26/08/2025
মধুপুর উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক বাবুল রানার মৃত্যুতে মধুপুরে নেমে এসেছে শোকের ছায়া।
২৬ আগস্ট বিকেল ৫.৩০ মিনিটে হৃদযন্ত্রের ক্রিযা বন্ধ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
পারিবারিক সুত্রে জানা যায়, গতকাল ২৫ আগষ্ট রাতে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করলে প্রথমে তাকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নওেয়া হয়। অবস্থার অবনতি দেখে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তার মৃত্যুতে মধুপুরে নেমে এসেছে শোকের ছায়া। তার সহকর্মী, মধুপুর প্রেসক্লাব, রাজনৈতিক, সামাজিক সংঘঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনগন তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিচ্ছেন।
মধুপুরে বাবুল ভিডিও নামে সুপরিচিত ছিলেন বাবুল রানা।
তার পরিবারে তিন কন্যা ও তার স্ত্রী রয়েছেন। বাবুল রানার জানাজা নামাজ আগামী কাল বুধবার ২৭ আগস্ট সকাল দশটায় কুড়ালিয়া বাগবাড়ী অনুষ্ঠিত হবে।