
13/08/2024
আমার ও জানা ছিলোনা 😲
হুমায়ূন আহমেদের প্রথম স্ত্রীর মেজো মেয়ে শীলা আসিফ নজরুলের ৩য় বউ এবং আসিফ নজরুল শীলার ২য় স্বামী!
এরপরেও আপনারা যারা রোমান্টিসিজম করছেন, পোস্ট দিচ্ছেন আসিফ নজরুলের মতো পুরুষ বিয়ে করা উচিত তাদের জন্য এই পোস্ট!!
আসিফ নজরুলের প্রথম স্ত্রী ছিলো তার ছাত্রী অদিতি!তার বই পড়ে ওই ছাত্রী প্রেমে পড়েছিল। তারপর ছাত্রীর সাথে অনৈতিক কর্মকান্ডে জড়িয়ে পড়েন তিনি। অবশ্য বিয়ে করেছিলেন ছাত্রীকে কিন্তু সেই সংসার বেশীদিন টিকেনি।
তারপর ২০০৪ সালো অভিনেত্রী রোকেয়া প্রাচীকে ২য় বিয়ে করেন। সেই ঘরে ১টি কন্যা সন্তান আছে। নাম রিমঝিম। এর মাঝে শীলার সাথে প্রায় ১০-১২ বছর ধরে তার প্রেমের গুঞ্জন শুনা যেত তখন শীলাও বিবাহিত। খুব ধুমধাম করে শীলা তার বন্ধু অপুকে বিয়ে করেছিলো। সেই ঘরে শীলার একটি ৪ বছর ও একটি ২ বছরের কন্যা সন্তান ছিলো।
কিন্তু সব গুন্জনের অবসান ঘটিয়ে আসিফ নজরুল ২০১৩ সালে রোকেয়াকে ডিভোর্স দিয়ে তার চেয়ে ১৮ বছরের ছোট শীলাকে বিয়ে করে। কাজি অফিসের ছবি ভাইরাল হওয়ার পর, সবাইকে বিয়ের ঘবর জানিয়েছে ২ মাস পর। তখন আর মানুষের বুঝতে বাকি রইলোনা সেই পরকীয়ার গুঞ্জন যে সত্যিই ছিলো।
এই বিয়েতে শীলার পরিবারের কেউ খুশি ছিলোনা, পরকীয়া করে বাবার বয়সী আসিফ নজরুলকে বিয়ে করায়। রোকেয়া প্রাচী এই ধোকা মেনে নিতে না পেরে ভেঙে পড়েছিলেন! আসিফ ও শীলার ঘরে বর্তমানে একটি কন্যা সন্তান আছে!!
বলে রাখা ভালো হুমায়ুন আহমেদ তার মেয়ে এই শীলার বান্ধবী শাওনকে বিয়ে করেন, গুলকেতিন খানকে ডিভোর্স দিয়ে। শাওনও হুমায়ুন আহমেদ এর বই পরে প্রেমে পরে। তখন তাদের বয়সের ফারাকটাও বর্তমানের মোশতাক তিশার মতো ছিলো।
এই নাও সোনামনিরা তোমাদের ক্রাশের হিস্ট্রি দিয়ে দিলাম! এবার হ্যাপি? welcome to another episode of "splitsvilla"
©জয়া