The CakeBake

The CakeBake Cake and Bakery
Assalamuwalaikum
(1)

এই পৃথিবীটা একটা জঞ্জাল ছাড়া আর কিছুই নয়। একদিন সকলেই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, ধনী হোক বা গরীব। সকলেই একদিন আবার ধ্বং...
16/07/2025

এই পৃথিবীটা একটা জঞ্জাল ছাড়া আর কিছুই নয়। একদিন সকলেই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, ধনী হোক বা গরীব। সকলেই একদিন আবার ধ্বংসের দিকে ঝুঁকবে। অতএব, আমাদের উচিত আল্লাহর কাছে আমাদের পাপের জন্য ক্ষমা চাওয়া, পবিত্র কোরআন তেলাওয়াত করা, মানুষের সাথে সদয় আচরণ করা এবং ক্ষমা করা এবং দুস্থদের সাহায্য করা। জীবনের বাস্তবতা মৃত্যুর পরে শুরু হয়। আমাদের সর্বদা কবরের আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য প্রার্থনা করা উচিত, কারণ কবরের আযাব অত্যন্ত কঠোর। আল্লাহ আমাদের সৎকর্ম করার তাওফিক দান করুন। (আমিন)"

15/07/2025

আজকের দিনে ভদ্র মানে তুমি ভীতু, নিরীহ মানে তুমি দুর্বল, সৎ মানে তুমি বোকা আর স্পষ্ট বক্তা মানে তুমি শত্রু।
🤫🫢

12/07/2025

শূন্য থেকে শুরু করেছেন,চিন্তা করবেন না একদিন ফেসবুকের সর্বোচ্চ পুরস্কার টা আপনার হাতে পৌঁছে যাবে সেই দিনটির জন্য ধৈর্য ধরে কাজ করে যান
ইনশাআল্লাহ।

09/07/2025

রেজাল্ট আসছে, হয়তো কারও বুক ধুকপুক করছে, কারও ঘুম হারাম হয়ে গেছে, কেউ চিন্তা করছে বাবা-মাকে কী মুখ দেখাবে!
কিন্তু একটা কথা বুঝে রাখো — রেজাল্ট জীবনের একটা অংশ, কিন্তু জীবন নয়।

রেজাল্ট ভালো হলেও, খারাপ হলেও তুমি একই মানুষ। তুমি সেই মানুষ, যে কষ্ট করে এতদিন পরিশ্রম করেছো, যে স্বপ্ন দেখো—বড় কিছু হবার। তাহলে শুধু একটা রেজাল্টের জন্য তোমার সব স্বপ্ন কি শেষ হয়ে যাবে?

একটু বাস্তব গল্প বলি —
অনেক স্টুডেন্ট আছে, Mashallah, PSC তে GPA 5.00, SSC তেও 5.00, HSC তেও 5.00। অথচ তারা যখন Admission দিতে যায়, তখন একটা জায়গাতেও সুযোগ পায় না।
👉 অন্যদিকে অনেকেই আছে, যাদের GPA হয়তো 4.50 বা তার নিচে, কিন্তু ঠিক সময়ে প্রস্তুতি নিয়ে, স্মার্টলি চলার কারণে তারা অনেক ভালো জায়গায় চান্স পেয়ে যায়।
এটাই হলো বাস্তবতা—GPA ভালো থাকলেই সব হবে না, আবার কম থাকলেই সব শেষ—তা না।

চান্স না পেলে তখন যে কষ্টটা হয়, সেটা তুমি কল্পনাও করতে পারবে না। কারণ ছোটবেলা থেকে সবাইকে বলে এসেছে—“আমি বড় হয়ে ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো।” কিন্তু হঠাৎ দেখা গেল সেই স্বপ্নগুলো মাটি হয়ে গেল।

তখন কেউ জিজ্ঞেস করবে না, তোমার SSC-তে GPA কতো ছিলো। তখন জিজ্ঞেস করবে—
➡ তুমি কোন ভার্সিটিতে পড়ছো?
➡ কোন সাবজেক্টে পড়ছো?
➡ কী কাজ শিখেছো?
➡ অভিজ্ঞতা আছে?

এটাই বাস্তবতা।

তাহলে কি রেজাল্টের কোনো দাম নেই?
আছে ভাই, অবশ্যই আছে। যারা স্বপ্ন দেখে BUET, মেডিকেলে পড়ার, তাদের জন্য GPA অনেক বড় বিষয়। কিন্তু তারা GPA 5 পাওয়ার জন্য কান্নাকাটি করে না, তারা পরিকল্পনা করে, পরিশ্রম করে, সঠিক পথে চলে।

কিন্তু পরিবার সমাজ একটা ভূল ধারণা নিয়ে থাকে, যেনো রেজাল্ট এই সব কিছু। এটা থেকে কবে যে বের হবে মানুষ। যাই হোক;

তোমার রেজাল্ট যদি একটু খারাপ হয়, হাল ছেড়ো না। আজ যেটা হার, সেটা কাল জয়ের প্রস্তুতি হতে পারে। আর রেজাল্ট ভালো হলেও আত্মতুষ্টিতে ভেসে যেও না—তোমার আসল লড়াই এখনো শুরুই হয়নি।

✅ তাই আমার তরফ থেকে কিছু কথা—

🔸 রেজাল্ট যাই হোক, ভেঙে পড়বে না।
🔸 আত্মবিশ্বাস হারাবে না।
🔸 কারো খোঁটা শুনে থেমে যেও না।
🔸 নিজের স্বপ্ন ভুলে যেও না।
🔸 পড়াশোনার পাশাপাশি মানুষ হও—শিক্ষিত মানুষ।

সবচেয়ে বড় কথা—তুমি জীবনের রেজাল্ট বানাও, কাগজের রেজাল্ট নয়।
ধীরে ধীরে এগিয়ে চলো, দেখা যাবে ভবিষ্যৎ নিজেই তোমার হাত ধরে পথ দেখাবে।
সংগ্ৰহ

08/07/2025
03/07/2025
03/07/2025
01/07/2025

আবু যর গিফারি (رضي الله عنه) বলেন, নবীজি (صلى الله عليه وسلم) আমাকে সাতটি উপদেশ দিয়েছেন। তিনি আমাকে আদেশ দিয়েছেন—

১. আমি যেন গরিবদের ভালোবাসি; তাদের সাথে ওঠাবসা করি।

২. আমি যেন দুনিয়ার ব্যাপারে আমার চেয়ে নীচে কে আছে সেটা দেখি, আমার চেয়ে উপরে কে আছে সেটা যেন না দেখি।

৩. আমি যেন আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখি, যদিও তারা আমার থেকে দূরে সরে যায়।

৪. আমি যেন কারো কাছে কোনো কিছু না চাই, হাত না পাতি।

৫. আমি যেন সবসময় সত্য কথা বলি, যদিও সেটা তিক্ত হয়।

৬. আমি যেন দ্বীনের পথে চলতে গিয়ে কোনো নিন্দুকের নিন্দাকে ভয় না করি।

৭. আমি যেন বেশি বেশি 'লা হাওলা ওয়ালা কুওওয়াতা ইল্লা বিল্লাহ' পাঠ করি। কেননা, এ কালিমাটি আরশের নিচে সংরক্ষিত গোপন ভান্ডারের একটি কথা।

📚ইলা-শাবাবিল উম্মাহ

30/06/2025

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত- তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
"তোমাদের কেউ যখন কোনো মজলিসে উপস্থিত হবে, তখন সালাম দিবে। আর যখন সেখান থেকে উঠে যাবে, তখনও সালাম দিবে। আর প্রথম সালামটি পরের চেয়ে অধিক হকদার নয় (অর্থাৎ উভয় সালামই গুরুত্বপূর্ণ, তবে প্রথম সালামের চেয়ে বিদায়ের সময়কার সালামটি বেশি ফযিলতপূর্ণ)।"

📚 সূত্র: আবু দাউদ: ৫২০৮, তিরমিজি: ২৭০৬

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when The CakeBake posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category