09/07/2025
রেজাল্ট আসছে, হয়তো কারও বুক ধুকপুক করছে, কারও ঘুম হারাম হয়ে গেছে, কেউ চিন্তা করছে বাবা-মাকে কী মুখ দেখাবে!
কিন্তু একটা কথা বুঝে রাখো — রেজাল্ট জীবনের একটা অংশ, কিন্তু জীবন নয়।
রেজাল্ট ভালো হলেও, খারাপ হলেও তুমি একই মানুষ। তুমি সেই মানুষ, যে কষ্ট করে এতদিন পরিশ্রম করেছো, যে স্বপ্ন দেখো—বড় কিছু হবার। তাহলে শুধু একটা রেজাল্টের জন্য তোমার সব স্বপ্ন কি শেষ হয়ে যাবে?
একটু বাস্তব গল্প বলি —
অনেক স্টুডেন্ট আছে, Mashallah, PSC তে GPA 5.00, SSC তেও 5.00, HSC তেও 5.00। অথচ তারা যখন Admission দিতে যায়, তখন একটা জায়গাতেও সুযোগ পায় না।
👉 অন্যদিকে অনেকেই আছে, যাদের GPA হয়তো 4.50 বা তার নিচে, কিন্তু ঠিক সময়ে প্রস্তুতি নিয়ে, স্মার্টলি চলার কারণে তারা অনেক ভালো জায়গায় চান্স পেয়ে যায়।
এটাই হলো বাস্তবতা—GPA ভালো থাকলেই সব হবে না, আবার কম থাকলেই সব শেষ—তা না।
চান্স না পেলে তখন যে কষ্টটা হয়, সেটা তুমি কল্পনাও করতে পারবে না। কারণ ছোটবেলা থেকে সবাইকে বলে এসেছে—“আমি বড় হয়ে ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো।” কিন্তু হঠাৎ দেখা গেল সেই স্বপ্নগুলো মাটি হয়ে গেল।
তখন কেউ জিজ্ঞেস করবে না, তোমার SSC-তে GPA কতো ছিলো। তখন জিজ্ঞেস করবে—
➡ তুমি কোন ভার্সিটিতে পড়ছো?
➡ কোন সাবজেক্টে পড়ছো?
➡ কী কাজ শিখেছো?
➡ অভিজ্ঞতা আছে?
এটাই বাস্তবতা।
তাহলে কি রেজাল্টের কোনো দাম নেই?
আছে ভাই, অবশ্যই আছে। যারা স্বপ্ন দেখে BUET, মেডিকেলে পড়ার, তাদের জন্য GPA অনেক বড় বিষয়। কিন্তু তারা GPA 5 পাওয়ার জন্য কান্নাকাটি করে না, তারা পরিকল্পনা করে, পরিশ্রম করে, সঠিক পথে চলে।
কিন্তু পরিবার সমাজ একটা ভূল ধারণা নিয়ে থাকে, যেনো রেজাল্ট এই সব কিছু। এটা থেকে কবে যে বের হবে মানুষ। যাই হোক;
তোমার রেজাল্ট যদি একটু খারাপ হয়, হাল ছেড়ো না। আজ যেটা হার, সেটা কাল জয়ের প্রস্তুতি হতে পারে। আর রেজাল্ট ভালো হলেও আত্মতুষ্টিতে ভেসে যেও না—তোমার আসল লড়াই এখনো শুরুই হয়নি।
✅ তাই আমার তরফ থেকে কিছু কথা—
🔸 রেজাল্ট যাই হোক, ভেঙে পড়বে না।
🔸 আত্মবিশ্বাস হারাবে না।
🔸 কারো খোঁটা শুনে থেমে যেও না।
🔸 নিজের স্বপ্ন ভুলে যেও না।
🔸 পড়াশোনার পাশাপাশি মানুষ হও—শিক্ষিত মানুষ।
সবচেয়ে বড় কথা—তুমি জীবনের রেজাল্ট বানাও, কাগজের রেজাল্ট নয়।
ধীরে ধীরে এগিয়ে চলো, দেখা যাবে ভবিষ্যৎ নিজেই তোমার হাত ধরে পথ দেখাবে।
সংগ্ৰহ