই কীভাবে চিনলি? আমি কি বলেছি, আমার স্বামী কে?
চ্যাট জিপিটি: এই মোবাইলের মালিক আপনার স্বামী। তিনি একবার আমার কাছে জানতে চেয়েছিলেন, ‘দ্বিতীয় বিয়ের কথা প্রথম স্ত্রীকে কীভাবে জানাতে পারি?’ আমি সমাধান বলে দিয়েছিলাম।

— শায়েখ আতীক উল্লাহ হাফি.

প্রথমবার কোনো বিশ্বাসঘাতককে ফাঁসি দিতে গিয়ে সুলতান নিজেই কেদেছেন 🥲🥲বিদায় চান্দারলি হালিল পাশার🥲চান্দারলি হালিল পাশা উজি...
11/06/2025

প্রথমবার কোনো বিশ্বাসঘাতককে ফাঁসি দিতে গিয়ে সুলতান নিজেই কেদেছেন 🥲🥲
বিদায় চান্দারলি হালিল পাশার🥲
চান্দারলি হালিল পাশা উজিরে আজম যার কথা বলে শেষ করা যাবে না, যদিও তার ভিতরে নানান সমস্যা ছিল কিন্তু তিনি রাষ্ট্রের বাহিরে কিছু করেন নাই, তাছাড়া প্রত্যেকটা চরিত্রের খুবই গুরুত্ব রয়েছে, তার মত এরকম একটা চরিত্র যদি না থাকতো, তাহলে সিরিজটাই এত যমতোনা,

゚viralシ ゚

দেরী হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত 😁সংগ্রহ করতে দেরী হয়ে গেছে 😁
07/06/2025

দেরী হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত 😁
সংগ্রহ করতে দেরী হয়ে গেছে 😁

তুর্কীরা বেসিকেলি যে সিরিজগুলো করছে,তা থেকে তারা সাংস্কৃতিক উন্নতি করছে বেশ।পাশাপাশি অর্থনৈতিক একটি বড় উপার্জনও কিন্তু হ...
05/06/2025

তুর্কীরা বেসিকেলি যে সিরিজগুলো করছে,তা থেকে তারা সাংস্কৃতিক উন্নতি করছে বেশ।পাশাপাশি অর্থনৈতিক একটি বড় উপার্জনও কিন্তু হচ্ছে।এক্ষেত্রে তাদের সেই গল্প তৈরিতে সহায়ক ভূমিকা হলো তাদের পূর্বের সময়টা।অর্থাৎ অটোমান সাম্রাজ্য।তাদের দীর্ঘ প্রায় ৭০০ বছরের তেমন ইতিহাস ছিলো বলে সহজ হয়েছে।

এমনকি বিশ্বের প্রায় ২০০ কোটি মুসলমান,যা দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় সংখ্যার লোক।মুসলমানদের অনেকের ভিতরে এই জিনিসটাও কাজ করে যে তাদের একটি শক্তিশালী অভিভাবক ছিলো।ফলে বিভিন্ন দেশে ভালোভাবেই চলছে।আমরা বাংলাদেশ তাদের চেয়ে অনেকটাই দূরে কিন্তু আমরা অনেক ফ্যান হয়ে গেছি সেসব গল্পের।

যদিও সিরিজ কিন্তু সবচেয়ে বড় সমালোচনা হলো ইতিহাসের বিকৃতি করা হচ্ছে অনেকাংশেই।পরিচালকরা চাইলে মূল ইতিহাস ঠিক রেখেও করতে পারতো।যাইহোক সিরিজ তো সিরিজই।

আপনার কাছে তিনটি তুর্কী সেরা সিরিজের নাম বলুন– সিরিজ হিসেবে বলুন।

আমার–
১. দিরিলিস আরতুগ্রুল– কারণ প্রথম প্রেম
২. বুয়ুক সেলজুক – অসাধারণ
৩. মেহমেদ ফাতিহ – ক্যারেশমেটিক।

25/12/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Ariful Islam, Shofiq Dewan, Md Rasel Mariner, Md Shakil, Rakibul Islam, Osman Goni, MD Alauddin Sardar Gaurnadi, Md Rakibul Islam Raju, Md Tafsir Ahmed, Shoriful Islam, Nurul Kobir, Amdadul Haque Amdad, জান্নাতুল ফেরদৌস সাঈদ, Md Ainul, Md Arafat Islam, MD Abdullah A, Md Sohidullah, Alamin Rahman, Labbaik Hajj Kafela, আয়াত আহমেদ আয়াত আহমেদ

21/12/2024

With Sohan Mridha – I just got recognized as one of their top fans!

21/12/2024

With Shohag2.5 – I just got recognized as one of their top fans!

Address

Habiganj
Madhabpur
3331

Website

Alerts

Be the first to know and let us send you an email when Usman bey posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share