TFT Zone

TFT Zone TFT Zone official page.

24/07/2025

৩০০ ফিটে অটো চালকের বেপরোয়া পালানোর চেষ্টা, শেষ পর্যন্ত পুলিশের ধাওয়ায় আটক।
একটি প্রাইভেট কারকে ধাক্কা দিয়ে দ্রুতগতিতে পালিয়ে যাচ্ছিল এক অটোচালক।
ট্রাফিক সার্জন তাকে থামালে, ভুক্তভোগী এসে অভিযোগ করেন।
সার্জনের নির্দেশে কনস্টেবল অটোর ভেতরে উঠলে চালক তাকে নিয়েই আবার পালিয়ে যায়।
এই পরিস্থিতিতে সার্জন নিজেই ধাওয়া শুরু করেন।
পরবর্তীতে সাধারণ জনগণ, মোটরসাইকেল ও প্রাইভেটকার চালকরা সহযোগিতা করলে অবশেষে চালককে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
ঘটনাটি ঘটে ঢাকার ৩০০ ফিট এলাকায়।

TFT Zone

আমার ও জানা ছিলোনা 😲হুমায়ূন আহমেদের প্রথম স্ত্রীর মেজো মেয়ে শীলা আসিফ নজরুলের ৩য় বউ এবং আসিফ নজরুল শীলার ২য় স্বামী!এরপরে...
13/08/2024

আমার ও জানা ছিলোনা 😲

হুমায়ূন আহমেদের প্রথম স্ত্রীর মেজো মেয়ে শীলা আসিফ নজরুলের ৩য় বউ এবং আসিফ নজরুল শীলার ২য় স্বামী!

এরপরেও আপনারা যারা রোমান্টিসিজম করছেন, পোস্ট দিচ্ছেন আসিফ নজরুলের মতো পুরুষ বিয়ে করা উচিত তাদের জন্য এই পোস্ট!!

আসিফ নজরুলের প্রথম স্ত্রী ছিলো তার ছাত্রী অদিতি!তার বই পড়ে ওই ছাত্রী প্রেমে পড়েছিল। তারপর ছাত্রীর সাথে অনৈতিক কর্মকান্ডে জড়িয়ে পড়েন তিনি। অবশ্য বিয়ে করেছিলেন ছাত্রীকে কিন্তু সেই সংসার বেশীদিন টিকেনি।

তারপর ২০০৪ সালো অভিনেত্রী রোকেয়া প্রাচীকে ২য় বিয়ে করেন। সেই ঘরে ১টি কন্যা সন্তান আছে। নাম রিমঝিম। এর মাঝে শীলার সাথে প্রায় ১০-১২ বছর ধরে তার প্রেমের গুঞ্জন শুনা যেত তখন শীলাও বিবাহিত। খুব ধুমধাম করে শীলা তার বন্ধু অপুকে বিয়ে করেছিলো। সেই ঘরে শীলার একটি ৪ বছর ও একটি ২ বছরের কন্যা সন্তান ছিলো।

কিন্তু সব গুন্জনের অবসান ঘটিয়ে আসিফ নজরুল ২০১৩ সালে রোকেয়াকে ডিভোর্স দিয়ে তার চেয়ে ১৮ বছরের ছোট শীলাকে বিয়ে করে। কাজি অফিসের ছবি ভাইরাল হওয়ার পর, সবাইকে বিয়ের ঘবর জানিয়েছে ২ মাস পর। তখন আর মানুষের বুঝতে বাকি রইলোনা সেই পরকীয়ার গুঞ্জন যে সত্যিই ছিলো।

এই বিয়েতে শীলার পরিবারের কেউ খুশি ছিলোনা, পরকীয়া করে বাবার বয়সী আসিফ নজরুলকে বিয়ে করায়। রোকেয়া প্রাচী এই ধোকা মেনে নিতে না পেরে ভেঙে পড়েছিলেন! আসিফ ও শীলার ঘরে বর্তমানে একটি কন্যা সন্তান আছে!!

বলে রাখা ভালো হুমায়ুন আহমেদ তার মেয়ে এই শীলার বান্ধবী শাওনকে বিয়ে করেন, গুলকেতিন খানকে ডিভোর্স দিয়ে। শাওনও হুমায়ুন আহমেদ এর বই পরে প্রেমে পরে। তখন তাদের বয়সের ফারাকটাও বর্তমানের মোশতাক তিশার মতো ছিলো।

এই নাও সোনামনিরা তোমাদের ক্রাশের হিস্ট্রি দিয়ে দিলাম! এবার হ্যাপি? welcome to another episode of "splitsvilla"

©জয়া

🤣🤣🤣
21/12/2023

🤣🤣🤣

গ্ল্যান ম্যাক্সওয়েল কে ছাড়াও তাদের দল যথেষ্ট পরিপূর্ণ এবং তার রিপ্লেসমেন্ট ও আছে তারপরও অভিজ্ঞতা বিবেচনা তাকে রাখা হয়...
28/09/2023

গ্ল্যান ম্যাক্সওয়েল কে ছাড়াও তাদের দল যথেষ্ট পরিপূর্ণ এবং তার রিপ্লেসমেন্ট ও আছে তারপরও অভিজ্ঞতা বিবেচনা তাকে রাখা হয়েছে , উইলিয়ামসন কে ইঞ্জুরি সহ বিশ্বকাপের স্কোয়াডে রাখা হয়েছে কিন্তু বাংলাদেশে যার রিপ্লেসমেন্ট এখনও তৈরি হয়নি তাকে ইঞ্জুরির দোহাই দিয়ে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হলো ইঞ্জুরির দোহাই কেনো বললাম কারণ তামিম নিজেই ভিডিও বার্তায় বলেছে তার ইঞ্জুরি বিশ্বকাপের আগে ঠিক হয়ে যেত তাছাড়া সর্বোচ্চ গেলে ২-৩ ম্যাচ মিস করত কিন্তু আরো ৬ টা ম্যাচের জন্য ও তাকে বিবেচনায় রাখা হলো না

কারণ একটাই সাকিব তামিম দ্ধন্দ

28/09/2023

সাকিব-তামিম দ্বন্দ্ব নিয়ে এবার মুখ খুললেন মাশরাফী | Mashrafe Exclusive | Tamim vs Shakib | Papon | BCB | Hathurusinga | World Cup Squad BD |

08/09/2023

চাচাতো বোনের সাথে প্রেম, অন্যথায় বিয়ে করতে যাচ্ছেন চাচাতো ভাই! অতঃপর যা হলো

Eid Mubarak 💕
29/06/2023

Eid Mubarak 💕

17/06/2023

মাইটিভি ও তৌহিদ আফ্রিদির কাছে মাফ চাইলেন স্বপন আহমেদ।

Address

Maghbazar

Alerts

Be the first to know and let us send you an email when TFT Zone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TFT Zone:

Share