Akter Hossain

Akter Hossain অন্যের সমালোচনা করার আগে নিজের সম্পর্কে একবার ভেবে দেখো।
(6)

18/08/2025

#আপনি_একবার_ভাবুন_তো আমাদের সন্তানদের স্বাস্থ্য সুরক্ষায় আমরা তাদের কি খেতে দিচ্ছি।

18/08/2025

কোনভাবেই বাঙালিকে দমন করা সম্ভব না এটা তার বাস্তব প্রমান।

শুভ সকাল প্রিয় মানুষ গুলো।
18/08/2025

শুভ সকাল প্রিয় মানুষ গুলো।

17/08/2025

Good night

17/08/2025

যারা বিরানি খেতে বেশি পছন্দ করেন

17/08/2025

ঢাকায় প্রচুর বৃষ্টি হচ্ছে আপনার এলাকার কি অবস্থা

“ #প্রাকৃতিক_চিকিৎসা” (Natural Treatment) প্রাকৃতিক চিকিৎসা হলো এমন এক ধরনের চিকিৎসা পদ্ধতি যেখানে ওষুধ বা কেমিক্যালের উ...
16/08/2025

“ #প্রাকৃতিক_চিকিৎসা” (Natural Treatment)

প্রাকৃতিক চিকিৎসা হলো এমন এক ধরনের চিকিৎসা পদ্ধতি যেখানে ওষুধ বা কেমিক্যালের উপর পুরোপুরি নির্ভর না করে, প্রকৃতির উপাদান ও জীবনধারার পরিবর্তনের মাধ্যমে সুস্থ থাকার চেষ্টা করা হয়।

প্রাকৃতিক চিকিৎসার মূল দিকগুলোঃ

1. খাদ্যাভ্যাস – ফল, শাকসবজি, ভেষজ, মধু, লেবু, কালোজিরা, আদা, হলুদ ইত্যাদি ব্যবহার।

2. জলচিকিৎসা (Hydrotherapy) – গরম পানি, ঠান্ডা পানি, বাষ্প, স্নান ইত্যাদি দিয়ে শরীর শিথিল করা ও রোগ নিরাময়।

3. ব্যায়াম ও যোগ – শরীর ও মনকে সুস্থ রাখতে নিয়মিত হাঁটা, যোগব্যায়াম, শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম।

4. সূর্য চিকিৎসা – ভিটামিন D পাওয়া এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সকালের সূর্যালোক গ্রহণ।

5. ম্যাসাজ ও প্রাকৃতিক তেল ব্যবহার – নারকেল তেল, সরিষার তেল, জলপাই তেল ইত্যাদি দিয়ে মালিশ।

6. মানসিক প্রশান্তি – মেডিটেশন, নামাজ, ধ্যান, পর্যাপ্ত ঘুম।

👉 প্রাকৃতিক চিকিৎসা সাধারণত পার্শ্বপ্রতিক্রিয়াহীন এবং দীর্ঘমেয়াদে ভালো স্বাস্থ্য ধরে রাখতে সাহায্য করে। তবে গুরুতর রোগে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি।

সত্যিই, টাকার ব্যবহার আসলেই অনেকটা আজব মনে হয়। 🤔কারণ একদিকে টাকা হলো জীবনের প্রয়োজনীয়তার মূল উপাদান—খাবার, বাসস্থান, ...
16/08/2025

সত্যিই, টাকার ব্যবহার আসলেই অনেকটা আজব মনে হয়। 🤔

কারণ একদিকে টাকা হলো জীবনের প্রয়োজনীয়তার মূল উপাদান—খাবার, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, সবকিছুর জন্য টাকা লাগে। কিন্তু অন্যদিকে দেখা যায়, টাকা কখনও সুখ কিনতে পারে না, আবার কখনও মানুষকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করে যা আসলে তার অন্তরের সাথে মেলে না।

আজব লাগে কারণ—

কেউ টাকা পেলে অযথা খরচ করে, আবার কেউ টাকা জমিয়ে রেখে উপভোগই করতে পারে না।

টাকার জন্য সম্পর্ক গড়ে ওঠে, আবার টাকার কারণেই সম্পর্ক ভেঙে যায়।

টাকার অভাবে মানুষ ছোট হয়ে যায়, আবার বেশি টাকা হলে অহংকারে ভরে ওঠে।

মানে, টাকা না থাকলেও সমস্যা, আবার থাকলেও ভিন্ন সমস্যা।

শুভ সন্ধা
16/08/2025

শুভ সন্ধা

Address

Maghbazar

Alerts

Be the first to know and let us send you an email when Akter Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Akter Hossain:

Share